![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
পর পর তিন দিন তিনটি ঘটনা দূর্ঘটনা ঘটল এই সিরিয়াল নিয়ে।মানুষ নির্বিকার। তবুও প্রতি ঘরে ঘরে চলছে কিরনমালা।
পর পর তিনদিন ঘটে যাওয়া দুর্ঘটনার সংক্ষেপিত চিত্র:
প্রথম দিন: বাংলাদেশের একটি গ্রামে কিরনমালা দেখা নিয়ে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়ে হাসপাতালে।
দ্বিতীয় দিন: পরিবারের সবাই কিরন মালা দেখায় বাড়ির দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু।
তৃতীয় দিন: মা পাশের বাড়িতে কিরনমালা দেখতে য়াওয়ার সর্ট সার্কিট হয়ে ঘরে আগুন ধরে ঘুমন্ত শিশুর মৃত্যু!
সর্বশেষ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলায় শুক্রবার সন্ধ্যায়!মানুষের বিবেক মূল্যবোধ মানবতা বোধ আজ কোথায় গিয়ে নেমেছে??কি করছি আমরা?? আমরা কি সব উন্মাদ হয়ে যাচ্ছি?
পেপার পত্রিকায় মানুষের মুখে শুনে আমিও দু একবার কিরনমালা দেখেছি।বাট দু-ুক মিনিটের বেশি দেখা ধৈর্যে কুলায়নাই! এই রকম বস্তা পচা ফালতু সিরিয়াল মনে হয় দুনিয়ায় আর একটাও নেই! গ্রাফিক্স এর এত বাজে কাজ,নেই কোন শক্তিশালী কাহিনী। তবুও মানুষ পাগলের মত দেখছে।
শুধু দেখছেই না,নিজের পরিবারের দিকে খেয়াল রাখার কথা ভূলে যাচ্ছে! কতগুলো ফুলের মত মেয়ে কথিত পাখি ড্রেসের জন্য জীবন প্রদীপ নিভিয়ে দিল!
কবে উদয় হবে আমাদের মানবতা? আর কত শিশু জীবন দিলে জাগ্রত হবে আমাদের মূল্যবোধ?আমরা কি ইন্ডিয়ার বস্তাপচা ফালতু সিরিয়ালের শৃঙ্খল থেকে মুক্তি পাব না????
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৬
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমাদের নিজেদের ও বোধশক্তির উদয় হওয়া দরকার।
২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৬
নামহীন ব্যক্তি বলেছেন: জয় বঙ্গবাহাদুর
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সিরিয়াল যারা দেখে তারা জাত পাত হিসেব করে দেখে না!
৩| ২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছু বলার নেই, অনেক কথা হয়েছে, ফলাফল অশ্ব ডিম্ব। ক্ষতি হলে অামার অাপনার অাত্মীয় সজনের হচ্ছে, অন্যের তো সমস্যা নেই। তবে কেন পদক্ষেপ নিবে...
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এখন কারো কাছে আবেদন আবদার করে লাভ নেই,সতেতন আমাদেরই হতে হবে।
৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬
রক্ত পলাশী বলেছেন: কিছু বলার নেই, অনেক কথা হয়েছে, ফলাফল অশ্ব ডিম্ব।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তবে এই রকম ধারাবাহিক বিপর্যয় মনে হয় অতীতে ঘটেনি!
৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
আধা শিক্ষিত, অশিক্ষিত, হতাশ, দরিদ্র, সুপার ধনী, ডোন্ট-কেয়ার টাইপের মানুষের মিশ্রণ ঘটে জাতি স্বকীয়তা হারাচ্ছে।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: জাতির স্বকীয়তা ফিরে পাবার উপায় কি?
৬| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা, মানুষের সাংস্কৃতিক জীবন পরস্পরের সাথে যুক্ত; মানুষ রাজনৈতিক কারণে অস্হিতিশীল অবস্হানে আছে এখন; মানুষকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করতে হবে প্রশাসন থেকে।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি বুঝিনা কেনো এই সিরিয়াল গুলো বন্ধ করছে না। সমাজে সংসারে সব অশান্তির মূল এগুলো।