![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৫ অক্টোবর শেষ হওয়ার অাগেই খালেদা আবার এগেইন নতুন ৪৮ ঘন্টার অাল্টিমেটাম দিলেন। এইটা কয় নাম্বার ...? বাদ দেন রাজনৈতিক প্যচাল। ১টা কৌতুক শোনেন..
১ম পক্ষ:- 'যদি কথা না শোনেন তবে সেইদিন যেইটা করছিলাম অাবার কিন্তু তাই করুম কয়া দিলাম'...
২য় পক্ষ (ভয়ে ভয়ে)- সেইদিন কি করছিলেন ?
১ম পক্ষ:- মাথা নিচু কইরা পলাইছিলাম...
অারেকটা পুরান খবর-
রাজনৈতিক উত্তেজনা ও সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানাবেন।'''
View this link
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
সাইফুল আলম শাহিন বলেছেন: তাইলে সাবেক জলপাই এরশাদর চাচারে আনলেই হয়
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
জগ বলেছেন: খালেদা জিয়া মেনশন করেছেন 'প্রাথমিক' কর্মসূচী।
মর্জিনার ফিরে আসার সাথে যুক্ত আছে হিজড়াস্তানি, ড্রাগন আর ঈগলের অবস্থান। এরপরেও যদি মানসকন্যা পদ না ছাড়ে তাহলে শেষ জলপাই দিয়েই সমাধান হবে।
সুতরাং, মর্জিনা ফিরে আসলেই ফাইনাল ডিসিশন হবে।