নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে মতিকন্ঠ পড়েছেনতো ?

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

আজ সকালে মতিকন্ঠ পড়েছেনতো ? টকশো দেখেছেন তো ? ৭১ সালে নিষিদ্ধ - ৭৫ সালে নিক্সনদের প্রতিষোেধের বলি আলীগকে আজ কোন ইসু্তে সারাদিন পচাবেন পড়তে / শুনতে ভুলবেন না কিন্তু। মনে রাখবেন মিডিয়া ছিল বলেই আপনার প্রভু আমেরিকা মুজিব-আলেন্দের মতো প্রসিডেন্টদের হত্যা করতে পেরেছিল। বিশ্বাস না হয় গুগল করে দেখুন।



তবে হ্যা মাঝে মাঝে কালে ভদ্রে বিএনপি/জামাত কে ২/১দিন আক্রমন করার ইসু্্য পেতে পারেন- তবে আপনি যদি সত্যিকার 'নিরপেক্ষ' হন সেটুকু ওভারলুক করবেন। চিলির কু্তে জড়িত থাকার যে স্বীকারোক্তি সিআইএদিয়েছে তাতে তারা বলছে তাদের মিডয়িা বিপক্ষে যায় এমন ইসু্র ইমপ্যক্ট কম করে দেখায় আর পক্ষে গেলে ঢাক ঢোল পিটায়। তো বিএনপির মানুষ পোড়ানো মিডিয়া একেবারে চেপে যাবে না..(অত্যন্ত দু:খের কথা) তবে খবরের ইমপ্যক্ট কম হবে (আপনি নিশ্চিন্ত থাকুন)। তাই পড়ুন পেপার/ দেখুন টকশো আর গালান শালার অালীগকে-- প্রতিদিন...এভাবেই আপনি বাংলাদেশকে সিরিয়া বানাতে পারবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

শোভ বলেছেন: মুসলিম ব্রাদার হুট দিয়ে মিশর কে ধংস করেছে আমিরিকা তদরুপ জামাত আর বি এন পি কে বাংলাদেশ ধংস করবে । সে দিনটা বেশি দুরে নয় ।

২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

সাইফুল আলম শাহিন বলেছেন: মুসলিম ব্রাদারহুড নিয়ে আমার অবশ্য একটু সংশয় আছে, কারন তারা কিন্তু মৌলবাদি কোন আ্ইন কখনো করেনি। জন্ম ১৯২৮ সালে, মিশররে সবচেয়ে সংগঠিত ও জনপ্রিয় দল। আর সত্যিকাররে নিজস্ব আদর্শের ইসলামি দল কিন্তু কোন বিপদের কারন ইতিহাসে কোন দেশে কোন কালে হয় নি। বিপদের কারন হোল সন্ত্রাসরে প্রকৃত এক্সপোর্টার আমেরিকার হাত ধরে জন্মানো তথাকথিত ইসলামি দল বা অতিতের ইংরেজ/পাকি সরকারের দালাল তথাকথিত ইসলামি দল। লক্ষ করবেন যে আমেরিকা কিন্তু জামাতকে ইসলামি মৈালবাদি দল মনে করে না। তারা ইসলাম মানেই সন্ত্রাস এমন অপপ্রচার সবসময় করছে অথচ বাংলাদেশে জামাত কে সবস্ব দিয়ে সমর্থন দিচ্ছে ! ঠিক যেমনটা তারা তালেবানদের অস্ত্র/টাকা/তথ্য/ট্রেনিং দিয়ে সমর্থন করেছিল- যতোদিন না তাদেরকে ফ্রান্কেনস্টাইন এর মতোন দানব হিসাবে প্রচার করে - আফগান দখলের বাহানা না করা যায়। আপনি ঠিকই ধরেছেন বাংলাদেশ ঠিক একই পথে আছে। আমি অবশ্য শেষ পর্যন্ত ওবামাকে নিয়ে অনেক আশাবাদি। তাকে আমার অনেক ভালো লোক মনে হয়। কিন্তুু আমেরিকার এস্টাবলিশমেন্ট এতো শক্তিসালী যে তাদের পছন্দমতো না চললে ক্লিনটনকেও মনিকা ইসু্তে নান্তাানাবুদ করে ছাড়ে্। আর সূর্য়ের চেয়ে বালির গরম সবসময় বেশী। সারাবিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিআইএর এসেট রা সবসময় যেরকম ষড়যন্ত্র/ক্ষমতা ভোগ করে এসেছে তা তারা সহজে ছাড়তে চায় না। যেমন সৌদি সরকারে মাকির্ন 'নতজানু' পররাষ্ট্র নীতি (সিরিয়া) নিয়ে কেরিকে তাদের অসন্তোাষ জানিয়েছে ! যেমন বাংলাদেশের আভ্যন্তরিন ব্যপারে ওবামা নাক না গলাতে চাইলেও ম্যাজিনা বিবি আর তার সাঙ্গপাঙ্গ সুশীল (এলিট) মিডিয়ারা কিন্তু মোটেই হাল ছেড়ে দিচ্ছে না ! তারা ঠিকই একটা সংকট ফুটিয়ে তুলতে চাচ্ছে যাতে করে ওবামাকে দিয়ে আঙুল বাকা করানো যায় ! তাতে আমেরিকার মানুষদের কি স্বার্থ উদ্ধার হল তার চেয়ে বড় কথা হল দালালদের পকেটে কি আসল ! আর ক্ষুদ্র বাংলাদেশের দূর্বল সরকারের তুলনায় বিত্তবান মার্কিনের দালালদের প্রবল পরাক্রম অটুট থাকল কিনা। কিন্তু প্রবল পরাক্রমশালীদের দালালরা সব সময় যা করতে চায় তা কি পারে ? ১৯৭১ এ পেরেছিল ? অতদূরে যাওয়ার দরকার কি মাইনাস টু করার কতো চেষ্টা ...শেষ পর্যন্ত কি সফল হল ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.