নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.heritagebangladesh.co/

পাখি উড়ে গেছে!

রেজোওয়ানা

সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!

রেজোওয়ানা › বিস্তারিত পোস্টঃ

পদ্মপুকুর আর পদ্ম কথা...........

২২ শে জুন, ২০১১ বিকাল ৩:৫২

মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর

তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো

সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !




সুনীলের এই লাইন গুলো এক সময়ে; এমনকি এখনও মাঝে মাঝে আমাকে খুব আলোড়িত করে। তার মতো আমারও দেখতে ইচ্ছে করে কেমন সেই তিন প্রহরের বিল! সত্যি কি সেখানে পদ্ম বন আছে?

পদ্মের বন........কি অদ্ভু্ত সুন্দর। পড়ন্ত নিস্তব্দ দুপুর, নীল আকাশে সাদা সাদা তুলোর মতো মেঘের সামিয়ানার নিচে কাকচক্ষু জলের সেই পদ্ম পুকুর...........পারে ঝিরঝিরে পাতার শিরিষ আর হিজলের বন...........মৃদু বাতাসে দু একটা শিরীষের পাতা বা হিজলের লালচে ফুলের পানিতে ঢলে পড়া.........গাঙ ফড়িং এর চঞ্চল উড়াউড়ি, তার ভেতরে পদ্মপাতায় সাপ আর ভ্রমরের খেলা............কি অপার্থিব সুন্দর।



সত্যি কি এমন আছে?



নিচের ছবিটা দেখুন তো, কি মনে হয়?





একদম পদ্মবন, শ্বেত পদ্ম!





সাদা বা লাল রং শাপলা ভরা দীঘি আর বিল চোখে পড়লেও আমাদের দেশে কিন্তু এমন পদ্ম দিঘী মোটমুটি বিরলই বলা যায়।





দারুন এই দিঘীটা বরিশাল শহরের বেলস পার্ক ও প্লানেট ওয়ার্ল্ড সংলগ্ন, হিমনীড়ে যা বর্তমানে বিআইডাব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী, বরিশাল ডিভিশনের কার্যালয় হিসেবে চালু আছে।





এতো দেখলেন শ্বেতপদ্মের বন, এখন দেখুন গোলাপী পদ্মবন......





এই পদ্মবনের দেখা পাবেন শ্রীমঙ্গলের বাইক্কার বিলে।





বাইক্কার বিল মূলত: অতিথী পাখির অভয়ারন্য হিসাবে বেশি পরিচিত। শীতের দিনে পাখিদের কলকাকলীতে মুখর হয়ে ওঠে বিলটা!

এই বিলটার পদ্ম ফুলের পাশাপাশি লাল শাপলাও ফোটে, যেমনটা দেখা যায় না বরিশালের শ্বেতপদ্মের বনে।





পদ্ম ফুল শুধু সৈন্দর্য্যের দিক থেকেই নয়, প্রাচীন সভ্যতার ধর্ম আর মিথেও এর গুরুত্ব পূর্ণ অবস্থান ছিল। বৌদ্ধ আর হিন্দু ধর্ম অনুযায়ি পদ্ম হলো সৌন্দর্য্য আর বিশুদ্ধতার প্রতীক।





পদ্মকে মাটি, পানি, আগুন আর বাতাসের চতুর্মুখি সন্মেলনের প্রাকৃতিক প্রতীক বলা হয়। কারণ পদ্মের শিকর থাকে পানির নীচে মটিতে, পানির উপরে সে লালিত আর বর্ধিত হয় বাতাসের আর সূর্যের আলোতে সে ফুল ফোটায়। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী পদ্ম হলো সূর্য আর পূনর্জন্মের প্রতিক। কারণ হিসাবে বলা হয়, রাতের বেলায় পদ্ম ফুলের পাপড়ি গুলো সব বন্ধ হয়ে যায়, পানির নিচে লুকিয়ে যায় কুড়ি। সূর্যের আলোতে সে আবার প্রস্ফুটিত হয়ে ওঠে। সৃষ্টির শুরুতে অসিম শূন্যতায় বিশ্বব্রক্ষান্ড পানিতে পূর্ণ ছিল। একদিন এই পানিতে জন্ম নেয় এক খন্ড মাটির বুকে বিশাল এক পদ্ম ফুল, সেই পদ্মের মাঝ থেকে জেগে উঠে সূর্য। এরপর আস্তে আস্তে পুরো সৃষ্টি জগত তৈরি করে। প্রায় একই ধরনের একই ধরনের মিথ কিন্তু হিন্দু ধর্মেও রয়েছে, সৃষ্টির দেবতা ব্রক্ষ্মা নিজেই জন্ম গ্রহণ করেছিলেন বিশাল এক পদ্ম ফুল থেকে।



একটা বিষয় লক্ষনীয় যে হিন্দু আর বৈদ্ধ ধর্মের বেশির ভাগ দেবদেবীর মূর্তিতে কোন না কোন ভাবে পদ্মকে উপস্থান করা হবেই।স্বরস্বতী দেবীর প্রতীক শ্বেত পদ্ম, আপর দিকে লক্ষী, ব্রক্ষ্মা, গনেশ, গৌতম বুদ্ধ এদের প্রতীক গোলাপী পদ্ম!





এছাড়া প্রাচীন মিশরে অনেক চিত্রে নানা ভাবে পদ্ম ফুলকে উপস্থাপন করা হয়েছে।





মজার বিষয় হলো, ১৯২২ সালে টুটেনখামেনর মমি আবিস্কৃত হবার পরে দেখা যায়, তার সারা দেহের উপর নীল শাপলার পাপড়ি ছড়ানো। অনেক পদ্ম ফুলের নির্যাস আর পাপড়ি হ্যালুশিনেসন, স্টিমুলেশন ইত্যাদি চিকিৎসার কাজেও ব্যাবহার করা হতো!



লালা শাপলা আর পদ্ম নিয়ে অনেকেরই মধ্য কিছু কনফিউশন দেখা যায়। দুটোকে মাঝে মাঝেই গুলিয়ে ফেলা হয়। এই ফুল গুলো আলাদা ভাবে চেনার খুব সহজ একটা পদ্ধতি আছে........পদ্মের বীজ পত্রটা ফুলের ভেতরেই বাইরে থেকে দেখা যাবে, আর শাপলা ফুলের বীজপত্র বোঝা যায় না বাইরে থেকে, গর্ভকেশরে ঢাকা থাকে।



এই যে বীজপত্র ওয়ালা পদ্ম





আর এটা হলো শাপলা যার বীজপত্র লুকানো থাকে :)





পদ্ম ফুল হয় সাধারণত সাদা, গোলাপি অথবা হালকা গোলাপি রং এর। হুমায়ুন আহমেদ যতই লিখুন না কেন, "হিমুর হাত সাতটি নীল পদ্ম" আসলে নীল রং এর পদ্ম ফুল নেই। বরং বলা যায় হিমুর হাতে সাতটি নীল শাপলা :P

পদ্ম ফুল ফোটে মার্চ মাস থেকেই আর মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত এ দৃশ্য দেখা যায়। কিন্তু বরিশালের পদ্মপুকুরের পদ্ম এখনো দেখতে পাওয়া যায়। বুঝাই যায় যে, আমার নানা বাড়ীর কারনে , বই এর লেখা এখানে অকার্যকর :P



পদ্ম পুকুরের কথা বলতে এসে ধান ভাংতে শিবের গীত গেয়ে ফেললমা। যাই হোক,

এই সুন্দর পদ্মপুকুরটা দেখতে চাইলে আপনাকে দৌড়াতে হবে কীর্তনখোলা নদীর পাশের সুন্দর শহর বরিশাল পর্যন্ত।

আর পাখিদের অভয়ারন্য বাইক্কার বিল দেখতে হলে যেতে হবে শ্রীমঙ্গল।





ছবি সৌজন্য: জিশান শা ইকরাম

মন্তব্য ২৫১ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (২৫১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৬

জেরী বলেছেন: ছোটবেলায় আমরা যখন গ্রামের বাড়ীতে ছিলাম তখন আমাদের বাড়ীর পাশে বড় বিল ছিলো। নৌকায় করে ভাইদের সাথে ফুল আনতে যেতাম। আর এখন বাড়ী গেলে অবাক হয়ে দেখি সব বিল শুকিয়ে গেছে..সেখানে মানুষ ঘর বাড়ী করে বসবাস করছে

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:০৩

রেজোওয়ানা বলেছেন: পরিবেশের ভয়াবহ বিপর্যয় হয়ে যাচ্ছে সেটা এখনও আমার টের পাই না, বা বুঝেও না বোঝার চেষ্টা করি। আপনার নিশ্চয় মনে আছে, আমাদের ছোট বেলার সেই বর্যাকালের টানা ৭/৮ দিনের টিপ টিপ বা ঝুপঝুপে বৃষ্টির কথা? সেটা কিন্তু এখন আর হয় না। আগে বর্যায় সময়টা গ্রামের দিকে গেলে নিচু জমি গুলো দেখতাম সাদা শাপলায় ভরা, আর এখন..........

২| ২২ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৯

শ।মসীর বলেছেন: জেমসের পদ্মপাতার জল গানটা শুনতে ইচ্ছা করতেছে লেখাটা পড়ে.......

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:০৪

রেজোওয়ানা বলেছেন: কবিতা তুমি স্বপ্ন চারিনী হয়ে........

৩| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:১৫

আকাশটালাল বলেছেন: উপর থেকে তিন নম্বর ছবিটা পছন্দ হইসে। ওটা কি ডেটিং প্লেস :P :P :P

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:১৯

রেজোওয়ানা বলেছেন: জ্বি না, ঐটা বিআইডাব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী কার্যালয় :)

৪| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:১৮

ত্রিনিত্রি বলেছেন: পদ্ম আর শাপলা নিয়ে আমারো একটু কনফিউশন ছিলো। অনেক জাতের শাপলা দেখেছি, কিন্তু পদ্ম দেখেছি শুধু সাদা।

এই বিল দেখার জন্যই তো মনে হচ্ছে বরিশাল যেতে হবে!!!

অনেক অনেক ভালো লাগলো পদ্ম কথন। আর একটা ইনফো আমার খুবই ভালো লাগলো যে পদ্ম বাতাস আলো পানি আর মাটি চারটা মেইন এলিমেন্টের সরাসরি টাচে থাকে।

পোস্টে পিলাচ। :)

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:২১

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু ত্রিনিত্রি!

নতুন ভুতের গল্প কবে লিখছো?

৫| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:২৪

আকাশটালাল বলেছেন: লেখক বলেছেন: জ্বি না, ঐটা বিআইডাব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী কার্যালয়

কন কি? আমিতো ভাবছিলাম ডেটিং প্লেস :P :P :P

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৩০

রেজোওয়ানা বলেছেন: তোমার কাছে তো দুনিয়ার সব জায়গায়ই ডেটিং প্লেস মনে হয় X(

৬| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৫

রিমঝিম বর্ষা বলেছেন: খালি কি হুমায়ূন আহমেদ? ওই "কেউ কথা রাখেনি" কবিতাতেই তো আছে "বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টি নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুনা"।

নীল পদ্ম আসলে ভালোবাসার পদ্ম আপু। ভালোবাসার রং নাকি নীল। ক্যান কে জানে।/:)

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮

রেজোওয়ানা বলেছেন: আমার মনে হয় শুনতে ভাল লাগে সেই জন্যই নীল পদ্ম শব্দটার প্রতি সাহিত্যিকদের এত দূর্বলতা। নীল শাপলা কেমন শুনায় না বলো?

:)

৭| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৯

রেজওয়ান করিম বলেছেন: বাহ, সুন্দর। ভালো লাগলো

২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৫০

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য করিম ভাইয়া :)

৮| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৪০

নাআমি বলেছেন: দারুন দারুন, কি যে ভাল লাগছে ছবি গুলি, সাথে বর্ননা......মুগ্ধ আমি !

বিশেষ করে ২নং ছবিটা অসাধারন !!!!!


বরিশালে অনেক দিন ছিলাম, এসব জায়গা দেখেছি কিন্তু তখন এতটা শ্বেত পদ্ম পাইনি ........।

চোখটা জুড়ায় গেল.........

২২ শে জুন, ২০১১ রাত ৯:০৬

রেজোওয়ানা বলেছেন: আপু, আমার নানু বাড়ি বরিশালে, অনেক ছোট বেলায় এই দিঘীটা মামারা দেখতে নিয়ে যেতেন। বেশ পুরানো এটা, উপনিবেশিক আমলেরও আগের। বড় বেলায় বহুদিন দেখা হয়নি, কিন্তু মনে একদম গেথে আছে পদ্ম পুকুরটা, এমন আমি আর কোথাও দেখিনি। বিশেষ করে সাদা পদ্মের বন, কি অদ্ভুত সুন্দর, কাছে দিয়ে হেটে গেলে হালকা একটা সুবাস আসে।
সেদিন জিশান মামাকে অনেক দেনদরবার করে বল্লাম কিছু ছবি তুলে দিতে, সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করছিল। উনি এই জুন মাসেরই শুরুর দিকে ছবি গুলো তুললেছিলনে, কিন্তু ছবিতে তারিখ ২০০৯ হয়ে গেছে কেন বুঝলাম না!!! :(

৯| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৪২

রাজর্ষি....... বলেছেন: পদ্ম কাহিনী ভালু হইচে...গানে পদ্মপুকুর শুনছিলাম আজ দেখলাম যৌথ পরিচালনা সফল।

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:১৮

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু থ্যাংকু :)

তবে ফটো ক্রেডিট সম্পূর্ণ জিশান মামারর, তবে ছবি গুলো আদায় করতে আমার অনেক টাকা মোবাইল বিল হইছে:(

১০| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮

আকাশটালাল বলেছেন: রিমঝিম বর্ষ বলেছেন: নীল পদ্ম আসলে ভালোবাসার পদ্ম আপু। ভালোবাসার রং নাকি নীল। ক্যান কে জানে।

ভালোবাসার রং কি? এটা নিয়া ভাবতাসি এক্টা পোষ্ট দিবো। উৎসর্গ : আপনি আর রিমঝিম আপু :P

আপু, ক্ষিদা লাগসে, কিছু আছে খাবার আপনার কাছে??? আসবো খেতে???

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:২১

রেজোওয়ানা বলেছেন: তোমার কাছে তো ভালবাসার রং মাল্টিকালার হবার কথা.....হে হে হে।

খাবার থাকলেও তোমারে দিমু না, আমার ফ্লোরে আসলে এক্কের ট্যাং ভেঙে দেবো X(

১১| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৫১

চাটিকিয়াং রুমান বলেছেন: ছবিগুলো খুবই চমৎকার।

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:২৭

রেজোওয়ানা বলেছেন: সকল কৃতিত্ত্ব জিশান শা ইকরামের :)

অনেক ধন্যবাদ রুমান ভাইয়া .......

১২| ২২ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৭

নীল-দর্পণ বলেছেন: কিছুদিন আগে কলেজের সামনে পদ্মফুল বেচতে দেখেছিল। ফুলটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম ফোমের ফুল বুঝি

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:২৮

রেজোওয়ানা বলেছেন: আমিও দেখেছি, টেনে টেনে পাপড়ি গুলোকে ফুটিয়ে রাখে, গোলাপি পদ্ম! আমি মাঝে মাঝেই কিনি :)

১৩| ২২ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৯

আকাশের তারাগুলি বলেছেন: পদ্ম কাহিনী ভালো হয়েছে।

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:২৯

রেজোওয়ানা বলেছেন: হুম, এরপরে শাপলা কাহিনী লিখবো :)

১৪| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩০

রিয়েল ডেমোন বলেছেন: ছবি গুলা দারুন, দেশে আসলে ঘুরতে যাব :)

বড় হও নানুভাই,
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব
/:) /:)

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৩১

রেজোওয়ানা বলেছেন: ৬০ বছর কেটে গেলো ডোমেন কথা রাখেনি :(

১৫| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩২

নস্টালজিক বলেছেন: অপার্থিব সুন্দর !

পদ্মদীঘির ছবিটা অপার্থিব সুন্দর!

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৩৯

রেজোওয়ানা বলেছেন: কবিদের এই সব জায়গা মানে পদ্মদিঘী, শাপলা পুকুর, বিল ভিজিট বাধ্যতামূলক করা দরকার :)

১৬| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

মুগ্ধ মানুষ বলেছেন: ইশ! কী সুন্দর!

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৪০

রেজোওয়ানা বলেছেন: মুগ্ধ মানুষের কাছে তো সুন্দর লাগবেই :)

১৭| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

করবি বলেছেন: অনেক সুন্দর !!

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৪১

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ করবী আপু, ভাল আছেন নিশ্চয়ই :)

১৮| ২২ শে জুন, ২০১১ রাত ৮:০২

মাহী ফ্লোরা বলেছেন: আপু কোনো একটা বইয়ে আমি পড়েছিলাম পদ্ম ফোটে গভীর রাতে মধ্য দুপুরে বুজে যায় আবার রাতে ফোটে, এভাবে পরপর সাতদিন পর ফুলের মৃত্যু হয়! :| :P

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৪৪

রেজোওয়ানা বলেছেন: পদ্ম আর শাপলা দুটোই ফোটে ভোরের আলো ফোটার পরে, এরপরে মধ্যদুপুরের পরে আবার পাপড়ি বন্ধ হয়ে পানির নীচে চলে যায়। তুমি যদি ঘরের ফুলদানীতে রাখো তাহলেও একই অবস্থা দেখবা। মৃত্যুর সময় কালটা জানি না, সত্যিই সাতদিন থাকে?

১৯| ২২ শে জুন, ২০১১ রাত ৮:০৪

সায়েম মুন বলেছেন: পদ্মফুল দেখলেই মনে ভাললাগার অনুভূতি কাজ করে। ফুলটা সৌন্দর্যের প্রতীক কিনা। তোমার পোষ্টে তো পদ্ম থেকে বিশ্ব সৃষ্টি হয়ে গেল। :P

সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !




পদ্মপুকুরে সাপ থাকতেই পারে। আর ফুল থাকবে ভ্রমর থাকবে না :D

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৫২

রেজোওয়ানা বলেছেন: পদ্মের কাটা ওয়ালা ডাটা আর ঘন ঝোপের মত পাতা দেখলে ওটাকে অবশ্য সাপেদের উত্তম বাসস্থান বলেই মনে হয়। আচ্ছা পদ্ম গোখরা কি নামটা কি এখান থেকেই এলো নাকি?

২০| ২২ শে জুন, ২০১১ রাত ৮:২২

টানজিমা বলেছেন: আহারে, আমার মেয়েবেলার কথা মনে পইরা গেল..... :(( :(( :(( :((

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৫৫

রেজোওয়ানা বলেছেন: কেনো তুমি ছোটবেলায় পদ্ম ফুল চুরি করে এনে বান্ধবীদের গিফট করতা বুঝি?

থাক আর মন খারাপ করো না ভুশ, আবারও অনেক বান্ধবী হবে :)

২১| ২২ শে জুন, ২০১১ রাত ৯:২১

নীরজন বলেছেন: শাটলে করে চবি ক্যাম্পাসে যাবার সময় এই রকম দারুন দৃশ্য দেখা যায়...........

ভীষন ভালো লাগলো পোস্টটা......

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৫৮

রেজোওয়ানা বলেছেন: সত্যি নীরজন আপু, এমন পদ্মের বন আছে? আমি চবিতে যাইনি কখনো। আমাদের ক্যাম্পাসে (জাবি) তিনটা লেক আছে এমন শাপলা ভর্তি, সব লাল শাপলা। ভোরবেলায় কি যে সুন্দর লাগে দেখতে!

২২| ২২ শে জুন, ২০১১ রাত ৯:৩৩

পদ্মপুকুর বলেছেন: বা বা আমার কথা হচ্ছে... :) :)

২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৫৯

রেজোওয়ানা বলেছেন: আপনি দিনে দিনে যে ভাবে দু:স্প্রাপ্য হয়ে উঠছেন, তাতে করে আপনার কথা আলোচনা না করে কোন উপায় আছে বলেন পদ্মপুকুর?

:)

২৩| ২২ শে জুন, ২০১১ রাত ১০:২২

সুরঞ্জনা বলেছেন: অসাধারন!!!!!

সাদা পদ্মে ভরা বিল আর জলপিঁপির খেলা দেখতে শ্রীমঙ্গলের বাইক্কার বিলে চলে যাও। নৌকা নিয়ে বিলে ঢুকলে আর ফিরতে ইচ্ছে করবেনা। চারিদিকে এখন সাদা পদ্ম ফুলের ছড়াছড়ি।

নীল শাপলাও কিন্তু পুরো নীল নয়। বেগুনী। আমি বলদা গার্ডেনে দেখেছি।

২৩ শে জুন, ২০১১ সকাল ৮:০৪

রেজোওয়ানা বলেছেন: ইশ বাইক্কার বিলটা এম্নিতেও আমার খুব দেখার ইচ্ছা। ছবি পেলে বাইক্কার বিলের বিষয়টাও আমি পোস্টে এড করে দেবো ভাবছি, ইনফোটার জণ্য অনেক থ্যাংকু সুর আপু।

হ্যাঁ আমাদের দেশের নীল শাপলা গুলোর রং একদম হালকা, বেগুনীর কাছাকাছি, তবে কিছু কিছু ব্রিডিং করা শাপলা আছে গাঢ় নীল, তোমাকে ছবি দেখাবো।

তোমার শরীর ভাল তো, নেটে একদমই কম দেখি। আজই আকাশটালাল তোমার কথা জানতে চাইছিল।

২৪| ২২ শে জুন, ২০১১ রাত ১০:৩১

জিসান শা ইকরাম বলেছেন:
খুব সুন্দর হয়েছে পোষ্ট টা।

৮ নং মন্তব্যের জবাবে , লেখক বলেছেন: কিন্তু ছবিতে তারিখ ২০০৯ হয়ে গেছে কেন বুঝলাম না!!!
ছবি তোলার আগে ক্যামেরাটা তোমার ছোট ভাই প্রিয় নিয়েছিল। উনি ক্যামেরার সেটিং এ না গিয়ে থাকতে পারেন না। এই তারিখ পিছনে নিয়ে গিয়েছেন উনি :(
আমি খেয়াল করি, ল্যাপটপে ছবি নেবার পর :)

২৩ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৮

রেজোওয়ানা বলেছেন: আপনার জন্যই সম্ভব হলো (যদিও ছবি গুলো আদায় করতে অনেক কাঠখড় পোড়াতে হলো, সে কথা আর না বলি :( )........অসংখ্য ধন্যবাদ।

আর প্রিয়কে থ্যাংকস এই কারণে যে পরে আবার গুতোগুতি করতে গিয়ে ছবি গুলো মুছে ফেলেনি :)

২৫| ২৩ শে জুন, ২০১১ ভোর ৪:১৬

সোহরাব সুমন বলেছেন: কেউ কাথা রাখেনি ...................আমার পদ্মফুলও তাই আর পাওয়া হয়নি !

২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:০৮

রেজোওয়ানা বলেছেন: আসুবিধা কি সুমন ভাই, আপনার তো আর ৩৩ বছর কেটে যায়নি, এখনও সময় আছে। সুতরাং নো চিন্তা। আর পদ্মফুল আপনি পাবেন মানে কি, আপনি তো দেবেন :)

২৬| ২৩ শে জুন, ২০১১ সকাল ৭:২৭

লাবণ্য ও মেঘমালা বলেছেন: এখন পদ্ম পুকুর দেখতে ইচ্ছে করছে :)
ঢাকায় আমি শুধু বোটানিক্যাল গার্ডেনেই পদ্ম ফুল দেখেছিলাম।
এখন পর্যন্ত পোস্ট পড়ে বোঝা গেল বরিশাল আর শ্রীমঙ্গল বাইক্কার বিল এ পদ্ম বন আছে :)

২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:১০

রেজোওয়ানা বলেছেন: বাইক্কার বিল আমিও দেখিনি কখনো, শুনেছি ওখানে পদ্মবনের পাশাপাশি শীতের পাখিও চমৎকার দেখা যায়। যেতে হবে .........যেতে হবে..........

২৭| ২৩ শে জুন, ২০১১ সকাল ৭:৪৩

ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল পদ্ম কাহিনী। :)

২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:১২

রেজোওয়ানা বলেছেন: পদ্ম ফুলের সাথে কি পদ্ম গোখরার কোন সম্পর্ক আছে নাকি ইমন ভাই?

২৮| ২৩ শে জুন, ২০১১ সকাল ১০:২৭

অনিক বলেছেন: চমৎকার পোস্ট। বর্ণনা, তথ্য ও ছবিগুলো ভাল লাগলো। জানলাম পদ্মের অনেক অজানা ইতিহাস।

২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:২২

রেজোওয়ানা বলেছেন: হাইল হাওর আর শ্রীমঙ্গলের বাইক্কার বিলে গোলাপী পদ্মের বন আছে, ওটাও পোস্টে এড করে দেবো ভাবৈ। অনেক ধন্যবাদ দাদা :)

২৯| ২৩ শে জুন, ২০১১ সকাল ১০:৫৭

সায়েম মুন বলেছেন: তুমিনা সাপ বিশেষজ্ঞ। পদ্মগোখরা সম্পর্কে তোমার ষ্টেটমেন্ট আশা করছি B-))

২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:২৬

রেজোওয়ানা বলেছেন: এবিষয়ে গবেষনা চলছে। গবেষনা শেষ হলে সেমিনারের মাধ্যমে জানানো হবে :)

৩০| ২৩ শে জুন, ২০১১ সকাল ১১:২৪

সাকিন উল আলম ইভান বলেছেন: আরে আমি তো আগে শাপলা কে পদ্ম আর পদ্ম কে শাপলা ভাবতাম:(:(

থাঙ্কস আপু ভুল টা ভাঙ্গানোর জন্য .........:):)

২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:৩১

রেজোওয়ানা বলেছেন: তোমাকেও ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য :) :)

৩১| ২৩ শে জুন, ২০১১ দুপুর ১২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: apu amntai porechilam, tobe kothai seta mone hossena, mone porlei apnk janabo.

২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:৪২

রেজোওয়ানা বলেছেন: আচ্ছা মনে পরলেই জানিও কিন্তু :)

৩২| ২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:২৩

আকাশের তারাগুলি বলেছেন: শাপলা কাহিনীতে শালুক কিন্তু থাকতে হবে। :)

২৪ শে জুন, ২০১১ বিকাল ৫:১৩

রেজোওয়ানা বলেছেন: শালুক ও থাকবে :)

৩৩| ২৩ শে জুন, ২০১১ বিকাল ৫:০৭

আকাশটালাল বলেছেন: খালা, কই তুমি? তুমারে না দেখলে আমার পেট পুড়ে :(

২৪ শে জুন, ২০১১ বিকাল ৫:২৬

রেজোওয়ানা বলেছেন: এইতো আমি। আজ সকালে বৃষ্টিতে ভিজে এখন জ্বর। পুড়ছি আমিও :(

৩৪| ২৩ শে জুন, ২০১১ রাত ৮:২০

শিপু ভাই বলেছেন: হাঈ!!!!!

২৪ শে জুন, ২০১১ বিকাল ৫:২৮

রেজোওয়ানা বলেছেন: হাই :) :)

৩৫| ২৩ শে জুন, ২০১১ রাত ৮:৪৪

সোহরাব সুমন বলেছেন: মানে দেয়াই হয়নি ! আরে ৩৩তো গেল বলে ! এখনকার মেয়েরা মনে হয় ২৫এর উপরে এলাউই করতে চায় না !

২৪ শে জুন, ২০১১ রাত ৮:৩৩

রেজোওয়ানা বলেছেন: এবার তোড়জোড় করে কাউকে দিয়া ফেলেন, বুকে ভরসা রাখেন সুমন ভাই :)

৩৬| ২৩ শে জুন, ২০১১ রাত ১০:৩২

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: খুব সুন্দর!
অনেক ভাল্লাগসে! :)

২৪ শে জুন, ২০১১ রাত ৮:৩৪

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু দ্বীপের মেয়ে :)

৩৭| ২৩ শে জুন, ২০১১ রাত ১১:২৮

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ রেজুমনি, আকাশটালাল। এখনও বেঁচে আছিরে!!!!

ওমা!!!! পেট পুড়ে গেলে আমার রান্না খাবে কি করে? ;) :P

































২৪ শে জুন, ২০১১ রাত ৮:৩৬

রেজোওয়ানা বলেছেন: আপু ওর কথায় কান দিও না তো! মাথার স্ক্রু ঢিলা আটার :)

৩৮| ২৪ শে জুন, ২০১১ রাত ১২:৫৯

পাহাড়ের কান্না বলেছেন: পদ্মফুল কখনো দেখছি বইলা মনে পড়তাছেনা। :(

২৪ শে জুন, ২০১১ রাত ৮:৪২

রেজোওয়ানা বলেছেন: ওমা, কি বলে, কবি মানুষ পদ্ম যদি না দেখো, তাহলে কবিতায় মৃনাল বাহু, মুখখানি প্রস্ফুটিত পদ্মের ন্যায়'........এই উপমা গুলো দিবা কিভাবে?

আগারগায়ে বৃক্ষ মেলার পদ্মের চারা বিক্রী হচ্ছে ফুল সহ, সময় করে দেখে আসো একদিন :)

৩৯| ২৪ শে জুন, ২০১১ দুপুর ২:১৬

চর্যা পদ বলেছেন: পদ্ম ফুলকে নিয়ে অনেক কৌতুহল আমার। ছবিতে দেখেছি ,এর পাতাগুলো ভেসে থাকে পানির উপর। শাপলা আর পদ্ম ফুলের পার্থক্যটা বুঝতামনা তেমন। এমন বুঝলাম। খুব সুন্দর বর্ননায় পোষ্টটি ভালো লেগেছে খুব।

২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৫০

রেজোওয়ানা বলেছেন: শাপলা আর পদ্ম পাতার মধ্যে পার্থক্য হলো শাপলার পাতা গুলো পানির উপর পানির সমান্তারলে ভেসে থাকে, আর পদ্ম যেটা আমারা আমাদের দেশে সচারচর দেখি (ইন্ডিয়ান লোটাস) এদের পাতা গুলো শক্ত ডাটার উপরে পানি থেকে অনেক সময় ২/৩ ফু: পর্যন্ত উপরে চলে আসে। আবার আমাজান লিলির পাতা কিন্তু পানির সমান্তারলে ভাসবে, কিন্তু এই পাতা গুলো অনেক চওড়া (৫/৬ ফু) ভারী হয়, পাতার কিনারা গুলো বাটির মতো উচু হয়ে থাকে।

মন্তব্যের জন্য ধন্যবাদ চর্যাপদ।

৪০| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৩:০৮

বড় বিলাই বলেছেন: পদ্মের বীজপত্রের কি জানি একটা নাম আছে, ছোটবেলায় খেতাম। খুব মজা।

২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৫৯

রেজোওয়ানা বলেছেন: শাপলার বীজপত্র ঢ্যাপ বলে আপু, এটা থেকে মুড়ি জাতীয় একটা খাবার হয় ওটাকে বলে ঢ্যাপের খই :)

৪১| ২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৭

Dee Dee বলেছেন: পদ্ম ফুল ভালো লাগসে! :#) :#)

২৬ শে জুন, ২০১১ সকাল ১০:০০

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু ডি ডি :)

৪২| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

জিসান শা ইকরাম বলেছেন:
একবার শুধু ছবি ডিলিট করেছিল, আমাদের বিষন্নতা দেখে বুঝেছিল, যে ছবি ডিলিট করা ভালো কাজ নয় :)
এখন তাই, ক্যামেরা, মোবাইল এর সেটিংস নিয়ে ভাবনা ওনার।
উনি ঠিক করে দেন বলে, ছবি ভালো আসে, এটা ওনার ধারনা :)

২৬ শে জুন, ২০১১ সকাল ১০:০২

রেজোওয়ানা বলেছেন:
প্রিয় অনেক জিনিয়াস :)

৪৩| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

দু-পেয়ে গাধ বলেছেন: নীল পদ্ম অন্য ধরনের পদ্মের চেয়ে দুষ্প্রাপ্য। এছাড়া এটির বেশ কিছু বাড়তি ভেষজ গুণের কথা পাওয়া যায়। যেই কারণে এটির মূল্য একটু বেশি ধরা হয়। অনেক আগে পড়েছিলাম, এখন আর সেভাবে মনে পড়ে না। তবে নীল পদ্মের মধ্যে নাকি প্রিজার্ভেটিভ কিছু গুণ থাকে। এর বীজও অন্য যেকোনো বীজের চাইতে বেশিদিন সজীব থাকে।
তবে এইসব কাজে না লাগালেও এটির উপর অনেকের বাড়তি টান আছে। সাহিত্যিকেরা কিসের প্রেরণায় এটি দেখলে আহ্লাদে আটখানা হন জানিনা। পুরাতন কেতাব খুলে খুঁজবার মতন উৎসাহ পাই না আর।

২৬ শে জুন, ২০১১ সকাল ১০:১৯

রেজোওয়ানা বলেছেন: নীল শাপলার নাম কেন যে নীল পদ্ম হয়ে গেলো সেইটা আমিও বুঝি না, তবে এর পিছনে প্রাচীন মিশরীয়দের হাত আছে। এই বিষয়ে পরের মন্তব্যে বিস্তারিত বলবো।

নীল শাপলা বা Blue Egyptian water lily or sacred blue lily তে nuciferine এবং aporphine নামের দুইটি আ্যলকালয়েড উপাদান আছে। এটা সামন্য সিডাক্টিভ। টুটেনখামেনের মমীতে এই ফুলের অস্তিত্ব পাওয়া গেছে।

৪৪| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১

দু-পেয়ে গাধ বলেছেন: আপনি তো নীল পদ্ম হয় না বলে দিলেন? আমিও অবশ্য চোখে দেখিনি। কিন্তু পুরাতন কেতাবগুলিতে তার ব্যাপারে যেগুলো পড়ি সেগুলো তবে কি? ভালো করে কিলিয়ার করেন, নাইলে কিন্তু ক্যাচাল হবে।

২৬ শে জুন, ২০১১ সকাল ১০:৩৬

রেজোওয়ানা বলেছেন: আমরা যেটাকে নীলপদ্ম হিসাবে জানি সেটার ভাল নাম হলো "Blue Egyptian water lily or sacred blue lily......সম্ভবত এই নামের বাংলায় রূপান্তর করতে গিয়ে নামটা নীলপদ্ম হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটা এক ধরনের ওয়াটার লিলি, Nymphaea গোত্রের, এর গন হলো Nymphaeaceae।


এটাই সেই বিখ্যাত নীল পদ্ম (Nymphaea caerulea)।



আর এটা দেখেন আমাদের সুপরিচিত সাদা শাপলা। এই গোত্রের, ফুলের পাপড়ির বিন্যাস, উপবৃতি আর ভেতরের গর্ভকেশর খেয়াল করেন। মিলটা স্পষ্ট না?



আর পদ্ম বা লোটাস হলো Nelumbo গোত্রের , এটরা গন হলো Nymphaeaceae।

পদ্মের পাপড়ি গুলো দেখেন শাপলার চাইতে তুলনামুলক চওড়া, বেশ কয়েকটি সারিতে থাকবে, বীজপত্র ফুলের উপরে দেখা যাবে।

৪৫| ২৪ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫০

দু-পেয়ে গাধ বলেছেন: চর্যা পদ@ পদ্মের পাতা জলের ওপর ভেসে থাকে না। বাটির মতন গুটিয়ে জল থেকে সামান্য উঁচুতে থাকে। জলের উপর ছড়িয়ে যেটা ভেসে থাকে সেটা পদ্ম নয়।

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:১৮

রেজোওয়ানা বলেছেন: গাধ ভাইয়ের মন্তব্য চর্যাপদের জন্য।

আর আমার রিপ্লাই গাধ ভাইয়ের জন্য :)

এইটা হলো কিনার বাটির মতো উচু আমাজান লিলির পাতা........


আর এইটা আমাদের দেশি পদ্ম ইন্ডিয়ান লিলির পাতা......

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/s_rezowana_1309067882_1-Lotus_leaves_in_Humble_Ad.jpg

৪৬| ২৪ শে জুন, ২০১১ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: জীবনটা এক পদ্ম পাতায় শিশিরবিন্দু।

২৬ শে জুন, ২০১১ সকাল ১১:০০

রেজোওয়ানা বলেছেন: পদ্মপাতায় শিশির বিন্দু খুব সুন্দর দেখায় :)

৪৭| ২৫ শে জুন, ২০১১ রাত ১২:২০

রাজসোহান বলেছেন: সত্যি বলছি অনেকদিন পর তোমার পোস্ট পড়লাম আর মনটা এক অদ্ভুত ঠান্ডায় ভরে গেলো!

২৬ শে জুন, ২০১১ সকাল ১১:০২

রেজোওয়ানা বলেছেন: যা যা বলেছিলাম মনে আছে তো?

:)

দেরী করো না।

৪৮| ২৫ শে জুন, ২০১১ রাত ১২:২১

রাজসোহান বলেছেন: ইয়ে আপু আমি কিন্তু এখন প্রেম করি :!> :#>

২৬ শে জুন, ২০১১ সকাল ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: তা তো জানিই :)

৪৯| ২৫ শে জুন, ২০১১ রাত ১২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পদ্ম পোষ্ট লাইক হইছে :)

২৬ শে জুন, ২০১১ সকাল ১১:১৯

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস মাসুম ভাই,

আপনার উপস্থিতি ভাল লাগে :)

৫০| ২৫ শে জুন, ২০১১ ভোর ৪:২১

শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!!!
পদ্মে ফুলের বর্ণনা অনেক ভালো লাগলো, অনেক কিছু জানলাম।

আর ছবিগুলো অসাধারণ!!!

২৬ শে জুন, ২০১১ সকাল ১১:২২

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ সুস্মিতা আপু :)

৫১| ২৫ শে জুন, ২০১১ সকাল ৮:৪৬

নীলাঞ্জনানীলা বলেছেন: পদ্মকে নিয়ে অনেক কিছু জানলাম। আমার মা বরিশাল এর মেয়ে। অনেক বছর আগে বরিশাল গিয়েছি। এবার দেশে গিয়ে , দেখবো পদ্মপুকুর। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য।

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:১৯

রেজোওয়ানা বলেছেন: তাই নাকি, তাহলে তো চিমটি......... :)

আপনিতো একদম ডুমুরের ফুল হয়ে গেলেন ব্লগে।

পড়ার জন্য ধন্যবাদ।

৫২| ২৫ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৬

আকাশটালাল বলেছেন: @দিদি, আপনি ভালো আছেন তো? সুস্থ হয়ে উঠেন আগে, তারপর আপনার রান্না খাবো। আর পেট পুড়ে মানে হচ্ছে পরান পুড়ে মানে অনেক মনে পড়ে। রেজোখালা অফিসে আসে নাই। তাই, এটা লিখছিলাম।

@রেজো আপু, আপনি খবর জানেনতো? কে কে হইসে? অফিসে মেইল দেইখা নিয়েন :P

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:২০

রেজোওয়ানা বলেছেন: খবর দেখলাম /:)

৫৩| ২৫ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৪

লিটল হামা বলেছেন: ছবিগুলা চোখ জুড়ানো। চোখের আরাম হল!

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:২৩

রেজোওয়ানা বলেছেন: মাঝে মাঝে চোখকে আরাম দেয়া উচিত :)

৫৪| ২৫ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২১

তায়েফ আহমাদ বলেছেন: পদ্মফুল দেখলাম বহুদিন পরে।

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: হুম, আমাদের দেশে প্রায় দু:স্প্রাপ্য হয়ে উঠেছে........

৫৫| ২৫ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

সাকিন উল আলম ইভান বলেছেন: apu tumi koi?
25th + ta diye gelam:) :)

২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:৩২

রেজোওয়ানা বলেছেন: আমি আবার বৃষ্টিতে ভিজে কাইৎ হয়ে গিয়েছিলাম :(


থ্যাংকু 25th প্লাসের জন্য!

৫৬| ২৬ শে জুন, ২০১১ ভোর ৪:১৭

ডেইফ বলেছেন:
লেখা এবং ছবিগুলো তো বেশ আগের কিছু কথা মনে করিয়ে দিলো।
ভাল লাগলো অনেক।

২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৫১

রেজোওয়ানা বলেছেন: আগের কথা মনে পড়লো........সুখস্মৃতি হলে অত্যন্ত আনন্দিত হবো, আশা করি তাই হবে :)


অনেক ধন্যবাদ দাইফ ভাইয়া :)

৫৭| ২৬ শে জুন, ২০১১ সকাল ৮:১৭

লবঙ্গলতিকা বলেছেন: আমি সেদিন সোনারগাঁ হোটেলের সামনে থেকে ৫০ টাকা দিয়া ৫ টা গোলাপী পদ্ম ফুল কিনলাম।

২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৫২

রেজোওয়ানা বলেছেন: আমিও কিনি মাঝে মাঝে, পাওয়াই তো যায় না।

কেমন আছো?

৫৮| ২৬ শে জুন, ২০১১ সকাল ৯:৩৫

অতৃপ্ত প্রেতাত্মা বলেছেন: আপু অনেক কিছুই জা্নলাম :) পদ্ম দেখি নি আগে আজকে তোমার পোষ্টেই এসে দেখলাম :) +++

আমাকে না সেফ করে না আপু এটু বলে আস না :(
অতৃপ্ত প্রেতাত্মা র কান্না

২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৫৩

রেজোওয়ানা বলেছেন: আহারে এই পিচকি ভুতটাকে এখনও সেইফ করলো না?

মডুদের ঘাড় মটকাতে মামদো ভুতকে খবর দিতে হবে দেখছি!

৫৯| ২৬ শে জুন, ২০১১ সকাল ১০:১০

শুভ্রতা বলেছেন: চমৎকার পোষ্ট। ২৯ তম +

২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৫৫

রেজোওয়ানা বলেছেন: ২৯ তম ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ শুভ্রতা। আপনার কনস্ট্রাকশনের কাজ শেষ হবে কবে?

৬০| ২৬ শে জুন, ২০১১ সকাল ১০:৩৩

লেখোয়াড় বলেছেন: জীবন যেন শিশির বিন্দু পদ্মপতপায় টলমল।
আমি বিমোহিত আপু।

আমার বাড়ির চারপাশ জুড়ে বড় বড় বিল। সে বিলের মধ্যে রয়েছে অনেক ছোটবড় খাল। কি বলব, আমার ছোট বেলায় সেসব খালে শাপলা আর পদ্ম এত পরিমান হতো আর ফুটতো যে বলে শেষ করা যাবে না। আমরা কিশোর বেলায় চলে যেতাম সেসবের মাঝে ছোট নৌকা করে ৭/৮জন মিলে। অনেক অনেক তুলে নিয়ে আসতাম নৌকা ভরে। সে যে কি অনাবিল আনন্দ এখন টের পাচ্ছি এই নিষ্প্রাণ ঢাকা শহরে বসে। এখন ভাবি আর মনোবেদনায় পুড়ে মরি। আর আপনার লেখা আর ছবি সে মনোবেদনা বাড়িয়ে দিল শতগুণ। মনে হচ্ছে সব ফেলে ছেটে চলে যাই সেখানে।

যাইহোক সে আশা তো আর পূরণ হবেনা কোন দিন।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অতি আপন একটি বিষয় নিয়ে বর্ণনায় ছবিতে এমন সুন্দর করে তুলে ধরার জন্য।

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৫৬

রেজোওয়ানা বলেছেন:
সত্যি ছোটবেলার সেই পরিবেশ আর মজার সেই দিন গুলো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। শাপলা ফুল তোলা নিয়ে কত যে স্মৃতি আমারও। একবার আমরা কাজিনরা ছোট নৌকায় করে শাপলা তুলতে গেছি নানুবাড়িতে এক বিলে। গাধার মতো সবগুলো নৌকার একপাশে ঝুকে যেই হাত বাড়িয়েছি ফুল তুলতে, ওম্নি নৌকা উল্টে সব পানিতে হাবুডুবু..........

:) :)

৬১| ২৬ শে জুন, ২০১১ সকাল ১০:৩৯

শিপু ভাই বলেছেন: আমার কাছে শাপলা ফুল বেশি ভাল লাগে।




ছোট বেলায় বিলে নৌকা নিয়ে শাপলা তলার স্মৃতি ভুলবনা

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:০৬

রেজোওয়ানা বলেছেন: এখনকার জেনারেশন সেই নির্মল আনন্দটা কেমন ছিল বুঝবেই না।

থ্যাংকস শিপু।

তোমার কাজটা ভাল করে শেষ করেছো জেনে ভাল লেগেছে, আশাকরি এখন থেকে রেগুলার পাওয়া যাবে তোমাকে ব্লগে :)

৬২| ২৬ শে জুন, ২০১১ সকাল ১১:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অদ্ভুত ভালো লাগলো পোস্টটা। অদ্ভুত অদ্ভুত ভালো!

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৪০

রেজোওয়ানা বলেছেন: এই নীল শাপলা আপনার জন্য ভেবু আপা :)



৬৩| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:০৬

আকাশটালাল বলেছেন: লবঙ্গলতিকা বলেছেন: আমি সেদিন সোনারগাঁ হোটেলের সামনে থেকে ৫০ টাকা দিয়া ৫ টা গোলাপী পদ্ম ফুল কিনলাম।

ওগুলো নিয়ে কি আপনি আপনার খোপায় লাগিয়ে বেড়াতে গিয়েছিলেন আপা :P :P :P

উফ, আমি চোখ বন্ধ করে চিন্তা করতেসি, উনি খোপায় গোলাপি পদ্ম ফুল লাগাই ঘুরে বেড়াচ্ছে B:-) B:-) B:-)

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: লবঙ্গলতিকারে নিয়া তোমারে এত চিন্তা করা লাগবে না, তোমার কমেন্ট দেখতে বলল্লাম ওকে। দৌড়ানি দেবার জন্য রেডি থাকো :P

৬৪| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১২:৩২

রাজামশাই বলেছেন: পোষ্ট পছন্দ হইছে রে ...............................

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৫৭

রেজোওয়ানা বলেছেন: শুকরিয়া জনাব :)

আপনার অনেক দয়া :)

৬৫| ২৬ শে জুন, ২০১১ দুপুর ১:৩৪

সরল মানুষ বলেছেন: দারুন পোষ্ট
আমার নানু বাড়ি বরিশালে,,,...খুব কমই যাওয়া হয়। ছোট বেলায় যখন যেতাম নৌকা দিয়ে বিলে ঘুরতাম। মজার সব স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার সেই সময় সেই মূহুর্ত গুলোতে। :( আমরা ৫-৬ জন মামা, মামাত ভাই,,,..পাশের বাড়ির এক নানা'র নৌকা নিযে যেতাম ঘুরতে,,, সাথে করে চাল ভাজা, মুড়ি, আরো অনেক কিছু,,...লবন নিযে যেতাম শাপলার ডোগ খাওয়ার জন্য,,,..হা হা! মনে পড়ে খুব,,,.যাওয়ার সময় সানমুন সিগারেট নিয়ে যেতাম ,,,না পেলে আকিজ বিড়ি,,..সেখান থেকেই শুরু :!> সকাল বেলা বের হতাম আর সন্ধা হলে বাড়ি ফিরতাম,,,... যখন নানু টের পেত যে আমি আসছি তখন ই শুরু হত বকাঝকা। ঘরের বাইরে এক কোনে দাড়িয়ে দাড়িয়ে শুনতাম :( নানা এসে প্রায়ই ঘরে নিয়ে যেত :P

কোননটা পদ্ম কোনটা কি আমি তখনও বুঝতাম না /:) প্রথম প্রথম নৌকা ডুবাই দিতাম বলে আমাকে কেউ বৈঠা দিতো না :#> খুব যেতে ইচ্ছে করছে,,... :(

ইদানিং ওখানে অনেক বড় বড় মাছের প্রজেক্ট হওয়াতে বিলে অধিকাংশই গিলে খেয়েছে,,,... প্রজেক্ট। :(

ভাল লাগলো আপনার পদ্মপুকুর আর পদ্ম কথা

ভাল থাকুন

২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:০০

রেজোওয়ানা বলেছেন: তোমার নানুর বাড়ি বরিশালে? আগে কখনো বলনি তো!
বরিশালের কোথায়?

৬৬| ২৬ শে জুন, ২০১১ দুপুর ২:০৫

বড় বিলাই বলেছেন: তার মানে আমিও পদ্ম আর শাপলাকে গুলিয়ে ফেলেছি। :!>

তবে আমি ঢ্যাপের খই খাইনি, সরাসরি ঢ্যাপই খেয়েছি।

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৫২

রেজোওয়ানা বলেছেন: হা হা হা বিলাই আপা, গোলামাল হওয়াটাই স্বাভাবিক, এত কে মাথা ঘামায় বলেন!
আপনার জন্য খুজে বের করলাম.....

এটা হলো শাপলার বীজপত্র (মহলাদার ভাইয়ের পোস্ট থেকে নেয়া ছবি), এটা থেকেই ঢ্যাপ নামক খাদ্যবস্তু বানায়....





আর এটা পদ্ম ফুলের বীজপত্র.......


৬৭| ২৬ শে জুন, ২০১১ দুপুর ২:১৪

লেখোয়াড় বলেছেন: আপু, আমার মন্তব্যের উত্তরে শেষে বলেছেন হ্যাপী বার্ড ডে খন্ড বিখন্ড ভাইয়া, কেন বলেছেন বুঝলাম না, একটু খুলে বলা যাবে কি?

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: হায় হায় কি করছি!! :#>

আসলে আজ সামুতে কমেন্ট করতে খুব প্রবলেম হচ্ছে, পেইজ আউট হয়ে যাচ্ছে। তাই আমি করেছি কি, নতুন ব্লগ লেখা অপশন খুলে নিয়ে মন্তব্য, রিপ্লাই সব ওখানে লিখে, কাট করে বসিয়ে দিচ্ছি।

আজ খন্ডকাব্যের বার্থডে, আপনাকে রিপ্লাই করার পরে, ওনাকে উইশ করেছি,..........লেখাটা মোছা হয়নি :!> :#>

৬৮| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৭

জাফরিন বলেছেন: আপু, বরিশালের এই পুকুরে কি যে কেউ বেড়াতে যেতে পারে? নাকি পারমিশন লাগে?

২৬ শে জুন, ২০১১ বিকাল ৪:২৮

রেজোওয়ানা বলেছেন: লাগে না জাফরিন, গেলেই দেখতে পাওয়া যায়। এছাড়া ওখানে একটা রেস্ট হাউজও বানানো হচ্ছে, খুব সুন্দর :)

৬৯| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৬

শিরীষ বলেছেন:
অসাধারণ সুন্দর পোস্ট!!!!
জিসান ভাই কে বিশেষ ধন্যবাদ জানালাম আপনার মাধ্যমে।

২৭ শে জুন, ২০১১ সকাল ৯:১৮

রেজোওয়ানা বলেছেন: খুব খুশি হলাম আপনার মন্তব্যে শিরীষ ভাইয়া :)

৭০| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৫:৫৫

দু-পেয়ে গাধ বলেছেন: নীলপদ্ম (মানে ইয়ে ) তাইলে কোন সময়ে এদিকে এসেছিল?

২৭ শে জুন, ২০১১ সকাল ৯:২১

রেজোওয়ানা বলেছেন: সেই বিষয়ে আর একটু পড়াশুনা করতে হইবে, এখনও কোন ইনফো পাই নাই এই বিষয়ে :#>

৭১| ২৭ শে জুন, ২০১১ সকাল ৯:৪২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ফাটাফটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৪৭

রেজোওয়ানা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৭২| ২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৩০

ময়নামতি বলেছেন: ছবিগুলো দারুন লেগেছে+++++

২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: এক মন্তব্যে ৫ টি পেলাস পেলাম:) ধন্যবাদ ময়নামতিকে :)

৭৩| ২৭ শে জুন, ২০১১ সকাল ১১:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার ও দু-পেয়ে গাধ এর আলোচনা থেকে
আমরা নীল পদ্ম সম্পর্কে কী জানতে পারলাম
তা যদি একটু জানাতেন ............।

সুন্দর ছবির জন্য অনেক ধন্যবাদ ?

আমার নীল পদ্ম চাইইইইই ।

২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:১৪

রেজোওয়ানা বলেছেন: আমাদিগের অতীব গিয়ানী আলু ছানা থেকে ইহাই প্রামানিত হইলো যে, আমরা যাহাকে নীলপদ্ম বলিয়া অবহিত করিয়া থাকি, উহারা আসলে পদ্ম নহে, উহারা নীল বর্ণের শাপলা।


আপনি যদি পরবর্তী সপ্তম দিবসের মধ্যে নতুন পোস্ট প্রদান করেন সামুতে, তাহইলে আপনাকে নীল শাপলা উপহার দেয়া হইবেক :)

৭৪| ২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:০৭

রিতা ইসলাম বলেছেন: এই পদ্ম পুকুরটি মনে হয় আমি দেখেছি :)



পদ্ন ফুলের অনেক কিছু জানা হলো। যেভাবে পদ্ম নিয়ে লেখা হলো,তাতে বাইক্কার বিলেও যেতে হবে বুঝতে পারছি :)

২৭ শে জুন, ২০১১ দুপুর ১২:১৬

রেজোওয়ানা বলেছেন: হুন সুন্দর সুন্দর সব ছবি গুলো নিজেরা রেখে আমাকে পঁচা ঝাপসা ছবি গুলো দিয়েছে, তাই না? :(

৭৫| ২৭ শে জুন, ২০১১ দুপুর ২:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অপার্থিব সুন্দর পোস্ট :#)

২৭ শে জুন, ২০১১ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: তোমার প্রোপিকটা খুবিই সুইট .....হে হে হে

৭৬| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ম্যাগামাইন্ড মুভির মিনিয়ন-খুবি সুইট, ভালো পোকা :!>

২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:০৫

রেজোওয়ানা বলেছেন: এইটা পোকা, আমি তো ভাবছিলাম মাছ!!

৭৭| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:১৬

রিতা ইসলাম বলেছেন: জি না, আমার ছবির চেয়ে, এই পোষ্টের ছবি গুলো অনেক সুন্দর :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:২২

রেজোওয়ানা বলেছেন: আমি তো আর তোমার কাছে রাখা ছবি গুলো দেখিনি, বুঝবো কিভাবে?
মামী এবার এফবিতে একটা একাউন্ট খুলে ফেলো, আর ছবি আপ করো, তাহলে বুঝবো :)

৭৮| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:১৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এটা আসলে মাছ অথবা পোকা কোনটাই নয়..ভিনগ্রহী প্রাণী... B-)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:৩৫

রেজোওয়ানা বলেছেন: এলিয়েন :-*

যাক এলিয়েনের চেহারা এমন লাজুক লাজুক, সুইট হলে তো কোন অসুবিধা নেই, তবে মিষ্টি হাসির ফাক দিতে যে দাঁত গুলো বের হয়ে আছে, ঐটা দেখে তো একটু চিন্তায় পরে গেলাম :(

৭৯| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:৫১

সাকিন উল আলম ইভান বলেছেন: হায় হায় বল কি কাইত হলে হবে কিভাবে :O

এখন ভালো তো ??

২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৬

রেজোওয়ানা বলেছেন: বৃষ্টি ভিজেছিলাম ঢং করে।

এখন একটু ভাল :)

৮০| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৪

রিতা ইসলাম বলেছেন: ছবিগুলো তুললাম আমি, আর নাম হলো কার :( আমার তোলা ছবি একজনে শুধু কষ্ট করে পাঠালো তোমার কাছে,এটুকুই শুধু অবদান তার। কার হাসি কে হাসে:(
ফেবুতে আইডির কি দরকার? দুই ছেলেরই তো আছে :) ওখানেই ছবি আপলোড করবো। তা হলেই বুঝবে :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:০৩

রেজোওয়ানা বলেছেন: দেখছো কান্ড, মামা তো বলেনি ছবি তুমি তুলেছো!! আমি ভাবলাম মামার তোলা, দাড়াও এখনই এডিক করে ঐখানে তোমার নাম দিয়ে দিচ্ছি।

পৃথুর আইডিতে আপ করবা নাকি?

৮১| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১০

রিতা ইসলাম বলেছেন: না না,আমার নাম দিও না। শেষে দুজনে যুদ্ধ করবো নাকি? :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১৫

রেজোওয়ানা বলেছেন: লাগুক না একটু যুদ্ধ, মামার শাস্তির দরকার আছে। এম্নিতেই আমি কবে থেকে বলছি ছবি গুলো দিতে, আর দিল এতদিনে। আবার তুমি তুলেছো সেটাও তো বলল্লো না।

৮২| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১৩

আরিয়ানা বলেছেন: ভাল লাগলো ছবি আর কথা। মেয়ের পুতুল বাড়ি কেমন চলছে ;)?

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১৭

রেজোওয়ানা বলেছেন: পুতুল বাড়ি কমপ্লিট হয়ে গেছে আপু, পর্দাও লাগানো হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে এখন সোহা নিজেই ঐ বাড়িটা মধ্যে ঢুকতে চাচ্ছে, কবে যে ভেঙ্গে ফেলে সেই চিন্তা করছি :(

৮৩| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১৩

রিতা ইসলাম বলেছেন: হ্যা করবো। পৃথুর এ্যালবাম দেখো।

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২০

রেজোওয়ানা বলেছেন: হুম! তুমি নতুন পোস্ট দাও না কেন?

৮৪| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:১৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ছবিগুলো যেমন অনেক অনেক সুন্দর হৈছে ঠিক তেমনি লেখাগুলো অনেক অনেক পচা হৈছে।

(বহুদিন পর রেজোওয়ানা আপুর বাড়িতে এলাম, আবার কবে না কবে আসবো তার কোন ঠিক নাই, তাই ভাবলাম যাবার আগে একটু খেপিয়ে যাই,, ভেঙ্গানোর ইমু হৈবো .. কি করবো ব্লগেই আসা হয় না এখন আর :( )

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২৭

রেজোওয়ানা বলেছেন: ছবি তো ভাল লাগবেই, তোমার মামার তোলা ছবি।

আর লেখা খারাপ বললা কেন? আমিও কিন্তু ক্যারতে জানি, হু X((

৮৫| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
কুংফু কন্যারে সেলাম,, ডরের ইমু হৈবো,
(ভুইলা গেছিলাম)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৫

রেজোওয়ানা বলেছেন: হুম খুব খেয়াল কইরা :-0

ভাইবো না তুমি ক্যাংফু মাস্টার দেইখা তোমারে আমি ভয় পাই......হে হে হে

৮৬| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
@রিতা ইসলাম,,

বহুদিন পর মামীকে দেখলাম, খুব ভালো লাগলো।
মামী ভালো আছেন?

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪০

রেজোওয়ানা বলেছেন:
তুমিও তো অনেক দিন পরে :)

হুম মামী অনেক দিন পরে। প্রিয় আর পৃথুর পড়ালেখা নিয়ে মনে হয় অনেক ব্যস্ত ছিলেন, তাই না মামী?

৮৭| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আফা, আমার কমেন্টের উত্তর দেন না কেনু? আমিতো বইসা রইছি উত্তর দেখার জন্য। :-*

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৮

রেজোওয়ানা বলেছেন: অফিস চুরি কইরা ব্লগিং করছি তা, তাই লেট হয়ে গেলো, চরি :#>

৮৮| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:২৮

রিতা ইসলাম বলেছেন: ছবি পোষ্ট দেব একটা। ছবি এডিট করে পৃথু। ফোটোশপে এক্সপার্ট হয়ে গিয়েছে ও। ইদানিং এনিমেশন করা শিখছে। তাই ছবি এডিটিংএ ওর আগ্রহ নেই :(

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৫

রেজোওয়ানা বলেছেন: এনিমেশন শিখছে!! বাপরে, ও অনেক জিনিয়াস হয়েছে! কি এনিমেশন বানায়?

৮৯| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩০

রিতা ইসলাম বলেছেন: @মনসুর ,ভালো আছি। তুমি কেমন আছো ? বিয়ের পাত্রী দেখছি কিন্তু ,পেয়েও যেতে পারি :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৬

রেজোওয়ানা বলেছেন: মনসুর বাচ্চা ছেলে, ওর জন্য আবার পাত্রী দেখছো কেন?

বাল্য বিবাহ হয়ে যাবে তো!!

৯০| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
মামী, আলহামদুলিল্লাহ্ ভালো আছি।

বিয়ার চিন্তায় ঘুম আসে না
একলা জেগে রই :!>
বউ আমায় একলা ফেলে
লুকায়্যা রইছে কই :((

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৯

রেজোওয়ানা বলেছেন: বাল্য বিবাহ আইনত নিষিদ্ধ X(( X(

৯১| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ডরাইচি :-&

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫২

রেজোওয়ানা বলেছেন: B-) B-)

৯২| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আসলে ব্লগে একবার ঢুকলে আর বের হতে মঞ্চায় না, কাজের অনেক ক্ষতি হয়, তাই আসি না ইচ্ছে করেই। /:)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮

রেজোওয়ানা বলেছেন: আমি অফিসে থাকলে আসি, বাসায় থাকলে কাজের চাপে ব্লগে বসা হয় না। এছাড়া সোহামনি আর তার বাবা দুটো কম্পি দখল করে রাখে, আমি চান্স পাই না :(

তোমার সেই আড্ডা পোস্ট গুলো মিস করি :(

৯৩| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮

রিতা ইসলাম বলেছেন: তোমার তিন ভাই খুবই আগোছালো:( সারাদিন সবকিছু লন্ডভন্ড করে ফেলে। এরপর ওদের পড়াশুনা। সময় পাইনা। নভেম্বর পর্যন্ত এমনই চলবে:(

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫১

রেজোওয়ানা বলেছেন: লন্ডভন্ড করাই ভালো। যে বাচ্চা যত বেশি দুষ্ট সে তত বেশি জিনিয়াস হয়। দুষ্টামি করতে গেলেও বুদ্ধি লাগে :)

৯৪| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
লেখক বলেছেন: মনসুর বাচ্চা ছেলে, ওর জন্য আবার পাত্রী দেখছো কেন? :||

তাইলে কি বুড়া হইয়্যা বিয়া করুম নাকি? :((

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৫

রেজোওয়ানা বলেছেন: বুড়ো বয়সে কেন?

তুমি কি বুড়ো হয়েছো নাকি? বিয়ে করার বয়স হয়নি :)

৯৫| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সোহামনি কেমন আছে? ওকে আমার অনেক অনেক আদর আর ভালোবাসা দিবেন।

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৫

রেজোওয়ানা বলেছেন: সোহামনিকে একটা খেলনা ল্যাপটপ কিনে দেয়া হয়ছে, সেইটা নিয়ে খুব ভাব দেখাচ্ছে গতকাল থেকে ......... :)

৯৬| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫১

রিতা ইসলাম বলেছেন: @মনছুর, তুমি নাকি পড়ি খুজছো ? দেখি পড়ি পাই কিনা :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৭

রেজোওয়ানা বলেছেন: পড়ি নাকি পরী? হুমায়ূন আহমেদের একটা বইতে পড়েছি পরীদের মুখ নাকি ইদুঁরের মতো সুচালো হয় :P

৯৭| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হ মামী :)

২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:০০

রেজোওয়ানা বলেছেন: কি মামী?

৯৮| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আফা, বিয়ের বয়স কবে হৈবো? ৩৫ হৈলে?

২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৯

রেজোওয়ানা বলেছেন: কেন দেখো না সালমান খান ৫০ বছর বয়সেও বিয়ে করেনি ?

:)

৯৯| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
বিয়ের বয়সের চিন্তায় আমার চুল পাকা শুরু হৈছে :((

২৮ শে জুন, ২০১১ সকাল ৯:৪০

রেজোওয়ানা বলেছেন: ব্যাপার না চুল লাল কালার করে ফেলো :)

১০০| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:০০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সব পেকে গেলে পাত্রী দেবে কে? :((

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:২৯

রেজোওয়ানা বলেছেন: শাকিব খানের মতো চুলে কালার করবা, তখন দেকো পাত্রীর অভাব নাই। টেন্ডার দিয়ে পাত্রী বাছাই করবা তখন :)

১০১| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:০২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সালমান খানেরতো বিয়ের বয়স পার হয়ে গেছে বহু বছর আগে, তাইতো তার এখন আর বিয়ে হচ্ছে না, বা ইচ্ছে করছে না B-)

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৩৭

রেজোওয়ানা বলেছেন: কইছে তোমারে :|

১০২| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:০৯

রিতা ইসলাম বলেছেন: পরী খুজছে মনছুর, ওর স্বপ্নে দেখা পরী। মনছুরের মা খুব বিপদে আছে, কোথায় পাবেন এমন পরী ? গোপন খবর ফাস করে দিলাম :) :) =p~

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪০

রেজোওয়ানা বলেছেন: হুম ঘটনা তো প্যাঁচ খাইছে মনে হয়!

১০৩| ২৭ শে জুন, ২০১১ বিকাল ৫:২০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আয় হায় গোপন খবর ফাস হৈয়া গেলু,, একন কি হপে B:-)

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪২

রেজোওয়ানা বলেছেন: :P

১০৪| ২৭ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর উপস্থাপন।

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪৩

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০৫| ২৭ শে জুন, ২০১১ রাত ৮:৫২

জিসান শা ইকরাম বলেছেন:
পোষ্টের বিষয়ের বাইরে আড্ডা ভাল না। আড্ডা দিলে, আড্ডা পোষ্ট দিলেই তো হয়। এই আড্ডাকে মাইনাস :)

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪৭

রেজোওয়ানা বলেছেন: জিশান মামা আপনাকে ১০০ টা মাইনাস। আপনি মামীর তোলা ছবি গুলো নিজের নামে চালিয়ে দিলেন কেন?

আবার আড্ডা কে মাইনাস দিচ্ছেন X( X((

১০৬| ২৭ শে জুন, ২০১১ রাত ১০:০৬

কি নাম দিব বলেছেন: দুর্দান্ত পোস্ট আপু। অনেক ভালো লাগলো :)

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৪৮

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ কিনাদি :)

১০৭| ২৭ শে জুন, ২০১১ রাত ১০:৪৩

দু-পেয়ে গাধ বলেছেন: উরেররে মঞ্চুর জেডা আইছে অনেক দিন পর।
জেডা ভালানি? কিনাদি ভালানি? আড্ডা ভালা-নি।

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৫১

রেজোওয়ানা বলেছেন: গাধ ভাল ভালানি?

১০৮| ২৭ শে জুন, ২০১১ রাত ১১:৫৮

শত রুপা বলেছেন:
সুন্দর

২৮ শে জুন, ২০১১ সকাল ১০:৫৫

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যে ভাল লাগলো শত রুপা....... :)

১০৯| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৮

আকাশটালাল বলেছেন: অসাধারন পোষ্ট। প্রিয়তে :!> :!> :!>

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:১৭

রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু :-< |-)

১১০| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:০৭

জিসান শা ইকরাম বলেছেন:
তুমি আমাকে ছবি পাঠাতে বলেছ, আমি পাঠিয়েছি। কখনো কি বলেছি, ছবিগুলো আমি তুলেছি ? জগতের কোথাও এমন কথার অস্তিত্ব তুমি পাবেনা, যে ছবিগুলো আমি তুলেছি :)

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:২৫

রেজোওয়ানা বলেছেন: জি মামা, সরি :(

১১১| ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৫৪

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: আমাদের গ্রামের বাড়ি বরিশাল । যদিও আমি খুব কম গেছি :(
এইবার গেলে অবশ্যই সব দেখে আসব :D আপনারে + । লেখা খুব ভাল হইছে :)

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০২

রেজোওয়ানা বলেছেন: দেখে আসবেন। জায়গাটা খুবই সুন্দর। পাশেই আছে প্লানেট ওয়ার্ল্ড। ভালো লাগবে ।
ধন্যবাদ :)

১১২| ২৯ শে জুন, ২০১১ বিকাল ৩:৪২

anisa বলেছেন: হায় রে রেজু মনি
কত ছোট ছিলেম তখন বরিশাল ৫ বছর থেকেছি শিশুকাল কেটেছে
সেখানটায় ওই যে মিশনারী একটা স্কুল আছে না এখনো আছে কিনা জানি না
ওতে বোনেরা পড়ত আমি তখন অনেক ছোট
আমাদর বাসা ছিল Wapda কলোনি BM কলেজের সাথেই আব্বা
Superintend engineer ছিলেন বাসার পেছন শ্মশান ছিল এটা শুনেছি
খুব সুন্দর বরিশাল
ভালো লাগলো লেখাটা এক্কেবারে গল্প থেকে ইতিহাস সব মিলয়ে বিন্দাস !

০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ১০:০৬

রেজোওয়ানা বলেছেন: একটা মিশনারী স্কুলের কথা আম্মুর কাছে শুনেছি, আম্ম ছোট বেলায় পড়তো ওখানে। একদম শিশু শ্রেনীতে নাচের ক্লাস, গল্পের ক্লাসের পাশাপাশি ঘুমের ক্লাসও নাকি ছিল!

আমার নানুবাড়ি বরিশাল, আগে বছরে একবার যেতাম, অনেকদিন যাওয়া হয় না :(

খুব ভাল লাগলো তোমার মন্তব্য পড়ে, ভাল থেকো :)

১১৩| ০৩ রা জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪০

মহাবিশ্ব বলেছেন:
পদ্মবনে তোমার রচনার তরীচালনা অতীব চমৎকার!

দারুণ এই পদ্মের ঘন বন। পদ্মের লতায় নাকি কেউটে সাপ জড়িয়ে থাকে, এবং যেখানে পদ্মের চাষ হয়ে প্রতিবছর বেশ কিছু কর্মী সাপের কামড়ে মারা যায় শুনেছি। সত্যতা জানা নেই। ট্রেনে যেতে যেতে পদ্মের বিল দেখেছে রেল লাইনের দুধারে, জল ঢেকে থাকা সবুজ পাতার ফাঁকে উঁচু হয়ে থাকা কুঁড়ি এবং ফুলগুলি দারুণ লাগে।

খুব ভালো লাগলো তোমার এমন সুন্দর ছবিসহ পোস্ট।
ভালো থেকো শারমিন পদ্মাবতী রেজোওয়ানা!

০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ১০:৩১

রেজোওয়ানা বলেছেন: শারমিন পদ্মাবতী রেজোওয়ান...........হা হা হা দারুন হয়েছে তো নামটা!

পদ্মের সাথে সাপের একটা যোগ আছে মনে হয়। তবে পদ্মের লতায় আসলেই সাপ বাস করে কিনা, আর করলেও সেটা কি প্রজাতির অনেক খুজেও সেই সম্পর্কে কোন ইনফরমেশন পেলাম না :(

১১৪| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৩৬

রেজওয়ান তানিম বলেছেন: পদ্ম বিষয়ে আরেকটা ইনফো যোগ করতে পারেন, পদ্ম সাপের দেবী মনসার প্রতীক । শ্বেত পদ্ম ।

আর আমি ঠিক সিউর না সাপের সাথে সত্যিকারে (বৈজ্ঞানিক ভাবে)

এই পদ্ম ফুলের কোন রিলেশন আছে কিনা ।

পোস্ট অনেক ভাল লাগল । তবে আপনার পোস্ট হিসেবে আরো ভাল হওয়া উচিত ছিল

০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ২:৪৬

রেজোওয়ানা বলেছেন: মনসার কথা ইনক্লুড করা উচিত ছিল! খেয়াল হয়নি কেন যে. র্তিতাত্বিক ভাবেই মনসার সাথে পদ্মের গভীর যোগাযোগ। শাস্ত্রমতে মনসার আসন বানাতে হবে পদ্ম ফুলের উপর, এবং তার চারহাতের দুই হাতে থাকবে লাল আর সাদা পদ্ম। একারণেই হয়তো তার আরেক নাম পদ্মাবতী!

পোস্টটা আর ভাল করা যেতো ঠিকই বলেছো তানিম ভাই, একটু তারাহুরো করে ফেলেছি..........

১১৫| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ২:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:
দারুণ...

এত্ত এত্ত সুন্দর ছবি আর লেখা সব মিলে... মনকাড়া...

০৪ ঠা জুলাই, ২০১১ বিকাল ৩:৪৩

রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাল আছেন নিশ্চয়ই?

১১৬| ১২ ই জুলাই, ২০১১ রাত ৯:০৫

রাত্রি২০১০ বলেছেন:
তোমার লেখা পড়ে আমার প্রিয়তম এক গান গুন গুন করলাম--

পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে---

ছবিগুলো তোমার তোলা? দেখেই যেতে ইচ্ছে করছে-- কেমন বিষন্ন প্রশান্তি--

মোর পরান বঁধূ নাই, পদ্মে তাই মধু নাই নাইরে---

ভাল থেক---

১৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫২

রেজোওয়ানা বলেছেন: সরি রাত্রি অনেক দেরী করে ফেলেছি রিপ্লাই করতে :(
গানটা খুবই চমৎকার, এই সব গানের আবেদন আসলে কখনোই শেষ হবার নয়, তাই না?

বরিশালের পদ্ম পুকুরের ছবি গুলো ব্লগার জিশান শা ইকরামের তোলা।

ভাল আছো তো?

১১৭| ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫২

সকাল রয় বলেছেন:
কি করে যে এতো এনার্জি পান ছবি তোলার
আমি পাইনা তো
ক্যামেরা নিয়া খালি মাইনষের ছবি তুলতে হয়


২১ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৩

রেজোওয়ানা বলেছেন: ছবি তো আমি তুলিনি, জিশান শা ইকরামের তোলা ছবি :)

১১৮| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪২

পুরাতন বলেছেন: নীল শাপলা আমি দেখছি B-) B-)

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৬

রেজোওয়ানা বলেছেন: আপনার একটা বৌদ্ধ মন্দিরের পোস্ট পদ্ম ফুলের মতো একটা ফুল দেখেছিলাম, নাম কিন্তু এখনও বলেননি!

অনেক দিন পরে :)

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৬

রেজোওয়ানা বলেছেন: আপনার একটা বৌদ্ধ মন্দিরের পোস্ট পদ্ম ফুলের মতো একটা ফুল দেখেছিলাম, নাম কিন্তু এখনও বলেননি!

অনেক দিন পরে :)

১১৯| ১০ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৪

মহলদার বলেছেন: আমার খুব ইচ্ছে পদ্মের ছবি তোলা। সেই ইচ্ছে কোনদিন পূরণ হবে কিনা কে জানে!!!

আমার হাতের ও গুলোই ঢ্যাঁপ। ঢ্যাঁপের বীজ থেকেই বানানো হয় মুড়ি, খই কিংবা রান্না হয় ভাত :):)

১১ ই আগস্ট, ২০১১ রাত ১০:৩৭

রেজোওয়ানা বলেছেন: আমি আরও ভাবছিলাম আপনার কাছে জানতে চাইবো যে এই দুই জায়গা ছাড়া আর কোথাও পদ্মপুকুর আছে কিনা, আপনি তো অনেক এলাকা দেখেছেন।
সারা নেট খুজে এই একটাই ছবি পেলাম মহলদার ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ যে এমন ঐতিহ্যবাহী একটা বস্তু নেটে আপলোড করায়, পরবর্তী প্রজন্ম চিনবে কিনা এসব সন্দেহ হয়!

অনেক ধন্যবাদ ভাইয়া :)

১২০| ১১ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪৮

সরলতা বলেছেন: বাহ! কি সুন্দর। :)

১১ ই আগস্ট, ২০১১ রাত ১১:১৫

রেজোওয়ানা বলেছেন: বাস্তবে আরও অনেক বেশি সুন্দর আর সুগন্ধী সরলতা:)

১২১| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ১১:২২

মহলদার বলেছেন: হাইল হাওরে (বাইক্কা বিল এই হাওরে অবস্থিত) এখনো পদ্ম ফোঁটে দুই বছর আগে জেনেছিলাম। যাওয়ার সুযোগ হয়নি। খুলনা বিআইটিতে একটা ছোট গর্তে পদ্মফুল ফোঁটে, সেটা দেখেছিলাম আরো ৫-৭ বছর আগে। আর আমাদের গ্রামে পদ্ম পুকুর ছিল, সেখানে সাঁতার কেটেছি, পদ্ম তুলেছি সে তো দুই যুগ আগে।

১৪ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৪৩

রেজোওয়ানা বলেছেন: খুলনা বিআইটিতে একটা ছোট গর্তে পদ্মফুল ফোঁটে,[/su....হা হা হা, গর্তে পদ্ম ফুল :D

পদ্ম কখনো তুলে দেখিনি, শাপলা তুলেছি অনেক নৌকা আর কলা গাছের ভেলায় চরে :)

১২২| ১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৬

মহলদার বলেছেন: না মানে গর্ত বলতে ঠিক ইঁদুরের গর্ত না :) পানির ফোয়ারা বসানো একটা গর্ত, মানে কুয়া আরকি:), সেখানে লাগানো হয়েছে পদ্ম। ওরা কিন্তু দিব্যি সেখানে এডাপ্ট করেছে।

১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:০৮

রেজোওয়ানা বলেছেন: আমি আপনাকে বাথটাবে লাগানো পদ্মফুল গাছের ছবি দেখাবো!

আমার ছবির ফোল্ডারে এত ছবি জমে গেছে খুজে পাচ্ছি না :(

১২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫০

মেহবুবা বলেছেন: শিবের গীত দেখতে মনোরম ।

কি সুন্দর সব ছবি ! অনেক ধন্যবাদ রেজোয়ানা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২০

রেজোওয়ানা বলেছেন: সত্যি সত্যি যদি দেখো মেহবুবা আপু তাহলে আরও সুন্দর, আরও ভাল লাগবে! আর এত এট পদ্ম যখন এক সাথে ফোটে তখন আশেপাশে গেলে মৃদু একটা সুগন্ধ পাওয়া যায়, সেটা আরও অদ্ভুত :)

১২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫০

ক্রন্দসী বলেছেন: মরিচের ব্যবসা করে এক লোকের অনেক টাকা,এখন সম্মান পেলে না করে না।সুযোগ সন্ধানী তরূণ সমাজ স্পনসরের আশায় উনাকে প্রধান অতিথি করে।একবার তেমনি এক ফুল প্রদর্শনী অনুষ্ঠানে সাহেব মিয়া প্রধান অতিথি।ভাষণে বল্লেন,"'গোলাপ হইলো আমাদের জাতীয় ফুল"
পাশ থেকে এক বিব্রত তরূণ আস্তে ফিসফিস কটে জানালো"স্যার গোলাপ না শাপলা"
সাহেব আলী রেগে মেগে বল্লো'"কি শাপলা?শাপলা তো তরকারী এইডা কি কোন ফুল হইলো?কিয়ের লগে কিয়ের তুলনা,কই আিয়ুব খান কই খিলি পান 'জোকস টা মনে পড়লো।আনন্দ পাইলাম পইড়া

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯

রেজোওয়ানা বলেছেন: তোমার তো তাই মনে হবে! ফুল দেখলেও ভাজি করে খেয়ে ফেলতে চাও /:)

১২৫| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ!
পদ্ম নিয়ে অনেক জানা হলো।
এখন বরিশাল যাওয়ার পরিকল্পনা নিতেই হয়!

০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৭

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.