![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আওয়ামীলিগ বিএনপি অফিসের সামনে গুলি করেছে, যাতে কারো গায়ে ফুলের টোকাটাও না লাগে, কিন্তু ১৮ দলের আন্দোলন জমানো যায়।
২) বিএনপি অফিসের সামনে (সমাবেশ হওয়ার পরে) ককটেল ফাটিয়েছে, গাড়ি পুড়িয়েছে, যার মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার একমাত্র চ্যানেল এটিন বাংলার গাড়ি আছে তবে ফকার গাড়ী নাই ! মির্জা ফকরুল তার গাড়িতে উঠে চলে যাওয়ার সময় পিছু পিছু যাওয়া এটিএন বাংলার সাংবাদিককে বলেছেন, এগুলো সরকারি দলের ক্যডাররা করেছে।B-
৩) এর আগে বিএনপির সালাহউদ্দিন বলেছেন, হরতালের আগে গাড়ী পুড়ায় আওয়ামীলীগ।
তো আমরা দেখতে পাচ্ছি, দেশে চমৎকার রাজনৈতিক বন্ধুত্বের পরিবেশ তৈরী হয়েছে। তবে বিএনপির উচিৎ সত্তর তাদের পক্ষ হয়ে এইসব করার জন্য আওয়ামীলীগকে ধন্যবাদ দেওয়া।
পরিশেষে জামাতে ইসলামের টিভি দিগন্ত তে মিথ্যা বলার প্রমান-- এটিন বাংলার খবরে পরিস্কার দেখিয়েছে, বিএনপি তার সমাবেশ শেষ করেছে, কমরেড ফকা সবাইকে 'শান্তিপূর্নভাবে' চলে যেতে বলেছেন। তারপর পর পর শুরু হয় ককটেলের আর গাড়ী পুড়ানোর উৎসব। অথচ দিগন্ত টিভির খবরে বলা হচ্ছে - 'মিটিংয়ের শেষ পর্যায়ে' ককটেল ফেটেছে !!
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫
সাইফুল আলম শাহিন বলেছেন: ওই ঘটনার প্রতিবাদে আজকের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে শেষ হওয়ার পর গণমাধ্যমসহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরাই জড়িত।”-ফকরুল
Click This Link
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
সাইফুল আলম শাহিন বলেছেন: See ATN
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: মিরজা ফকুরুলে সমাপ্ত বক্তব্য কোন চ্যানেলে দেখলাম না.....
আপনার কাছে কোন লিক থাকলে দেন....