নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভবনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯


ভারত পাকিস্তানে আক্রমন করবে বলে আমার মনে হয় না।পাকিস্তান জন্ম থেকেই একটি উগ্র দেশ হিসেবে পরিচিত।উগ্রবাদ হয়েও কারনে অকারনে বিশ্ব মোড়লদের পাশে পেয়েছে।যা পাকিস্তানের জন্য উল্টো ফল দিয়েছে।দেশটি এখন জঙ্গিবাদের আতুর ঘর।

সেক্ষত্রে ভারত পাকিস্তানের চেয়ে কয়েকগুন এগিয়ে।এমত অবস্হায় তথাকথিত পাকিস্তানি জঙ্গিদের আক্রমনে ভারতীয় ১৮ সৈনিক নিহত হলেও পাকিস্তানে আক্রমন করার ভূল মদি সরকার করবে বলে আমার বিশ্বাস হয় না।

ভারত পাকিস্তান কে আক্রমন করলে, একটি পরমানু যুদ্ধ বাধার ঝুকি থাকে।যদি পরমানু যুদ্ধ বেধেই যায়,ভারত পাকিস্তান থেকে ঠিক যতটুকু এগিয়ে ঠিক ততটুকুই পিছিয়ে যাবে।এর একমাত্র কারন ভারত এখন উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে,অপরদিকে পাকিস্তানের হারাবার কিছুই নেই।দেশটি নানা সমস্যায় পদর্যুস্হ।এ অবস্হায় যুদ্ধে পাকিস্হানের কিছুই আসে যায় না।অপর দিকে দেশটি উগ্র মৌলবাদীদের সবরকম সাপোর্ট পাবে।

ভারত এখন কুটনৈতিক ভাবে পাকিস্তানকে কোনঠাসা করার চেষ্টা করবে।এবং কাশ্মীর সহ পাকিস্তানি বর্ডার এলাকায় তৎপরতা বৃদ্ধি করবে।

ধন্যবাদ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

মুচি বলেছেন: পাকিস্তান বেহায়া রাষ্ট্র আর ভারত ফাজিল রাষ্ট্র.... ২ টার কারণে আজও আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারি নি /:) /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভারত চাইলে আমরা আজ অনেক উন্নতি করতে পারতাম।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

একটি পেন্সিল বলেছেন: পাকিস্তান কি আবহাওয়া জনিত কারনে উগ্র হন নাকি জেমেটিকাল কারন? নাকি সামাজিক কারন? নাকি তাদের বিরুদ্ধে প্রচনার কারনে আমাদের কাছে তাদের উগ্র বলে মনে হয়? নাকি তাদের রক্ত এলিয়েনের মত সবুজ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: উত্তর দেখুন নিচে।ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: যাহা রটে তাহার কিছুটা তো বটেই।
১৯৭১ এ তারা যা করেছে তাতে কারন খোজার প্রয়োজন পড়ে না।কিছু পাকিস্তানি ভাল থাকতে পারে।তবে বাংলা লিখিত কাউকে এভাবে কথা বলতে দেখে অবাক হচ্ছি!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: যুদ্ধ হবে না...পকিস্থানে সামনে ভোট...পাকির বর্তমান সরকার চাইছে যুদ্ধ হোক যূদ্ধ বর্তমান সরকারের লাভ ...তাই যুদ্ধ হবে না।এটা কারণ বললাম...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার মনে হয় ডিপেন্ড করছে ইন্ডিয়ার ওপর।ইন্ডিয়া আক্রমন করবে কি না।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



ভারত কাশ্মীরীদের জীবনকে উন্নত করার কোন পদক্ষেপ আজও নেয়নি; সেটাও সমস্যা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কাশ্মীরীরাও বিক্ষোভ পছন্দ করে।আমার মনে হয় ভারত বলেছে"ঠিক আছে তুমি এটা নিয়েই থাক"

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সবাই পড়ে দেয় দৌড়! আরে ভাই খারাপ হল না ভাল বলতে কি এতো সমস্যা??

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ছায়াপথের যাত্রী বলেছেন: আমার ধারণা কিছুই হবে না। ইটস জাস্ট এ পলিটিক্যাল গেম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আই অলসো থিঙ্ক সো।একটু চিল্লাচিল্লি হাঁক-ডাক ব্যাস কিছুক্ষণ পর সব শান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.