![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেশ পত্রিকার প্রথম পাতায় পুরো পৃষ্টা জূড়ে হেডিং করা হয়েছে ব্লগাররা ইসলামের অবমাননা করছে। শাহবাগ আন্দোলনে নাস্তিক কেউ কেউ থাকতে পারে। কিন্তু ২/৩ লাখ লোক স্বশরীরে উপস্থিত, লক্ষ লক্ষ লোক সমর্থন দিচ্ছে। আমরা সবাই নাস্তিক? আজকের এই সহিংসতার পেছনে কি আমার দেশ এর দায় নাই? এর নাম সংবাদপত্রের স্বাধীনতা ?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
সাইফুল আলম শাহিন বলেছেন: মাহমুদুর রহমানের ফাঁসি চাই
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
টুটুল২০০৮ বলেছেন: কি আর বলব আমরা বল্গ আর ইসলামকে গুলিয়ে ফেলছি। রাজাকাররা এদেশের জন্য অভিশাপ । কিন্তু আমরা কিভাবে একজনকে এতো শ্রদ্ধা জানাতে পারি যে মহানবীকে এত কুটূক্তি করতে পারি। ইসলাম মুসলমান কোন সংখ্যার বিষয় নয়। ইসলামের সূচনা লগ্নে শ খানেক লোক মুসলিম ছিলো তাই বলে সেই কোটি কোটি লোক ঠিক ছিল ।
লেখাটা একজন মুসলিম হিসাবে মুসলিমদের প্রতি । অন্য ধর্মের প্রতি আঘাত দিতে নয়।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
হাঁড় = ঘাঁড় বলেছেন: ছিড়ছে পতাকা ভাংছে শহীদ মিনার। কাটছে রগ। পুলিশের উপর মুহুর্মূহু বোমা হামলা ও গুলি হচ্ছে। আবার একাত্তর। বেয়াল্লিশ বছর কালসাপ পুষেছি। ছো্বল তো মারবেই।
* ২৫ মার্চ ১৯৭১, গণহত্যা চালানো হয় পুলিশের উপর রাজারবাগে। ২২ ফেব্রুয়ারি ২০১৩, খুন পুলিশ, গুলিবিদ্ধ, আহত।
*১৪ ডিসেম্বর ১৯৭১, জাতির কন্ঠ ও বিবেক বুদ্ধিজীবী হত্যা। ২২ ফেব্রুয়ারি ২০১৩, সাংবাদিকদের উপর বোমা হামলা, সাত সাংবাদিক গুলিবিদ্ধ, ১৫ জন বিভিন্নভাবে আহত। অসংখ্য আক্রমণ।
*একাত্তরে লেখকদের নিশ্চিহ্ন করা হয়, জবাই করে গুলি করে চোখ বেধে মেরে ফেলা হয়। তোরোতে সব অনলাইন লেখককে জবাই করে হত্যা করার ঘোষণা দেয়া হয়।
* ২৫ মার্চ ১৯৭১, গুঁড়িয়ে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২২ ফেব্রুয়ারি ২০১৩, ভাঙা হল সিলেট ফেণী সহ অনেক জায়গার শহীদ মিনার।
*একাত্তরে জাতীয় পতাকা পোড়ায় জামাত। ২২ ফেব্রুয়ারি তেরোতে জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয় তারা।
*১৯৭১, হিন্দু দের বিরুদ্ধে যুদ্ধের নামে মুসলমান সহ সব ধরনের বাঙালি হত্যা। ২০১৩, নাস্তিক দের বিরুদ্ধে যুদ্ধের নামে মূলত মুসলমান সহ সব ধরনের বাঙালির উপর সারাদেশে আক্রমণ।
* ‘কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না।’- গোলাম আযম, ৭১ সালের ৩১ আগস্ট। 'কোন ভালো মুসলমান তথাকথিত শাহবাগ আন্দোলনের সমর্থক হতে পারে না।'- জামায়াতে ইসলামী, ২০১৩।
* পাকিস্তান রক্ষার জন্য গৃহযুদ্ধে নামে জামাত একাত্তরে। যারা যুদ্ধে গণহত্যা চালিয়েছিল তাদের রক্ষার জন্য আবার গৃহযুদ্ধ ঘোষণা করে জানুয়ারি তেরোতে।
*দুই থেকে চার লক্ষ মা বোনকে বেশ্যা ঘোষণা দিয়ে নয়মাস ধর্ষণ করে জামাত ও সমমনা পাকিস্তানিরা। শাহবাগে যাওয়া সব নারীকে বেশ্যা ঘোষণা করে তেরো সালের জামাত ও সমমনা দলেরা।
*পাকিস্তানে জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর গণহত্যার দায়ে ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসি বাদ হয়ে যায়। তেরোতে সাড়ে তিনশ হত্যার নির্দেশদাতা কাদের মোল্লার ফঁাসির বদলে যাবজ্জীবন দন্ড হয়।
*একাত্তরে মাওলানা ভাষাণীর মত ধর্মপ্রাণ মুসলমানরা জামাতের বিরুদ্ধে তথ্য তুলে ধরেন। তেরোতে মুসলিমরা আবারো জামায়াতকে ধর্মদ্রোহী ঘোষণা করেন।
একাত্তরে জামায়াত পরাজিত। এবার কি হবে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সাইফুল আলম শাহিন বলেছেন: আবার পরাজিত হবে। জামাত আর তার গডফাদার বিএনপি আর তার গডফাদার ও বিশ্বজূড়ে ইসলামের ১নং শত্রু আমেরিকা আবার পরাজিত হবে।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
ওরাকল বলেছেন: শাহবাগের সমবেত জনতার সবাই যেমন নাস্তিক নয় ঠিক তেমনি আজকের তৌহিদি জনতার বেনারে প্রতিবাদ করা সবাই জামাত-শিবির না। তার মানে এই নয় যে আজকের মিছিলগুলতে জামাত-শিবিরের কেউ ছিল না, নিশ্চই ছিল ফলে এই অনাকাঙ্খিত সংঘাত ঘটেছে। আর শাহবাগের আন্দলনকারীদের নেতৃত্বে রয়েছে কিছু চিন্হিত নাস্তিক যারা ঐ আন্দলনে ইচ্ছাকৃত ভাবে জামাতকে নিশিদ্ধ করার নামে দেশ থেকে সকল ইসলামি দলকেই নিশিদ্ধ করার পায়তারা করছে।
বাংলাদেশে কে রাজনৈতিক কারনে ধর্মকে ব্যাবহার করেনি ? বিএনপির কথা না-ই বল্লাম খোদ প্রগতিশীল দাবিদার আ-লীগ নেতৃ তসবি-স্কাফ লাগিয়ে ৯৬ এ ভোটে নেমেছে। ২০০৭ এ জলিল সাহেব ইসলামি দলগুলর সাথে নির্বাচনি চুক্টি করেছে।
আর শাহবাগের সে আদলন ধর্মনির্পেক্ষতার দাবিদার তারা কিনা বঙ্গবীর কাদের সিদ্দিকির মৃদু-নসিহত শুনে ৪র্থ সমাবেসে কোরআন,গিতা, বাইবেল সব পাঠ করে ফেলল ! এতে কী প্রমানীত হল এটা ঐ আন্দলনের নেতারাই জেনেন.............
আজ দেশের লিডিং সব সংবাদ মাধ্যম নির্বিচারে সবাইকে যেমন জামাত-শিবির বানিয়ে দিয়েছে তেমনি আমার দেশ ও সব ব্লগারকে নাস্তিক বানিয়ে দিয়েছে। .........সুযোগ কেউ হাত ছাড়া করছে না।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
মিশনারী বলেছেন: মুজাহিদ আসছে, বাতিল কাঁপছে । যাদের গায়ে আগুন লাগছে, তাদের নদিতে ঝাপ দেয়া দরকার ।
জামাত ভোত আর গেল না ।
আল্লাহ ও রাসুল (স: কে খারাপ ভাষায় কথা বলার পর ও যদি কোন মুসলমান এখানে জামাতকে টেনে এনে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাই, তারা মুসলমানের কলংক ।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
প্রগতিশীল ইকবাল বলেছেন: Amar desh report is 100% correct.............
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সাইফুল আলম শাহিন বলেছেন: যারা নাস্তিক তারা তো ২০১১/১২ তে ব্লগ লিখেছে ? আজ এতোদিন পরে যুদ্ধপরাধ বিরোধী গনমনচে হামলা কেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সাইফুল আলম শাহিন বলেছেন: আমার দেশে বলেছে ব্লগাররা নাস্তিক,এটা যদি ১০০% ঠিক হয়, তাহলে আপনি কি নাস্তিক ?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
সাইফুল আলম শাহিন বলেছেন: আবার পরাজিত হবে। জামাত আর তার গডফাদার বিএনপি আর তার গডফাদার ও বিশ্বজূড়ে ইসলামের ১নং শত্রু আমেরিকা আবার পরাজিত হবে।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সাইফুল আলম শাহিন বলেছেন: শাহবাগের সবাই কি নাস্তিক ? নাহলে তথাকথিত তৌহিদী জনতার মিছিল কেন শাহবাগ অভিমুখে ?
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
তাসজিদ বলেছেন: অনেক বড় একটি ভুল করেছি আমরা। কুত্তার সাথে মানুষের আচরণ করেছি। একারনে কুত্তা কামর দেয়ার সাহস পাই।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
বাদল চৌধুরী বলেছেন: মানুষের ধর্মীয় অনুভূিত ব্যবহার করে শুক্রবারের জমায়েতকে পঁুজি করে ওরা অাজকের কান্ড ঘটিয়েছে। অামি মনে করি, এতে অাতঙ্কিত হওয়ার কারণ নেই। গণজাগরণ মঞ্চের েয কর্মসূচিগুলো অােছ, সেগুলো বাস্তবায়ন এর মাধ্যমে অােরা ব্যপক গণভিত্তি গড়ে তুলতে হবে।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
সাইফুল আলম শাহিন বলেছেন: নিজেদেরও সংযত ও সাবধান হতে হবে
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মাগফার উদ্দিন মনি বলেছেন: রাজাকারের ফাঁসী চাই আর যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদেরও ফাঁসী চাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সাইফুল আলম শাহিন বলেছেন: জঙ্গী দিয়ে ইসলামকে বাচানো যাবে না, ইসলামের ১ নং শত্রু আমেরিকা। তারা জামাতের মাধ্যমে বাংলাদেশে জঙ্গীবাদ এক্সপোর্ট করতে চায়, যেমনটা করেছিল আফগানে, কমুনিষ্ট ঠেকানোর নামে, তার পরিনতি কি আমরা জানি না ?
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
তাসজিদ বলেছেন: এর নাম সংবাদপত্রের স্বাধীনতা ??????????????????????????????????????????????????????????
এটি সাধনত নয় স্বেচ্ছাচারিতা।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সাইফুল আলম শাহিন বলেছেন: বিএনপির মহাসচিব (আজীবন ভারবাহী) ফকরুল ছিলেন সিপিবির ছাত্র ইউনিয়নের নেতা, রুহুল কবীর রিজভী ততকালীন ইউনাইটেড কমিউনিস্ট লিগের ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। তৌহিদী জনতা আর আমার দেশ এব্যপারে কি বলে?
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
বিজয় বেষ্ট বলেছেন: আমার দেশ পত্রিকা
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
ইলিয়াছ বলেছেন: আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আন্দলন করাটা প্রতিপক্ষ দূর্বল ভাবছে।