![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
সুদীর্ঘ মহাভারতের দেবতা সহ নানা চরিত্রের বৈচিত্রময়তার মাঝে নিজস্ব আভায় বিকশিত কৌশলী এক নারী কুন্তী। রাজা কুন্তীভোজের পালক কণ্যা হবার সুবাদে তার নাম হয় কুন্তী। তবে জন্মসূত্রে তিনি ছিলেন যদুবংশীয় রাজা শুরের কন্যা ও কৃষ্ণের পিতা বাসুদেবের বোন। তার প্রকৃত নাম - পৃথা।
দেবতা আর মুনি-ঋষিদের পরিতৃপ্ত করে (তা যেভাবেই হোক!!!.) বর বা মন্ত্র পাওয়া ছিল সে যুগের স্বাভাবিক ঘটনা। মূলত: কৃত কোন কাজের ব্যাখ্যা দিতে হয়না এমনই একটি কৌশল ছিল মন্ত্রবিদ্যা। দূর্বাসা মুনিকে সেবাযত্ন করে তেমনই এক মন্ত্র লাভ করেণ কুন্তী, যে মন্ত্র কখনো বিফল হবার নয়। সে মন্ত্রের এমনই ক্ষমতা যে কুন্তী যে দেবতাকে স্মরণ করবে সেই তার অনুগত হবে আর কুন্তী লাভ করবে পুত্র সন্তান (এক কথায় স্মরণেই সহবা!!)। তবে দূর্বাসা মুনীর ইচ্ছা যদিও ছিল কুন্তী কারও সহধর্মিনী হয়ে এ বর কাজে লাগাবে, তাতে সম্ভ্রম আর বংশমর্যাদা দুই রক্ষা হবে। কিন্তু তরিঘরি করে যাবার সময় এই অতি প্রয়োজনীয় উপদেশটি দিতে কেন যেন ভুলে গিয়েছিলেন দূর্বাসা। বুঝতে পারনেনি, দেবদত্ত উপায়টি প্রয়োগের জন্য কুমারী অবস্থাতেই ব্যস্ত হয়ে উঠবেন রাজনন্দিনী কুন্তী এবং তার ফলাফলা হবে সুদুর প্রসারী। এর ফলেই জন্ম হয় সূর্য-কুন্তীর অবৈধ পুত্র মহাবীর কর্ণের, কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি মূল সহায় ছিলেন দূর্যোধনের। আর কর্ণ না থাকলে হয়তোবা দূর্যোধন কুন্তী পুত্র পঞ্চপান্ডবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে সাহস পেতেন না।
যাইহোক, দূর্বাসা বিদায় নেবার সাথে সাথেই মন্ত্রের ক্ষমতা পরীক্ষা করার জন্যই হোক বা দেবসঙ্গ উপোভোগ করার জন্যই হোক, কুন্তী আহবান করে বসেন দেবতাদের মধ্যে সবচেয়ে উজ্জলকান্তী পুরুষ সূর্যকে।
শিল্পীর তুলিতে সূর্য-কুন্তী[/si
সূর্য এসে বললেন "কল্যানি! আমি মন্ত্রপ্রভাবে তোমার নিত্যন্ত বংশবদ হইয়াছি, এক্ষুনে তোমার কি করিব বলো?"
হায়রে স্বর্গের দেবতা!!
কুন্তী বললেন ক্ষমা করুন, "আমি শুধু কৌতুহল বশত: আপনাকে আহবান করে ফেলেছি"।
কিন্তু এই কথায় সূর্যকে বোকা বানানো গেলনা। তিনি বললেন "আমি বুঝিয়াছি আমা হইতে শৌর্যশালী কবচ কুন্ডলধারী সন্তান উৎপাদন করা তোমার অভিসন্ধি। অতএব এক্ষেন আত্মদান করো, তোমার অভিলষিত পুত্র উৎপাদন হইবে"।
সুতরাং তখন এই দেবতা আর মানুষের মিলনে (মন্ত্র বলে!!) জন্ম হলো মহাভারতের প্রখ্যাত বীর কর্ণের, যাকে দেবতা এবং কুন্তী কেউই নিজের সন্তান বলে পরিচয় দেননি। এই অবৈধ দেবপুত্রটিকে করুক্ষেত্রের যুদ্ধের সংকটময় মূহূর্তেও কুন্তী নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেননি, সন্তানের চেয়ে নিজের মহিমাময় ভাবমূর্তি বজায় রাখতেই তিনি বেশি সচেষ্ট ছিলেন।
পরবর্তিকালে কুন্তী নিজের পছন্দমতো পান্ডু রাজাকে বিয়ে করেন, তবে তার আরেকজন সপত্নি ছিল মাদ্রী নামে।
এই পান্ডু রাজ ছিলেন আবার সন্তান উৎপাদনে অক্ষম। সেই সময়কার সমাজ ব্যবস্থায় পুত্র সন্তান না থাকেল মরার পরে শ্রাদ্ধ হতো না, তাই পান্ডু রাজা মুনি ঋষিদের দ্বারস্থ হলেন কিভাবে এর সমাধান করা যায়।
অনেক বেদবেদান্ত ঘেটে মুনি-ঋষিগণ রায় দিলেন যে, কোন উত্তম বর্ণের পুরুষ বা দেবতার দ্বারা তার স্ত্রীরা সন্তান লাভ করতে পারবে, এতে ধর্মের কোন ক্ষতি হবে না।
(দেখা যাচ্ছে সু্প্রাচীন কাল থেকেই ধর্মকে নিজের স্বার্থে ব্যবহারের বহু নজির রয়েছে।)
সুতরাং কুন্তী তখন ভাবলেন, অন্য পুরুষ থেকেই যখন সন্তান নিতে হবে তখন দেবসন্তান লাভই সবচেয়ে লাভজনক, কারণ এতে দেবতাদের সমর্থন পেতে সুবিধা!!
বিচক্ষনা কুন্তি তখন পান্ডুর পরামর্শ অনুসারে একে একে দেবতা ধর্ম, বায়ু, ইন্দ্রকে অহবান করেন, এবং একে একে যুধিষ্ঠির, ভীল, ও অর্জুনের জন্ম হয়। দেবপুত্র লাভ করে দেবতাদের সহায়তায় হয়ত তিনি চেয়েছিলেন পুত্রদের মাধ্যমে হস্তিনাপুরের ক্ষমতা করায়ত্ব করতে।
কুন্তীর চতুরতার অরেকটি অধ্যায় দেখা যায়, স্বামী পান্ডুর মৃত্যুর পরে। মহাভারতের বর্ণানা অনুযায়ী পান্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী (নকুল আর সহদেবের মা) কুন্তীকে নিরস্ত্র করে নিজে স্বামীর সাথে সহমরণে যান। এখানে কি প্রশ্ন জাগে না যে, প্রথম স্ত্রী কুন্তী থাকতে সতী হবার দ্বায়িত্বটা সেই কেন নিল? তারো তো দুটো সন্তান ছিল, নাকি কুন্তী নিজেই সপত্নীকে রাজনৈতিকভাবে সরিয়ে দিয়েছিলেন?
রবি বর্মার আচড়ে কুন্তী ও মাদ্রী
কুন্তী চরিত্রটির চমৎকারিত্ব এখানেই। স্বামীর মৃত্যুর পরে যখন তার শোকব্যাকুল হবার কথা তখন বিচক্ষন কুন্তী সপত্নীকে স্বামীর সাথে সহমরণে পাঠিয়ে দিয়ে সন্তানদের নিয়ে ব্যাস্ত হয়ে চলে আসলেন শশ্বড়বাড়ি হস্তিনাপুরে। যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গিয়ে শর্ত অনুসারে বনবাসে যাবার আগ পর্যন্ত তিনি এখানেই থাকেন।
পরে পঞ্চপান্ডব বনবাসে গেলে, কুন্তী তার দেবর বিদুরের কাছে আশ্রয় নিয়েছিলেন।
গান্ধারী শিল্পরিতীতে কুন্তী
কুন্তী শুধুমাত্র পান্ডব জননীই ছিলেন না, তিনি ছিলেন তাদের একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক পরামর্শদাত্রী। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর দিকে সন্ধির জন্য কৃষ্ণ হস্তিনাপুরে এসে কুন্তির সাথে দেখা করেন, কিন্তু কুন্তী তাতে রাজি হননি। পান্ডবদের তিনি প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করে রাজ্য জয়ে উদ্বুদ্ধ করেছিলেন, তিনি বলেন "পান্ডব জননী হয়ে তিনি পরের দয়ার বাঁচতে চান না।"কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও আমরা দেখতে পাই নিজের পুত্রদের প্রতি স্নেহবশে তাকে গোপনে গঙ্গাতীরে কর্ণের (কর্ণ দূর্যোধনের পক্ষে ছিলেন) সাথে দেখা করে তাকে তার জন্মবৃতান্ত জানিয়ে পান্ডবদের পক্ষ নিতে প্ররোচিত করতে।
এত কিছুর পরও কুন্তীর শেষ বয়সটা কি সুখে কেটেছিল?
কুরুক্ষেত্রে যুদ্ধের পরে, কুন্তি যখন পান্ডবদের কাছে কর্ণের জন্মের কথা আর পরিচয় তুলে ধরেন, তখন কিন্তু পান্ডবরা তা মেনে নিতে পারেন নি। যুধুষ্ঠির তখন অভিশাপ দেন যে "স্ত্রী জাতি কোন বিষয়কেই কখনও গোপন রাখতে পারবে না"।
কুন্তী শেষ জীবনটা কিন্তু নিজের ছেলেদের সেই অর্জিত রাজ্যে থাকেননি, তিনি শতযুপ নামের একটা অশ্রমে স্বেচ্ছায় নির্বাসিত হন এবং একদিন বনের মধ্যে হঠাৎ দাবানলে তার মৃত্যূ হয়।
মহাভারতে কুন্তীকে একজন দৃঢ়চরিত্রের তেজস্বিনী ও আদর্শ জননী হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে আসলেই কি তিনি তাই ছিলেন
তিলোত্তমার খোজে...........
গ্রন্থ সূত্র:
১। মহাভারত (বন খন্ড, আদি খন্ড)...কালী প্রসন্ন সিংহ।
২। পৌরনিক অভিধান......সুধীর চন্দ্র সরকার।
৩। দানিকেনতত্ব ও মহাভারতের স্বর্গদেবতা....বীরেন্দ্র মিত্র।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: এত সংক্ষেপে লিখলাম তাও বড় মনে হলো
প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ
২| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৫
জাওয়াদ হাসান বলেছেন: এত জিনিস কোথা থেকে জানলেন, আমিও জানতে চাই।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৯
রেজোওয়ানা বলেছেন: কালী প্রসন্ন সিংহের মহাভারত পড়ে ফেলুন
৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৭
সুরঞ্জনা বলেছেন: জানা কাহিনী তবে তোমার লেখনীতে পড়তে আরও ভালো লাগলো।
এক সময় কর্ণ-কুন্তি সংবাদ কবিতাটি যখন আবৃত্তি করতাম কর্ণের জন্য খুব কষ্ট হোত। আর কুন্তির উপর পাহাড় সমান রাগ।
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১০
রেজোওয়ানা বলেছেন: হুম, কুন্তী একটা লোভি মহিলা.......
৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫
কেরামত আলী বলেছেন: মাইনাস দিসে কোন মক্কলে ...
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: অনেকেই দেবে..........
৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮
অংকন কুরী বলেছেন: লেখক বলেছেনঃ অনেক বেদবেদান্ত ঘেটে মুনি-ঋষিগণ রায় দিলেন যে, কোন উত্তম বর্ণের পুরুষ বা দেবতার দ্বারা তার স্ত্রীরা সন্তান লাভ করতে পারবে, এতে ধর্মের কোন ক্ষতি হবে না। দেখা যাচ্ছে সু্প্রাচীন কাল থেকেই ধর্মকে নিজের স্বার্থে ব্যবহারের বহু নজির রয়েছে।
"কথা তীরের মত, তা সঠিক ভাবে ব্যবহার না করলে বিপদজনক হতে পারে"
একথাটা আপনি কি জানেন না? নিজের মালমসলা দ্বারা ভুলভ্রান্তি তথ্য যোগ করছেন।..।..।..।. আপনারা ধর্মকে বিকৃতি করতে পারেন ভালোভাবেই
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১
রেজোওয়ানা বলেছেন: "লেখক বলেছেনঃ অনেক বেদবেদান্ত ঘেটে মুনি-ঋষিগণ রায় দিলেন যে, কোন উত্তম বর্ণের পুরুষ বা দেবতার দ্বারা তার স্ত্রীরা সন্তান লাভ করতে পারবে, এতে ধর্মের কোন ক্ষতি হবে না"...........না ভাই এটা লেখক মানে রেজোওয়ানা বলে নি, বিস্তারিত দেখার জন্য মহাভারতের বন খন্ডটি পড়ে নিন.........
৬| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮
ডেইফ বলেছেন:
বেশ আগে পড়েছিলাম মহাভারত। আর ব্লগে পড়তাম দ্বীপান্বিতার পোস্টগুলো। আপনারটা পড়ে কুন্তীর অধ্যায়টা মনে পড়ে গেল।
ভাল লাগলো বেশ।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬
রেজোওয়ানা বলেছেন: হুম, দীপা আপুর অনেক ধৈর্য
পড়ার জন্য ধন্যবাদ দাইফ ভাইয়া..........
৭| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯
শয়তান বলেছেন: এতো বিস্তারত আগে জানা ছিলো না । আজকে সুযোগ হলো
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬
রেজোওয়ানা বলেছেন: দিস ইজ ফর ইউ
৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২২
জিসান শা ইকরাম বলেছেন:
ওরেবাপ্স জ্ঞানী পোষ্ট ?
মনযোগ দিয়ে পড়ন লাগবো। সাবধানে মন্তব্য করন লাগবো ।
আগে পইড়া লই মনযোগ দিয়া
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭
রেজোওয়ানা বলেছেন: হুম, জিশান আপু, পৌরনিক অভিধানটা খুলে বসেন, কাজে দেবে
৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৯
ইশতিয়াক মাহমুদ বলেছেন: মেয়েরা কমবেশি লোভী সবসময়েই।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৮
রেজোওয়ানা বলেছেন: জি জনাব, বিভিন্ন কারণে হতে হয়.......
১০| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০
শূণ্য উপত্যকা বলেছেন: আপা মহাভারতের গল্প তো বেশ মজার দেখছি। ভাল লাগসে আমার।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৯
রেজোওয়ানা বলেছেন: মহাভারত চমৎকার একটা উপন্যাসের মতো, ভাবনার অনেক খোরাক আছে.......
১১| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩২
অনন্ত দিগন্ত বলেছেন: বুঝছি তুমি তোমার স্কুলের পড়ার বই এমনে করে আমাদের পড়াচ্ছ , তাই না ? .... চকলেট দেও নাইলে পড়বো না কিন্তু
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১১
রেজোওয়ানা বলেছেন: হুম, অন্তু, তুমি খুব পড়াশোনা নিয়ে তালবাহানা করো আজকাল, যাও নীল ডাউন হয়ে থাকো
১২| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪
আমি সুখ পাখি বলেছেন: ভালো লেগেছে। আগে এত কিছু জানতামনা । ++++++
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২
রেজোওয়ানা বলেছেন:
জানার কোন সীমা নাই
জানার চেষ্টা বৃথা তাই
: (
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩
মিরাজ is বলেছেন: হায়রে স্বর্গের দেবতা /!!
দেখা যাচ্ছে সু্প্রাচীন কাল থেকেই ধর্মকে নিজের স্বার্থে ব্যবহারের বহু নজির রয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬
রেজোওয়ানা বলেছেন: সেই চরম সত্য কথাটা অনেকেই সহ্য করতে পারছে না..........
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬
দু-পেয়ে গাধ বলেছেন: +++++++++
"বিচক্ষনা কুন্তি তখন একে একে দেবতা ধর্ম, বায়ু, ইন্দ্রকে অহবান করেন, এবং একে একে যুধিষ্ঠির, ভীল, ও অর্জুনের জন্ম হয়।"
--------
কুন্তী মোটেই নিজের ইচ্ছায় দেবতা নির্বাচন করেন নি। তিনি পান্ডুর কাছে যেমন নির্দেশ পেয়েছেন তেমন দেবতাকে ডেকেছিলেন। প্রথমবারে পান্ডু বলেছিলেন ধর্ম সকল দেবতার শ্রেষ্ঠ।
পরের গুলোতেও তিনিই নির্দেশিত করেছেন দেবতা নির্বাচনে।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫
রেজোওয়ানা বলেছেন: ঠিক করে দেবো।
যুধিষ্ঠিরের জন্ম একটা সুপরিকল্পিত পদক্ষেপ।
ঋঘবেদে ধর্ম নামে আলাদা কোন দেবতার উল্লেখ নেই, মহাভারতে যিনিই যম, তিনিই ধর্ম আবার তিনিই বিদুর। খেয়াল করে দেখেন বিদুর, তৎকালিন সমাজ ব্যবস্থায় তার সুযোগটাই বেশি ছিল.............
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৯
ভাঙ্গন বলেছেন: অনেক জানা গেল। এত সুন্দর করে উপস্থাপনের জন্য আপুটাকে দশ-এ দশ!!
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস ভাঙ্গন।
অনেকের পছন্দ হচ্ছে না
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১২
নষ্ট কবি বলেছেন: আপনার দৌড় ঐ ধর্মগ্রন্থের কাহীনিকে বিকৃত করা পর্যন্তই//////////////
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪
রেজোওয়ানা বলেছেন: আরে কি মজার কথা, আমি কোথায় বিকৃতি করলাম বলেন তো?
এমন ভাসা ভাসা মন্তব্য না করে স্পেশেফিক ভাবে বলেন, কোন ঘটনাটা আপনার কাছে বিকৃত ভাবে উপস্থাপন মনে হলো?
আমি আপনাকে রেফারেন্স দিয়ে দেবো
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপাতঃত প্রিয়তে।
সময় কইরা পইড়া নিমুনে..............
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৬
রেজোওয়ানা বলেছেন: পড়ে জানাবেন কেমন লাগলো
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৫
কেরামত আলী বলেছেন: পড়বো না.....
পড়তে নিলে শুধু ঘুম পায়............. :-<
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫
রেজোওয়ানা বলেছেন: ফাকিবাজ পোলাপানদের এমনই হয়।
যাও পড়তে বসো
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
কাল পড়বো!! আইজকা পিলাচাইয়া গেলুম!!
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৭
রেজোওয়ানা বলেছেন: হুম, পড়ার মনে থাকে যেন!
নাইলে কিন্তু নেফরেতিতিরে নিয়া জীবনেও লেখমু না
২০| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০২
মহাবিশ্ব বলেছেন: বাঃ অনেক পড়াশোনা করেছেন!
ভালো লাগলো বেশ।
শুভকামনা।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৯
রেজোওয়ানা বলেছেন: তা করছি একটু অধটু
পড়েছেন এবং ভুল বোঝেনি দেখে আনন্দিত হলাম মহাবিশ্ব......
২১| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৩
চতুষ্কোণ বলেছেন: এই পোষ্টটা কি এখন আমাকে পড়তে হবে?
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪০
রেজোওয়ানা বলেছেন: হুম, পড়তে হবে, নাইলে কিন্তু ট্রাপেজিয়াম বানাইয়া দিমু
২২| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৪২
চন্দ্রগ্রহণ বলেছেন: নতুন কিছু জানলাম। ভাল লাগল।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪২
রেজোওয়ানা বলেছেন: শেয়ার করতে পেরে আমিও আনন্দিত বোধ করছি চন্দ্রগ্রহণ
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৫
কামরুল হাসান শািহ বলেছেন: শুভকামনা।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪২
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ কামরুল ভাইয়া
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২০
নিভৃত নয়ন বলেছেন: পরে পরুম।
আপু কেমন আছেন?
পরে আবার মতামত জানাবো।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০০
রেজোওয়ানা বলেছেন: শীতে জমে যাচ্ছি
মতামতের জন্য ওয়েটিং........
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৫
মে ঘ দূ ত বলেছেন: দারুণ রেজোওয়ানা! মুগ্ধ আপনার উপস্থাপনায়!
তবে উপরে যাদের বিরূপ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সেই সব বিষয়গুলোর সত্য দিকটাও জানতে পারলে বেশ হত।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, কষ্ট সার্থক হলো
হুম, আমিও জানতে চাচ্ছি, আমার উপস্থাপনার কোন বিষয়টা তাদের কাছে খারাপ লাগছে। কিন্তু কেউতো কিছু বলছে না
২৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: মহাভারতের প্রতি কখনই আগ্রহ বোধ করিনাই। আপনার পোস্টটাও পড়িনাই তয় পেলচ তো বটেই
শুভসকাল :-<
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৫
রেজোওয়ানা বলেছেন: পোষ্ট পড় নাই কেন
আমি এত কষ্ট করে লিখলাম
মহাভারত আমার কাছে দারুন লাগে, প্রতিটা ঘটনা, চরিত্রের মধ্যে লুকানো অনেক তথ্য আছে, সেগুলো নিয়ে ভাবতে ভাল লাগে......
পোষ্ট পড় নাই কেন
.
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২১
রেজোওয়ানা বলেছেন: "দানিকেনতত্ব ও মহাভারতের স্বর্গদেবতা" বইটা পইড়ো যদি পড়া থাকে।
ভাল লাগবে তোমার
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:০৪
ছাইরাছ হেলাল বলেছেন:
পন্ডিত ডড়াই।
পরতে পারমু না।
তয়+++++++++++++++++++++++++++++
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৭
রেজোওয়ানা বলেছেন: নাই পইড়া পেলাস দিয়া ফেললেন ক্যান?
পড়ার পরে যদি মাইনাস দিতে ইচ্ছা করে তখন কি করবেন?
আমিও পন্ডিত ডরাই
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০০
ইমন জুবায়ের বলেছেন: +
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৮
রেজোওয়ানা বলেছেন: গুরুজী.........
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১১
জুন বলেছেন: ভালোলাগলো রেজোওয়ানা।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৯
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৪
শয়তান বলেছেন:
হঠাৎ আমারে গিনিপিগ
মাপক্কৈরা দেওন যায় না
( এ্যাম্নেই বহুৎ ডরভয়ে আছি )
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪০
রেজোওয়ানা বলেছেন: ""শয়তান বলেছেন: সিরিজ চাই ।সিরিজ । পুরান এর সবগুলা নারী চরিত্র নিয়া ।"".............এই জন্য
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৩
জিসান শা ইকরাম বলেছেন: এখন আবার পড়লাম। পিলাস দিয়ে গেলাম
আগে দেইনাই।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩২
রেজোওয়ানা বলেছেন: আগে আমার তিনটা মাইনাস ছিল, এহন দেখি ৪ টা। জিশান আপু ই ই ই ই ই , এইটা
কোন আপুর কাম তা কিন্তু বুচ্ছি, সাম্প্রতিক লিস্টে টাইমও ওঠে
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪
শয়তান বলেছেন: ওহ !!!!
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩২
রেজোওয়ানা বলেছেন: জি জনাব
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৫
কেরামত আলী বলেছেন: আসছি.........
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৪
রেজোওয়ানা বলেছেন: দেখছি
এইখানে বড়দের মধ্যে সাতসকালে কি করো?
স্কুল নাই আজকে
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮
মে ঘ দূ ত বলেছেন: ভালো কথা, আমাকে ভাইয়া বানিয়ে দেওয়া হল কেন!
! উউউউ
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৫
রেজোওয়ানা বলেছেন: ই ই ই ই....... তাহলে কি বলবো ও ও ও ও ও
৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১১
কেরামত আলী বলেছেন: ওহ ! ভুলেই গেছি ......
এইবার বইমেলা থেকে বই কিনে দেয়ার কথা ..... বুবু, মনে আছেত ?? না ভুলে গেছো ??........
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১
রেজোওয়ানা বলেছেন: হুম মনে আছে, টোনাটুনির দোকান থেকে "কিকি ও বর্ণমালা" বইটা কিনে দেবো, ঠিক আছে?
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৯
জিসান শা ইকরাম বলেছেন: ২০ নং পিলাস টা আমার
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৪
রেজোওয়ানা বলেছেন: ৪ নং মাইনসটা আপনের। আপ্নের খাইছি আমি আইজাকা, খাড়ান।
আমার ১০ টা নিক দিয়া আপ্নের সব পোস্টে ১০টা কইরা মাইনাস দিয়া আসমু (
৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫০
আলিম আল রাজি বলেছেন: দারুন পোস্ট।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস রাজি
৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০২
প্রদীপ মিত্র বলেছেন: একটা কথা মানা গেল না। পুরাতন সংস্কৃত মহাভারত গুলোতে কুন্তিকে আলাদা ভাবে আদর্শস্থানীয় মা হিসেবে দেখানোর চেষ্টা তেমন একটা করাহয় নাই। কুন্তিকে নিয়ে বেশী ভক্তি মূলত বাংলা মহাভারতেই বেশী দেখেছি। তবে চরীত্রের রূপায়ন ভালই হয়েছে। কুন্তির যে সব গুণ দেখা যায় তা বিরল কিছু না, অনেক মহিলাই অবৈধ সন্তান নিয়ে এমন কিছু করেন।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ প্রদীপ ভাইয়া, মুল সংস্কৃত মহাভারত আমি পড়িনি, সংস্কৃত জানি না। তবে শেখার চেষ্ট করে যাচ্ছি, মনে হয় না পারবো
কালী প্রসন্ন সিংহ আর রাজশেখর বসুটা পড়েছি, আর ওখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার সাথেপ্রকৃত ঘটনা গুলো কোরিলেট করার চেষ্টা করেছি। এইদুই জায়গাতেই তাকে আদর্শ মাতা হিসেবে দেখানো হয়েছে, আমার প্রশ্নটা সেখানেই........
পড়ার জন্য ধন্যাবাদ
৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০২
চতুষ্কোণ বলেছেন: প্রথম দিকটায় আমাদের মা মেরী'র সাথে মিল পাওয়া যায়! আমার তো ওঁনার চরিত্র বেশ দৃঢ় বলেই মনে হলো। কুন্তী তাঁর সপত্নীকে রাজনৈতিকভাবে সরিয়ে দিয়েছিলেন কিনা এই লেখায় তা নিশ্চিত হবার উপায় নেই। বিস্তারিত জানা থাকলে জানাবেন। আর কথায় কথায় চোখ টিপি আর জিভে কামড়ের ইমো দিয়ে দেব দেবীদের অসন্মান করার জন্য মাইনাস!
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: কুমারী মাতার দিকটা চিন্তা করলেতো মেলেই।
ভ্রাত, সেই যুগে যদি মৃতদেহের ময়নাতদ্ন্তের প্রথা থাকতো তাহলে কিন্তু মনে হয় মাদ্রী ভাই শল্য তদন্তের দাবি করতো।
মাদ্রীর মৃত্যুটা রহস্যজনক, এর প্রভাব কিন্ত তার ভাই মদ্ররাজা শল্যের উপর পরেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কিন্তু পান্ডবের আপনা মামা হয়েও দূর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলেন। যদিও মহাভারতে এর পিছনে একটা হাস্যকর যুক্তি দেখানো হয়েছিল "বলা হয়েছে কর্ণের মনোবল ভেঙে দেবার জন্যই শল্য পান্ডবদের বিরুদ্ধে যোগ দেয়।" কিন্তু তার কোন প্রমাণ পুরো যুদ্ধ আতিপাতি করে খুজেও তুমি বের করতে পারবে না।
সো মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়
হুম............
৪০| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫২
মিরাজ is বলেছেন: সত্য কথা সহ্য করার ক্ষমতা কারো কারো নাই আপু । কারন তারা মিথ্যাকে আকড়ে ধরে চলে তাই ভয় পায় যদি সত্য এসে সামনে দাঁড়ায় তারা যে বিলুপ্ত হয়ে যাবে । চালিয়ে যান ।
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৩
রেজোওয়ানা বলেছেন: মিরাজ is বলেছেন: সত্য কথা সহ্য করার ক্ষমতা কারো কারো নাই আপু । কারন তারা মিথ্যাকে আকড়ে ধরে চলে তাই ভয় পায় যদি সত্য এসে সামনে দাঁড়ায় তারা যে বিলুপ্ত হয়ে যাবে ।
৪১| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫
কেরামত আলী বলেছেন: ওটা তোমার মেয়েকে কিনে দেব ভাবছি ............
মেলাতে গিয়ে আমার পছন্দের যে কোন দুইটা বই কিনে দিতে হবে.... আর না হয় তোমার সব পোস্ট এ আগুন ধরাইয়া দেমু............
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৭
রেজোওয়ানা বলেছেন: তোমার কি পছন্দ, তিন গোয়েন্দা?
না না, আর একটু বড় হও, তারপর ওটা কিনে দেবো, আগে অ, আ, শিখতে হবে না?
৪২| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
রিতা ইসলাম বলেছেন: অনেক কিছু জানলাম। আপনি মহাভারত পড়েছেন ? ++
০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
রেজোওয়ানা বলেছেন: পড়েছি আপু, আমার প্রিয় বই গুলোর মধ্যে একটা।
মাঝে মাঝেই পড়ি, এপিক আমার প্রিয় টপিকস
৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
রোদেলা বলেছেন: ইতিহাসে আমি বরাবরই গোল্লা।
০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৬
রেজোওয়ানা বলেছেন: হা হা হা, আপু, তুমি সাহিত্যে ফার্স্ট
৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০
নীল ভোমরা বলেছেন:
এইসব দেব-দেবতা আর মুনি-ঋষিরা কত অপকর্মই না করেছে!.... সেই সব ভালগার কাহিনীই আবার ধর্মের উপাখ্যান! সেই যে কথায় বলে..... দেবতা করলে কিছুনা... আর মফিজ করলেই ফষ্টি নষ্টি!
চমৎকার পোস্ট! ভাল লাগলো পড়তে।
০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪
রেজোওয়ানা বলেছেন: হুম এই জায়গাটা দেখুন, সূর্যের অহবানের উত্তরে কুন্তী সূর্যকে বলছেন " হে ভগবান, যদি আপনার সহিত আমার অবৈধ সঙ্গম হয় তাহা হইলে লোক মধ্যে আমাদের কুলের কির্তী নষ্ট হইবে, অতএব আপনি যদি এই কার্যকে ধর্মানুগত করেন, তাহা হইলে আমি বন্ধুবর্গের অপেক্ষা না করিয়া স্বয়ং আপনাকে আত্মপ্রদান করিতে পারি (বন খন্ড)।"
দেবতারা নাকি মন্ত্রবলে সন্তাব উৎপাদন করতে পারে, সূর্যের বেলায় কিন্তু তা হলো না, তাকে অনেক নাকে কানে খত দিতে হলো।
দেবতার কি দূরবস্থা!! এই সূর্য কি আকাশের ঐ জলন্ত সূর্য হতে পারে? এ আপনার আমার মতোই সাধারণ মানুষ, তবে ক্ষমতাশালী........
৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯
ছাইরাছ হেলাল বলেছেন:
যুধুষ্ঠির তখনঅভিশাপ দেন যে "স্ত্রী জাতি কোন বিষয়কেই কখনও গোপন রাখতে পারবে না"।
খুপ জ্ঞনী হতে মঞ্চায় ।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৪
রেজোওয়ানা বলেছেন: আপনি তো জ্ঞনীই ভাইয়া, যা দাঁত ভাঙ্গা শব্দচয়ন করেণ তা শুধু ওনাদের পক্ষেই সম্ভব......হি হি হি।
ছবি ব্লগ কবে পোস্ট করবেন বলেন?
৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৫
পল্লী বাউল বলেছেন: চমৎকার পোস্ট।
একটা প্লাস কম হয়ে যায়।
++++++++++++++++++++++++++++++
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সাহস পেলাম মনে
৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২১
নিভৃত নয়ন বলেছেন: কখনো আগ্রহ ছিল না এসব পড়ার ক্ষেত্রে।এই প্রথম পড়লাম।ভালই লাগল।
ভাল থাকবেন আপু।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৯
রেজোওয়ানা বলেছেন: পড়েছো যেনে খুব খুশি হলাম.........
৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: এত কিছু জানেরে বাবা। গুড ভেরী গুড
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩২
রেজোওয়ানা বলেছেন: :!> :#>
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
পড়ারএকঘন্টাগেপুর্ববর্তীরিপ্লের্লাষ্টলাইনের্জন্যি
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৫
রেজোওয়ানা বলেছেন: পড়ছেন???
৫০| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৯
কেরামত আলী বলেছেন: ভুতের গল্প...................
আর আমার বই চাই কোন কথা নাই.........
তোমার ওমরসানিকে আমার সালাম দিও...............
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৬
রেজোওয়ানা বলেছেন: চুপ থাকো, আগে বর্ণপরিচয় শেখো
৫১| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫
সজল শর্মা বলেছেন: বেশ কিছু জায়গায় কাহিনী কিছুটা বিকৃত হয়েছে। যেমনঃ দূর্বাসা, কুন্তীকে সতর্ক করেই গিয়েছিলেন। কিন্তু কুন্তী কৌতূহল বশে আহবান করে ফেলেন। পাণ্ডু অক্ষম ছিলেন এক ঋষির অভিশাপে যে স্ত্রী সহবাসে গেলেই তিনি মারা যাবেন। আর হয়েছিলও তাই। মাদ্রীর সাথে গমনে গেলে তিনি মারা যান। মাদ্রী নিজেকে অপরাধী ভেবে স্বামীর সাথে নিজেও চিতায় যান। সেখান কুন্তীর কোন হাত নেই। আর আমি যতদূর জানি কুন্তী স্বেচ্ছাতেই মাদ্রীকে মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। সেখানে রাজনীতি ছিল না। আর মাদ্রীর মৃত্যুর পর ঐ দুই সন্তানকে মায়ের মতই পালন করেছেন; সৎমাসুলভ উদাহরণ পাইনি।
ক্ষেত্রজ সন্তান- এই প্রথা তখন ছিল।
Click This Link
আমার এই লিংকের এক অংশ এ ব্যাপারে বলা আছে।
সুন্দর প্রয়াস।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১১
রেজোওয়ানা বলেছেন: সতর্ক করার কথা আমি অবশ্য রাজ শেখর আর কালীপ্রসন্নে পাইনি ভাইয়া। কুন্তী কিন্তু স্বেচ্ছায় মন্ত্র মাদ্রীকে শেখাননি, তিনি পান্ডুকে দিয়ে অনুরোধ করিয় কুন্তীর কাছ থেকে মন্ত্রটা লাভ করেন। পরে তিনি যখন একসাথে অশ্বিনীকুমার ভাইদের কে আহবান করেন, এবং নকুল ও সহদেব নামক জমজ পুত্রের মা হন। কুন্ততি আকে বলেছিলেন যে কোন একজন দেবতাকে স্খমরণ করতে, কিন্নতু মাদ্রী তা না করে দুজনকে আহবান করায় কুন্তি নিজেক প্রতারিত মনে করেন। সে তখন রেগে গিয়েছিলেন আর পান্ডু বারবার অনুরিধ করা স্বত্বেও দ্বিতীয় বার মন্ত্রটি শেয়ার করতে অস্বীক্বেত না (পৌরনিক অভিধান, পৃ ১১১)।
এতে করে কিন্তু কুন্তিকে সাধরণ লোভলালসার উর্ধ্বে কোন মানবী বলে মনে হয়না, যেমন করে তাকে মহাভারতের রচয়িতাগণ দেখানোর চেষ্ঠ করেছেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এমন অলোচনাই আমি আশা করছিলাম।
আপনার লেখাটি পড়ছি এখন, কুবই চমৎকার
৫২| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮
সজল শর্মা বলেছেন: দেবরাজ ইন্দ্রকে নিয়ে লেখেন। এই দেবতা হ্যাভি লুল।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৩
রেজোওয়ানা বলেছেন:
আমার সেই সাহস নাই
৫৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৪
আকাশটালাল বলেছেন: ইমো গুলো সরায় দেন। এটা লেখাটাকে ফান হিসেবে বিবেচিত করছে
লেখাটাতে ১৮+ ট্যাগিং দেন।
পৃথিবীতে ৪টা এপিক আছে। রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। দুর্ভাগ্যবশত আমি চারটিই পড়েছি, আপনার এপিকে ইনটারেষ্ট আছে শুনে ভাল লাগলো। রামায়ণ আর মহাভারত আশা করি পড়েছেন। ইলিয়াড ও ওডিসি নিয়ে একটু বলি -
এই দুইটি লিখেছে মহাকবি আলেকজান্ডার হোমার। ইলিয়াডের গল্প কমবেশি সবাই জানে। ট্রয় নিয়ে। মুভিও হয়েছিলো।
ওডিসি নিয়ে বলি। ট্রয়ের যুদ্ধের ওডিসাস ইথাকা যাবে নিজের রাজ্যে, নিজের বউ পেনিলোপ আর ছেলে আর ছেলে টেলেমাকাসের কাছে। যাত্রাপথে মানে সমুদ্রপথে অনেক বিপত্তি, ঝড়ঝন্ঝা অনেক কিছু পেড়িয়ে গেলেও একটা দ্বীপে ওকে বন্দী করে ফেলে ক্যালিপসো নামে সুন্দরী নিম্পফ। এসব পেড়িয়ে যখন ও ওর রাজ্যে যায় (ছদ্মবেশে) তখন দেখে পর বউটের জন্য স্বয়ম্ভর সভা বসেছে যদিও ওর বউ খুব ভালো আর ওকে খুব ভালোবাসতো। এরপর আরো কিছুক্ষন যুদ্ধটুদ্ধ করে তারপর নিজের বউ আর রাজ্য উদ্ধার করে। খুবই অসাধরণ এপিক। আমার সবথেকে পছন্দের।
আর একটা কথা - আলেকজ্যান্ডার হোমার অন্ধ ছিলেন।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২০
রেজোওয়ানা বলেছেন: এইটা ফান প্লাস সিরিয়াস লেখা। তাও তুমি যখন বলছো দিমুনে।
এপিক চারটা আমিও পড়েছি ভাইয়া
তবে মহাভারত যেহেতু আমাদের সাবকন্টিন্টের তাই এর উপর অগ্রহ একটু বেশি, এর মধ্যে দিয়ে তৎকালীন সমজা সংস্কৃতির অনেক তথ্য খুজে বের করা যায়। কারণ কাহীনি যতই কাল্পনিক কাল্পনিক বলে মানুষ চেচাক না কেন, একটা গল্প কখনই একজন লেখক একেবারে মনগড়া ভাবে লিখতে পারবে না। সমাজের ছায়া তাতে থাকবেই, মাস্ট.....
তোমার তথ্যের জন্য ধন্যবাদ, ওডিসির ক্যারেক্টার গুলোও অনেক চমকপ্রদ। পোস্ট দাও একটা
৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৩
রনি আহমদ বলেছেন: আপু যারা এতো সুন্দর লিখে আমার তাদের খুব হিংসে করতে ইচ্ছে করে
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২২
রেজোওয়ানা বলেছেন: যারা সুন্দর সুন্দর ছবি কালেক্ট করে পোস্ট দেয় আমার তাদের খুব হিংসে হয়
৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৬
শিপু ভাই বলেছেন: আমি একবার ছোটদের রামায়ন পড়েছিলাম। খুব মজা লাগছিল। মহাভারতের কিছু কিছু আংশিক কাহিনিও পড়েছিলাম।- বাল্যকালে।
আমি জানি এগুলো ধর্মগ্রন্থ হিসেবে হিন্দুদের নিকট সম্মানিত। কিন্তু আমার কাছে রুপকথার মত লাগে।
দেবতারা ভুল করে, দেবতাদের চরিত্র খারাপ, দেবতাদের নিজেদের মধ্যে হিংসা/মারামারি- এসব আমার মানতে কস্ট হয়।
তবে আপু, আপনার লেখাটা খুব ভাল লেগেছে। সুন্দর করে একটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।
++
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৫
রেজোওয়ানা বলেছেন: দেবাতা না ক্ষমতাশালী বিশেষ শ্রেণীর মানুষ ছিলেন তারা, এই কনফিউশন কিন্তু রয়েই গেছে শিপু............
পড়েছো বলে খুব আনন্দিত হলাম
৫৬| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
পড়তে এলুম!!
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
রেজোওয়ানা বলেছেন:
৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০২
নীল_পদ্ম বলেছেন: আজগুবী নাকি সত্য ঘটনা??
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৪
রেজোওয়ানা বলেছেন: মানুষ কিন্তু একেবারে কল্পনার কোন কিছু লিখতে বা আকতে পারে না। মনে করেন আপনাকে যদি একটা ভূত। কেউ কখনো ভুত দেখেনি, যার অস্তিত্ব নেই তারপরও যকন আমারা ভুতের ছবি আকি বা বর্নানা দেই তখন তা মনুযের আকৃতি প্রকৃতির মতো হয় যায়, এখই ব্যাপার খাটে এলিয়েন দের বর্ণান আর ছবির ক্ষেত্রেও। পরিচিত প্রাণীর আদল এসে যায়।
এখানেও হয়তো বা তাই হয়েছিল, আশাকরি আমি কি বোঝাতে চাচ্ছি তা বুঝতের পরেছেন...........
অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য
৫৮| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
কেরামত আলী বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
রেজোওয়ানা বলেছেন:
৫৯| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৯
কেরামত আলী বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: কান্দিস না, একটা থাবরা দিমু
৬০| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১০
ফাহাদ চৌধুরী বলেছেন:
EibAr sOttI sOttI PoRuM!
44 eE rEpLy RePoRtEd..
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০
রেজোওয়ানা বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৬
রেজোওয়ানা বলেছেন: iv Usim aT an Nelid iLagalAg eRAmA
১১ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২০
রেজোওয়ানা বলেছেন:
aN sOd iaLkal imA r, ERap AtROK AR iVaD Vad hEE
৬১| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪২
আলিসন আলভা বলেছেন: আসলে আগে কোন সময় পড়া হয় নাই......
সুন্দর উপস্থাপন
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫১
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ আলিসন, সময় করে পড়ে নিতে পারেন কিন্তু, মনে হয় ভাল লাগবে।
রাজশেখর বসুর টা বেশ সুন্দর........
৬২| ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭
াঢারে ালো বলেছেন: অনেক আগে সেবা প্রকাশনীর মহাভারত পড়েছিলাম কিন্তু স্বাভাবিকভাবেই ওটাতে এত বিস্তারিত কিছুই ছিল না ৷ অনেক কিছু নতুন করে জানতে পারলাম; তবে এত এত দেবতার মাঝে কে যে কার শত্রু -মিত্র আর কার কাজই বা কি সেটা প্রায়শই গোলমাল লেগে যায় আমার ৷
কুন্তি চরিত্র আবারও প্রমান করলো মেয়েরা সেই প্রাচীন কাল থেকেই সুবিধাবাদী,কূটকৌশলী তথা সহজ বাংলায় বললে খুব খারাপ
! আর কুন্তির বিরুদ্ধে লিখে আপনি প্রমান করলেন মেয়ারাই মেয়েদের শত্রু,
হাহাহা
১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮
রেজোওয়ানা বলেছেন: অনেকর মধ্যে মূল নাটের গুরু কিন্তু মাত্র কয়েকজনই।
বৎস, কুন্তীকে মানবী না বলিয়া একটি বিশাল নাটকের একখানি চরিত্র হিসাবে বিবেচোনা করিলে বাধিত হইবি
৬৩| ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬
নূর বিডি বলেছেন: +++ সুন্দর ভাল লেগেছে
১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৪
রেজোওয়ানা বলেছেন: ধন্যাবদ পড়ার জন্য নূর ভাই
৬৪| ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৭
বাদ দেন বলেছেন: ভাল লেগেচে ++
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯
রেজোওয়ানা বলেছেন: জেনে খুব খুশি হলাম, অনেকেরই ভাল লাগে নি তো তাই
৬৫| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯
নীল-দর্পণ বলেছেন: তক্কেত না দিলে পব্বোনা...(গাল ফোলানোর ইমো ক্যান যে নাই সামুতে
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০
রেজোওয়ানা বলেছেন: পড় বলছি
পড়াশুনা নিয়ে খালি ধানই পানাই
৬৬| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
ফারা তন্বী বলেছেন: এক দমে কোনরকম নড়াচড়া না করে পড়েছি। অসাধারন।আপনার লেখাটাকে বেইজ ধরে পরে এটার একটা ব্যবচ্ছেদ করার ইচ্ছে আছে। অনুমতি পাব কি?
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৫
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই করতে পারেন........
আমি চাইছিলাম একটা আলোচনা, কিন্তু কেউ মনে হয় এই ব্যাপারে তেমন ইন্টারেস্টেড নয়
আপনাকে পেয়ে ভাল লাগলো.......
৬৭| ১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০
জুন বলেছেন:
ভালোলাগলো
রবীন্দ্রনাথের কর্ন কুন্তী সংবাদ কবিতাটি আমি বহু অনুস্ঠানে আবৃত্তি করেছি।
১১ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
রেজোওয়ানা বলেছেন: ওয়াহ, তুমি আবৃত্তিও করতে!!!!
চমৎকৃত হয়ে যাচ্ছি দিনে দিনে জুন আপু
৬৮| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০০
আকাশটালাল বলেছেন: ওডিসি নিয়ে লিখবো??? মাঝখানে কিন্তু অনেক বোরিং এটা। জাহাজ ঝড়ের মধ্যে পড়ে, ওইসময় দেবতাটেবতা উদয় হয় খুব বোরিং ঐজায়গাটা।
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৬
রেজোওয়ানা বলেছেন: বোরিং জায়গাটা তোমার নিজের ভাষায় মজাদার করে লিখবে, তাহলেই আর বোরিং লাগবে না
৬৯| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
সোমহেপি বলেছেন: তুমিতো বেশ দুষ্টু আছো!
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২১
রেজোওয়ানা বলেছেন:
৭০| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১১
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল, রেজোওয়ানা!..........কুন্তী চরিত্রটি বরাবর খুব আকর্ষনীয়...তবে স্বামী পান্ডুর মৃত্যুর সময় শুনেছি তিনিই প্রথম সহমরণে যেতে চান কিন্তু মাদ্রী জোর করেন তার কারণে স্বামীর মৃত্যু তাই তিনিই সহমৃতা হবেন...কর্ণ আমার সবচেয়ে প্রিয় চরিত্র, তার দূর্দশার কিছুটা কারণ অবশ্যই কুন্তীর উপর বর্তায়- এটা অনস্বীকার্য!
+++
১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬
রেজোওয়ানা বলেছেন: কুন্তী চরিত্রটিকে মহাভারতের সবচেয়ে রাজনীতি কুশলা নারী চরিত্র বলে মনে হয় আমার কাছে।
সহমরণের বিষয়টি একেক জন এককে ভাবে বিস্তৃত করেছেন। বেশির ক্ষেত্রেই দেখানো হয়েছে, দুই জন একসাথে সহমরণে উদ্বত হয়েছেন, তখনার রীতি এটাই ছিল। কিন্তু মাদ্রী যখন নিজেই যেতে চাইলো তখন কুন্তীর আর কোন ভূমিকা সেভাবে দেখা যায় না এই ব্যাপারে, সে অনকেটাই নীরব ছিল, যেটা তার চরিত্র বিরুদ্ধ।
কর্ণ আমারও সবচেয়ে প্রিয় চরিত্র আপু, হি ওয়াস দ্যা রিয়েল হিরো ......
৭১| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৮
সুপান্থ সুরাহী বলেছেন:
ব্লগে আসার সার্থকতাটা মনে হয় এটাই...
প্রতিদিন কিছুনা কিছু নতুন জানা হচ্ছে...
ধন্যবাদ শেয়ার করার জন্য...
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪০
রেজোওয়ানা বলেছেন: অসম্ভব অনুপ্রাণীত হলাম ভাইয়া, মন্তব্যটা পড়ে.......
৭২| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১০
শ।মসীর বলেছেন: ইতিহাস বড়ই করুন একটা জিনিস সবসময়........আর ইতিহাসের একটাই অবিচ্ছেদ্য অংশ- জগতে যত কিছু ঘটেছে সবই আসলে ক্ষমতারই জন্য......।
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪১
রেজোওয়ানা বলেছেন: জগতে যত কিছু ঘটেছে সবই আসলে ক্ষমতারই জন্য..............
৭৩| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৫
শয়তান বলেছেন: হু ইজ নেক্সট
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০
রেজোওয়ানা বলেছেন: দয়মন্তী অথবা দ্রৌপদি
৭৪| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ইয়ে... মানে... কমেন্ট করতে খুবই অল্প সময় লেগে গেলো আর কি :#> আই হ্যাভ অলওয়েজ বিন ইন লাভ উইথ মহাভারত স্টোরিজ। বইটা পড়া আছে আর তাছাড়াও আমি এগুলোর ভিডিও দেখেছি যার কারণে খুবই মনে গেঁথে গেছে এই ব্যাপারগুলো (একটা সময় লিখবোও ভেবেছিলাম কিন্তু পরে আর হয়ে ওঠেনি)। কুন্তী চরিত্রটার জন্য বরাবরই খারাপ লাগে, তবে কর্ণ'র জন্য আরও বেশি। অনেক যন্ত্রণার ছিলো কর্ণর জীবনটা। কুন্তীর দোষেই অবশ্য।
কুন্তীর শেষ জীবনটা কিভাবে কেটেছে এটা আগে জানা ছিলো না। এখান থেকে জানতে পারলাম। থ্যাঙ্কস ফর দ্য নাইস পোস্ট। ধুমায়া পেলাস! +++++
১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০১
রেজোওয়ানা বলেছেন: আমি ভাবতেছিলাম ভেবু এখনও আসে না ক্যান, পড়ে না ক্যান
এখন ধুমাইয়া খুশি
৭৫| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০১
সোহরাব সুমন বলেছেন: অনেক দিন পর মহাভারত পড়ার আসল স্বাদ মনে হয় পেলাম ! সিরিজ আকারে দিতে থাকেন আপু খুবই ভালো লাগছে !
১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৩
রেজোওয়ানা বলেছেন: হুম, দেবো.........
পড়ার জন্য ধন্যবাদ সুমন ভাই
৭৬| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
শয়তান বলেছেন: মাই ভোট উইল বি ফর দ্রৌপদি
১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৪
রেজোওয়ানা বলেছেন: ওক্কে
৭৭| ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭
ব্লগী তানীম বলেছেন: আমার পোস্টে একটা কমেন্ট করেছিলেন - উত্তরটা আপনার চোখে না পড়লে দেখে আসবেন
১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪০
রেজোওয়ানা বলেছেন: পড়েছি ও উত্তর দিয়েছি
৭৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৪
জিসান শা ইকরাম বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭
রেজোওয়ানা বলেছেন:
৭৯| ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭
রাজসোহান বলেছেন: অন লাইনে মহাভারত পড়ার কোন লিঙ্ক আছে?
১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫০
রেজোওয়ানা বলেছেন: আছে, দেবো আজকে......
৮০| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬
কেরামত আলী বলেছেন: আর কোন দিন কান্না করবো না।
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০২
রেজোওয়ানা বলেছেন: হুম.........
৮১| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৬
টানজিমা বলেছেন: হায় সোহার্মা
গপ্প অচ্লিল..
সোহাইন্নায় মহাভারত খোজে কেন?? :-&
১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৩
রেজোওয়ানা বলেছেন: ক্যান টাঞ্জু আপু, হেরা করতে পারলে কিছু না আমি লেখলেই দোষ
পড়বে তাই খোজে, তুমি পড়তে চাও, তাইলে তোমারেও লিংক দিমুনে।
৮২| ১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩২
শায়মা বলেছেন: সহজপাঠ্য মহাভারত!
আসলটা পড়তে গিয়ে তো মাথা ঘুরে যায়।
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২
রেজোওয়ানা বলেছেন: হুম, তুমি রাজশেখর বসুর অনুবাদটা পড়ে দেখো, ওটা বেশ ঝরঝরে, পড়ে মজা পাওয়া যায়.........
৮৩| ১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০১
নষ্ট কবি বলেছেন: ইমো গুলো সরায় দেন। এটা লেখাটাকে ফান হিসেবে বিবেচিত করছে
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৪
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা সরিয়ে দেবো!
সব সময়ে এত রেগে থাকেন কেন,আপানর জন্য এক বাক্স ঘৃতকুমারীর পাতা পাঠাবো ভাবছি!!
৮৪| ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
প্রলাপ বলেছেন: ভালো লিখছেন আপু। প্লাস
১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস প্রলাপ, পড়েছেন দেখে আনন্দিত হলাম
৮৫| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৫
~স্বপ্নজয়~ বলেছেন: পইড়া শুনাইবেন? :-< :-<
১৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৩
রেজোওয়ানা বলেছেন: ক্যান আপ্নে চোক্ষে দেখেন না?
এক্ষুনি পড়েন
৮৬| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৮
জেরী বলেছেন: অফলাইনে পড়েছিলাম.....আপনি সুন্দর করে মহাভারতে কাহিনী গুছিয়ে লিখতে পারেন। আগে ও লিখতে দেখেছি
১৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ জেরী আপুনী
৮৭| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১২
দীপান্বিতা বলেছেন: এরপর দময়ন্তীকে নিয়ে লিখুন দ্রৌপদীকে নিয়ে তাও অনেক লেখা হয় ....অপেক্ষায় থাকবো
১৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০২
রেজোওয়ানা বলেছেন: ঠিক আছে আপু
৮৮| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৫
রুমমা বলেছেন: mohavarot porar kono interest hasaner moto amaro nai just tomake h dite aslam.kemon aso apu?tobe tomar dhoirjo ase ato boro lekha likheso...good.
১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১০
রেজোওয়ানা বলেছেন: হ্যালো রুমমা আপু।
খুব খুব খুব ভাল লাগছে আমার কথা তোমার মনে পড়েছে দেখে........
শীতে নাকাল অবস্থায় আছি আপু
৮৯| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬
রুমমা বলেছেন: *hi*
১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১২
রেজোওয়ানা বলেছেন:
৯০| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
মাহী ফ্লোরা বলেছেন: একশ একটা প্লাস আপু।পড়লাম মন্ত্রমুগ্ধের মত।মাঝে মাঝে আপনার নিজের মতামত লেখাটিকে আরো প্রানবন্ত করেছে।সহজ করে বিষয় গুলোকে তুলে ধরাতে সত্যি পড়তে খুব ভাল লাগছিল।
১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩০
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ মাহী, উৎসাহ পেলাম, আরও এমন কিছু পোস্ট লেখার ইচ্ছা আছে
৯১| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
আজমান আন্দালিব বলেছেন: আজকাল নানান ব্যাস্ততায় ব্লগে তেমন একটা সময় দিতে পারি না। আমার পোস্টে আপনার মন্তব্যটি না পড়লে মিস করেই যাচ্ছিলাম প্রায় এই সুন্দর মহাকাব্যিক (নাকি মহাভারতীয়) খণ্ডিত রচনাটি।
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১০
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আজমান ভাই, আপনার উপস্থিতি সব সময়েই অনুপ্রাণীত করে.........
৯২| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৩
দু-পেয়ে গাধ বলেছেন: খিক খিক। আপনি রাজশেখর বসুর মহাভারত (মানে সারানুবাদ) পড়েছেন? ওতে একটা মজার কথা আছে। ঠিক খেয়াল আসছেনা কে যেন "তোমরা স্বনামে অবস্থান করলেও কেউ তোমাদের চিনতে পারবে না।" বলে পান্ডবদের বর দিয়ে ফেলেছিলেন অজ্ঞাতবাসের আগে। দেখবেন ত একটু!
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৪
রেজোওয়ানা বলেছেন: এ ঘটনাটা হয়েছিল বনপর্বের আরণেয়পর্বোধ্যায়ে। এখানে পঞ্চপান্ডবের অজ্ঞাতবাসকালে একবার যম ওরফে ধর্মের (ধর্ম তখন একটা যক্ষের ছদ্মবেশে ছিলেন) সাথে তাদের দেখা হয়। সেই সময়ে যুধিষ্ঠিরের সাথে সেই সময়ে তার একটা দীর্ঘ প্রশ্ন উত্তর পর্ব হয়, মানে যক্ষ প্রশ্ন করছিলেন আর যুধিষ্ঠির উত্তর দিচ্ছিলেন। শর্ত ছিল যে, যদি যুধিষ্ঠির ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে যক্ষ তাদের পানি খেতে দেবে (তখন তারা পিপাসার্ত ছিলো)।
যাই হোক সেটা একটা বিশাল ঘটনা, শেষ পর্যন্ত যুধিষ্ঠিরের সব উত্তরে খুশি হয়ে, যক্ষ তার আসল পরিচয় বলে আর তাকে বর চাইতে বলে। তখন যুধিষ্ঠির এই আজব বরটা চেয়েছিল।
ধর্ম বলেছিলেন " তবে তাই হোক, তোমরা নিজের রূপে ঘুরে বেড়ালেও কেউ তোমাদের চিনতে পারবে না, তোমারে বিরাট রাজার রাজ্যে অজ্ঞাত হয়ে থেকো, তোমাদের যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারবে"।
৯৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৪
রনি আহমদ বলেছেন:
আর কতদিন আপু নতুন পোষ্ট কি আর আসবেনা
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৬
রেজোওয়ানা বলেছেন: কেন জানি কিছু পোস্ট করতে ইচ্ছা করছে না
৯৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: লিখুন আপু।এমন সংক্ষেপ করে না পেলে হয়ত অজানায় থেকে যাবে মহাভারত।স্বাদ আস্বাদন করতে পারছি।শুভকামনা আপু.......
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৮
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটা ইন্সপিরেশন জাগানো মন্তব্যের জন্য মাহী.......
৯৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১
সোমহেপি বলেছেন: এভাবেই কলমের খুন্তি দিয়া কুন্তির গল্প লেখেন আপু।আমারও সূর্যরে বিয়া করতে ইচ্ছে হয়
১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮
রেজোওয়ানা বলেছেন: তুমি সূর্যরে বিয়া করলে তো উর্বশী, রম্ভা, মেনকারা কান্নাকাটি শুরু করবো
৯৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
সত্যবাদী মনোবট বলেছেন: হুমমমমমমমমমমমমমমমম
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৬
রেজোওয়ানা বলেছেন: কি মমমমমমমমমমমমমমমমমমমমমমমমম?
৯৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২০
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
রেজোওয়ানা বলেছেন: আপনার ভাল লাগা মানেতো অনেক কিছু ভাইয়া, সত্যিই অনন্দিত হলাম......
৯৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: পড়লুম। মজা পেলুম। যোগচিহ্নও দিলুম।
এইবার যাই গা।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৫
রেজোওয়ানা বলেছেন: না গেলে তো হইবো না, আরেকটা পোস্ট দিছি, সেইটা দেখে যাওয়া লাগবে
৯৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪২
সোমহেপি বলেছেন: কানলে কানব তোমার কি?
এরা সবাই বৃত্তাকারে থাকব।আর আমি মাঝখানে।
১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: তোমার দেখি অনেক সাহস!!
এদের মাত্র একজনে ফাঁদে পরে বিশ্বমিত্রের কি দশা হয়েছিল জানো তো
১০০| ৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮
রেজওয়ান তানিম বলেছেন: valo laglo,
Click This Link
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা দেখছি তানিম ভাই
১০১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০০
জমিদার বাবু বলেছেন: খুব ভাল লিখেছেন। কর্ণকে কুন্তী কিরূপে ত্যাগ করল তা লিখলেন না?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ জমিদার বাবু, আসলে মূল বিষয়বস্তু ছিলেন কুন্তী, তাই ডিটেইলস এ যাইনি। আপনি জানটে চাইলে অবশ্যই জানাবো
১০২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৫
জমিদার বাবু বলেছেন: আমি পড়েছি, তারপরও আপনার লেখা পড়ে ভাল লাগল। তাই বলছিলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১
রেজোওয়ানা বলেছেন: হুম, কর্ণ আমার খুব প্রিয় চরিত্র, সেই মহাভারতের প্রকৃত বীর!
১০৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫০
জমিদার বাবু বলেছেন: যুদ্ধটা যদি ফেয়ারলি (কৃষ্ণ যে পন্থা গুলো অবলম্বন করে) হত তাহলে কারা জিতত বলে মনে হয় আপনার কাছে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
রেজোওয়ানা বলেছেন: জমিদার বাবু, বিস্তারিত কথা বলবো এই ব্যাপারে, সন্ধ্যার পরে
১০৪| ০৩ রা জুন, ২০১১ রাত ২:০৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: খুবি ভালো পোস্ট। ধন্যবাদ আপনাকে।
০৫ ই জুন, ২০১১ সকাল ৮:০৩
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
আপনার নিকটা খুব সুন্দর!
১০৫| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২
রাজদরবার বলেছেন: আমার মতে কিছু কিছু রাজা তাদেরকে দেবতা দাবি করে তাদের পুজা করতে নির্দেশ দিয়েছিল। তাই তারা দেবতা। যেমন ছিল মিশরের ফারাও। রাহুল সাংকৃত্যায়নের ভোলগা সে গঙ্গা বইতে কিছু উল্লেখ আছে।
২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪২
রেজোওয়ানা বলেছেন: হিন্দু ধর্মের কৃষ্ণকেও আমার কাছে তাই মনে হয় কিন্তু।
আপনি যে বইটার কথা বললেন, ওটা পড়া হয়নি। সংগ্রহ করার চেষ্টা করবো।
পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে
১০৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২২
রাজদরবার বলেছেন: ভোলগা সে গঙ্গা বইটা কে তো আধুনিক হিন্দি সাহিত্যের সবচেয়ে উৎকৃষ্ট বই বলা হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৫
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি? অনুবাদ আছে ইংলিশ বা বাংলায়? কোথায় পাবো বলেন তো?
১০৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭
রাজদরবার বলেছেন: নীলক্ষেতে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন:
১০৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২০
কান্টি টুটুল বলেছেন:
কমেন্ট পড়া দিয়ে শুরু করেছি আপনার পোষ্ট,
মাঝ পথে এসে মনে প্রথম থেকেই পড়তে হবে,আর আমার আগ্রহের জায়গাটা হল.......
হুম এই জায়গাটা দেখুন, সূর্যের অহবানের উত্তরে কুন্তী সূর্যকে বলছেন " হে ভগবান, যদি আপনার সহিত আমার অবৈধ সঙ্গম হয় তাহা হইলে লোক মধ্যে আমাদের কুলের কির্তী নষ্ট হইবে, অতএব আপনি যদি এই কার্যকে ধর্মানুগত করেন, তাহা হইলে আমি বন্ধুবর্গের অপেক্ষা না করিয়া স্বয়ং আপনাকে আত্মপ্রদান করিতে পারি (বন খন্ড)।"
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৬
রেজোওয়ানা বলেছেন: এমন অনেক অস্বস্তিকর ব্যাপার আছে দেব-দেবী গণের, যেমন: ইন্দ্র, কৃষ্ণ প্রমুখ। কেউ এটাকে ধর্মীয় ভাবে না নিয়ে যদি 'মহাভারত'কে সাহিত্য হিসাবে নেয় তাহলে সেখান থেকে আর কিছু আলোচনা করার আশারাখি।
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে টুটুল ভাই
১০৯| ২২ শে আগস্ট, ২০১২ রাত ২:০৮
রাফাত নুর বলেছেন: যুধিষ্ঠির, ভীল, ও অর্জুনের জন্ম হয়। আমি জানতাম কর্ন নামে আরও এক ভাই এর জন্ম হয়। বিল্টইন বুলেটপ্রুফ জ্যাকেট নিয়া জন্মাইছিলো।
২২ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ প্রথমবারেই অবিবাহিত কুন্তি যখন সূর্যকে আমন্ত্রন করেন, সেই সময়ে কর্ণের জন্ম হয়েছিল! সে কবচ নিয়ে জন্মগ্রহন করেছিল!
আর অবৈধ সন্তান হবার কারণেই মহাভরতের অন্যতম বীর হওয়া স্বত্বেও তাকে বরাবরই উপেক্ষা করা হয়েছে বলে আমি মনে করি!
পড়ার জন্য ধন্যবাদ রাফাত ভাই
শুভ বিকেল!
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৯
রাইসুল জুহালা বলেছেন: অনেক বড় লেখা। প্রিয়তে রাখলাম পরে সময় করে পড়ব। পড়ে এসে কমেন্ট করব।
প্লাস।