![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে ফিরে দেখা এ শহরে
কবির হঠাৎ আগমন,
জীবনের ছন্দ মেলাতে ব্যস্ত তিনি
কবিতায় ছন্দ মিলিয়ে ক্লান্ত।
কবিতা দিয়ে পেট ভরে না কবির
আবেেগ আর শান্তি খুঁজে পায় না,
বেঁচে থাকার তাগিদে রয়েছে তাড়া
কবিতা দিয়ে জীবন গড়ে তোলা যায় না।
ডাইরির পাতায় কবিতাগুলো পড়েছে চাপা,
মনের কথা মনেই থাকে প্রকাশ আর হয় না।
যন্ত্র মানবে পরিণত কবি, ভুলেনি কবিতার মর্ম,
শুধু সময় জোটে না কবিতা লেখার , খুঁজিতেছে কর্ম।
#03-12-2014
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।