![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগে লিখেছিলাম শাহবাগ আন্দোলনের নেতৃত্বে নাস্তিকতার প্রচারকারী কেউ থাকলে এই আন্দোলন সাবোটাজ হবে, জামাত=ইসলাম আর মুক্তিযুদ্ধের পক্ষ = নাস্তিক হয়ে যাবে। আজ সেটা ঘটে গেছে। আজ ভয়ংকর কঠিন এক মুহুর্তে ইমরান যে লিখিত বক্তব্য পড়লেন, জানি না কে লিখে দিয়েছে, তা আরো খারাপ হল। ধর্মের বিরুদ্ধে কেউ বাজে কথা বললে কেউ মেনে নেবে না, প্রধানমন্ত্রীও না। অথচ উনি মুক্ত চিন্তার পক্ষে বললেন, যেটা সাধারন মানুষ মনে করবে, নাস্তিকতার প্রচারের পক্ষে তার অবস্থান হিসাবে। যদিও তা উনি বোঝাতে চান নাই। হেফাজতের কাছে তুলে ধরা হয়েছে যে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন আর ইমরানরা নাস্তিক। শাহবাগের সবাই নাস্তিক। তাদের উচিত ছিল সেটা যে মিথ্যা, এটা পরিস্কার করে বারবার তুলে ধরা, এবং ধর্মের বিরুদ্ধে কটুক্তিকারী সবারো বিচার দাবী করা। কিন্তু তারা ভুল করলেন।
তারা পতাকা উত্তোলনের কর্মসূচি দিয়েছেন, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে, এটার আইনগত এক্তিয়ার সরকারের আছে। আর কারো নাই। আর এর মাধ্যমে আসলে উনি আন্দলোনের পক্ষের শক্তির বাসা জামাত বিএনপির কাছে সহজেই চিন্হিত করে ফেলবেন, এই চিন্তা তার নাই।
ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন, অথচ অনেক হরতালের ভারে সব শিক্ষা প্রতিষ্টানই আজ সংকটে !
তো এটা খুবই পরিস্কার যে সাবোট্যজ হচ্ছে এবং অতি বিপ্লবীদের প্রভাব কাটারো যাচ্চে না।
সবশেষে, ছাত্র ধর্মঘট প্রত্যাহার করার দাবী জানাই, হেফাজত বা কারো সম্বন্ধেই আক্রমনাত্মক বাক্য ব্যবহার না করে, তথ্য ও যুক্তি তুলে ধরার, মানুষকে সত্যিকারের ইতিহাস ও তারা যে নাস্তিক না এই সত্য তুলে ধরার আহবান জানাই, তারা শুনবেন না জানি। কারন তাদের হটকারীতার মূল্য তো আর শুধু তাদেরকে দিতে হবে না...লাখ লাখ লোককে দিতে হবে, সেই দায়িত্ববোধ তাদের মাঝে জাগ্রত হবে সেই কামনা করা ছাড়া আর কি করতে পারি।
আর অওয়ামীলিগের উচিৎ অন্য কারো ওপর নির্ভর না করে, নিজেদের মাঠে নেমে সত্য তুলে ধরার, এবং তাদের মাঝে যারা অত্যন্ত ধার্মিক যেমন মওলানা মাসুদ, তাদের কে সামনে এনেই জামাত কে মোকাবেলা করতে হবে। নাহলে বাংলার আকশে দূর্যোগের ঘনঘটা আর কাটবে না।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
মুরাদপােভল বলেছেন: ইমরান মিয়ার মাথায় সমস্যা আছে বলে মনে হয় আর তা নাহলে পকেটের কোন ব্যাপার আছে তাসলিমা নাসরিনের মত।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
মুরাদপােভল বলেছেন: ইমরান মিয়ার মাথায় সমস্যা আছে বলে মনে হয় আর তা নাহলে পকেটের কোন ব্যাপার আছে তাসলিমা নাসরিনের মত।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
এ কে সুমন বলেছেন: ইমরান আইচ (হাম্বা) সরকার আসলে আওয়ামী পাগল।
০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮
সাইফুল আলম শাহিন বলেছেন: ইমরান অনেক সাহসের কাজ করেছেন, সেতো নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর তার কোন ব্লগ বা লেখায় নাস্তিকতার বিন্দুমাত্রও দেখিনি, কেউ কি দেখেছেন ? কেউ কি দেখেছেন ? দেখলে লিংক দেন ...
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২
বিপ্লব06 বলেছেন: প্রক্সি ওয়ার শুরু হয়ে গেছে। এতদিন আওয়ামী লীগ একাই খেলেছে, এবার দুই পক্ষই মাঠে!!!
দেখা যাক কে জেতে
(যেই জিতুক না কেন, এতে আমাদের মত ম্যাংগো পিপলের কোনো উপকার হবে না)
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
সাইফুল আলম শাহিন বলেছেন: Al didn't play alone ! Jamat statrted war first, to stop the trial
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
সাইফুল আলম শাহিন বলেছেন: Muktijudhdhor chetona kivabe k kar kace Bechlo vai?
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৩
মুহসিন বলেছেন: হেফাজত, শাহবাগ ও জনগণ
দেশের অধিকাংশ লোকই মূলতঃ দলনিরপেক্ষ। কখনো তাই আওয়ামী বামপন্থীরা বেশী ভোট পায়, কখনো বিএনপি-ডান বা ইসলামী দলগুলো।
আগামী নির্বাচনে দেখা যাক, কোনদিকে মানুষ প্রাধান্য দিবে।
কিন্তু তার আগেই দুইদলেরই জোর প্রচেষ্টা তাদের পাল্লা ভারী করার।
এইজন্য আওয়ামী বামপন্থীরা অনেকটা প্রকাশ্যেই শাহবাগের গণজাগরণমঞ্চকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও অন্য ইসলামী-ডানপন্থী দলগুলো সমর্থন দিচ্ছে হেফাজতে ইসলামকে।
আর এভাবেই শাহবাগের গণজাগরণমঞ্চ বনাম হেফাজতে ইসলাম বিরোধিতা আস্তে আস্তে গাঢ় আকার ধারণ করছে।
নির্বাচনের বছরে এসে আর কত কিছু যে জনগণকে দেখতে হবে কে জানে! আর বেশীর ভাগ ক্ষেত্রে তাদের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া কিই বা করার আছে!!
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮
সাইফুল আলম শাহিন বলেছেন: গনজাগরন মন্চের সাথে ইসলামের কোন বিরোধ নাই। তাদের দাবী যুদ্ধপরাধীর (যারা বেসামরিক মানুষদের হত্যা/ধর্ষন করেছে/নেতৃত্ব দেয়েছে) ফাসি। বিএনপি কখোনোই আওয়ামিলীগরে চেয়ে খুব বেশী বেশী ভো্ট পায় নাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
নাজ_সাদাত বলেছেন: সহমত