![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরটা বদলে গেছে।
ডানদিকে যে আয়নাটা ছিল,
সেটা এখন নেই।
তুমি ছিলে না বলেই হয়তো,
আয়নাও থাকতে চায়নি।
টেবিলের ওপর রাখা ছিল এক গ্লাস জল—
তাতে পড়ে ছিল একটা মৃত পিঁপড়া।
আমি তাকিয়ে থাকি অনেকক্ষণ,
ভাবি,
সেও কি আমার মতোই অপেক্ষা করছিলো
একটা দীর্ঘ অনুপস্থিতির ভিতর?
তোমার চুল শুকানোর গন্ধটা
এখনও জেগে আছে পর্দার কোণায়,
আমি মাঝে মাঝে নাকে নিই—
কিন্তু নিঃশ্বাস নিতে গিয়ে কাশি উঠে যায়।
তখন মনে হয়,
তুমি যদি এখন আসতে,
আমার ফুসফুসে শাদা ফুল ফুটতো।
ঘড়িটা বন্ধ, তবু টিক টিক করে।
তোমার ছায়া যেন খুঁটি থেকে খসে পড়ে
প্রতিদিন—
আর আমি তুলি কাগজে আঁকি,
আঁকতে আঁকতে ছিঁড়ে ফেলি
একেকটা পুরনো দুপুর।
২| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৫
মায়াস্পর্শ বলেছেন: খুব ভালো হয়েছে।