নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সর্বকালের সেরা স্ট্রাইকার অবুল্যা আল মুহিত্যা

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

প্রথমেই আবুল্যার উদ্দেশ্যে অভিনন্দন, :-B বাংলাদেশ অনেক স্ট্রাইকার দেখেছে, আসলাম, সালাম, ওযাসিম আরো কতো জন এলো গেলো। কিন্তু ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে আবুল্যার নাম। তারমতোন এমন পটু স্ট্রাইকার ফুটবলপ্রিয় বাঙালী আর একজনো দেখেছে কিনা সন্দেহ। তবে সমস্যা শুধু একটাই তার পায়ে বল গেলে তার দলের গোলকিপার আর সমর্থকরা সবচাইতে উংকন্ঠিত থাকেন, এই বুঝি গোল করে ফেলেন, এই বুঝি তার নেয়া শট জাল ছিড়ে বের হয়ে যায় ! ভাবছেন আওয়ামীগের স্ট্রাইকার আবুল্যা তো গোল করবেই , এতে তার দলের সমর্থকরা এতো উৎকন্ঠিত হওয়ার কি আছে । ভাইরে আবুল্যার শট তো ওই পারে যায় না, সে চেনে তার নিজের দলের গোলপোস্ট। একের পর এক সে আত্মঘাতী গোল দিয়ে যায়....



তার সেরা নৈপুন্য ছিল শেয়ার বাজার নিয়ে, কিছ করতে পারুক বা না পারুক আবুল্যা চুপ করে বসে থাকে নি,অসংখ্য টিভি রেডিওর সাংবাদিকদের সামনে, নিজ দলের ডি বক্সের বাইরে থেকে তার নেয়া রংধনু শট বাক খেয়ে ঠিকই ঢুকেছিল আওয়ামীলীগের জালে। ফুটবলপ্রিয় বাঙালী তার সেই শট চিরদিন মনে রাখবে...'শেয়ার মার্কেট ইজ এ স্ট্রেনজ মার্কেট...!' ... ওহ হোয়াট এ স্ট্রেনজ গোল ইট ওয়াজ!!!



গ্রামীন বংকের এমডি নিয়ে তার যে ড্রিবলিং... চেয়ে চেয়ে দেখবার মতোন। যেখানে অতি সহজে ইউনুস্যার তথাকথিত 'নির্বাচিত' নামধারী আসলে মনোনিত রহিমা/সগিরার পরিচালনা পষর্দ ভেঙে দি্য়ে নতুন পষর্দ নিবাচন করে তাদের দিয় নতুন ্এমডি নির্বাচন রা যায়, সেখানে তা না করে, প্রতিপক্ষর গোললবার থেকে বল ধরে একের পর এক খেলোয়ারকে কাটিয়ে , তিনি বল নিয়ে এসেছেন নিজের গোলমুখে। ইউনুস চাইতেন উনাকে এমডি থেকে গ্রামীন ব্যংক অধ্যাদেশ অনুযায়ি যদি সরতেই হয় তবে ওনাকে চেয়ারম্যান করতে হবে। তারমানে এমডি র বদলে তখন সর্বময় ক্ষমতা যাবে চেয়ারম্যানের হাতে। তো আবুলা ইউনুসের জায়গায় অন্য কাউকে এমডি বানাতে এখোনো পারেন নাই, দেশে লোকের অভাব নাই। সমস্যা হল রহিমা / সগিরার পরিচালনা পর্ষদতো ইউনুসের হাতে মনোনিত, তার বাদ সাধে। তাই আবুলা এখন কি করছে, সে এমডি নিয়োগের ক্ষমতা তুলে দিয়েছে চেয়ারম্যানের হাতে। এখন, কি হবে, অনুকূল সময়ে ইউনুস হবেন চেয়ারম্যান, তার হাতেই থাকবে এমডি নিয়োগের ক্ষমতা ! তো এতে দেশের তেমন কিছু যায় আসে না হয়তো...



আবুলের আরো একটি স্মরনিয় গোল জাতি মনে রাখবে। হাসিনা যখন ওয়ার্ল্ড ব্যাংককে না করে দিলেন, কারন সবাই বুঝেছিল, আসলে দুর্নিতী ফুর্নিতী মূল ব্যপার নয়, কারন এখোনো তো কোন টাকাই খরচ হয় নি, ওয়াল্ড ব্যংকের টাকা তারেক, খালেদা, এরশাদ, কতোজনে কতোকালে কতো নয় ছয় করলো , কিছু হল না, আর পদ্দা সেতুতে তো কোন টাকাই খরচ হয় নি, তাহলে দুলীতি হয় কিভাবে। তো এসব বলে আসলে আওয়ামীলীগকে তারা টাকা দেবে না, বরং খালি সময় নষ্ট করবে। কারন দুর্নীতি হলে তার বিচার হবে, তার জন্যে প্রজেক্ট বন্ধ থাকবে কেন। তো হাসিনা যখন তাদের কে ওয়ালাইকুম তফাত বললেন তখন এই আবুল্যা তাদের হাতে পায়ে ধরে, আরেক আবুল্যারে দৃশ্যত কোন তথ্য প্রমান ছাড়াই পদত্যগ করালো। সাথে ছিল উইকিলিকসে ফাস হওয়া সিআইএর দালাল (হাসিনার পররাষট্র উপদেস্টা, অক্সফোর্ড এ প্রভাবশালী গওহর বিজভী)। তারা বললেন ওয়াল্ড ব্যংক টাকা দেবে। সব দোষ আওয়ামীলীগের হল, নাকে খত দেওয়াও হল, সময় গেল, কিন্তু সেই টাকা কি তারা শেষ পর্যন্ত দিল। তবে পৃথিবীতে একমাত্র কিনা জানি না, বাংলাদেশের ইতিহাসে প্রথম বার দূনীর্তির ষড়যন্ত্রের অভিযোগে মামলা হ'ল !



তো নিজের জালে আবুল্যার লেটেস্ট হিট শট, হলমার্ক থেকে টাকা উঠানোর জন্যে তাদের কে আরো লোন দেয়া হবে বলে সাংবাদিকদের ঢাক ঢোল পিটিয়ে বলছেন। মাফ চাইরে বাবা আবূল্যা, ফেরত কিছু আনা লাগবো না তুমি বাবা সাইড লাইনে রেস্ট নাও, এখন নতুন প্লেয়ার নামানোর টাইম হইছে। ক্যপ্টেন কি শুনছেন ?



সবশেষে, আগের দিনের আরেক বিখ্যাত স্টাইকারের একটা গল্প বলি। ৭৫ এ সেভেন মার্ডার খুব আলোচিত ঘটনা। এতে সরকারের ব্যপক ভাবমূর্তি নষ্ট হয়, যা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরীতে সাহায্য করে। তো সেই খুনের হোতা ছিল তখনকার ছাত্রলীগের সভাপতি। বঙ্গবন্ধু তখন বিদেশে, দেশে ফিরে সব শুনে তাকে এরেস্ট করতে নির্দেশ দিলেন। ছাত্রলীগের সভাপতি কোর্টে শ্লোগান দিলেন, স্বাধীন বাংলাদেশে সেই শ্লোগান সেই প্রথম, ' খুনি মুজিবের ফাসি চাই'। সেই সভাপতি পরে জিয়ার সময় সাধারন ক্ষমা পান। তিনি এখন ১৮ দলীয় জোটের অন্যতম নেতা, শফিউল আলম প্রধান !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

শরীফ িবিড বলেছেন: জানলাম ।

২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

সাইফুল আলম শাহিন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.