নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘নষ্ট ভ্রষ্ট’ এই নামটিতেই লুকিয়ে আছে একরকম বিদ্রোহ—যা শুধু শব্দের প্রথাবিরুদ্ধতা নয়, বরং আছে কামনার বৈধতা, লজ্জার পাপড়ি ছেঁড়ার সাহস, আর একরকম আত্ম-অবকাশ। তাই এই ব্লগের বিষয়বস্তুতে আছে — নগ্নতা, শরীরঘন ভাষা, আদিম বর্ণময়তা।

নষ্ট ভ্রষ্ট

যখন আমি নগ্ন হই তখনই আমি কবি।

নষ্ট ভ্রষ্ট › বিস্তারিত পোস্টঃ

মাটির নিচে গন্ধ আছে

১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০৪



মাটির নিচে গন্ধ আছে, জানো?
আমি হাত রেখে দেখেছি,
সেই গন্ধে কাদামাটির শেকড় ভিজে ওঠে
তোমার পায়ের নখ পর্যন্ত।

তুমি যখন হাঁটো, ধুলো উঠে আসে
আমার বুকের কাছাকাছি,
আমি শ্বাস নেই—
তখন তুমি আর তুমি নও,
তুমি হয়ে যাও মাঠের হলুদ ঘাস,
জলপাই পাতার চিরুনির মতো সরু।

আমার জিভে লেগে থাকে নদীর চুনকাম স্বাদ,
তুমি হয়তো বুঝতে পারো না
কীভাবে আমার বুকের গুহায়
প্রতিদিন জন্ম নেয় একটুখানি গোপন কাঁপুনি।

আমি মাটির নীচে কানের মতো শেকড় পেতেছি,
শুনতে পাই—
তোমার পায়ের শব্দ, মাটির খরখরানি,
আর সেই গোপন নরম নখের আওয়াজ।

তুমি যদি কখনো থামো, দাঁড়াও
আমার বুকে দু’চোখ রেখে—
দেখবে, আমার শিরাগুলো ছড়িয়ে যাচ্ছে
তোমার গোড়ালি থেকে ঠিক মাথার মুকুট পর্যন্ত।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.