![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কি বলতে পারবেন, পবিত্র কোরআন বা হাদিস এর কোন স্থানে নাস্তিকের চাইতে ইহুদি, খৃষ্টান বা কাফেরদের অপেক্ষাকৃত ভালো বা সঠিক বলা হয়েছে কিনা ? তা নাহলে হটাৰ নাস্তিক বিরোধী আ্দেোল শুরু হল কেন ?
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
সাইফুল আলম শাহিন বলেছেন: সেটা তো সরকার উদ্যোগ নিয়েছে। সময় দিতে হবে তো , নাকি ? কিন্তু তারা তো আজকে নাস্তিকদের বিচার চেয়ে সমাবেশ করেছে, শুধু কটুক্তির বিচার চেয়ে নয় !
২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
শরীফ িবিড বলেছেন: হ্যা। সুরা বাকারার ৬২ নং অায়াতটি পড়লেই জানবেন এবং তা অতি যুক্তিযুক্তভাবেই।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
সাইফুল আলম শাহিন বলেছেন: তাতে কি লেখা আছে ?
৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
শরীফ িবিড বলেছেন: তবে কাফের নয়।
৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
রওনক বলেছেন: অবশ্যই
সুরা বাকারার ৬২ ং আয়াত:
নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।
অর্থাত, যারা ১ স্রষ্টা ও আখেরাতে বিশ্বাস করে তাদেরই বেহেস্তে যাওয়ার চান্স আছে। অন্যদের না।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
সাইফুল আলম শাহিন বলেছেন: এতে তো ইহুদীদের বেহেস্ত যাওয়ার কথা বলা হয় নি, বলা হয়েছে সবার মাঝ থেকে যারা ইসলাম গ্রহন করেছে তাদের কথা ! এখানে নাস্তিকের চেয়ে ইহুদী ভালো এটা কোথায় পেলেন ?
৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
আল মামুনুর রশিদ বলেছেন: ihudi, nastik esob jar jar bisoi. kintu nastikota beiccha islam biddeshi ta mul
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
সাইফুল আলম শাহিন বলেছেন: ইসলাম বিদ্বেষী কোন কথা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আর ইসরাইল আর আমেরিকার চাইতে বড় ইসলাম বিদ্বেষী আর কে আছে? তাদের সাথে দহরম মহরম রাখতে তো অনেক ইসলামী দলের দেখি বিন্দুমাত্র লজ্ঝাও লাগে না। আর আজকের জনসভা আর এর আগের অনেক পোষ্টারে ইসলাম বিদ্বেষী ব্লগ নিষিদ্ধ করার দাবী দেখি নাই, নাস্তিকদের প্রতিরোধ করার কথাও দেখেছি। তাই জানতে চাইলাম...
৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
রওনক বলেছেন: এতে তো ইহুদীদের বেহেস্ত যাওয়ার কথা বলা হয় নি, বলা হয়েছে সবার মাঝ থেকে যারা ইসলাম গ্রহন করেছে তাদের কথা !
এখানে কোরআনের আয়াত স্পষ্ট করে বলা আছে, উপরের কথাটা এখানে কোথায় পেলেন?
আপনি বা কেউ যদি খোদার উপর খোদাগিরি করে আয়াতের অর্থ বদলান তাহলে আমাদের কিছু করার নাই। আপনার কপাল আপনিই খুরবেন।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
সাইফুল আলম শাহিন বলেছেন: সুরা বাকারার ৬২ ং আয়াত:
নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। -- এখানে আমার মূল প্রশ্নের ('নাস্তিকের চাইতে ইহুদি, খৃষ্টান বা কাফেরদের অপেক্ষাকৃত ভালো বা সঠিক বলা হয়েছে কিনা ?') উত্তর আছে? আমি বুখতে পারি নাই। বুঝিয়ে দেবেন ?
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১
চারু_চারবাক বলেছেন: ৯৮:৬: Verily, those who disbelieve (in the religion of Islâm, the Qur’ân and Prophet Muhammad (Peace be upon him)) from among the people of the Scripture (Jews and Christians) and Al-Mushrikûn will abide in the Fire of Hell. They are the worst of creatures.
এই আয়াতে আহলে কেতাব (খৃস্টান ইহুদী ) এবং মুশরিক এদের সবাইকে নিকৃস্টতম সৃস্টি বলা হয়েছে। এখানে নাস্তিকদের কথা বলা নেই।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
সাইফুল আলম শাহিন বলেছেন: ধন্যবাদ, এটা কোন সুরার কতো নং আয়াত বলতে পারলে আরেকটু জানতে পারতাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
আলতামাশ বলেছেন: Alemder dabi nastik hotano noy, islamke niye kutuktikarider bicar. Proman chaile dite parbo.