নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

গ্যাসের আগুনে রান্না!!!

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

গ্যাস নিয়ে এ ধরাতে আলাপ আলোচনা একটু কমই হয়েছে।এর যথেষ্ট কারনও অবস্য অাছে।নিন্দুকেরা বলে ইহা অশ্লীল!
অশ্লীল হোক আর শ্লীল আজ আমি আলোচনা করব।আপনাদের সব বলব সব!

গুনি জনরা বলেন ত্যাগেই প্রকৃত সুখ! ভোগে নয়" খাটি সত্য কথা।কিছু মানুষ প্রকৃত সুখ খোজেন মল আর বায়ু ত্যাগে! কিন্তু ত্যাগের প্রকৃত সুখ নষ্ট হয় বাইরে বড় জনের চাপ আসলে! সিটি শহরগুলতে মানুষ আগে শপিংমল আর প্রাইভেট হসপিটাল খোঁজেন! যদি না থাকে তবেই পাবলিক টয়লেট তাও যদি না পাওয়া যায় তবে ইদানিং কালে বের হওয়া মোবাইল টয়লেট! সেটাও যদি না থাকে তবে আর কি? বুঝতে হবে নিশ্চয় কোন বড় পাপ আজ কাটছে।এম থেকে এক্স আকৃতিতে দারিয়ে অতি কঞ্জুস লোকও সেদিন অটোরিকশা খোজেন!

ত্যাগের আর এক রুপ বায়ু! এটা ত্যাগের সুখকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।এর যথোপযুক্ত কারন বিদ্যমান।এই ত্যাগে কোন কিছু নষ্ট হয় না আবার কিছু পরিষ্কার করারও প্রয়োজন হয় না।সাউন্ড হলে ভাল না হলে নাই! শব্দ তার অস্তিত্বের জানান দেয়।
কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন মানুষের মাঝে সশব্দে বায়ু ত্যাগ ঘটে! হয়ত আপনি ভেবেছিলেন সাউন্ড হবে না,আপনার কনফিডেন্স ছিল!কিন্তু সেই কনফিডেন্স কয়েক মূহুর্তেই তলানিতে গিয়ে ঠ্যাকে আপনি হয়ত জোর করে একটু হাসার চেষ্টা করে বলবেন"রাতে খুব গ্যাস হয়েছিল" তবে যদি নিশব্দে গন্ধযুক্ত হয়,তাহলে মজা নিতে পারবেন।সবার আগে আপনিই নাক চেপে কর্ম সম্পাদন কারীর গুষ্ঠি উদ্ধার করতে থাকবেন।তখন সবাই নাক চেপে এ ওর দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাবে।পৈশাচিক আনন্দ!

সম্প্রতি আমাদের দেশের একজন মাননীয় মন্ত্রী সব নাক লজ্জা বলিদান দিয়ে গ্যাস নিয়ে সরব হয়েছেন।ঘটনাটি যথেষ্ট গুরুত্ববহ। উনি বলেছেন "গ্যাস দিয়ে ফালতু ভাত তরকারি রান্না করা চলবে না" ওনার কথার সাথে আমিও একমত।গ্যাস কি ফালতু ভাত তরকারি রান্নার জন্য?? আমরা বাঙ্গালিরা ইম্পরট্যান্ট সব জিনিস দিয়ে লেস ইম্পরট্যান্ট কাজে লাগাই।এটা ঠিক না।

যেমন অক্সিজেন আবিষ্কারের আগে আমরা কি নিশ্বাস নিতাম না??ঠিক তেমনি গ্যাস আবিষ্কারের আগে কি আমরা খেতাম না?? আমার তো মনে হয় চাল ঘন্টাতিনেক ভিজিয়ে এমনিতেই খাওয়া যাবে।এতে কাজ হবে তিনটি১.অক্সিজেন বাচবে ২.জ্বালানি নষ্ট হবে না ৩.কার্বন নিঃসৃত হবে না।
এমনি ভাবে আলু বেগুন শাক পাতা একটু প্রাকটিস করলে কাচা খাওয়া কোন ব্যাপারই না।মাছ মাংস এটু প্রবলেম,কাঠ কয়লার আগুনে বারবিকিউ করে খাওয়া যেতে পারে।

ব্যাস হয়ে গেল সমাধান।আপনাদের মাথায় কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:




গ্যাস কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমাদের অন্য এনার্জিও পর্যাপ্ত নয়; ভাবনার বিষয়

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই এরা প্রথমেই ভূল করেছে বাসা বাড়িতে গ্যাস দিয়ে।দ্বিতীয় ভূল করেছে গ্যাস নির্ভর পাওয়ার প্লান্ট বানিয়ে।কল কারখানায় গ্যাস দেওয়া ঠিক আছে।
সরকারের সোলার এনার্জির দিকে জোর দেওয়া উচিৎ ছিল।
আশপাশ থেকে বিদ্যুৎ আমদানি করতে পারত।
আমাদের প্রাকৃতিক যতগুলো ক্ষেত্র আছে সবগুলোই আগে কাজে নাগানোর চেষ্টা করা উচিৎ ছিল।কিন্তু সেটা না হয়ে কেন গ্যাস,তৈল আর কাঠ কয়লায় সরকারের আগ্রহ সেটা আপনিও যেমন জানেন আমিও জানি।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

গেম চেঞ্জার বলেছেন: আপনার পরামর্শ এক্সপেরিমেন্ট করা উচিত!

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই ইহা একটি রম্য পোষ্ট।মানুষের মৌলিক চাহিদার প্ররথমটি হল অন্ন।এখন সেটা রান্না নাকি কাঁচা সেটা ক্লিয়ার হওয়া দরকার।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯

খালিদ১২২ বলেছেন: :||

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ;

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ;)

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশ গ্যাসের সাগরে ভাসছে।
দেশে আর গ্যাস নেই, যেটুকু আছে তা' দিয়ে পাঁচ বছর বড়জোর।
গ্যাস নেবে গো গ্যাস, বাড়ি বাড়ি গ্যাস
বাড়ি বাড়ি ভাত রান্না করে গ্যাসের অপচয় হতে দেওয়া যায় না।

আমার গ্যাসত্যাগ (মানে বায়ুত্যাগ) করতে ইচ্ছা করছে এসব বক্তাদের মুখের ওপর।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ম্যাচের কাঠির অপচয় রোধ করতে বাসা বাড়িতে গ্যাস পুরিয়ে নষ্ট করার সংস্কৃতি বহু আগেই রোধ করা যেত সিলিন্ডার গ্যাস ব্যবহারের মাধ্যমে।
কিন্তু সরকার আগে সে পথে হাটে নাই।আমরা ৫০০ টাকা দিয়ে সারা মাস আনলিমিটেড গ্যাস ব্যবহার করি, কিন্তু যারা সিলিন্ডার গ্যাস ব্যাবহার করে মাসে দুটি সিলিন্ডার লাগলেও ২৫০০ টাকা পরে।আরো আগেই এই বৈষম্য দূর করতে ব্যাবস্হা নেওয়া উচিৎ ছিল।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:




বর্তমান সরকার জাতির জন্য দীর্ঘ-মেয়াদী প্ল্যান নিয়ে ভাবছে না; তাই শিক্ষিত মানুষদের ভাবতে হবে।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হাসিনা সরকার আমাদের ভাবাভাবির মূল্য দিল কই? তাইলে তো রামপাল প্রযেক্ট বন্ধ করত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.