![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘে মেঘে ওড়ো তুমি,
সাদা মেঘের ভেলা,
তোমায় ছুঁতে আমার আমি ,
ছোটা পাহাড় চূড়া
পাহাড় চূড়ায় ছোটা,
পাহাড় বেয়ে নদী
নদী বেয়ে চলা.।.।.।.।।।
নদীর জলে তোমার আমার গোপন কথা বলা //
পাথুরে নদীর ধারে
হেটে চলে যাও
দ্বিধা মনে থমকে দারায় পেছন ফিরে না চাও //
আষাঢ় সকাল দিন গড়িয়ে
জোছনা রাত্রি কালে
সেই জোছনাতে তোমার হাসি
তুমি মনে এলে .।.।.।.।.।.।.।.।.।.।।।
©somewhere in net ltd.