নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

আজকের সঙ+বাদ সন্মেলনো কি প্রশ্ন উত্তর বিহিন হবে ?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

ম্যাডামের আজকের সংবাদ সন্মেলনো কি আগের মতোই প্রশ্নোত্তরবিহীন হবে ? তাহলে ভিডিও ভাষন রেকর্ড করে সিডি পাঠানোর চেয়ে এটা আলাদা কি ? নাকি উনি জনমত জরিপের প্রধানমন্ত্রী, তাই জাতির উদ্দেশ্য ভাষন দেবেন ? আমেরিকার হাতে গড়া বিএনপি দলটার প্রতি সিআইএর গোলাম মিডিয়া সদা বন্ধুসুলভ। প্রশ্ন করতে দিলে যে তারা অপ্রতিকর কোন প্রশ্ন করবে তা কিন্তু না।



যেমন কেউ তার কাছে জানতে চাইবে না, তার ফর্মূলার ফাক গুলো নিয়ে। দুই দল যদি তার প্রস্তাব মতো প্রধানমন্ত্রী পদের জন্য কোন একজন ব্যক্তির ব্যপারে একমত না হতে পারে তাহলে কি হবে ? ৯৬-০১ এর উপদেষ্টা সংখ্যা নিয়ে কেউ প্রশ্ন করবে না।



দুদল মিলে সরকার গড়লে যে নির্বাচন সুষ্টু হবে না, সেটা প্রমান করতে নির্বাচনে গেলে কি ক্ষতি হতো, এই প্রশ্ন কেউ করবে না।



আলীগের মন্ত্রীদের কেউ কেউ ১০/২০ কোটি টাকার মালিক হলে যে সাংবাদিকরা তাদের আয়ের উস জিজ্ঞেস করেন সেই সাংবাদিকরা কেউ ভাংগা সুটকেস থেকে ম্যডামের হাজার কোটি টাকার মালিক হয়া নিয়ে কোন প্রশ্ন করবেন না।



তারেকের লণ্ডনে থাকার মতো টাকার উস নিয়ে কোন প্রশ্ন করবেন না।



ম্যডাম রাজনৈতিক নেতা, তার বাসাই হবে তার নেতা-কর্মীদের জায়গা, সেখানে গুলশানের মতো অভিজাত জায়গায় আলাদা করে চেয়ার পার্সনের কার্যালয় কেন দরকার সেই প্রশ্ন কেউ করবে না।



উনি বললেন- ‘নিরপরাধ লোকদের উপর যেন কেউ হামলা না করে’, তারপর পেট্রল বোমা বন্ধ হল। আসাদুজ্জামান নূরদের মতো আলীগার দের উপর হামলা শুরু হল। তার মানে কি ? কেউ জিগ্গেস করবে না।



তবু উনি কি আজ তার বংশবদ মিডিয়ার কারো কোন প্রশ্নের উত্তর দেবেন ? নাহলে সাংবাদিকদের ডাকার দরকার কি ? আর সাংবাদিকদের বা আতো ঘটা করে সেখানে যাবার দরকার কি ? নাকি দুষ্টু লোকেরা যেমন বলে, গেলে খাম দেয়া যায়, তাই উনার দল বেধে যাবেন আর কোন প্রশ্ন না করেই খুশী মনে চলে আসেন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.