![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটিপ দিয়েই অাপনি এখন জানতে পারবেন জাতির মনের কথা। (হালকা পাতলা ডলার খরচ হতে পারে অবশ্য)। এই অত্যাধুনিক এবং সম্পূর্ন বিগগ্য+অানিক=বৈগ্যানিক অাবিস্কারটি করল জাতির ভিবেক দৈনিক মতিকন্ঠ। তাদের লেখক বলছেন 'সর্বদলীয় সরকার নিয়া গোটা জাতি লজ্জিত এবং পিড়িত। ' এইদেশে জেনারেল জিয়ার সামরিক শাষন চলাকালে অনুষ্ঠিত সাজানো নির্বাচনে ১ মাসের নোটিশে তখনকার ছিন্ন-বিচ্ছিন্ন দল অালীগ অংশ নিয়ে ২৫% ভোট পায়। অার বিএনপি পায় ৪৪%। অর্থাত জাতির কমপক্ষ্রে ২৫% হল পাড় অালীগ। এরশাদ অার বিএনপি গত নির্বাচনে প্রায় সমান সংখ্যক অাসন পায়। তো এই বিপুল জনগোষ্ঠি কি বিএনপিতে যোগ দিল ? এইরূপ মনে করিয়া অামরা অনুসন্ধান অারম্ভ করি। মতিকন্ঠ স্টাইলের এই অনুসন্ধানে নাম গোপনে অনিচ্ছুক এক উচ্চ মহলের সূত্র অামাদের কাছে উপরোক্ত জাতির নাড়ি টিপার মেশিন অাবিস্কারের কথা জানান। এই ক্ষনে অামাদের দাবী এই যে নির্বাচন নিয়া দেশ সংষয়ে অাছে। (অাহা সেই জেনারেল জিয়া নাই- ৯৭% হ্যা ভোটের মতোন সুষ্ঠু নির্বাচনো অাজ না্ই, নাহইলে জাতির এই সংষয় নিয়া সাঙঘাতিক ভাইদের এহেন মাথা ব্যথা কি অার হইত)। যাইহোক অামাদের দাবী এই নাড়ি টিপা মেশিন দিয়া ঠিক করা হউক কে অাগামী ৫ বছর অামাদেরকে শাষন করিবে। তা হইলে কোন নির্বাচনের অার দরকার হইবে না। অামদের বিশ্বাস এই দাবী মানিয়া লইলে ভবিষ্যতে অামরা নাড়ি টিপার মেশিন বিদেশে রপ্তানী করিতে পারিব, গনতন্ত্রের ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা হইবে।
©somewhere in net ltd.