![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক সংলাপ
——রায়ান নুর
সানজু তুমি হেসে বললে,"তুমি একটা আস্ত পাগল নয়তো কী! কেন মিছেমিছি পুড়ে মর নিজের দুঃখে? কেউ তো তোমার মত নয় ৷ সকলেই ভাবে নিজেকে নিয়ে ৷"
আমি কোন উত্তর না করে শুধু হাসলাম একটু ৷
"ঠিক বলেছ তুমি ৷"
সে আবার বললে,"তুমি মস্ত বড় কবি হবে৷"
তার কথায় মনটা আরো পুড়ে গেল ৷ যারে চাই সেতো নির্বিকার ৷ জানি সে একদিন হারিয়ে যাবে কালের গহ্বরে—কিন্তু যে ছায়া ফেলেছ তুমি অন্তরে অঙ্কিত হয়ে থাকবে চিরকাল ৷ তোমার ঐ ছায়া আমার আপন অনেক তবু তুমি তো পর ৷ তোমার পবিত্র ছায়া আমার যে অনন্তকালের সঙ্গী ৷
ভাবনার ঘোরে তুমি বললে হঠাৎ,"তুমি অনেক ভালো ৷"
মনে বড় পীড়া দিল— তোমার কথায় পুড়ে আমি যে ছাই হয়ে গেছি কখনো ছুয়ে দেখেছ কী?
©somewhere in net ltd.