নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা লেখির ধরা বাধা কোন নিয়ম আমার জানা নেই, সঠিক ব্যাকরণ প্রয়োগ করা ও আমার জানা নেই, তবে নিজের মতামত আর চিন্তা প্রকাশ করতে যতটূকু সম্ভব লেখার মাধ্যমে তা বের করে আনতে পছন্দ করি।আমি স্বল্প ভাষী একজন মানুশ :)

স_লামিসা

স_লামিসা › বিস্তারিত পোস্টঃ

?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

সমুদ্র

দেখে যে ব্যাক্তি অসীমতার অস্তিত্ব অনুভব করে, নিজেকে ক্ষুদ্র , নিতান্তই ক্ষুদ্র মনে করেন,
দম্ভ-অহংকার-হীনমন্যতা তাকে কি চিরতরে ত্যাগ করে ?

সমুদ্র

দেখে যে ব্যাক্তি অসীমতার অস্তিত্ব অনুভব করে, নিজেকে, বৃহৎ, সর্বশ মনে করেন,
দম্ভ-অহংকার-হীনমন্যতা তাকে কি চিরতরে গ্রাস করে ?

বালিশ

পাশাপাশি বালিশে ঘুমানো স্বামী – স্ত্রী , যখন স্বপ্ন দেখেন অবচেতন মনের ফলাফল স্বরূপ, তৃতীয় কোন ব্যাক্তির ‘বিশেষ সঙ্গ’ ,
অতঃপর আবারও একে অপরকে ভালবাসার ছলে কাছে আসেন,

এতে ভালবাসার অস্তিত্ব কি বেঁচে থাকলো ?


বালিশ

পাশাপাশি বালিশে ঘুমানো স্বামী – স্ত্রী , যখন স্বপ্ন দেখেন অবচেতন মনের ফলাফল স্বরূপ, একে অপরের সঙ্গ ,
অতঃপর আবারও একে অপরকে ভালবাসার ছলে কাছে আসেন,
নাকি,

এতে ভালবাসার অস্তিত্ব কি বেঁচে থাকলো ?


একটি বদ্ধ ট্রেনের কামড়া

সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ , নিঃশব্দে ছুটে চলেছেন একই গন্তব্যে ,
কেউ কারো সাথে এক ফোটা কথা বললেন না,
শুধু দৃষ্টি বিনিময় ,

এটাও কি কোন সম্পর্ক ?



একটি বদ্ধ ট্রেনের কামড়া

সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ , নিঃশব্দে ছুটে চলেছেন একই গন্তব্যে ,
কেউ কারো সাথে এক ফোটা কথা বললেন না,
শুধু দৃষ্টি বিনিময় , এবং শব্দের ব্যাবহার না করেও ,
একে অপরের সাথে অনেক গুলো মুহূর্ত ভাগাভাগি করে নেয়া,

এটাও কি কোন সম্পর্ক ?








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.