নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

ইউটিউবে জামাত নেতার সাথে হেফাজতের ফোনালাপ পাওয়া যাচ্ছে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

এই সেই লিংক হেফাজতকে জামাতের মোবাইলে নির্দেশনা

এটিনে শুনিয়েছে, যাতে জামাতের সেক্রেটারি হেফাজতকে নির্দেশনা দিচ্ছেন..লং মার্চ বিষয়ে

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

কিং অফ মাইনকা চিপা বলেছেন: কথপকথন টা কততুকু সত্য সেতা নিয়ে সন্দেহ আছে।
কারন-
>তাদের কথার রেকর্ড কে করল?
>তাদের দলের কেউ ছাড়া তো এতা সম্ভব নয়
>আর দুদলের ই করমি তো সব ডেডিকেটেড, কাজেই এমন কাজ কে করবে?
কাজেই সন্দেহ টা থেকেই জাচ্ছে।
আসলে বেপার টা কি?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

সাইফুল আলম শাহিন বলেছেন: হাসালেন, কথা রেকর্ড কোন ব্যপার ? গলা যাদের বলা হচ্ছে তারা চ্যলেন্জ করুক, তাহলে জনগন গলা যাচাই করার সুযোগ পাবে !

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

ফরিদ বিন হাবিব বলেছেন: জামাত-হেফাজত ফোনালাপের রেকর্ড পাওয়া যাক বা না যাক তাতে কিছু আসে যায় না। হেফাজতকে নির্দেশনা দেয়ার এখতিয়ার একমাত্র জামাতই রাখে, কারণ লংমার্চের জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান যারা দিয়েছে হেফাজত কি তাদের কথায় চলবে না আপনার আমার কথায় চলবে!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

সাইফুল আলম শাহিন বলেছেন: ঠিক ঠিক, তবে শোনা দরকার, কারন হেফাজতের মওলানা শাফি হুজুর জামাতিদের কে কাদিয়ানীদের চেয়ে বড় পাপী বলেছেন, এবং ইসলামী ব্যংককে হারাম বলেছেন একসময় !

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ভূয়া আলাপ

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনি কেমনে জানলেন ?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

আহসান২২ বলেছেন: তুই এককাজ কর এটা নিয়া গোয়েন্দা অফিসে যা, সাথে তোর পুটুতে একটু ভিনেগার মেখে যাইস।
হারামী কোনাঙ্কার।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনার এই ভাষা প্রমান করে আপনি ইসলামের বড় দুশমন

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

টাইম পাস বলেছেন: pls link

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

সাইফুল আলম শাহিন বলেছেন: এটিএনে শোনিয়েছে, সেই সাথে মওলানা মাসউদি বিস্তারিত বলেছেন, মওদুদী ইসলাম, কোরআন, পয়গম্বরদের অবমাননাকর কি কি কথা তার বইতে লিখেছে

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

প্যারাসিটামল বলেছেন: শাহিন. এর পুটুতে আগুন. জলতেছে, এখন. কতো ফোনআলাপ ই বের. করব

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনার ভাষা সংযত করুন, এই ভাষা প্রয়োগ ইহুদীদের মুখে মানায়, মোমিনের মুখে নয়

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

নষ্ট ছেলে বলেছেন: ভয়েস ক্লোনিং সফটওয়্যার দিয়ে এই বালছাল ফোনালাপ বানানো পোলাপাইনের কাম। গুগল শব্দটার সাথে যদি পরিচয় থাকে তাহলে একটু খুজে দেখেন।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনি কেমনে জানলেন ?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

এস আর সজল বলেছেন: এখানে সব কিছু পাবেন

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

সাইফুল আলম শাহিন বলেছেন: সেই লিংক

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

গোয়েন্দাপ্রধান বলেছেন: keno vedeo clip nai ken tk paisar ktha tullen eto blog namer bullshit jegula nijer ku kirti chapa deyar jnno offline hoise segular tk koi thikka ase e bisoye kno audio link deben

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

সাইফুল আলম শাহিন বলেছেন: কিছুই বু্ঝলাম না।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬

নষ্ট ছেলে বলেছেন: একটা আবাল মার্কা কোশ্চেন করলেন। আপনি নিজেরে কি এমন কামেল ভাবেন যে আপনি না জানলে আর কেউ জানব না অথবা শুধু আপনিই জানবেন আর কেউ জানব না।
যেইডা কইছি সত্যতা যাছাই কইরা দেহেন। তারপর প্যাচাল পারতে আসেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনি কেমনে জানলেন ভুয়া?- এইটা জিজ্গেস করছি, পারলে উত্তর দেন , না পারলে নাই, ইসলামের কথা বলে, আবার অশালীন ভাষা ব্যবহার করেন কেন ? আপনিতো মনে হয় সেই জামাতী যারা ৭১ সালে বলছিল, 'ইসলাম ও পাকিস্তান এক ও অভিন্ন' !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.