নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

বিকৃত মানুষ,বিকৃত রুচি!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৪



টাকার ওপর মনের ভাব প্রকাশ করার এক জাদুকরি ক্ষমতা নিয়ে জন্মগ্রহন করি আমরা।নব্বুই দশকে আমরা টাকাকে ফ্রি পত্রমিতালির মাধ্যম হিসেবে ব্যাবহার করতাম।তার আগের ব্যাপারে আমার ধারনা নেই।সেই সময় টাকায় পুরো বাড়ির ঠিকানা পাওয়া যেত।লেখকের মনে মৃদু আশা হয়ত কোন ধনীর অপরুপ দুলালি সাড়া দেবে!

আমাদের এই জাদুকরি ক্ষমতা শুধু টাকাতেই সিমাবদ্ধ নয়।সুযোগ পেলেই আমরা সবখানে আমাদের এই প্রতিভার জানান দেই।টয়লেট,হোস্টেল,প্রাচীর,ক্লাশরুম,ওয়াল,দরজা,হোটেল বাদ যায় না কোন কিছুই।মসজিদে কখনও চোখে পড়ে নাই,তবে ঈদগাহের জন্য নির্মিত ঈমামবাড়ায় লেখা দেখেছি।

কেন আমাদের এই প্রবনতা?? বিশেষজ্ঞ মতামত নিতে হবে।বিশেষজ্ঞ মত ছাড়া এটা বলা যায় আমাদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ এর অভাব রয়েছে।আমাদের পরিবার আমাদের কোনটা ভাল কোনটা খারাপ, কি করা যাবে কি করা যাবে না এগুলো শেখাতে ব্যার্থ হয়।

দুই হাজার সালের পর টাকায় মোবাইল নম্বর লেখা থাকত।আর সাথে প্রয়োজন,মানে"ভালবাসা চাই/বন্ধু হতে চাই"। এখন ফেসবুক টেসবুক এসে টাকা ভালবাসা বন্ধুত্বের মাধ্যম হওয়ার হাত থেকে রেহাই পেয়েছে।কিন্তু বিকৃত রুচির বহিঃপ্রকাশ কমেছে বলে আমার মনে হয় না।

এইসব বিকৃত রুচিধারী ব্যাক্তিবর্গের বিরুদ্ধে প্রশাসনের ব্যাবস্হা নেওয়া উচিৎ বলে আমি মনে করি।একজন মানুষ কতবড় বেআক্কেল হলে জাতির পিতা কে বিকৃত করতে পারে?? জানি দেশে বঙ্গবন্ধুর হেটার অনেক আছে,কিন্তু এভাবে? খেয়াল রাখবেন আর একজনকে ঘৃনা করতে গিয়ে নিজের পরিচয় যেন প্রকাশ না হয়ে পড়ে!

আমরা সামাজিক ভাবে এইসব বিকৃত টাকা গ্রহন না করে এই সব ফালতু চিন্তা প্রতিহত করতে পারি।প্রশাসন পুরষ্কার ঘোষনা অপরাধী ধরে সাজা দিলেও এগুল কমবে বলে আমার মনে হয়।

ধন্যবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২

গেম চেঞ্জার বলেছেন: এদের মানসিক বৈকল্য রোধ করা বেশ কঠিন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কঠোর আইন প্রনয়ন করে এবং তা প্রয়োগের মাধ্যমে এই সব মানসিক বিকলাঙ্গ দের শায়েস্তা করতে হবে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: টাকার উপর কোন কিছু লেখাটা যতদূর শুনেছিলাম বে আইনী। যদিও এইদিক নিয়ে খুব ঘাটাঘাটি করিনি।

যে ছবি দিলেন - তাতে টাকার উপর আঁকাআঁকি আর্টিস্টকে আমার প্রতিবন্ধী বলেই মনে হচ্ছে। অদ্ভুত চিন্তাধারা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমিও আপনার মতই জানি।আমার মনে হয় এটুকু জানাই যথেষ্ট।এই সব প্রতিবন্ধী ব্যাক্তি গুলার বাবা মা পরিবার সেটুকুও শেখায়নাই।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১১

মো:সাব্বির হোসাইন বলেছেন: মনুষ্যত্বের লোপ পেয়েছে। তাই টাকাকে এভাবে বিকৃতি করছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এদের কঠিন শাস্তি দিলে বাকিগুলার আপনা আপনি মানুষ্যত্ব ফিরে আসবে বলে আমার মনে হয়।ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮

একটি পেন্সিল বলেছেন: এগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এখন যেমন সেলফি যুগ, কোন চিন্তাভাবনা না করেই ফেসবুকে বিভিন্ন ধরনের ছবির বন্যা বইয়ে দেই। এমন একটা সময় আসবে, যখন একটা ছোট স্ট্যাটাস দিতেও হাজার চিন্তাভাবনা করবে সবাই। আগে ফেসবুক খুললেই অশ্লীল ছবি দেখা যেত, এখন সেটা একেবারে ই নেই। এভাবে পজিটিভ পরিবর্তন ও হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার সাথে সহমত।কিছু কিছু ব্যাপার আপনা আপনি ঠিক হয়।এ সংস্কৃতিরটা ২৫ বছর আগের।আমার তো মনে হয় আর বছর দশেক পর ফেসবুকের প্রয়োজন ফুরবে।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

অগ্নি সারথি বলেছেন: X( X( X( X(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন:

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন:

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিপরীত চিন্তাধারার অথবা অসুস্থ মানসিকতার লোক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বিপরীত চিন্তাধারাকে স্বাগতম,অসুস্থ চিন্তাধারা নিপাত যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.