![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চার জন। এ নিয়ে সুস্থ বাড়ি ফেরার সংখ্যা ১৫।
আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।(সূত্র ডেইলি স্টার)
সরকার ভূল করেছে।ভাইরাস আটকাতে ছুটি দিয়েছে।মানুষ এটা ঈদের ছুটি হিসাবে নিয়েছে।একজন আর একজনের গায়ে গা লাগিয়ে গ্রামে ছুটেছে।তারা গ্রামে গিয়েই ক্ষান্ত হয় নাই, চায়ের দোকানে রাস্তার মোড়ে আড্ডা দিয়েেছে।
এতো কিছুর পর আপনারা মিডিয়ায় এসে বলছেন এই সব কথা?? ওকে ফাইন মেনে নিলাম,বাট আপনারা পরীক্ষা করিয়েছেন কয় জনকে?? বর্তমানে দেশে করোনা উপসর্গ নিয়ে কয় জন আছে তার কি কোন হিসেব আপনাদের কাছে আছে??
পারলে আমার প্রশ্নের জবাব দেন।
https://www.facebook.com/114957138614134/posts/2602245793218577/
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৯
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: দেশে বর্তমানে কত জন আক্রান্ত এবং কত জন মারা গিয়েছে সেটা নিয়ে আমার কোন প্রশ্ন নাই,আমি যাস্ট জানতে চেয়েছি কত জনকে টেস্ট করা হয়েছে।
২| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওরে ভাইরে এসব সত্য কথা বলতে নাই,সত্য বললে পরে সমস্যা হতে পারে।দেশে আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি ।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০০
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আর কি সমস্যা হবে হবে ভাই,এ দেশে অনেক আইনের লোক বেআইনিকাজ করে বুক ফুলিয়ে ঘুরছে...
৩| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
অযথা করোনা টেষ্ট করতে উতলা হওয়ার কিছু নেই।
করোনা টেষ্টিং কিটের সংকট সারা বিশ্বেই।
টেষ্ট করতে অযথা ছুটোছুটি করে রোগটি আরো বেশী ছড়ানোর কোন মানে হয় না।
সাধারন জ্বর-কাসি হলে করোনা হয়েছে ধরে নিয়েই বাসায়ই থাকতে হবে, পৃথক রুম না থাকলে ৬ ফুট শারিরিক ডিষ্ট্যান্স মেনে সাবধানে চলতে হবে, ফোনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার টেষ্ট লাগবে কি লাগবে না সেটা ডাক্তাররা বুঝবে।
সার বিশ্ব এই নিয়মেই চলছে।
২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৩
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার মন্তব্যেরজন্য ধন্যবাদ।আমি মোটেও উতলা হচ্ছি না।টেস্ট কিটের সংকট সেটা আমি জানি।ডাক্তার সাজেস্টকরবে সেটাও আমি জানি। আমি শুধুমাত্র জানতে চেয়েছি কত জনের টেস্ট করা হয়েছে।
৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: মন বলছে অচিরেই পুরো বাংলাদেশ করোনা মুক্ত হবে।
২৯ শে মার্চ, ২০২০ রাত ১:১৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার কথা যেন সত্যহয়
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:২৪
নেওয়াজ আলি বলেছেন: নবাবজাদী সাজগোজ করে প্রতিদিন যে পুথি পড়ে ,তাই আমরা সত্য জানছি না। দেশে ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেশী ।