নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.heritagebangladesh.co/

পাখি উড়ে গেছে!

রেজোওয়ানা

সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!

রেজোওয়ানা › বিস্তারিত পোস্টঃ

একটি গরু বিষয়ক সচিত্র মহাকাব্য :D

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫

জানো নাকি গরুর মাথায়

দুইটা থাকে শিং

একটা হলো মিস্টার টং

একটা মিসেস টিং।



টিং ও টংয়ের খাতির খুবই

দোস্তি প্রাণে ছিলো

শিং দুটো তাই গরুর মাথার

মধ্যিখানে ছিলো।









কি ভেবে ধুৎ টিংটা সেদিন

বলল- “জনাব টং

এত্তো কেন মেজাজ তোমার

এত্তো কেন ঢং?



এমন এঁকেবেঁকে থাকো

মানুষকে দাও গুতো

তোমার এমন স্বভাব আমার

হয় না মনঃপুত।”









এই না শুনে টংয়ের খুবই

মেজাজ গেলো ক্ষেপে

টং বললো টিংকে- “শোনো

বলবে কথা মেপে।



স্বভাব নিয়ে দুষ্টু কথা

বলতে হলে টংকে

রাখবে মনে একশ পেতাম

পাটিগণিত অংকে!”











টিং বললো-

করতে নকল বুঝি?

টং বললো-

মেধাই আমার পুঁজি।

টিং বললো-

এটাও বুঝি চাপা?

টং বললো-

স্বাক্ষী স্কুলের আপা!

টিং বললো-

ইস্‌ রে জ্ঞানের গাঁট্টি

টং বললো-

তোমার সাথে কাট্টি!









কাট্টি মানে চুপটি থাকা

খিল্‌টা মুখে মেরে...

ধীরে ধীরে টিং ও টংয়ের

দূরত্ব যায় বেড়ে।



তখন থেকেই দূরে দূরে

গরুর মাথার শিং

একটা হলো মিস্টার টং

একটা মিসেস টিং।











ছবি গুলো সব আমার তোলা



ছড়াটা টুকলি করা :P

মন্তব্য ২৬৬ টি রেটিং +৪২/-০

মন্তব্য (২৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: হাম্বা...

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৩

রেজোওয়ানা বলেছেন: কেম্বা ?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০

দু-পেয়ে গাধ বলেছেন: হাহাহাহাহাহাহাহা
দারুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: আপনার জন্যও আছে একটা ;)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫১

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

রেজোওয়ানা বলেছেন: উল্টে পরে যাবা তো :(

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪

রাজর্ষি....... বলেছেন:
শেষের ফডুকডা ভালা পাইসি....

আফা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন একটা টুপি তারা আপনাকে অবশ্যই দিবে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

রেজোওয়ানা বলেছেন: তাহলে বলছেন এইটা আমি থিসিস হিসাবে সবমিট করতে পারি ?

:)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

বড় বিলাই বলেছেন: এই তাহলে টিংটং এর কাহিনী। :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬

রেজোওয়ানা বলেছেন: হুম গোপন রহস্য :P

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

অচেনা রাজ্যের রাজা বলেছেন: মজা মজা =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৮

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকুস রাজা মশাই :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৭

হানিফ রাশেদীন বলেছেন: ওহ! আপু!! কী আর বলবো!!!
এমন মুগ্ধতা... এমন মুগ্ধতা... আমাতে আর আমি নাই।
অভাবনিয় ভালো লাগা বয়ে ফিরে যাচ্ছি।

কৃষ্ণরূপ কলঙ্ক সাগরে ঝাপ দেবরে, আমার মন মানে না
ও শ্যাম যা করো, সখি গো, আমি ঝাপ দেবো জলে
ভেসে যাব স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ-কূলে

কলঙ্ক লাগে আমার ভালো.....

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪২

রেজোওয়ানা বলেছেন: হে খোদা, রাতে আবার গরু, হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয় :|

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০০

এক রাশ তরঙ্গ বলেছেন: :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

রেজোওয়ানা বলেছেন: ;)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০১

নীল ভোমরা বলেছেন:
মারহাবা..মারহাবা!

গরুগুলোর নির্ঘাত সর্দি লাগবে আজ..... ছবি দেখে তেমনটাই মনে হচ্ছে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৩

রেজোওয়ানা বলেছেন: শুকরিয়া শুকরিয়া :!>

আমি কিন্তু ওদের পানিতে নামাই নাই, ওরা নিজেরাই জলকেলী করছিল, সর্দি লাগলে আমার দোষ নাই :(

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪

ছাইরাছ হেলাল বলেছেন:

টিং..................

ছবি ভালু অয় নাই
এত সোজা নয় ভাই ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৬

রেজোওয়ানা বলেছেন: এইবার না গুরুমশায়ের মতো ডায়লগ হইছে :)

শোনেন গুরুমশাই, আমি তো আপনার মতো শুয়ে শুয়ে ঘুমন্ত লাউয়ের তুলি নাই, চলন্ত নৌকায় বসে চলন্ত গরুর ছবি তুলছি, সো দোষ ক্রটি মার্জনীয় X( X((

বেশি সমালোচনা করলে গরুর পাল আপনার লাউয়ের ক্ষেতে লেলিয়ে দেবো :-0

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১২

সোমহেপি বলেছেন: আমি তো ভাবছিলাম খাইছেরে পাগলি এইবার ক্ষেপছে।কবিকার ছড়াকারদের ভাত মারলো বলে!

যাক শেষ এসে বেঁচে গেলাম।

ছড়া এবং ছবি পড়া হলো
মজা পেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯

রেজোওয়ানা বলেছেন: আমি ৫০ বছর চেষ্টা করলেও কবিতা লেখতে পারমুনা ভাই :(

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

সরল মানুষ বলেছেন: খেক খেক !

শেষ মেস হাম্বা নিয়া.................... #:-S B-) B-)

সৌরভ ভাইয়ার তোলা ছবি গুলো নিজের নামে চালিয়ে দিচ্ছো.................... X(( X((

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০

রেজোওয়ানা বলেছেন: যা ভাগ, তরে কইছে সৌরভের তোলা ছবি, আমার যেন আর ক্যামেরা নাই X((


কেন গরু হলে অসুবিধা কি?

অনেক মানুষ আছে, যাদের চাইতে ওরাই বেশি উপরাকরী প্রাণী!

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩

রিতা ইসলাম বলেছেন: গরুর শিংএর দুরত্বের তাহলে এই শুরু ? :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

রেজোওয়ানা বলেছেন: জি মামী, এভাবেই দূরত্বের সৃষ্টি হয় :)

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫

নষ্টছেলে বলেছেন: হাম্বা হাম্বা হাম্বা :) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০১

রেজোওয়ানা বলেছেন: The Cow is too well known, I fear,
To need an introduction here.
If She should vanish from Earth’s face
It would be Hard to fill Her place;
For with the Cow would disappear
So much that every one holds Dear.
Oh, think of all the Boots and Shoes,
Milk Punches, Gladstone Bags, and Stew


:) :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৭

সত্যচারী বলেছেন: কমেন্ট নং ৭ এর প্রতি দৃষ্টি আকর্ষন করছি

লেখক বলেছেন: হে খোদা, রাতে আবার গরু হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয় :|

গরু এবং হানিফ ভায়ের মাঝে একটা কমা (,) হলে ভাল হত, নইলে পরে মুরগী মিলন, বা টোকাই বাবুলের মত গরু হানিফ ভেবে বসতে পারে আমার মত নাদান কেউ।


যেমন : সবগুলো ছবিতেই দেখছি গরু রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।

যেখানে লেখা উচিত : সবগুলো ছবিতেই দেখছি গরু, রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৪

রেজোওয়ানা বলেছেন: খেয়াল করিনি সত্যচারী ভাই, ঠিক করে দিলাম।

দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ :).

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৬

কবির চৌধুরী বলেছেন: =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৬

রেজোওয়ানা বলেছেন: Thank you, pretty cow, that made
Pleasant milk to soak my bread,
Every day and every night,
Warm, and fresh, and sweet, and white.

Do not chew the hemlock rank,
Growing on the weedy bank;
But the yellow cowslips eat;
They perhaps will make it sweet.


আজকে গরু বিষয়ক কবিতা খুজতে গিয়ে একটা মজার বিষয় আবিস্কার করলাম কবির ভাই!
অস্টাদশ উনবিংশ শতকে অনেক প্রখ্যাত পশ্চিমা কবিই 'গরু' কে নিয়ে বিভিন্ন ধরণের কাব্য রচানা করে গেছেন। এই কবিতাটা এ্যানি টেইলরের, এছাড়া অলিভার হেরফোর্ড, রবার্ট ফ্রস্টেরও, রবার্ট গ্রেইভ এমন আরও অনেকেরই আছে।
বাংলায় পশু টশু নিয়ে সিরিয়াস কাব্য মনে হয় কোন কবি লেখেনি!

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

ছাইরাছ হেলাল বলেছেন:

আমিতো আপনার ছাত্র,
নূতন, শিখছি মাত্র ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯

রেজোওয়ানা বলেছেন: আপনার জন্য একটা কাব্য রচনা করিয়াছিলাম, দেখন নাই মনে হয়...

শিক্ষা আর দিক্ষা, হইতে পারে দ্রাক্ষের মতো টক,

এখনও কি শিক্ষা লইবার আছে কোন শখ?

:P

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮

সরল মানুষ বলেছেন: এটা বল্লেইতো হয় যে ক্যামেরাটা তোমার ছিল.................... X(( X((

ছবি গুলো ঠিকই দুলাভাই তুলছে....................... B-)

=p~


কেন গরু হলে অসুবিধা কি?

অনেক মানুষ আছে, যাদের চাইতে ওরাই বেশি উপরাকরী প্রাণী!


আসলেই...................................... :| :|

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২১

রেজোওয়ানা বলেছেন: চুপ থাক বজ্জাত বিলাই X( :-P

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১০

রোবট ভিশন বলেছেন: সৌরভ ভাইয়া কিডা?? =p~ =p~

কবিতাটি যথেস্ট উপাদেয় হয়েছে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৫

রেজোওয়ানা বলেছেন: সোহামনি হলো রেজোওয়ানার মেয়ে, আর সোহামনির বাবা হলো সৌরভ :)

হুম সম্ভবত এটা লুৎফর রহমান লিটনের ছড়া!

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭

নীল-দর্পণ বলেছেন: টিং টং এর ভংচং ভাল লাগল :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৩

রেজোওয়ানা বলেছেন: টিং টং দেখলে আমি খুব ডরঈ। ছোট বেলায় একবার দাবড়নি খাইছিলমা :(

যাই হোক তোমার জন্য একটা টিং টং গিফট :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫

রেজোওয়ানা বলেছেন: এই জবাবে দেখি দুই লাইনে তিনটা বানান ভুল করছি :(

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩

আমি সুখ পাখি বলেছেন: =p~ =p~ =p~ ভালো হয়নি , মাইনাচ =p~ =p~ =p~ এমনি এমনি হাসলাম।
মডু , একদফা একদাবি , মাইনাস ফেরত কবে দিবি ? =p~ মাইনাস দিতে পারলামনা বলে খুব কষ্ট লাগতাছে :((



ফানি মন্তব্য :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১

রেজোওয়ানা বলেছেন: ইহ সবাই ফুল, লতা, পাতা, লাউ কুমড়া, গ্রাম শহর, নায়ক নায়িকা নিয়া ছবি দিতে পারে, আর আমি গরু নিয়া ছবি দিলেই দিলেই মাইনাচ। শুনুন মাইনাচের ভয় দেখিয়া আমাকে আপনারা দমাতে পারবেন না X((
গরুর মতো উপকারী প্রাণি কয়টা দেখছেন এই দুনিয়াতে? উপকারীর প্রতিদান দিতে শিখি নাই আমার, এই জন্যই দেশ ও জাতির আজ এত দূর্দিন। বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা। এই জন্যই প্রখ্যাত কবি বলেছিলনে............



উফ হাপাইয়া গেছি, একটু জিড়াইয়া নেই /:)

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫

সোমহেপি বলেছেন: তুমি কইলে আমি চুপি চুপি লেইখা দিমু তোমার নামে চালায় দিতে পারবা কি রাজি? :-B

তোমার কাছে স্বত্তত্যাগ করা হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫

রেজোওয়ানা বলেছেন: তাইলে এইখানে বলে দিলা কেন X(X((

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯

ইমন জুবায়ের বলেছেন: গরু বিষয়ক পোস্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ ইমন ভাই :D :#>




আচ্ছা ভাইয়া, জীবনান্দ দাশ ছাড়া বাংলার আর কোন প্রখ্যাত কবির লেখায় কি পশু প্রাণীর বিষয়টা এসেছে?

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬

নীল-দর্পণ বলেছেন: ওরে ওরে....টিং টং গিপটু আমার পছন্দ হইছে :#)

আপনাদের দুই বুড়া-বুড়ির জন্যে আমার পেইন্ট করা গ্লাস


আর সোহামনির জন্যে মুগ্গী বাত্তা :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০০

রেজোওয়ানা বলেছেন: এখনই বুড়া বুড়ি বানাইয়া দিলা, মেয়ে বিয়া তো দিতেই পারলাম না :((

অনেক অনেক ধন্যবাদ, আমি ও একটা কাঁচের ফুলদানিতে পেইন্ট করেছি, দেখাবো তোমাকে, অবশ্য এত তোমার গুলোর মতো এত ভাল হয়নি!

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭

সোমহেপি বলেছেন: ইস!রে মিস হইয়া গেলো।
মুইছা দেও :|

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪

রেজোওয়ানা বলেছেন: ইশরে আমার কবি হওয়ার ক্যারিয়ার শেষ হয়ে গেলোরে........,

এখন আমি যদি সত্যি সত্যি কবিতা লেখি তাও সবাই মনে করবো তুমি লেইখা দিছ X(( :( :((

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪

জয় রাজ খান বলেছেন: হাহা টং- টিং B-)) গরু নিয়া বেপক ঘবেষনা করেছেন বুঝা যাচ্ছে :#>

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯

রেজোওয়ানা বলেছেন: হুম পুরো পৃথিবীটাই তো গবেষণার বিষয় (উদাস হবার ইমো)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯

সোমহেপি বলেছেন: আরে তাইতো এই কথাটা আগে বললানা কেনো?তাইলেতো আমি ভুলেও কইতাম না।


হে হে ইহা একটি পরিকল্পিত ষড়যন্ত্র B-))

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৮

রেজোওয়ানা বলেছেন: তোমার যড়যন্ত্র আমি নস্যাৎ করে দেবো শয়তান X( X((

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৬

শিপু ভাই বলেছেন: আমার পুলা এই ছড়া পছন্দ কর্বো!!
ফটুক সোন্দর হৈছে!!!!
+লন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪০

রেজোওয়ানা বলেছেন: পেলাসের জন্য ধইন্যা :)

তোমাদের ফানুস উৎসব কেমন হয়েছে?
ছবি কোথায়?

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৭

একলা পাখি বলেছেন: আহ্ !!! সত্যিই গরুর মতই হয়েছে ;) ;)
আপু এত সুন্দর টিংটং কাব্য আরও বেশি বেশি সৃষ্টি করিলে আমাদের শিপু ভাইয়ের মত কিপটা বাবা গুলো ছড়ার বই কিনে পয়সা নষ্ট করা থেকে বেচে যাবে ;) ;)


(প্রিয়তে)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৩

রেজোওয়ানা বলেছেন: গরু কাব্য প্রিয়ায়ীত হওয়ায় আনন্দিত বোধ করিতেছি জনাব :D

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: আরে কি যে বলেন আমার গুলান ও ভাল হয়নাই। অপ্সরা আপু আর রুমমা আপু অনেক সুন্দর পারেন।

আপ্নেরটা কিন্তু তাড়াতাড়ি দেখাবেন :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৮

রেজোওয়ানা বলেছেন: অপ্সরারটা দেখেছিলমা, আর রুমমা আপু তো শিল্লী মানুষ। ওনার মিনিয়েচার শিল্পকর্ম দারুণ লাগে।

আজকেই দেখাবো :)

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪০

আর.এইচ.সুমন বলেছেন: সুপার ডুপার হিট B-) B-) B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫০

রেজোওয়ানা বলেছেন: না হই যেন ফিট :(

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২

আর.এইচ.সুমন বলেছেন: ফিট হইলে সমুস্যা নাই
টিং টং এর গুতা খাইলেই
ফিট সাইরা যাই .... :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

রেজোওয়ানা বলেছেন: হুম

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৭

মাহী ফ্লোরা বলেছেন: হি হি আপু মহাকাব্য এতু ছোট কেন?ধুর পড়া শুরু করলাম আর শেষ হয়ে গেল।ছবি গুলাও মজার হইসে। :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৬

রেজোওয়ানা বলেছেন: বেশি বড় হইলে যদি পড়তে পড়তে ঘুমাইয়া পড়, এই জন্য ;)

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

সরল মানুষ বলেছেন: তুমি কই ????? :(

:(( :(( :((

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৭

রেজোওয়ানা বলেছেন: লোকান্তরিত হই নাই :)

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০১

জিসান শা ইকরাম বলেছেন:
এই লেখাটা পাঠ্য সূচীতে অনর্ভুক্ত করা উচিত :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯

রেজোওয়ানা বলেছেন: তুমি যদি শিক্ষা বোর্ডে এই বিষয়টা একটু তদবির করে দিতা.....

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০২

সাকিন উল আলম ইভান বলেছেন: মহা কাব্য ভালো হইসে...............ভালো লাগা রেখে গেলাম............ :) :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫০

রেজোওয়ানা বলেছেন: "ভালো লাগা" রেখে গেছো ভাল কথা, আবার ফেরত নিতে এসো না :(

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৩

লবঙ্গলতিকা বলেছেন: কাম আর পায় না X( X((

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫১

রেজোওয়ানা বলেছেন: যা ভাগ X( :-P

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: হা হাহা। এত মজারু। =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২০

রেজোওয়ানা বলেছেন:

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৯

ফাহাদ চৌধুরী বলেছেন:
টিং টং!! ;)


একজন কিউবিষ্ট এর চোখে গরু- ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩১

রেজোওয়ানা বলেছেন: ভোরের কুয়াশায় টিং টং এর আরেকটা কাব্যিক ছবি:P

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৮

মুশতারী বলেছেন: টুকলি করা ছড়াটা সেইরকম!!

ছবিগুলোও খারাপ না!
ভাগ্যিস টুকলি করেছিলেন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৩

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ মুশতারি আপু, মাঝে মাঝে টুকলি করাও ভাল, তাই না :)

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৪

ভাঙ্গন বলেছেন:
টিং টং
:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫০

রেজোওয়ানা বলেছেন: ডিং ডং :)

৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: গরু নিয়া মহাকাব্য কপি করতে গিয়া শুধু টিং আর টং রে কপি করলা। ল্যাঞ্জা, মাথা, ঠ্যাং সব তো বাদ রইলো :-P

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৬

রেজোওয়ানা বলেছেন: ল্যাঞ্জা, মাথা তো একটা কইরা, তাই তাদের মধ্যে ঝগড়া ঝাটি হয় নাই। আর মান অভিমান না থাকায় তারা মহাকাব্যেও স্থান পায় নাই। মনে রাখিবে, মানঅভিমান কবিতার অন্যতম উপাচার /:) :-P

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৪

বাল্যবন্ধু বলেছেন: হাম্বা ভালো পোষ্ট। হাম্বা গরুরা উপকৃত হবে। :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৯

রেজোওয়ানা বলেছেন: আফসুস, তাদের নিয়ে তৈরি এই অসাধারণ ডকুমনেন্টারি তা তারা দেখলো না :(

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৭

ছাইরাছ হেলাল বলেছেন:

যতই হোক 'টক'
থাকবে শিক্ষার সখ ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২০

রেজোওয়ানা বলেছেন: তাইলে আজই উপযুক্ত সন্মানী সহ করেন যোগাযোগ :)

৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

সুরঞ্জনা বলেছেন: টিং-টং সমাচার দেখে ও শুনে তো আমি রিতিমত টাশকিত!!!! :-B
খুব মজা লাগলো। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫

রেজোওয়ানা বলেছেন: হে হে হে, এরপরে ভাবছি তেলাপোকা নিয়ে পোস্ট দেবো :P

এই নাও তোমাকে একটা গরু টি সেট দিলাম, তোমার বাসায় বেড়াতে গেলে ডাবল ক্রীমের চা বাইয়া খাওয়াবা এইটাতে :D

৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

শুকনা মরিচ বলেছেন: ভাগ্যিস - গরু গুলা তাদের টিং আর টং নিয়ে আপনাকে তাড়া করেনি :)

ছড়াটা খুবই মজা লেগেছে ।
এরকম আরও কিছু ছড়া আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৭

রেজোওয়ানা বলেছেন: মাঝারি বেলায় একবার তারা খেয়েছিলাম :(

চুপিচুপি একটা কথা বলি, টিংটং দের একটু ভয় পাই, ওদের দেখলে ১০০ হাত দূরে দিয়ে যাই। এই ছবি গুলো নিরাপদ দূরত্ব থেকে তোলা!!

৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৭

মহাবিশ্ব বলেছেন:
হাউ কাউ পার্টি দেখে বিষম চিন্তা হলে
'আপাতত চুপ হয়ে যাই' এইটুকুনি বলে
রেজোওয়ানা গরু আনেন, একটাই তার ছুতো
পোস্ট দেখে কেউ বললে খারাপ, মারবে তারা গুঁতো!

অসাধারণ গরুগুলো, মুগ্ধ হলাম!
ছড়াটাও...

শুভরাত্রি রেজোওয়ানা

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৬

রেজোওয়ানা বলেছেন: এমন চমৎকার কবিতা, আপ্লুত হলাম ভাইয়া :)

শুভ অপরাণ্হ!!

৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৭

হানিফ রাশেদীন বলেছেন: ''হে খোদা, রাতে আবার গরু হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়'' বাক্যটি কমা ছাড়াই ঠিক আছে আপু, সম্পূর্ণই ঠিক। যেমন : গরু = নাউন, হানিফ = নাউন।

তো, ''হে খোদা, রাতে আবার সুরঞ্জনা হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়''। সুরঞ্জনা = নাউন, হানিফ = নাউন। আবার বলা যায়, ''হে খোদা, রাতে আবার পরী হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়''। পরী = নাউন, হানিফ = নাউন। আবার, ''হে খোদা, রাতে আবার ভুত হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়''। ভুত = নাউন, হানিফ = নাউন।

গরু / সুরঞ্জনা / পরী / ভুত বলে একটু কমা'র সমান সময় থামলে এই বিভ্রান্ত হবে না। বিরাম চিহ্ন ছাড়াও সেন্সগত দিক থেকে অনেক জায়গাতে থামতে হয়।

যে উদাহরণটি সত্যচারী দিয়েছেন, ''সবগুলো ছবিতেই দেখছি গরু রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।'' এই উদাহরণ বা যুক্তি এখানে খাটে না। কারণ, এটি সম্পূর্ণ ভিন্ন বাক্য। তাছাড়া ভিন্ন বাক্য হিসেবেও এর সেন্স ক্লিয়ার নয়।

বাক্যটিতে রেজওয়ানাকে গরু মনে হয় ঠিক, আবার বাক্যটি গোলমেলে মনে হয়। আবার, মনে হয় বাক্যটি দুটি খন্ড বাক্য। পাশাপাশি রাখলে দেখবো বাক্য দুটি সম্পূর্ণই ভিন্ন, আর ভিন্ন হলে এটি উদাহরণ হতে পারে না :

''সবগুলো ছবিতেই দেখছি গরু রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।'' (উদাহরণ বাক্য)
''হে খোদা, রাতে আবার গরু, হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়'' (পরে 'গরু' ও 'হনিফ' এর মাঝে কমা দেয়া রেজওয়ানার বাক্য)

গরু ও রেজোয়ানার মাঝে কমা দিলে কী হয় : ''সবগুলো ছবিতেই দেখছি গরু ,'' (কম্পিলিট সেন্স, বাক্য বা খন্ড বাক্য। কিন্তু ''হে খোদা, রাতে আবার গরু, '' উদাহরণটি থেকে এটি একেবারেই ভিন্ন। পরের ফ্রজেও তাই।

''হে খোদা, রাতে আবার গরু, হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়'' কমা এখানে আরো ঝামেলাপূর্ণ, এতে মনে হয় গরুর পরে আরো কিছু আছে যা হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়। কমাটি ব্যকারণগত দিক থেকেও ঠিক নেই, আর এখানেও নিস্প্রোজন ও বাহুল্য।

এই তো... আপু, এডিট না করা রিপ্লাইও দেখেছিলাম। আমি আপনার মজা করা দেখে ভাবছিলাম, আমি যে মজা করি নি, সিরিয়াসলি বলেছি, সেটা বুঝেছেন কীনা। পরে দেখলাম অনেক রিপ্লাই-ই মজা করে দিয়েছেন, তাই আবার একটু আস্বস্ত হলাম।

সত্যচারী ভাই, শুভেচ্ছা রইলো। আমাকে আবার ভুল বুঝবেন না, আমি কিন্তু নেতিবাচকভাবে বা উদ্দেশ্যমুলক কিছু বলি নি। আর আপনি যা বলেছেন, আপনার উদ্দেশ্য তো ভালোই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩০

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ বিশ্লেষনের জন্য হানিফ ভাই, বাংলা ব্যকরণ জিনিসটা অনেক কঠিন লাগে। ক্লিয়ার হলো সব কিছু আপনার ব্যাখ্যায়।


আসলে মাঝে মাঝে ফানের ভুত মাথায় চাপে!!
সেদিন ঘুরতে গিয়ে নদীতে গরু পারাপারের বিষয়টা খুব মজা লাগছিল দেখতে, ক্যামেরায় তাই তুলে নিলাম। ভাবলাম শেয়ার করি সবার সাথে, এই হলো ঘটানা!

আপনার মন্তব্য পেতে সবসময়ই ভাল লাগে, আশা করি আমার রিপ্লাই সিরিয়াসলি নেন নি :)

৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৮

হানিফ রাশেদীন বলেছেন: আরেকটা কথা, ''সবগুলো ছবিতেই দেখছি গরু রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।''

গরু ও রেজোয়ানার মাঝে কমা দিলে দেখা যায় এ-দুই কেউ কারো উপর নির্ভরশীল নয়। যেমন

১. ''সবগুলো ছবিতেই দেখছি গরু''
এবং
২. ''রেজোয়ানা আপার ছবি তোলার হাত নিখুত।''


কিন্তু এই উদাহরণ মেনে যদি গরু ও হানিফ এর মাঝে কমা দিই তাহলে কী হয় :

১. ''হে খোদা, রাতে আবার গরু''
এবং
২. ''হানিফ ভাইয়ের স্বপ্নে না আবির্ভুত হয়''

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫১

রেজোওয়ানা বলেছেন: আপনার ব্যাখায় সত্যিকারেই চমৎকৃত হলাম। বাংলা ব্যকরণের মতো এমন জটিল একটা বিষয়কে এমন সহজ করে বিশ্লেষন করলেন...............

অসংখ্য ধন্যবাদ আপনাকে হানিফ ভাই :)

৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫১

কামরুল হাসান শািহ বলেছেন: :) :) :) :) :) :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫২

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই :)

প্রোপিক চেঞ্জ করেছেন......

৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৩

হাসান ইকবাল বলেছেন: এইটা কিরে ভাই!!!!!!!!!!!!!!!!! গরু

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬

রেজোওয়ানা বলেছেন: হুম এই গুলো গরু,

নয় সজারু!!

:) :)

৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৬

ফাইরুজ বলেছেন: নিজ হাতে তোলা ছবি ,টুকলি করা কবিতা ,দুটোই চমত্‍কার লাগলো

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮

রেজোওয়ানা বলেছেন: নিজে লিখতে পারিনা তো, টুকলিফাই টাই শেষ ভরসা!

পড়ার জন্য ধন্যবাদ ফাইরুজ :)

৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৩

সত্যবাদী মনোবট বলেছেন:

হ্যালো............ ইট'স হাম্বা ইস্পিকিং
ব্যস্ত এখন খুব পরে দিও রিং


হাম্বা কবিটা ও ছবিতায় মজা পেলাম অনেক.............:)

কেমন আছো আপু??

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০১

রেজোওয়ানা বলেছেন: ঘাস খাওয়াতে ব্যাস্ত থাকো সারা দিন ও রাত

ফোন না ধরলে করবো কিন্তু তোমায় কুপোকাৎ X(
..........................


আমি অনেক ভাল আছি আপাতত, তুমি কেমন?

:) :)

৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪০

সমুদ্র কন্যা বলেছেন: এটা কেমন হল আপু? মিস্টার আর মিসেস হলে বুঝি এই মাথা আর ওই মাথায় থাকতে হবে?

ছবির ছড়া খুব্বি সুন্দর হয়েছে। :):)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১০

রেজোওয়ানা বলেছেন: এইটা হলো ঝগড়ার ফল।
বেশি বেশি ঝগড়া করলে এমন হয় :|

এই নাও তোমাকে একটা গরু মোবাইল দিলাম :P

৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৭

পোষ্টপেইড বলেছেন: এই পোস্টে প্লাস না দিলে আমার ব্লগীয় জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে । বস্তুত এমন জীবন্মুখী , শানিত , সমাজ ও দেশের হৈতেষী , চিন্তার উদ্রেককারী , দ্বিধাদূরকারী, প্রশান্তি আনয়নকারী পোস্ট আর কেউ লেখে নাই ।

পোস্টটা স্টিকি করার জন্য মডারেটদের দৃষ্টি আকর্ষণ করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১১

রেজোওয়ানা বলেছেন: তুমি পোস্ট প্রিয়তে নিছ?

না নিলে এখনই নাও X(X((

৫৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছড়া ও ছবি সেই রকম লাগল। আমার বাচ্চাকেও এই ছড়া শেখাবো ভাবছি... :D :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৭

রেজোওয়ানা বলেছেন: ছড়াটা আসলেই মজার, লুৎফর রহমান রিটনের সম্ভবত :)

গরুকাব্য পড়ার জন্য ধইন্যা....

৫৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৬

ভাবের অভাব বলেছেন: বাহ। খুব মাজার হয়েছে!!!

ছবিতেও ++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৯

রেজোওয়ানা বলেছেন: ছবিতে যোগ চিন্হ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)


অ ট: ভাব নিতে কিসের অভাব?

৫৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫০

চন্দ্রগ্রহণ বলেছেন: সচিত্র মহাকাব্য চমৎকার লাগল।

আমি খুব খুশি ওনারা দুইজন দুরে দুরে থাকাতে, কারন এতে করে ওনারা বংশ বিস্তার করতে পারেন নাই ভাগ্গিস! ছোটবেলায় গ্রামে বেড়াতে গিয়ে ওনারা যে দাবড়ানি টা দিছিল, এখনও মনে পরলে পেছনে তাকাই।

ভাল কাটুক আপনার সময়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫

রেজোওয়ানা বলেছেন: আপনিও ভুক্তভোগী?
আমিও একবার অক্রান্ত হয়েছিল, ওরে কি যে একাট দৌড় দিয়েছিলাম, এত স্পিডে দৌড় বোধ হয় আর কখনও দেইনি :(
কোরবানীর ঈদের কাছাকাছি সময় গুলোতে রাস্তাঘাটে এদের অতিরিক্ত উপস্থিতিতে এখনও অস্বস্তি বোধকরি :(

আপনিও ভাল থাকেন, পৃথিবীর রাগী গরুদের চেহারা এমন হোক এই কামনা করি :)

৫৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ঘুম থাইকা জাইগা আবার পড়তাম! X(
আমারে কিছু দেন না,আইজ ভাতই খামুনা... /:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮

রেজোওয়ানা বলেছেন: এহহে, সরি ভুল কইরা ফালাইছি। তোমার জন্যও তো রাখছিলাম, বুড়া মানুষ তো দিতে ভুইল্লা গেছি।
তোমার জন্য ডিনার সেট, এইটাতে কইরা লাঞ্চ কইরা ফালাও তারাতারি :)

৬০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৩

সরল মানুষ বলেছেন: তোমার জর আর ঠান্ডা ভাল হইছে আপু ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

রেজোওয়ানা বলেছেন: না, নাক দিয়ে গরম পানির স্রোত প্রবাহিত হচ্ছে।

তোর কি খবর?

ফোন করবো পরে :)

৬১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৫

সরল মানুষ বলেছেন: স্বার্থপরের মত শুধু নিজের দিকটাই সব সময় চিন্তা করে গেলাম



খবর ভাল
আর আমার আশপাশ এখন গরম

আগে সুস্থ হও তারপর :)


যত্ন নিও

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৫

রেজোওয়ানা বলেছেন: হুম :)

৬২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৯

সমুদ্র কন্যা বলেছেন: আল্লাহ.....কি সুন্দর মোবাইলটা!

থ্যাংক ইউ আপু:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৬

রেজোওয়ানা বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম হলদে পরী :)

৬৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৬

পুরাতন বলেছেন: আমি পড়তে পড়তেই বুচ্ছি , কুথাও থেকে টুকলিফাই করছেন B-)
তয় ছবি গুলা খারাফ হয়নাই :-B

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮

রেজোওয়ানা বলেছেন: হেহ, আমি এর চাইতে ভাল কবিতা লেখতে পারি, নেহায়েত সময় পাই না, তাই টুকলি কর্লাম আর কি।

কত কসরত কইরা নৌকার ব্যালেন্স রাইখা ছবি তুলছি, খারাপ কইলে আপ্নের খবর আছিলো :)

৬৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০০

কেরামত আলী বলেছেন: ওলেইইইইইইইই ওলেইইইইইইইই এইডি বলে ফটুক তুলতে................ :#> :#> :-/ :-< |-) B-)) =p~

জিন্দেগিতে এত বাজে ফটুক দেকি নাই....................... B:-/ /:) :-0


১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৯

রেজোওয়ানা বলেছেন: কেরামইত্তা তুই আবার আইছস X( X(( :-P

৬৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৪

ডেইফ বলেছেন:
মজার ছড়া!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০১

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ দাইফ ভাই :)

ছবি গুলো ভালো লাগেনি নাকি :(

৬৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৭

ডেইফ বলেছেন:
নাহ, ছবিগুলোও ভাল লেগেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু, থ্যাংকু :)

৬৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৩

জানপাখি বলেছেন: মজার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৬

রেজোওয়ানা বলেছেন: টিং টং ছড়াটা পড়ে আমিও খুব মজা পেয়েছি :)

৬৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

পল্লী বাউল বলেছেন:
বাংলা সাহিত্যের কি এটাই প্রথম সচিত্র মহকাব্য ? :)

আমার জানামতে আর কোন কবি মহাকাব্যের সাথে নিজের হাতে তোলা ছবি সংযুক্ত করে যেতে পারেননি, এদিক দিয়ে আপনি নিঃসন্দেহে প্রথম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০১

রেজোওয়ানা বলেছেন: এমন স্বীকৃতির জন্য কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ভাইয়া :!> :#>


অ ট: অনেকদিন পরে দেখলাম আপনাকে ভাইয়া, ভালো আছেন নিশ্চয়ই! পহেলা ফাগুনের শুভেচ্ছা.....:)

৬৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৩

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: কবিতা পড়ে অনেক মজা পাইসি! :#)
আর টিং-টং এর মালিকদের ফুডুগুলাও ভাল্লাগসে। কি সোন্দর সাঁতার-জলকেলী করতেসে। :P :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪

রেজোওয়ানা বলেছেন: একদাম সামলম্বী বুঝলা? নদী পার হতে আমারদের মানুষদের মতো নৌকা লাগে না :)

৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫

রেড এন্ড ব্লু বলেছেন: ছড়া ভাল লাগছে


ছবি গুলোও বেশ :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৬

রেজোওয়ানা বলেছেন: ছবি বেশ বলে ভেংচি দিলেন কেন :(


ফাল্গুনের শুভেচ্ছা :)

৭১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪২

মে ঘ দূ ত বলেছেন: ভিন্ন প্রসঙ্গঃ শুভেচ্ছা পহেলা ফাল্গুনের। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

রেজোওয়ানা বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ফাগুনের........



:) :)

৭২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০

সায়েম মুন বলেছেন: হাম্বা হাম্বা :P

বাসন্তী শুভেচ্ছা !:#P :-B

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১০

রেজোওয়ানা বলেছেন: হাম্বাদের ভেঙ্গাইও না, টিংটংএর গুতা খেতে ইচ্ছা হইছে নাকি X(



ফাল্গুনের শুভেচ্ছা তোমাকেও :)

৭৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খাইসে রে আমি তো ভাবসিলাম এইটা আপ্নের লেখা কবিতা! আরেকটু হলেই আপনাকে কদমবুসি করতে যাচ্ছিলাম। :|

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩০

রেজোওয়ানা বলেছেন: ইশরে অল্পের জন্য কদমবুচি মিস করলাম :(

৭৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

শ।মসীর বলেছেন: সোহামনির মা দেখি বিয়াপক প্রতিভা........বেচারী সোহামনিরে এইসব সারাক্ষন শুনতে হয় ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩

রেজোওয়ানা বলেছেন: হুম, এখন শুনছে আর শিখছে, পরে ওর ছোট ছোট মামাতো ভাই বোন গুলারে শিখাবে :P

৭৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪১

ফাহিম আহমদ বলেছেন: |-) |-) |-) |-) |-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৯

রেজোওয়ানা বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:) /:) X((

৭৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭

ফাহিম আহমদ বলেছেন: =p~ =p~ =p~

আসলে আমি মন্তব্য করতে চেয়েছিলাম,, কিন্তু ঘুমের কারনে অলসতা করে লেখতে পারিনি, শুয়ে শুয়ে ব্লগিং করছিলাম,,,,,, পোষ্টের কথা নাইবা বললাম,, শুধু +++++++++++ধন্যবাদপু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৪

রেজোওয়ানা বলেছেন: তাও ভালো, আমিতো ভাবলাম আপনি আমার পোস্ট পড়ে ঘুমিয়ে পরেছেন
:P

বাসন্তী শুভেচ্ছা :D

৭৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৭

শ।মসীর বলেছেন: :):)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭

রেজোওয়ানা বলেছেন: :D

৭৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮

সকাল রয় বলেছেন:


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১১

রেজোওয়ানা বলেছেন: :P :P


অনেক অনেক ধন্যবাদ :)

৭৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২১

চাঁন মিঞা সরদার বলেছেন: ছড়া ভাল হইছে

ছবিও :)

কেমন আছো রেজু ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১০

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকুস চাঁন মিঞা সরদার :)

আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, আপনি কি কেরামইত্ত্যার চাচাতো ভাই নাকি বখাইট্টার খালাতো ভাই /:)

৮০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৪

দীপান্বিতা বলেছেন: টিং টং! B-))

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১২

রেজোওয়ানা বলেছেন: শুভ বসন্ত দীপা আপু :)

৮১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৪

নাআমি বলেছেন: দারুন ! খুব ভাল লাগল লেখাটা....


ভাল থাক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৩

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

দেশে আছেন, না ফিরে গেছেন!

বাসন্তী ভালবাসা জানবেন :)

৮২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৪

ছাইরাছ হেলাল বলেছেন:

ফাল্গুনী ফাল্গুনে কিরাম আছেন ভাইয়া ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৫

রেজোওয়ানা বলেছেন: ফাল্গুনী ফাল্গুনে অফিসে দৌড়ানি খাইতাছি :(

৮৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২০

সোমহেপি বলেছেন: শামসীর ভাই এখন দুনিয়ার সেরা সুখি মানুষ।


কি একটা হাসি দিসে দেখছ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩২

রেজোওয়ানা বলেছেন: নতুন বউ, নতুন বই, খুশি তো হবেই :)

৮৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৩

সোমহেপি বলেছেন: বুজান তোমার বইটা বাইর হইলে প্রথম কপিটা কিন্ত্তক আমারে দিতে হইব হু।লগে অটোগেরাফ :-*

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫

রেজোওয়ানা বলেছেন: আমার বই কই পাইলা?

তোমার দুলার বই আছে :)

৮৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২০

চাঁন মিঞা সরদার বলেছেন: আমি চাঁন মিঞা

গাও গেরামের মানুষ, না চিননেরই কতা !


যাক, চিনার দরকার নাই





১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৪

রেজোওয়ানা বলেছেন: :P :P


আমিও গাও গেরামেই মানুষ, তাই তাদের ভাল চিনি :)

৮৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩২

সোমহেপি বলেছেন: কানে কম শোন নাকি?আমি কইছি'বইটা বাইর হইলে'
দোলার লেখা কেমনে পড়মু সামুতে নিক থাকলে এফবিতে নিকের লিংক দিও।বষন্তদিনে তোমারে একখান ছবি উপহার দিলাম।পছন্দ না হইলে কইও


















































১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৯

রেজোওয়ানা বলেছেন: সৌরভের সামুতে নিক নাই, জোড় করে খুলে দেবো একটা ভাবছি :-B

৮৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৭

সোমহেপি বলেছেন: জোড় করে খুলবা মানে?দুইজনে কি একনিকে খোলা যায়?
খোল তবে কাউরে কইও না।শুধু আমারে কইও

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১১

রেজোওয়ানা বলেছেন: মানে ব্লগে লিখতে বাধ্য করবো আর কি ;)

আইচ্ছা......

৮৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪

চাঁন মিঞা সরদার বলেছেন: কেন যে আইছিলাম ভুইলাই গেছি :|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৭

রেজোওয়ানা বলেছেন: বয়স হলে এমন হয়ই দাদা, চিন্তা কইরেন না :)

৮৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৫

চর্যা পদ বলেছেন: চমৎকার ছবিগুলো ,ছড়াটাও খুব মিষ্টি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:২৯

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকুস পাখি মনি :)

৯০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩১

রাজামশাই বলেছেন: গরু ভালা পাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

রেজোওয়ানা বলেছেন: গরু অতি উপকারী প্রাণী :)

৯১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

রেড এন্ড ব্লু বলেছেন: ছবি ভাল হয়েছে

আপনার গরু সব পানির নিচে তাই :P

নাম কি বাবুটার ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৯

রেজোওয়ানা বলেছেন: কোথায় সব গরু পানির নীচে, আস্তে আস্তে উপরে উঠে আসছে তো দেখেন ;)

বাবুটা সোহা বাবু :)

৯২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৩

মাহী ফ্লোরা বলেছেন: আপু আজকের বিশেষ দিনের শুভেচ্ছা আপনাকে.....:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪

রেজোওয়ানা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা আর ভালবাসা মাহী :)

৯৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৫

ইসরা০০৭ বলেছেন: :):):)

চমৎকার ছবিগুলো।
কেমন আছেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৭

রেজোওয়ানা বলেছেন: গরুর ছবি ভাল লাগায় ধইন্যা!

ভাল আছি অনেক, তুমি কেমন আছ?

শুভেচ্ছা..............

৯৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৪

দূর্যোধন বলেছেন: অনেক সমবেদনা আপনার জন্য ;)


গরুগুলোর পুরো গোসল দেখতে হলো !!! :P :P


কাউ-টিজিংএর মামলায় ফাঁসতেও পারেন !! B-)) B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫২

রেজোওয়ানা বলেছেন: গরুর গোসল না তো, গরু পারাপার!


কাউ টিজিং :!> :#>

৯৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৭

লিটল হামা বলেছেন: মজা পেলুম!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৩

রেজোওয়ানা বলেছেন: তুমি ই ই ই ই ই ই কে কে কে কে কে কে কে??????

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৬

রেজোওয়ানা বলেছেন: B-) B-)

৯৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

সত্যবাদী মনোবট বলেছেন: আপু.....

এই লিংকে একটু আসো তো বসন্ত ডাকছে তোমায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৩

রেজোওয়ানা বলেছেন: আসছি :)

৯৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬

সরল মানুষ বলেছেন: তোমার এখানে এসে হাম্বা হুলোকেও এখন কাকড়া মনে হচ্ছে............................ /:) /:)

ছি ........... !

:-P :-P :-P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৫

রেজোওয়ানা বলেছেন: কেন চিংড়ি হলে কাকড়াঁয় অসুবিধা কি, একই রকম X( X((

৯৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৪

জুল ভার্ন বলেছেন: তোমার পোস্টেতো দেখছি প্রথম আলোর "বন্ধু সভা"র সদস্য সংখ্যা অতিক্রম করে গিয়েছে! মন্তব্য করার জন্য ক্রল করে নিচে নামতে নামতে পা ব্যাথা হবার সম্ভাবনা!!

৩৫ নম্বর "ভালো লাগলো"!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৬

রেজোওয়ানা বলেছেন: হুম ভাইয়া, একটা আড্ডা পোস্ট হয়েছে গেছে, মজা করার জন্যই লেখা। মাঝে মাঝে এমন করতে ইচ্ছা করে :)

৯৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৫৭

পারভেজ আলম বলেছেন: বেশ মজার ছড়া

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪২

রেজোওয়ানা বলেছেন: পারভেজ ভাই, রিটনের ছড়া এটা!

শুভ বসন্ত :)

১০০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৪

অন্ধ তীরোন্দাজ বলেছেন: কিরে ভাই!!! গরুময় পোষ্টে এত কমেন্ট ক্যান!!! সবাই কি গরু মুগ্ধ নাকি!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

রেজোওয়ানা বলেছেন: গরু বলে একে মূল্যহীন মনে করলেন!
এর মতো উপকারী প্রাণী আপনি কয়টা পাবেন, প্রাচীন বাংলায় যখন টাকা পয়সার উদ্ভব হয়নি, তখন এই গরুই ছিল এক সময়কার বিনিময়ের মাধ্যম, গোধন বলা হতো এদের। পরবর্তি কালে অনেক দিন পর্যন্ত মানুষের যোগাযোগ মাধ্যমেও গুরুত্বপূ্রণ অবস্থান ছিল। এক বিশেষ ধর্মাবলম্বীদের দেবতা শ্রেনীতে পরে, আর এই একটা প্রানীর পায়ের খুড় থেকে শুরু করে পেটের নাড়ীভূড়ী পর্যন্ত প্রতিটা অংশ মানুষের কাজে লাগে। গরুর ছবি, স্কালপচার তৈরি করে কত নামি দামী আর্টিস্ট বাহবা কুড়ালো। বিখ্যাত কত কবি, লেখক এদের নিয়ে গল্প, কবিতা লিখলো (শরৎএর মহেশ আর রবার্ট ফ্রস্টের কথা মনে আছে নিশ্চয়ই) ...............এখন আপনিই বলেন গরুময় পোস্টে কেন কমেন্ট থাকবে না?

:) :) :)

শুভ বসন্ত

১০১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৯

সরল মানুষ বলেছেন: বাইং মাছ হলে কুইচাতে সমস্যা কি !! ...................... X(( X((

আর কুইচা হইলেত ব্যাঙ আরো আগে ...................... ;)

তুমি কালকে বসে বসে কাকড়া খাচ্ছো.. আর আমি ভাবতেই.......................ওয়াক !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

রেজোওয়ানা বলেছেন: কাকড়া আর কুইচা এক হলো?

কাকড়া খুবই মজাদার খাবার :-P X((

১০২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১১

রনি আহমদ বলেছেন: চমৎকার ছবি গুলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৩

রেজোওয়ানা বলেছেন: আরেএ এ এ দারুন ঘেউ তো!!

শুভ বসন্ত :)

১০৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৬

সরল মানুষ বলেছেন: চিংড়ি মাছের সাথে কাকড়া হলে

বাইং মাছের সাথে কুইচা হতে পারে।








গুড বাই এফবি

১০৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৪

রেজোওয়ানা বলেছেন: রাগাইয়ো না আমারে X((

১০৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০০

দীপান্বিতা বলেছেন: শুভ বসন্ত, রেজোওয়ানা! :)

নতুন পোস্ট কবে আসছে...বলেছিলেন দময়ন্তীকে নিয়ে লিখবেন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৯

রেজোওয়ানা বলেছেন: তাগাদার জন্য থ্যাংকু দীপা আপু, খুব আলসে হয়ে যাচ্ছি আজকাল!

কাজ চলছে, একটু ধীর গতিতে, আপনার নতুন পোস্ট দেখে এখন আবার দেবী গঙ্গা মাথায় ঢুকে পরেছে :(

১০৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৮

মিথিলা সায়মা বলেছেন: শুভ বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপুনি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮

রেজোওয়ানা বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা আর ভালবাসা মিথিলা :)

১০৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৪

রোকন রাইয়ান বলেছেন:
বাপরে বাপ, কি ফ্যান্টাস্টি পোস্টরে...

ভালো ছড়া লিখতে পারেন দেখছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩

রেজোওয়ানা বলেছেন: আমি লিখিনি তো, চুরি করা ছড়া :#> :!>

১০৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪১

আমি সুখ পাখি বলেছেন: হুম বুঝতেছি,শিখতেছি : কিভাবে একজন সেলিব্রটি ব্লগার হতে হয়, তা আপনার কাছেই শিখতে হবে। শিখাবেন আপু ? :)
আমার যোগ্যতা
বুদ্ধির স্তর : গরুর চেয়ে একটু উচু।
উপকারিতা : গরুর চেয়ে কম উপকারি।
মিল
গরুর পেট চামরা দ্বারা আবৃত।না হলে পেটের নাড়ি ভুড়ি বাহির হইয়া পরিত।
আমার পেটও চামরা দ্বারা আবৃত।না হলে পেটের নাড়ি ভুড়ি বাহির হইয়া পরিত। এক্ষেত্রে বলা যায়, আমি আর গরু একই। ( যুক্তি বিদ্যা )

আমি কি আপনার ছাত্র হইবার যোগ্য ?

আপনার পোষ্টটি খুবই ভালো হইয়াছে :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬

রেজোওয়ানা বলেছেন: বাহ, আমার কোচিং সেন্টারে ছাত্র সংখ্যা দেখছি দিনে দিনে বাড়ছে।

কোচিং সেন্টারে কিন্তু শর্ত ও ভ্যাট প্রযোজ্য, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ছাইরাছ হেলাল এবং জিশান শা ইকরমের সাথে :)

১০৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২১

হুপফূলফরইভার বলেছেন: আপু,
টিংটংয়ের মুগ্ধতায় এই নিন আপনারে এইটা উপহার দেয়া হইলু~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

রেজোওয়ানা বলেছেন: কপিরাইটের মূল্য পরিশোধ করে আনছো তো?

আমি কিন্তু Belize Propery না কি নাম, এরারে কোন টাকা পয়সা দিতে পারমু না :(

১১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪২

যীশুমন বলেছেন: ৃৃ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

রেজোওয়ানা বলেছেন: এইটা কি হাইরোগ্লিফিকস?

১১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬

পাহাড়ের কান্না বলেছেন:

মিছেই কেন কাট্টি বল,
ওহে জানের টং,
তারচেয়ে ভালো নাচি আমি,
তুমি ধর song

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫১

রেজোওয়ানা বলেছেন: যেইনা তোমার ঠ্যং
যেন কোলা ব্যাঙ
নাচতে গেলে উঠোন হবে বাঁকা
তারচে বরং বাড়ি থাকুক ফাঁকা

১১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৮

রেড এন্ড ব্লু বলেছেন: এরকম আরো আরো লেখা দিতে থাকেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৬

রেজোওয়ানা বলেছেন: হা হা হা, আচ্ছা :)

১১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৯

পাহাড়ের কান্না বলেছেন:
আমি নাচলে চন্দ্র হাসে,
পাখিরা গায় গান।
তুমিই শুধু বুঝলে না হায়,
মানি লোকের মান। :||

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৩

রেজোওয়ানা বলেছেন: কোন চাটুকার এসব কথা বলে?

শুনে পাম খেয়েনা ধোকা তুমি ।

আসল ঘটনা শুনে নাও কান খুলে,

নাচলে তুমি কম্পে উঠে ভুমি ।

১১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৭

যীশুমন বলেছেন: গরু নিয়ে গরুয়ামি
আর হয় না সহ্য,
দেখি যত কাব্যগাথা
ততই চাপে বাহ্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৫

রেজোওয়ানা বলেছেন: নিজের ঘরে চলে যান তাহলে

১১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৭

জাহিদুল হাসান বলেছেন:
যীশুমন বলেছেন:
গরু নিয়ে গরুয়ামি
আর হয় না সহ্য,
দেখি যত কাব্যগাথা
ততই চাপে বাহ্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

রেজোওয়ানা বলেছেন: নিজের ব্লগ বাড়িতে চলে যান, ঐখানেই . . . . . . . /:)

১১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৭

শিরীষ বলেছেন: হাউ কাউ পার্টি =p~ =p~ =p~=
=====================

ছবি ও ছড়ায় ++++++++++++++++++++++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৭

রেজোওয়ানা বলেছেন: হাউ কাউ পার্টিকে দেখে হাসা নিষেধ :(









অনেক অনেক ধন্যবাদ কবি, শুভ বসন্ত :)

১১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১১

রেড এন্ড ব্লু বলেছেন: ame notun lekha dici :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৫

রেজোওয়ানা বলেছেন: দেখছি, সুন্দর কবিতা :)

১১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৪

পাহাড়ের কান্না বলেছেন:
ওহে বোকা কাঁপবে কেন?
আমার তালে ভূমিও করে নৃত্য।
তুমি ছাড়া সবাই মানে,
সবাই জানে এ সত্য।
সাক্ষি চন্দ্র, সাক্ষী সূর্য,
সাক্ষী ভূমি সয়ং।
রাগ করেনা মান করেনা,
আমার লক্ষী টং।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০০

রেজোওয়ানা বলেছেন: শোন হতচ্ছাড়া টিং

রাখো এসব ঢং,

যদি বন্ধ করো নৃত্য

করবোনা রাগ সত্য

:) :) : )

১১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫১

ছাইরাছ হেলাল বলেছেন:

এ যে পদ্য
গদ্য নয় সত্য ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১

রেজোওয়ানা বলেছেন: ভিরমী খেলুম কিন্তু /:)

১২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৯

চাঁন মিঞা সরদার বলেছেন: Nice post +++++++++++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৮

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ চাঁন মিঞা নানা :)

১২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৯

কবি আফতাব হোসেন বলেছেন:


মহামান্য বাঁধাকপির রাজসিক দরবার
সালাদের অর্ঘ অর্পন লেটুস পাতার
তিসির খোলে গাজরের পিঠে
লেবুর নির্যাস খেতে বড়ই মিঠে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩০

রেজোওয়ানা বলেছেন: তিসির খোলে গাজরের পিঠে,

ম্যাচের কাঠিতে হাওয়াই মিঠে,

তেতুল পাতায় রসের পায়েস

মনে জাগছে খাবার খায়েশ!!



আমার ব্লগে স্বাগতম কবি আফতাব হোসেন :)

১২২| ০১ লা মার্চ, ২০১১ রাত ১২:১৭

কবি আফতাব হোসেন বলেছেন:

কবিতার জংশনে সবুজ ঘাস
জোকের ঠোটে রাতের আকাশ
সন্ধ্যায় আকাশে ধারালো দাঁত
চিতাবাঘের শরীরে ধরেচে বাত ।

রমণীর কোমরে কাকের বাসা
ইঁদুরেরা চিবায় জোনাকপোকা
লোনা সমুদ্রে গোসল করে পাখিরা
বৃষ্টির শোকে মৃত্যুর কান্না

০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:১৩

রেজোওয়ানা বলেছেন:
গরু কেন খায় ঘাস?
আকাশে উড়ছে শকুন,
শকুনের দোয়ায় গরু কি
মরে কখনো?
নিদারুন এক প্রশ্ন!!

১২৩| ০১ লা মার্চ, ২০১১ রাত ১২:৩৩

অনিক বলেছেন: ছড়া শেয়ার করার জন্য ধন্যবাদ। ছবিগুলো সুন্দর হয়েছে।

০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:১৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ অনিক :)

১২৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:২৩

মুনসী১৬১২ বলেছেন: গরু নিয়ে এতো গরুগিরিতে (গড়াগড়ি) আমি বাকরুদ্ধ

০৯ ই মার্চ, ২০১১ সকাল ১০:২১

রেজোওয়ানা বলেছেন: গরুগিরিতে অংশ নেবার জণ্য অনেক ধইন্যা :D

১২৫| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৮

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: হ্যালো! হ্যালো!
শুনতে পাচ্ছেন ?? :D

২১ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৬

রেজোওয়ানা বলেছেন: হুম শুনতে পাচ্ছি একদম পরিস্কার, টেলিফোনে কথা বলার সংযোগ পেয়ে গেছেন দেখছি। অভিনন্দন :)

১২৬| ২৩ শে মার্চ, ২০১১ সকাল ১০:০১

ক্রন্দসী বলেছেন: শার্ম।তুমি দেখি সাপ্লেজাহাগাড়ি(সাবমেরিন প্লেন জাহাজ রেলগাড়ী)।ছড়াতেও দেখি স্বাচ্ছন্দ!কোন ক্যামেরা তে তোলা?নাকি মোবাইলে?

২৩ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৪

রেজোওয়ানা বলেছেন: হে হে হে এত দিনে বুঝলা?

এই ছড়া আমার লেখা না ভাইয়া /:)


ছবি সব আমার পার্সোনাল ক্যামেরাম্যানের প্রফেশনাল ক্যামেরায় তোলা B-)

১২৭| ২৩ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১৫

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: লেখক বলেছেন: তিসির খোলে গাজরের পিঠে,

ম্যাচের কাঠিতে হাওয়াই মিঠে,

তেতুল পাতায় রসের পায়েস

মনে জাগছে খাবার খায়েশ!!


এইবার লন গরুর সাথে পিঠাপুলি...............হি............হি........

২৩ শে মার্চ, ২০১১ বিকাল ৪:০০

রেজোওয়ানা বলেছেন:

গরুর লগে পিঠাপুলি

খেয়ে গেলুম উল্টে পরি

১২৮| ২৩ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৩৬

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: খেয়ে গেলুম উল্টে পরি


আমার বুঝে আ................সেনা.................

২৪ শে মার্চ, ২০১১ সকাল ৮:১৯

রেজোওয়ানা বলেছেন: টাইন্না টুইন্না মিলাইলাম আরকি :!> :#>

১২৯| ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:২৯

হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা :#)

৩০ শে মার্চ, ২০১১ সকাল ৮:০৪

রেজোওয়ানা বলেছেন: আপনি এতদিন পরে আসলেন কেন?


X( X((

১৩০| ৩০ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০১

ভুত. বলেছেন: অনেক অনেক অনেক মজা পেলাম :)

৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:১১

রেজোওয়ানা বলেছেন:
ভুতেকে মজা দিতে পেরে আমিও আনন্দিত :)

১৩১| ১১ ই মে, ২০১১ বিকাল ৫:২৬

আইরিন সুলতানা বলেছেন:
এই তাহলে কাব্য মহা
টং এবং টিং এর
সেই দু'জনা, দু'টি পথে হায়
বাঁকিয়ে দিল শিং এর

এখন বলো কেমনে হবে
টুংটাং টিংটং
বন্ধ কথা, চুপটি মুখে
দু'জন যেন সং

ওদের জন্য তাইতো জিপি
অফার দিলো ঠাসা
বন্ধ কথা চালু হলে
সময় যাবে খাসা

এই না শুনে ঝগড়া ভুলে
টং এবং টিং
দূরত্বটা যতই থাকুক
কাছে আনে শিং

:)



১২ ই মে, ২০১১ সকাল ৯:২১

রেজোওয়ানা বলেছেন:
ওদের জন্য তাইতো জিপি
অফার দিলো ঠাসা
বন্ধ কথা চালু হলে
সময় যাবে খাসা


বাহবা...........বাহবা...........বাহবা

১৩২| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৭

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: আপু গরুময় পোস্টে এই গরুর পক্ষ থেকে লাল সালাম। মনে হচ্ছে আমার মত আপনার ও প্রিয় প্রাণী গরু :) , আমার গরু নিয়ে লেখা পোস্ট পড়ার জন্য অনেক থ্যাংকস আপুনি :D

২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৯

রেজোওয়ানা বলেছেন: গরুর মতো এমন একটা উপকারী প্রাণীকে নিয়ে ভাববো না কি যে বলো রনী ভাইয়া ;)

১৩৩| ২০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৮

শাহেদ খান বলেছেন: অনেকদিন পর আবার পড়লাম এ মহাকাব্য ! আবার ভাল লাগল নতুন করে !

ছবিগুলোও সব সেই রকম !

=p~

২০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৩

রেজোওয়ানা বলেছেন: এতদিনে তুমি আবার এই মহাকাব্য কেন পড়ল?

গরুর ছবি ভাল না হয়ে যাবে কোথায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.