নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

আজকের হরতালের নায়ক

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

এফডিসির দূর্দিনে বিএনপি আজ এগিযে এসেছে। নজরুল ইসলাম খান এখন নায়ক জসিম। কারন উনি নাকি গুলি খেয়েছেন, অথচ দিব্যি সাংবাদিকদের সাথে দাড়িয়ে দাড়িয়ে কথা বলছেন। উনি তো জসিম +++

মন্তব্য ৭ টি রেটিং +২/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩

বাঘা তেঁতুল বলেছেন: বাংলা ছি নেমা ভাল দেখা হয় দেখছি , ভালো কথা দুই দলের কেও কম যায় না , আর আলীগ এর ক্রিমিনালি বুদ্ধির কাছে বি এন পি তো শিশুশু =p~ ;)

২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

একরামুল হায়দার বলেছেন: রিজভীও নাকি গুলি খাইছে...........অরে তো কাল ৭১ টিভি তে দেখলাম

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

সাইফুল আলম শাহিন বলেছেন: সবাই জসিম.. ডিসুম ঢিসুম....!!

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

কলাবাগান১ বলেছেন: হরতালের আসল উদ্দেশ্যই ছিল ৭ই মার্চকে জাতি যেন পালন করতে না পারে....। আর প্রজন্ম চত্বরের ৭ই মার্চের সরোওর্য়াদী উদ্যানের সমাবেশকে না করতে দেওয়া........

বিনপির এই প্রজন্ম চত্বর বিরুধী স্ট্যান্ড নতুন প্রজন্ম ঠিকই ভোটের মাধ্যমে দিবে বলেই আমার বিশ্বাস

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০

সাইফুল আলম শাহিন বলেছেন: মুসলিম লীগের পরিনতি হবে, মিথ্যা দিয়ে বেশীদূর যাওয়া যায় না

৪| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

২০১৩ বলেছেন: পুংলিশ ভ্রাতাদের কালকের কর্মকান্ডে আমি বড়ই মর্মাহত, তারা রাষ্ট্রের বহু গুলি কাল খরচ করেছে কিন্তু কোন লাশ ফেলাইতে পারে নাই , এদের কে আমি ধিক্কার জানাই রাষ্ট্রের সম্পদ এই ভাবে অপচয় করা হচ্ছে, এটা সহ্য করা হবেনা।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

সাইফুল আলম শাহিন বলেছেন: গুলিতেও ভেজাল ছিল ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.