![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলিমা ছুঁয়ে আছে তোমার চোখের ছায়া,
যেমন সন্ধ্যার আলো মেখে থাকে পদ্মপুকুরে—
আমি ডুবে যাই সে দৃষ্টিতে, প্রতিবার নতুন করে,
যেন জন্ম নিচ্ছি ভালোবাসার কোনো পবিত্র জলে।
তোমার কণ্ঠে ঝরে সন্ধ্যাবেলার ঘন্টাধ্বনি,
প্রকৃতি তখন নিঃশব্দে ঢলে পড়ে আমাদের মাঝে—
এই গাছেরা, পাতারা, এমনকি বাতাসও যেন জানে,
আমরা একে অপরের প্রাচীন প্রেমে বাঁধা কোনো প্রাণ।
তোমার শরীরের উষ্ণতায় আমি খুঁজে পাই পূণ্য তীর্থ,
নির্মল, অর্পিত, আবার স্পন্দিত আদিম রক্তধারায়—
সেই কামনায় নেই কোনো লোভ, নেই মোহের বিষ,
আছে শুধু আত্মা ছুঁয়ে যাওয়ার গভীর এক তৃষ্ণা।
চাঁদের আলোয় আমরা একে অপরের ছায়া হয়ে থাকি,
আমি তোমায় দেখি, আর দেখি নিজেকেও তোমাতে—
ভালোবাসা ছাড়া আর কিছুই এখানে সত্য নয়,
এ জগৎ—আমরা আর এই প্রকৃতি—এক অলিখিত গাঁথা।
নৈঃশব্দ্যের মাঝে তুমি এক টুকরো জ্যোৎস্না হয়ে ঝরে পড়ো,
আমার বুকে, দেহে, ধ্বনিতে—এক অদৃশ্য সংগীত হয়ে বাজো।
আমার আঙুলে খেলে যায় তোমার পাঁপড়ি-নরম ত্বকের গান,
আমরা হয়ে উঠি এক যৌথ ঋতু—প্রেম ও কামনার বর্ণময় পান।
©somewhere in net ltd.