![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হিমু, বাংলাদেশের অন্যান্য হিমু’র মতই একজন “হিমু ভক্ত” । বলা বাহুল্য । আমি নিজেও তাই। যখন থেকে হিমু পড়ি, তখন থেকেই নিজেকে হিমু’র রুপা ভাবি। মনে মনে। আর ভাবী, যে কত সুন্দর ধৈর্যের সাথে আর নিঃস্বার্থ একটা মানুষ হতে পারে। আর কত সুন্দর করেই না হিমু কে ভালবাসতে পারে। সেই ভালবাসার মধ্যে থাকে, রাগ, অভিমান ... মায়া ... এমন একটা বিষয় যার বহিঃপ্রকাশ ঘটে না, আট দশটা প্রেমের মত অথবা সব সময় বিশেষ করে এখনকার সময় আমরা ভালবাসার যে রূপ বা পরিস্থিতি দেখি সেরকম – তা হল “ ভালবাসা “
হিমু’র চরিত্রটি যেমন খুব সাধারন একটি মানুশের মাঝে হয়েও ...সাধারণ কোন মানুশের সাথে মিলে না, রুপা ও তেমনি। রুপা- চরিত্রটি ছাড়া হিমু কেন যেন ঠিক আমি মানতে পারি না। কোথাও না কোথাও হিমু’র উপর এই চরিত্রের উপর বেশ প্রভাব আছে।
আসল কাহিনী ...
হিমু পড়তে পড়তে সব সময়ই মনে হত ... যদি কখনো ভালবাসার সুযোগ হয়, তবে হিমু’র রুপা’র মতই হবো । রুপা’র মত আমি ও নীল রঙ এর শাড়ী পড়ে বারান্দায় গিয়ে অপেহ্মা করবো হিমু’র জন্য।
আমি আজ যা আর যতটুকু জানি, ভালবাসা সম্পর্কে ... সবটাই জানা হিমু’র গল্প গুলো থেকে।
অপেহ্মায় ছিলাম , গল্পের যদি কখনো সত্যি হয়। আমিও যদি দেখা পেয়ে যাই্ আমার হিমু’র, বেশ হত। বলে রাখি। এটা আমার ভাবনা। ঠিক এমন করে অনেকেই ভাবে ... যারা নিজেদের হিমু’র ভক্ত মনে করেন। অথবা পছন্দ করে থাকেন ।
একদিন একজন এর সাথে পরিচয় হল। আসলে পরিচয় আগেই ছিল। কিন্তু সেদিন আসলে কথা হল।
কথা হল এই প্রসঙ্গে , ... যে সে হিমু’র অনেক ভক্ত। তো গল্প করতে করতে অনেক কথা হয়ে গেল। হিমু নিয়ে, আরো অনেক কিছু। যেহেতু পরিচয় আগে থেকেই কিন্তু কথা বলার শুরু সেখান থেকে ... ... দুজনেই দুজন সম্পর্কে কমবেশ জানি ।
হিমু নিয়ে আমার যত কৌতূহল । তার হিমু নিয়ে এত আগ্রহ দেখে, আমার আগ্রহের কমতি থাকলো না। কথা আর আড্ডা’র এক পর্যায়ে আমি আর নিজের কৌতূহল সামাল দিতে পারলাম না ... নিজের মনের সাথে অনেক চাপা চাপি করলাম, যুদ্ধ করলাম ... এমন প্রশ্ন করবো না।
শেষ পর্যন্ত করেই ফেললাম ...
- আপনি যে নিজেকে হিমু মনে করেন, আপনি কি কখনও আপনার রুপা খুঁজে পেয়েছেন ?
- হ্যাঁ ।
তার হ্যাঁ সূচক উত্তরটি এত আনন্দ আর উৎফুল্লতায় ভরপুর ছিল যে আমার তার আনন্দ দেখে মন খারাপ লাগতে শুরু করলো ।
জিজ্ঞেস করলাম , যে তার কাছে বাস্তবে রুপা চরিত্রটি কে ?
সে এবারো বেশ হাসি খুশি আর উৎফুল্লতায় আমার প্রশ্নের উত্তর দিলো । বুঝলাম সে যার কথা বলছে ... সে তার পছন্দের বেশ ভাল আর দৃঢ় স্থানেই আছে।
আমার খারাপ লাগলো। মনে হল এই মানুষ টা একদম ... আমার কল্পনার হিমু’র মত। যে হিমু কে আমি জানি, আমি বিশ্বাস করি । কিন্তু আমি আশা করছিলাম, সে হিমু আমার করা প্রশ্নের উত্তরে বলবে, আমার রুপা কে এখনো খুঁজে পাইনি । অথবা রুপা’র মত কাউকে পাই নি।
সেদিন এর সেই বাস্তবতা মেনে নিতে একটু কষ্ট হয়েছিল । আর সেদিন আমার হিমু’র সাথে আমার হওয়া সমস্ত কথোপকথন আমার আজও মনে আছে।
আজ কের চিত্র একেবারএই অন্য। অনেকেই হয়ত ভাবছেন আমার হিমু, তার দাবি করা সেই দিনের সেই রুপা’র সাথেই হয়তো আছে । কিন্তু আজ কে আমি বেশ আনন্দ আর উতফুল্লতার সাথে জানাই, আমার সেদিনের সেই হিমু আজ আমার সাথেই আছে। ঘটনাটা এত সহজ ছিল না যতটা সহজে আমি লিখলাম ... । সে যাই হোক।
এই হিমু হুমায়ুন আহমেদ এর সৃষ্ট অবিকল সেই হিমু না হলেও ... এই হিমু আমার হিমু। যাকে আমি আমার কল্পনায় পেয়েছি ... যতবার হিমু নিয়ে ভেবেছি।
আমার হিমু’র জম্নদিন ছিল গতকাল ।
আর আজ কের এই লেখা আমার হিমু’র জন্য।
আমার হিমু’র জন্য অনেক অনেক ভালবাসা।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০
পুলহ বলেছেন: আপনার হিমুর প্রতি শুভকামনা রইলো। আপনাদের ভালোবাসা হিমালয়ের মতই সুন্দর, দৃঢ় আর বিশাল হয়ে উঠুক, চিরদিন থাকুক ধরাছোয়ার ভেতরি...
পূর্ণতা পাক পবিত্রতা আর মমতায়।
অতঃপর আপনাদের দুইজনের জন্য কয়েকটি নীলপদ্ম।
ভালো থাকবেন !
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৩
মার্কো পোলো বলেছেন:
আপনার হিমু আর আপনি মানে রুপা ভাল থাকুন সবসময়। ভাল লিখেছেন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪
রক্তিম দিগন্ত বলেছেন:
শুভেচ্ছা জন্মদিনের।
বাস্তবে হিমু-রুপার মত না হয়ে, নিজেদের মত হওয়াই ভাল আমার মতে। এতে ভালবাসার পূর্ণতা পায়। হিমু-রুপাকে অনুকরণ না করে, হিমু-রুপার ভালবাসাকে অনুসরণ করাটাই মনে হয় ভাল। এতে মনে আনন্দও থাকবে, সেই হিমু-রুপার আবহটাও থাকবে, সাথে থাকবে ভালবাসার নিজস্বতা।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১০
হিমুর বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ত সময় আমার জন্য লেখার জন্য
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
স_লামিসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ এত ব্যাস্ত জীবনেও আমাকে আপনার সাথে রাখার জন্য আর আমার হিমু হয়ে আমাকে রূপা হওয়ার স্বপ্ন কে সত্যি করার জন্য।
ও আর অনেক ধন্যবাদ শুধু আমার লেখা পড়বার জন্য সামু তে আসার জন্য।
আশা করছি আপনার সাথে আমার দেখা হওয়ার অপেহ্মা দ্রুত শেষ হবে।
ভালবাসা থাকলো আমার হিমু, তোমার জন্য। থাকবে সব সময়।।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
জনৈক অচম ভুত বলেছেন: এদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে এমন অসংখ্য হিমু-রুপা। শুভকামনা আপনাদের সহ সকল হিমু-রুপার প্রতি।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
স_লামিসা বলেছেন: -জনৈক অচম ভুত
- আমার হিমু
-রক্তিম দিগন্ত
-মার্কো পোলো
- পুলহ
- খোরশেদ মাহমুদ
এবং আমার সকল পাঠক বন্ধু কে অনেক অনেক ধন্যবাদ, আমার লেখা গুলো কে এত অনুপ্রাণিত করার জন্য।
আমার এবং আমার হিমু'র পহ্ম থেকে সবার জন্য রইলো শুভ কামনা।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অশ্রুকারিগর বলেছেন: আমার খুব জানতে ইচ্ছা করে, হিমুর মতো ক্যারেক্টারকে ভালোবেসে কি বাস্তব জীবনে ঘরবাঁধা যায় ? প্রেম করা যায়, স্বপ্ন দেখা যায়, জোছনা বিলাস, বৃষ্টিবিলাস। কিন্তু বৃষ্টির দিনে মাছবাজারে যাওয়া, টাইমলি অফিসে যাওয়া, বাচ্চা-কাচ্চা অসুস্থ হলে ডাক্তার দেখানো ইত্যাদি ব্যাপারে হিমুরা কেমন হয় ? নাকি রুপারা ম্যানেজারকে দিয়ে সব সামলে নেয় ?
বড়লোকের মেয়ে রুপা আর খামখেয়ালী হিমুর চাইতে আমার মধ্যবিত্ত সুখী টোনা-টুনি ভালো লাগে।
তবে আপনার হিমু ভালো থাকুক, আপনিও ভালো থাকুন। স্বপ্নরা বেঁচে থাকুক।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯
স_লামিসা বলেছেন: অশ্রুকারিগর আপনাকে বিশেষ ধন্যবাদ খুব দারুন একটি মন্তব্য করবার জন্য।
আপনার কথার প্রেহ্মিতে বলি,
হিমুর মত ক্যারেক্টার (!) কে ভালবেসে ঘর বাঁধা যায় কি না-
আমার মনে হয়, হিমু কেন, আপনি যদি সত্যি কাউকে ভালবাসেন, সে ভালবাসায় আপনা আপনি এক রকম ঘর তৈরী হয়ে যায়, বাকী থাকে যা তা হল, সে ঘর কে একটা আকৃতি দেয়া।
ভাই, হিমুর সাথে সংসার করা আট দশটা সংসার যা আপনি বা আমি চিরকাল দেখে এসেছি, তা হয়তো হবে না অবশ্যই।
হিমুর সাথে সংংসার হিমু'র মতই হবে, যা জানার ইচ্ছা আপনার মত আমারও আছে। এর উত্তর আসলে, হিমু ছাড়া বা হিমু চরিত্রটি কে যিনি তৈরি করেছেন, তিনি বলতে পারতেন।
রূপার মত বড়লোকের মেয়ে হয়তো অনেকেই হয়, রুপা চরিত্রে সেটা তে খুব নেতিবাচক কিছু বলে আমার চোখে কখনও পরেনি, বরং তার মত ব্যাক্তিত্ব একেবারেই পরিপূরক হিমু'র মত খামখেয়ালী মহা মানব হতে চাওয়া মানুষের জন্য বলেই আমি মনে করি।
হিমু হিমু'র মত।
আর আমাদের প্রতিদিনের জীবন তার মত। কিন্তু প্রতিটা মানুষ যিনি বৃষ্টির দিনে মাছ বাজারে যান অথবা টাইমলি অফিস করেন, বা বাচ্চা কাচ্চার অসুস্থ হলে ডাক্তার এর কাছে নিয়ে যান, তাদের প্রত্যেকের ভেতরই কোন কোন হিমু স্বত্তার বাস।
হিমু কিন্তু এভাবেই তৈরী, আপনার, আমার অবচেতন বা সচেতন মন যা বলতে পারে না, করতে পারে না, হিমু ঠিক তাই করে।তাই বলে।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২
খোরশেদ মাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো লেখাটি