![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু -----
৫/১০/২০১৪
ঠিকানা হারিয়ে গেছে বন্ধু
পাচ্ছি না তোকে খুঁজে আর ,
দূরত্ব ক্রমেই বাড়ছে দু জনের
হচ্ছে না সুখ দুঃখের কথা বলা ।
বাস্তবতার চাহিদা মেটাতে
ছুটছে জীবন এপার ওপার ,
ভুলতে বসেছি শৈশব সৃতি
দুজনের যৌথ স্বপ্ন গাঁথুনি ।
আজ তুই অনেক ব্যস্ত
আমারও চলছে মন্দ নয় ,
বন্ধুত্ব রয়েছে এখনো
তবে আগের মতো গভীর নয় ।।
#স্যমুয়েল_স্যাম
©somewhere in net ltd.