![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
ঠিকাদারি কাজকর্ম আমি ঠিক বুঝি না।বন্ধুরা করে আমি সাথে থেকে এ বিষয়ে অল্প কিছু জেনেছি।গত ২৫.১০.২০১৬ তারিখে পাবনা সদর এলজিইডি অফিস হতে একটি প্যাকেজ টেন্ডার ওপেন হয়। পাঁচটি স্কুল রিপেয়ারিং এর প্যাকেজ কাজ।ঠিকাদার দের কাছ থেকে রেট কোট(সর্বনিম্ন দরদাতা) অনুযায়ি সিডিউল ড্রপ করতে বলা হয়।পাঁচটি স্কুল রিপেয়ারিং এর জন্য বরাদ্দ সর্বমোট ছাব্বিশ লক্ষ টাকা।সর্বনিম্ন দরদাতা যিনি কাজটি পেয়েছেন পাবনা শহরেরই একজন ঠিকাদারি প্রতিষ্ঠান নাম"নূর কনসট্রাকশন"
অবাক করা বিষয় হচ্ছে এই নূর কনসট্রাকশন ৫০% লেস দিয়ে কাজটি বগল দাবা করেছেন! প-ঞ্চা-শ পার্সেন্ট!ইহা দেশের জন্য সু-সংবাদই বটে।শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকলেও চলত।এই পঞ্চাশ পার্সেন্টের সাথে সরকারি ভ্যাট আইডি যুক্ত হবে ৭% এবং অফিস খরচ যুক্ত হবে ৪%।সর্বমোট একষট্টি পার্সেন্ট। ছাব্বিশ লক্ষ এর একষট্টি পার্সেন্ট হল পনের লক্ষ চল্লিশ হাজার টাকা।এখন ছাব্বিশ লক্ষ থেকে এই পনের লক্ষ ষাট হাজার বাদ দিলে থাকে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা।
এই নূর কনসট্রাকশন দশলক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচটি স্কুল মেরামত করেও লাভ করবেন।
ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ব্রিটিশ সরকারের সবচে বড় প্রযেক্ট সম্ভবত এই পাবনাতেই আছে।১৯১২ সালে তৈরীকরা হার্ডিঞ্জ ব্রিজটি তৈরীতে সে সময় চার কোটি টাকা লেগেছিল।ইহা আরও একশত বছর চলবে বলে আমার বিশ্বাস।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছুই বলার নেই।
জাতীর জন্য দূর্ভাগ্য ...
ব্রিটিশ সরকার কিছু ব্রিজ নির্মান করে রেখেছে, যা এখনো ভালো। অামরা তৈরী করে কম্পিলিট করার অাগেই ভেঙ্গে পড়ে যায়।
ব্রিটিশ সরকার যে খারাপ কাজ করেছে অনেক মানুষই সেটা এখন জানেনা। কিন্তু কিছু ভালোকাজ করে রেখেছে যার উপকার সবাই ভোগ করছে।
অামরা যদি জাতির সাথে দুইনাম্বারি করি তবে সবাই অাজীবন অামাদের গালি ও অভিশাপ দিবে।
জনগনের সাথে সম্পৃক্ত কাজ অবশ্যই সর্বোত্তম ভাবে করা উচিৎ।
নয়তো দেশ উন্নত হবেনা। জাতি অনেক পিছিয়ে জাবে।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: রিপিট!
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে করাপটেড দেশ কোনটি?
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: জানি না ভাই,তবে বাংলাদেশের অবস্হান ১০-২০ এর মধ্যে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪০
রক্তিম দিগন্ত বলেছেন:
হাহাহা। হাসি পেল।
মানুষের সামান্য মূল্যবোধটাই আর কতটা নিচে নামতে পারে?
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: পেটে ভাত না থাকলে মূল্যবোধ দিয়ে কি হবে??
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩০
মারিয়া ফেরদৌসী বলেছেন: সততা দেশ থেকে উঠে যাচ্ছে ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অভাবে স্বভাব নষ্ট।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছুই বলার নেই।
জাতীর জন্য দূর্ভাগ্য ...
ব্রিটিশ সরকার কিছু ব্রিজ নির্মান করে রেখেছে, যা এখনো ভালো। অামরা তৈরী করে কম্পিলিট করার অাগেই ভেঙ্গে পড়ে যায়।
ব্রিটিশ সরকার যে খারাপ কাজ করেছে অনেক মানুষই সেটা এখন জানেনা। কিন্তু কিছু ভালোকাজ করে রেখেছে যার উপকার সবাই ভোগ করছে।
অামরা যদি জাতির সাথে দুইনাম্বারি করি তবে সবাই অাজীবন অামাদের গালি ও অভিশাপ দিবে।
জনগনের সাথে সম্পৃক্ত কাজ অবশ্যই সর্বোত্তম ভাবে করা উচিৎ।
নয়তো দেশ উন্নত হবেনা। জাতি অনেক পিছিয়ে জাবে।