![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রথম আলোতে বিএনপি জামাত জোটের নেত্রী খালেদার বক্তব্য প্রথম পৃষ্টায় বড় করে এসেছে, যে' সরকার নাস্তিক ব্লগারদের জামাই আদর করছে'। এটা তো মিথ্যাচার, কোন প্রমান নাই, ভীত্তি নাই। নির্বাচিত সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্য ২য় পৃষ্ঠায়। হাসিনা আলেমদের সাথে বলেছেন, তিনি বেচেঁ থাকতে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে কোন কথা নিরবে সহ্য করবেন না। হেফাজতের লং মার্চের বিপরীতে তার এই কথা কি অনেক প্রাসঙ্গিক না ? তাহলে এই কথা পত্রিকাগুলো চেপে গেল কি উদ্দেশ্য্য ? পাছে জনগনের কাছে হেফাজতের লং মার্চের আর কোন উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন সামনে চলে আসে, তাই ? কারন প্রধান মন্ত্রী যদি একই কথা বলেন তাহলে আন্দোলনের কারন আর কি হতে পারে ?
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
সাইফুল আলম শাহিন বলেছেন: ভাই ইভটিজিং, বেপর্দা খালেদার পায়ের তলায় বইসা থাকে আপনাদের নেতারা, তো, জিয়ার মুর্তি তার বাসায়, খালেদার ছবির সামনে তারা নামাজ পড়ে, এইগুলো ইসলাম সমর্থন করে ? কাবা শরিফের অবমাননা , মিথ্যাচার ইসলাম অবমাননা নয় ?
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
দক্ষিনা বাতাস বলেছেন: প্রধানমন্ত্রী নিজেই নিজের কথায় আস্থা রাখতে পারেন বলে আমার মনে হয় না।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
সাইফুল আলম শাহিন বলেছেন: আমারোতো কতো কিছু মনে হয়, আপনারো অনেক কিছু মনে হতে পারে। বাস্তবতা হল কমিটি হয়েছে, গ্রেপ্তার শুরু হয়েছে, সমালোচনা সত্তেও। এখন তাকে তো সময় দিয়ে সুযোগ দিয়ে দেখতে হবে। তার আগেই লং মার্চ করে কি করতে চান ?
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
রওনক বলেছেন: হাসিনা আলেমদের সাথে বলেছেন, তিনি বেচেঁ থাকতে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে কোন কথা নিরবে সহ্য করবেন না।
তাহলে সরকার লংমার্চে বাধা দিচ্ছে কেন?
গনজাগরন মঞ্চে খাবার সর্বরাহ করলো, আর লং মার্চে গাড়ী বন্ধ করলো!! কেন?
এরপর করও বুঝতে বাকি থাকে যে হাছিনা " নিরবে সহ্য করব না" বলতে কি বুঝিয়েছেন।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
সাইফুল আলম শাহিন বলেছেন: যারা মহানবীর বিরুদ্ধে বাজে কথা বলেছে, তাদেরই বিচার হবে। শুরু হয়েছে। কিন্তু তাহলে লং মার্চ কেন ? আর যারা লং মার্চ করছে তারা কাবা শরিফের অবমাননাকারীদের বিচার চাচ্ছে না কেন ?
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
মো: ওমর ফারুক বলেছেন: েগমমডসট
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
সাইফুল আলম শাহিন বলেছেন: যারা হেফাজতের পক্ষ্য নিয়ে ব্লগ লিখছেন তারা কি নিজেদের নাস্তিক মনে করেন ? নাহলে ব্লগও লিখছেন আবার সব ব্লগারকে নাস্তিক হিসাবে চিন্হিত করা হেফাজতের পক্ষও নিচ্ছেন কিভাবে ?
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২
রওনক বলেছেন: আর যারা লং মার্চ করছে তারা কাবা শরিফের অবমাননাকারীদের বিচার চাচ্ছে না কেন ?
তা আপনারা বাংলা পরিক্ষার দিন গনিত পড়েন না, আর অন্যদের বলেন আরবি পড়তে।
এটা কে আমরা বলি ডাবল স্টেন্ডার্ড বা মোনাফেকি
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫
সাইফুল আলম শাহিন বলেছেন: কাবা শরিফের অবমাননা আর ধর্মের বিরুদ্ধে কটুক্তি দুটা আলাদা বিষয় না । আপনার কাছে দুটা ভিন্ন বিষয় মনে হয় নাকি ? আমাদের কাছে তা মনে
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
রওনক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচারও তো হচ্ছে, তাহলে শাহাবাগে আন্দোলন হচ্ছে কেন?
আর সেই আন্দোলনে সরকার মদদ দিচ্ছে কেন, যেখানে বিচার করার দোয়িত্বও তাদেরই?
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
সাইফুল আলম শাহিন বলেছেন: যুদ্ধপরাধের বিচারের বিরুদ্ধে জামাতের দেশব্যাপি হরতাল, সন্ত্রাস, তাদের হয়ে মার্কিন ইহুদীবাদী মিডিয়ার তৎপরতা আর তার মধ্যে কাদের মোল্রার ফাসি না হওয়ায় শাহবাগের আন্দোলন শুরু হয়। সেখানে সরকারের তথাকথিত আপোসের বিরুদ্ধেও শ্লোগান দেয়া হয়।
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
সাইফুল আলম শাহিন বলেছেন: ৪২ বছর মুক্ত থাকার পরেও যখন গনহত্যা ও গনধর্ষনের নেতাদের ফাসিঁ হয় না তখন মানূষ শাহবাগের আন্দোলন শুরু করে, হেফাজত বিচারের জন্য কতো বছর , কতোদিন অপেক্ষা করেছে ?
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
নষ্ট ছেলে বলেছেন: সাইফুল আলম শাহিন বলেছেন: যারা হেফাজতের পক্ষ্য নিয়ে ব্লগ লিখছেন তারা কি নিজেদের নাস্তিক মনে করেন ? নাহলে ব্লগও লিখছেন আবার সব ব্লগারকে নাস্তিক হিসাবে চিন্হিত করা হেফাজতের পক্ষও নিচ্ছেন কিভাবে ?
কালের কণ্ঠ : সব ব্লগারের বিরুদ্ধে আপনাদের এই আন্দোলন, নাকি নির্দিষ্ট কিছু ব্লগ ও ব্লগারের বিরুদ্ধে?
আল্লামা শফী : আমাদের আন্দোলন ঢালাওভাবে সব ব্লগ বা ব্লগারের বিরুদ্ধে নয়। অনেক আলেম ও ধর্মপ্রাণ ব্লগারও আছেন। আমাদের আন্দোলন কেবল সেসব ব্লগারের বিরুদ্ধে, যারা মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার আড়ালে সৃষ্টিকর্তা আল্লাহ, প্রিয় নবী রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অবমাননায় জড়িত। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও দেশের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং সভ্যতা-ভব্যতা ও গণতন্ত্রের কোনো মাপকাঠিতেই এমন কুৎসা ও অবমাননা মেনে নেওয়া যায় না। ওরা ইসলামের এমন জঘন্য অবমাননা করেছে, যা পশ্চিমা বিশ্বের কোনো অমুসলিমের মুখেও কখনো শোনা যায়নি। শুরু থেকেই আমরা ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা, ইসলামবিরোধী নারীনীতি ও ধর্মহীন শিক্ষানীতির বিরোধিতা করে আসছি। অথচ কয়েক বছর যেতে না যেতেই বর্তমান সরকারের গৃহীত এসব নীতির মারাত্মক কুফল শুরু হয়ে গেছে।
সূত্রঃ কালের কন্ঠ
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
সাইফুল আলম শাহিন বলেছেন: নষ্ট ছেলে, ধন্যবাদ, তাহলে শাহবাগ তাদের আক্রমনের লক্ষ্য কেন ? বাজে কথা ব্লগের মাধ্যমে যেমন বলা হয়েছে বিভিন্ন সময়ে তেমনি বই, সিনেমা এরকমও তো আছে। তাহলে ব্লগের বিরুদ্ধে আন্দোলন কেন ? আর সবশেষ কথা প্রধানমন্ত্রী বলেছেন তিনি ধর্মের বিরুদ্ধে কটুক্তি সহ্য করবেন না, সেই অনুযায়ী তদন্ত কমিটি আর গ্রেপ্তার শুরু হয়েছে, তাহলে বং মার্চ কেন দরকার ? আর কটুক্তি তো অনেক বছর ধরে করে আসছিল, এখন কেন আন্দোলন। কাবার অবমাননাকারীদের বিচার তারা চায় না কেন ? তারা মুক্তিযুদ্ধের প্রতীক অপরাজেয় বাঙালী ভাস্কর্য ভাঙতে চায়, তাহলে জিয়ার ভাস্কর্য ভাঙতে চায় না কেন ?
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
নষ্ট ছেলে বলেছেন: সাইফুল আলম শাহিন বলেছেন: নষ্ট ছেলে, ধন্যবাদ, তাহলে শাহবাগ তাদের আক্রমনের লক্ষ্য কেন ? বাজে কথা ব্লগের মাধ্যমে যেমন বলা হয়েছে বিভিন্ন সময়ে তেমনি বই, সিনেমা এরকমও তো আছে। তাহলে ব্লগের বিরুদ্ধে আন্দোলন কেন ? আর সবশেষ কথা প্রধানমন্ত্রী বলেছেন তিনি ধর্মের বিরুদ্ধে কটুক্তি সহ্য করবেন না, সেই অনুযায়ী তদন্ত কমিটি আর গ্রেপ্তার শুরু হয়েছে, তাহলে বং মার্চ কেন দরকার ? আর কটুক্তি তো অনেক বছর ধরে করে আসছিল, এখন কেন আন্দোলন। কাবার অবমাননাকারীদের বিচার তারা চায় না কেন ? তারা মুক্তিযুদ্ধের প্রতীক অপরাজেয় বাঙালী ভাস্কর্য ভাঙতে চায়, তাহলে জিয়ার ভাস্কর্য ভাঙতে চায় না কেন ?
এই আলেমরা আগেও আন্দোলন করেছে।
এদের কারণেই তসলিমা দেশ ছাড়তে বাধ্য হইছে। বঙ্গবন্ধুর সময় এক কবির বিরুদ্ধেও আন্দোলন হয়েছে। তাই বই এ বাজে কথা লিখলে আন্দোলন হয় না এইটা ভুল কথা।
আন্দোলনটা ব্লগের বিরুদ্ধে না কিছু ব্লগারের বিরুদ্ধে।
লং মার্চ ডাকার পর ধর পাকর শুরু হয়েছে। সো এইটা যে লোক দেখানো বুঝাই যাচ্ছে।
কটুক্তি অনেক বছর ধরে করা হলেও এইটা এখন সবার কাছে প্রকাশ পেয়েছে বলতে পারেন আন্দোলনের সুযোগ তৈরি হয়েছে। যেমন সুযোগ এসেছে ৪২ বছর পর যুদ্ধাপরাধীর বিচার করার।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০
সাইফুল আলম শাহিন বলেছেন: আগেতো সরকার কি করে দেথতে হবে। আপনি বলে দিলেন সরকার কিছু করবে না, তাই লং মার্চ, অপনি কিভাবে জানলেন সরকার কিছু করবে না। আর কাবাশরিফ অবমাননার বিরুদ্ধে কিছু বলে না কেন ?
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আমার বর্জ্যবায়ুর উপর আমার আস্থা আছে, কেন না মোটের উপর আমি তা চেপে রাখতে পারি, যত্রতত্র বায়ুদুষন ঘটাই না, কিন্তু হাসিনার বাতচিতের উপর আমার কেন, তার নিজেরওতো আস্থা নাই...
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
সাইফুল আলম শাহিন বলেছেন: বোঝাই যাচ্ছে আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বলছেন। আপনাকে কে এক্তিয়ার দিয়েছে হাসিনা বিচার করবে কি করবে না এই টা চুড়ান্তভাবে বলে দেয়া । আর এখনতো হেফাজতের সাথে জামাত বিএনপির যোগাযোগ ফোনালাপ এর মাধ্যমে ফাস হয়ে গেছে।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: লেখক বলেছেন... আপনাকে কে এক্তিয়ার দিয়েছে হাসিনা বিচার করবে কি করবে না এই টা চুড়ান্তভাবে বলে দেয়া ।
আমার অভিজ্ঞতা ও বিশ্লেষনী ক্ষমতাবলে আমার এই মতামত, এটাতো সাবজুডিস ম্যাটার না, কে এক্তিয়ার দেবে? একজন নাগরিক হিসাবে হাসিনার বক্তব্য ও কর্মকান্ড যখন আমাকে এফেক্ট করে তখন তার ব্যপারে আমার মত প্রকাশের এক্তিয়ার আমার নাগরিক অধিকারের অংশ, সেটা পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হলেও. এই যেমন তার বাণীকে বেদবাক্য মনে করার এক্তিয়ার আপনার... বোঝা গেছে ব্যপারটা?
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
সোজা আঙ্গুল বলেছেন: Click This Link