নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

পত্রিকা নাকি বিএনপির লিফলেট ?

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২



হাসিনার ছবি কখোনো প্রথম আলোতে এত বড় করে ছাপা হয় নি। এটা পত্রিকা নাকি বিএনপির লিফলেট ? খালেদা বিএনপির অফিসে গেছেন, পুলিশী অভিযানের পরে, তাই বলে তার নিউজ ভ্যলু কি এতো বেশী। আর নিচে দেখুন প্রশাষনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: এটা কি নির্বাচনী গুঞ্জন
নাকি প্রচার প্রহসন

২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

আশীষ কুমার বলেছেন: :P :P

৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

সিসোর১ বলেছেন: এটা আমেরিকার পেপার । এখানে এই জিনিস দেখে যদি খেপে যান , তাহলে জানুন এখানে মহান (!) আবুল হাসান নিয়ে লেখা বইয়ের তৈলাক্ত রিভিউ ছাপানো হয়এখানে

৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

কাঠুরে বলেছেন: সব মাছই ূ খায়, কিন্তু নাম পরে ঘাউরা মাছের,

৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

সরোজ রিক্ত বলেছেন: হাসিনার ছবি কখোনো প্রথম আলোতে এত বড় করে ছাপা হয় নি!!!

ছাগল আর কারে কয়??

আপনি কি ব্লগার নাকি আওয়ামী লীগের চামচ!!

৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

বিডি আমিনুর বলেছেন: প্রথমআলু খালেদার ছবি এত বড় করে কেন ছাপল এজন্য সরকার দল এক দিন হরতাল ডাক তে পারে B-) B-) B-)

৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

শাহীন উল্লাহ বলেছেন: আপনেরা খামোকাই এই দেশে থাকেন!!! সেই জন্মের পর থেকে দেখে আসছি যে এই দেশে বিরোধী দল রাই সব সময় ফেবারে থাকে, আর সরকার সবসময় চাপে থাকে।

এই দেশে ভোট দেয় কে কত বেশী ভালো এই হিসেব করে নয়? কে কত বেশী খারাপ এই হিসেব করে!!!!

৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

বাংলাদেশি বাংগালী। বলেছেন: আমি হলাম গিয়ে আমি।





মানে চামচা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

মাথামোটা বাবু বলেছেন: শাহীন উল্লাহ বলেছেন: আপনেরা খামোকাই এই দেশে থাকেন!!! সেই জন্মের পর থেকে দেখে আসছি যে এই দেশে বিরোধী দল রাই সব সময় ফেবারে থাকে, আর সরকার সবসময় চাপে থাকে।

১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

এম আর সুমন বলেছেন: খবরটা তো অবশ্যই প্রথম পাতার। কিন্তু এটা তো 2য় পাতায় ছাপা হয়েছে। তাও সইলো না? আর হাসিনার ছবি ছাপা হয়নাই, মানে কি? কি বুঝালেন এটা দিয়া? আপনি আওয়ামী চামচা? এতবার বলার কি আছে? আমরা তো মানছি যে আপনিি বড় চামচা।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

সাইফুল আলম শাহিন বলেছেন: ১ম পাতায়

১১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

দীপ্তপন বলেছেন: আতলামির তো একটা লিমিট থাকে।

১২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

ওয়াচডগ৫৭ বলেছেন: প্রথম আলো আপনার মত পাঠকদের অর্থে চালিত কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, ব্যাক্তিমালিকানাধীন এন্টারপ্রাইজ। তাদের ব্যবসায়িক স্বার্থে যা ছাপার তাই ছাপবে। এ নিয়ে আপনার অভিযোগ নিতান্তই ছেলেমানুষী, দলীয় গু খাওয়া আবর্জনার পরিচায়ক।

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

এম.ডি জামান বলেছেন: প্রথম আলো তার সম্পাদকীয় নীতির কারনে আওয়ামিলীগকে যতটুকু সমর্থণ দেয় তার সিকি ভাগ ও বি, এন, পি কে দেয়না।

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

আবুল হাসান নূরী বলেছেন: শেখ হাসিনার গতকালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করার খবরের চেয়ে বিএনপি অফিসে পুলিশী অভিযানের পরে সেখানে খালেদা জিয়ার যাবার খবরের নিউজভ্যালু বেশী ছিল।

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

আহ্নিক অনমিত্র বলেছেন: একটু জেনে শুনে কথা বললে ভালো হয়। আপনারা যেটা মনে করেন সেরকম বোকা তো আর আমরা কেউই না। আমরা কিছু লিখার সময় একটু জেনে বুঝে লিখি।
প্রথম আলো বর্তমানে কাদের হয়ে কথা বলছে সেটা সবাই জানে।

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

ভুতের আছর বলেছেন: বুঝতে পারছিঃ এখদম ফকফকা পরিষ্কার

১৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

কান্টি টুটুল বলেছেন:

আপনার পোষ্ট কিন্তুক প্রথম পাতায় দেখতাছি ;)

১৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

পাইলট ভয়েচ বলেছেন: এইডা কার পত্রিকা?

১৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আইন করে নিষিদ্ধ করা হোক - প্রথম আলোতে গোলাপি ম্যাডামের ছবি ছাপা নিষিদ্ধ !

২০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

২০১৩ বলেছেন: ভাল চুলকানির ঔষধ লাগান, কামে আইব।

২১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

ভিটামিন সি বলেছেন: আমরা তো জানি মইত্যা বেডা হাসিনার লেঙ্গুর। এহন তো দেখবার লাগছি আপনি ওই লেঙ্গুরের রুম্বা (লোম)। ভালো হইয়া যান।

২২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

samolbangla09 বলেছেন:
২০১৩ বলেছেন: ভাল চুলকানির ঔষধ লাগান, কামে আইব। :-P :-P :-P

২৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

সরলপাঠ বলেছেন: প্রথম আলু গত একমাস একই তরকারী খাইয়েছে, এবার একটু ব্যাতিক্রম হল, ঘাবড়ানোর কিছুই নাই।

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

সাইফুল আলম শাহিন বলেছেন: আমেরিকার কোন পত্রিকায়/টিভিতে দেখান তো মিট রমনীর ছবি কতো বার আসে, আর ওবামা কতোটা প্রচার পান ? হাসিনার সাথে তুলনা সেই কারনে।

আর প্রায় আধা পৃষ্ঠা জুড়ে ছাপানোর মতো গুরুত্বপূর্ণ ছবি এটা ?

২৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

আহসান হাবিব হীমূ বলেছেন: অসাধারণ। সত্যি অসাধারণ, আমিও এমনটি লিখবো ভাবছিলাম। কিন্তু কথাগুলো বুকের ভেতর গুমড়ে মরছিলো, ব্লগের পাতায় সাঁজিয়ে টাইপ করতে পারছিলামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগভাবনা নিয়ে অনেক লেখা পড়লাম ব্লগে কোনটাই কাজের কথা বলেনি। শুধু আপনি মূল বিষয়টি সমূলে মূলোৎপাটন করে তুলে এনেছেন। আপনাদের মত ভাল মন ও মননের কিছু ব্লগার আছেন বলেই ব্লগ এত ভাললাগে।

পোস্ট প্রিয়তে নিতে চাই। কিভাবে নিতে হয় যদি একটু বলে দিতেন...

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

সাইফুল আলম শাহিন বলেছেন: ধন্যবাদ, আমরা অগনিত, কিন্তু পশ্চিমাদের এজেন্ট মিডিয়াতে চলে ম্যজিক রিয়ালিজম, ১০/২০ জন যখন শাহবাগে শুরু করে, তখন হঠাত বোঝা যায় আমরা অগনিত। ধন্যবাদ আপনাকে।

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

স্বাধীকার বলেছেন:
আহসান হাবিব হীমূ বলেছেন: অসাধারণ। সত্যি অসাধারণ, আমিও এমনটি লিখবো ভাবছিলাম। কিন্তু কথাগুলো বুকের ভেতর গুমড়ে মরছিলো, ব্লগের পাতায় সাঁজিয়ে টাইপ করতে পারছিলামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগভাবনা নিয়ে অনেক লেখা পড়লাম ব্লগে কোনটাই কাজের কথা বলেনি। শুধু আপনি মূল বিষয়টি সমূলে মূলোৎপাটন করে তুলে এনেছেন। আপনাদের মত ভাল মন ও মননের কিছু ব্লগার আছেন বলেই ব্লগ এত ভাললাগে।

পোস্ট প্রিয়তে নিতে চাই। কিভাবে নিতে হয় যদি একটু বলে দিতেন... :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.