নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘নষ্ট ভ্রষ্ট’ এই নামটিতেই লুকিয়ে আছে একরকম বিদ্রোহ—যা শুধু শব্দের প্রথাবিরুদ্ধতা নয়, বরং আছে কামনার বৈধতা, লজ্জার পাপড়ি ছেঁড়ার সাহস, আর একরকম আত্ম-অবকাশ। তাই এই ব্লগের বিষয়বস্তুতে আছে — নগ্নতা, শরীরঘন ভাষা, আদিম বর্ণময়তা।

নষ্ট ভ্রষ্ট

যখন আমি নগ্ন হই তখনই আমি কবি।

নষ্ট ভ্রষ্ট › বিস্তারিত পোস্টঃ

যখন তুমি আমায় গ্রহণ করো

২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩


যখন তুমি আমায় গ্রহণ করো,
আমি তখন স্রোতের মতো নরম,
পাহাড়ি নদীর মত অক্লান্ত;
শালুকের পাতায় জমে থাকা জলে
ফুটে উঠি আমি—
এক অপূর্ণ বিকেলের স্মৃতি হয়ে,
আমার শব্দগুলো তখন
নীরবতার ঢেউয়ের নিচে চাপা পড়ে যায়।

তুমি যখন আমায় গ্রহণ করো,
আমি তখন এক বিস্মৃত উপত্যকা,
যার বুক জুড়ে কুয়াশা লিখে রাখে আমার না-কবুল স্বপ্নগুলো।

তুমি যখন আমায় গ্রহণ করো,
তখন আমি এক প্রাচীন বন,
যার প্রতিটি গহীন ছায়ায় ইতিহাস গড়ে রেখেছে ঘুমন্ত নদী।

তুমি যখন আমায় গ্রহণ করো,
তখন আমি নিসর্গে হারিয়ে যাওয়া এক ঘূর্ণি হাওয়া,
নির্বাক, অথচ গভীর,
আমার কণ্ঠে ছিল পাথরের সুর—
সেখানে প্রতিধ্বনির মতো জেগে ওঠে প্রাচীন বেদনার রাগ।

তুমি যখন আমায় গ্রহণ করো,
আমি খুলি আমার সমস্ত স্তর,
অরণ্যের নিচে লুকিয়ে রাখা জলাভূমির মতো,
যেখানে প্রতিটি পদক্ষেপ এক বিপন্ন সম্ভাবনা।

তুমি জানো না, আমি কতোবার নিজেকে গড়েছি,
ধ্বংসের পরে নির্মাণ,
ভালবাসার ছদ্মবেশে যুদ্ধে হেরে গিয়ে
প্রতিবার নতুন মাটিতে বুনেছি নিজের নাম।

তোমার স্পর্শে আমি প্রেমিক, আমি নগর, আমি নক্ষত্র,
আমি বৃষ্টির মতো অনিশ্চয়, তবু আর্দ্র,
তুমি যখন আমায় গ্রহণ করো—
আমি নিজেকে ফিরে পাই
প্রকৃতির স্বরলিপিতে রচিত এক চুপচাপ মহাকাব্যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.