নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

মাথায় কতো প্রশ্ন ঘুরে দিচ্ছে না কেউ জবাব তার B-)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

১) হাসিনার সম্পদ ১৩৬% বাড়ায় খুব হৈ চৈ, ম্যডােমের আজ হাজার হাজার কোটি টাকার সম্পদ। ছিল খালি ভাড়া সুটকেস। বাড়লো কতো % ? কেউ উত্তর দেয় না।



গার্মেন্টস শ্রমিকের বেতন ৫ বছরে ২৫০% বেড়েছে, তাহলে কে বড় চোর ? সেটা নিয়ে কি চুজন সাংবাদিক সন্মেলন করবে ?



২) ৫ বছরে বিদ্যুত বাড়লো ২০০%, ডলারের রিজার্ভ বাড়লো ২০০%, জাতীয় আয় বাড়লো একইরকম, নিন্ম মধ্যবিত্ত কারো সন্চয়পত্র পর্যন্ত ১০০% বাড়ে, ব্যাংকে টাকা রাখলে ৮০% বাড়ে,তা্হলে হাসিনার ৪০% বাড়লে দোষ কি ?



৩) যে দেশের ৯৯% লোক সুযোগ পেলেই ঘুষ খায়, সেদেশে আলীগের মন্ত্রীসভার সদস্য ৭০%ই চোর হবে। ভাইরে এতো ফেরেশতা কোথায় পাওয়া যাবে বলবেন?



৪) যারা চোর না, যেমন মতিয়া, নাহিদ, মুন্নুজান, সাহারা- তাদের সম্পদের হিসাব কেউ বলে না কেন ? তারা মনে হয় রাজনীতিবীদ না ? নাকি তারা আলীগার না ?



৫) আলীগের 'ব্যপক' দূর্নীতির ব্যপক প্রচারে আমরা যাদের ক্ষমতায় আনতে চা্ই বলে 'জনমত' জরীপে প্রকাশ, তাদের সম্পদ কতো % বেড়েছে ? ৭৫ এ কোটিপতির সংখ্যা ছিল ১ জন। ১৮ দলের নেতারা এনটিভি, বাংলাভিশন, চ্যানেল ওয়ান, ইসলামি টিভি, দিগন্ত টিভি এইসব চ্যানেল ব্যবসার শত শত কোটি টাকা পেল, তাদের সম্পদ কতো % বাড়লো ?



৬) এইসব চ্যানেলের সন্মানিভুক সুশীল টকারদের সম্পদ কতো % বাড়লো ?



৭) বিএনপির সত নেতা কয়জন ? ১ ড: মইন ছাড়া ?



৮) জাতির বিবেক সাংঘাতিকভাইদের সম্পদ কি কিছু বাড়ে নাই ? কতো % ভাই ?



৯) আলীগের ছবি ছাপা হওয়া বেশীরভাগ মন্ত্রীর সম্পদের হিসাব ছিল ১০-২০ কোটি টাকার, কয়েক জনের শত কোটি টাকার। তাদের বিচার হউক চাই, কিন্তু হাজার কোটি টাকার দূর্নীতিবাজদের, রাজনীতিবিদ ছাড়া অন্যান্য দূণির্তীবাজদের বিচার ? নাকি সব দূনীর্তি খালি রাজনীতিবীদরাই করে, মানে আলীগাররা ?



১০) পাক আমলের আইয়ুব+ইয়াহিয়ার কথা বাদ দিলাম। ৭৫ এ ফারুক-জিয়ারা দূর্নীতি দূর করতে বঙ্গবন্ধুরে সপরিবারে মারে ফেলল, পরে এরশাদ আসলো দূর্নীতি দূর করতে সাইকেল চালিয়ে। তারা ৬+৯ বছর + পরে জিয়ার দল বিএনপি আরো ১০ বছর ক্ষমতায় থাকলো, মইন-ফকর আরো ২ বছর, মোট ২৭ বছর!! দুর্নীতি দূর করতে হলে এবার নতুন করে কারে আনতে চান ? তারপরে কি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে ? সেখানে দূনীর্তি হয় না ?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: How manay times your own wealth has been multiflied in last 5 years?

50 Lakhs people took control of BD wealth with the help from Khaleda & Hasina, and still, it is an ongoing war.

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সাইফুল আলম শাহিন বলেছেন: গার্মেন্টস শ্রমিকের বেতনও ৫ বছরে ২৫০% বেড়েছে, আমারটা তার কম...।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: যা লিখছেন না, একবারেই ফাটাইয়া দিলেন +++++

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সাইফুল আলম শাহিন বলেছেন: ধন্যবাদ, রোদ্দুর শেষ পর্যন্ত্ সকল পরাশক্তির সকল ষড়যন্ত্র, সকল প্রোপাগাণ্ডা ছিন্ন করে আমাদের উদ্ভাসিত করুক। ভালো থাকুন।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

নিকষ বলেছেন: বাহ রে বাহ, খালেদা চুরি করছে তো হাসিনা চুরি করলে কি সমস্যা, সেটা নিয়ে কেন মানুষ প্রশ্ন তুলবে? - প্রশ্নের আমার কি বাহার;

কার সম্পদ চুরি করা হইসে? জনগণের - ঐ জনগণের মধ্যে আপনিও আছেন। আপনার আমার ভাইয়েরা বিদেশে গিয়া কষ্ট কইরা দেশে টাকা পাঠায়; ফ্যাক্টরীতে দিন রাত পরিশ্রম দিয়ে মাল বানাইয়া বৈদেশিক মুদ্রা আসে; আনি আমরা। ঐটার হক আমাদের। বৈদেশিক ঋণ আনি নিজেদের মাথায় লোনের বোঝা টাইনা; ঐ লোন কে পরিশোধ করবে - হাসিনা না খালেদা? ঐ টাকা লুট করে; কমিশন খায়। ঐগুলি সব আমার টাকা, আমাদের টাকা। যেটা লুট করতেছে হাসিনা খালেদা, তাদের সাঙ্গপাঙ্গরা।

রাজনৈতিক নেতায়, রাজনৈতিক দল নিয়ে এতই অন্ধ হয়ে গেছেন যে, নিজের পকেটের টাকা লুটের পরেও ঐ চোরদের সাফাই গাচ্ছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সাইফুল আলম শাহিন বলেছেন: হাসিনা চুরি করছে কখন বললাম ? আপনি হাসিনার চুরির প্রমান দেন...। খালেদা তো আপনাদের প্রানপ্রিয় তত্তাবধায়ক সরকারের আমলে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করছেন, তার শাড়ি ১টা প্রায় লাখ টাকা দামের পিওর ইটালিয়ান নেটের, হাসিনার টা কি ? হাসিনার দলের ৭০% মন্ত্রী চুরি করছে ১০-২০ কোটি টাকা, তাই কি তারে সরিয়ে খালদা কে আনতে হবে ? কেন ? তার দলের নেতারা হাজার কোটি টাকা চুরি করতে পারে তাই ?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সাইফুল আলম শাহিন বলেছেন: আমাদের নেতারা তো আমাদের মতোই হবে, আমার বাবা ১০০% সত সরকারি চাকুরে ছিলেন, আমি জানি দেশের কতো % লোক সত । আপনি যদি বলেন জানেন না, তাহলে আপনি সত্যি বলছেন না। তাহলে উন্নতি করতে হলে আমাদের ধীরে ধীরে এগুতে হবে, ১৬ নাম্বার চোরকে সরিয়ে চ্যাম্পিয়ানকে এনে কোনো লাভ নাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

নিকষ বলেছেন: সরি, আমার ভুলে গেছিলাম - হাসিনা দুর্ণীতি করে না - চাঁদা চায়, কমিশন খায়। এইরুপে তাহার সম্পদ বৃদ্ধি পায়।

সেই টাকায় আবার জমি কিনে শতাংশ প্রতি মাত্র এক হাজার টাকায়। (আমারও দুই চার শতাংশ জমি কিনা দরকার; এত সস্তা জমি)

আমার কথা কাউরে রিপ্লেস করা জন্য না। আমার কথা হল এগুলি বন্ধ করার জন্য। আজকে যদি আওয়ামীলীগকে ছাড় দেন; খালেদা আর বিএনপির পূর্ববর্তী অপকর্মের জন্য - তাহলে এবার তো হাজার কোটি টাকার হজম করছে - সামনের বার লক্ষ কোটি টাকা হজম করবে।

আপনার মাথায় যা প্রশ্ন, এগুলি অর্থহীন। যদি অর্থবোধক কোন কিছু থাকে - তাহলে সেটা হল প্রতিবাদ। আজকে যদি আপ্নে আওয়ামী দূর্ণীতির প্রতিবাদ করেন - আগামীকাল আরো পাচ জন করবে - ঐ পাচ জনের দেখাদেখি আরো পাচশ জন করবে - তাতে যদি আওয়ামী; বিম্পির দুর্ণীতির বুকে একটু কাঁপন ধরানো যায়।

কিন্তু সমস্যা হল, আপনে যেহেতু দলান্ধ (এর চেয়ে ভাল শব্দ আর পাইলাম না, এবং আপনি একা না - গোটা বাংলাদেশের ভোটারের ৮০ শতাংশই আপনের মতই - কিছু আওয়ামী চাটা, কিছু বিম্পি চাটা) - তাই আপনি প্রতিবাদ করবেন না - যেটা করবেন সেটা হল; ঐ অপকর্ম হালাল করার চেষ্টা।

ভাল থাকেন, সাইফুল ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সাইফুল আলম শাহিন বলেছেন: হাসিনা চাদা চায়, কমিশন খায়- তাহলে তত্তাবধায়ক সরকার কেন আলীগের ব্যবসায়িদের পিটিয়ে মামলা দেয়ােলো ? হাসিনার ভাই শেখ কামাল নাকি ছিল ব্যংক ডাকাত, হায়রে বাংগালী, প্রেসিডেন্টের ছেলের নাকি ব্যাংক ডাকািত করা লাগে। ৩২ নম্বরে যেয়ে তাদের বাড়ির সাধারন ফার্নিচার দেখে আসেন, তারপরে বুকে হাত দিয়ে বইলেন হাসিনারা দূণীর্তিবাজ। যদি বংগবন্ধু দূর্নীিতবাজ হতেন তবে, আমেরিকা ৭১ সালে যে পারমানবিক ৭ম নৈবহর পাঠিয়েছিল সেটার টাকা নিয়ে, পাকিস্তান সরকারের প্রধনমন্ত্রী হয়ে ব্যপক টাকা কামাতে পারতেন, অকৃতজ্ঞ পরাধীন দাস বাঙালীদের জীবনের নিশ্চিত ঝূকি নিয়ে স্বাধীনতা আন্দোলেন নামাতে যেতেন না।

চুরি ঠেকানোর কথা বলে বিশ্বব্যাপি সিআইএ ৭৫এর ১৫ আগষ্টের মতোন শত শত ক্যু করিয়েছে, আর জনগনের নির্বাচিত সরকার, জাতীয়তাবাদী সরকারকে সরিয়ে চিলির জেনারেল পিনোসে বা বাংলাদেশের জেনারেল জিয়ার মতো জান্তাদের ক্ষমতায় বসিয়েছে। কিন্তু চুরি কেমন কমেছে ? ৭৫ সালে কোটিপতি ছিল ১ জন, আর জিয়ার আমলে তা হু হু করে বেড়েছে..আর কমেছে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা....খালি চটি পত্রিকা না পড়ে সিআইএ, ৭১, ৭৫ এগুলো নিয়ে একটু পড়াশুনা করলে ভালো হয়।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

নিকষ বলেছেন: আমি জানি না, আপনি ব্যাক্তিগত ভাবে কোন পেশায়; তবে, আপনিতো অত্যন্ত সম্ভবনাময় ব্যাক্তি; উকালতি পেশার। মোটা মোটা বই পড়া; প্রজ্ঞাবান, জ্ঞানবান, তথ্যবাদী, যুক্তিবাদী উকিল আপনি। কোর্টে দাড়াইয়া জজের সামনে; তথ্য এবং যুক্তি দিতেন – “উক্ত হত্যার অভিযুক্ত আসামি, আমার মক্কেলের পিতা জীবনেও কোন খুন করেন; ছুরিতো দূরের কথা উনার পিতার হাতে জীবনে একদা কাগজ কাটার জন্য এন্টিকাটার দেয়া হয়ছিল; উনি কাগজ কাটতে পারতেন – কিন্তু উনি তাও করেন নাই। উনার পুত্র, আমার মক্কেল তাই কোন খুন করতে পারেন না।“ আর্গুমেন্টে জজ চেয়ার উল্টাইয়া পরে যাইত – ফলাফল আসামি খালাস।

বাংলাদেশের চোর ছ্যাচ্চড়দের জানের জান, প্রাণের প্রাণ, চোখের মণি হইতেন আপনি। বাংলাদেশের চোর ছ্যাচ্চড় গুলি যে কি মিস করল? আপচুস।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সাইফুল আলম শাহিন বলেছেন: বংগবন্ধুকে মারার আগে বলা হতো ব্যাংক ডাকাতি করে ৩২ নম্বারে সোনার পাহাড় করা হয়েছে। অথচ ১৫ আগষ্ট আতর্কিতে হামলা করে সেখানে কিছুই পায় নাই কেউ। আজ আপনি খবর নিয়া আসিয়াছেন, হাসিনা দূনির্তী করেছেন- কিন্তু কিসের ভীত্তিতে ? আপনার প্রান প্রিয় তত্তাবধায়ক সরকারের সময়ে নির্বাচনে ২/৩ অাসন নিয়ে (৫০% ভোট পেয়ে) তার দল জিতে এসেছে, উনি তাই প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দূনীর্তির অভিযোগ করলেন, কিন্তু কি তথ্য বা প্রমান আপনার কাছে আছে ? আয়ের সাথে সংগতিহীন কোন সম্পদ কি তার দেখাতে পারবেন ? না দেখাতে পারলে আপনি প্রোপাগাণ্ডা করছেন।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: তা ভাই আপনার হাসিনা এতই ভাল হবে তাহলে বলেন না রাস্ট্রপতির কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করতে। উনার ক্ষমতা ছাড়তে এত ভয় কিসের যদি উনি কিছু না করে থাকেন? দলকানা না হয়ে একটু দেশকে ভালবাসতে শিখেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

সাইফুল আলম শাহিন বলেছেন: ক্ষমতা না ছাড়ত্ই যে ভাবে জবাই অভযান শুরু করছেন, তাতে ক্ষমতা না ছাড়লে ২০০১ এর ২০ গুণ খুন খারাপি শুরু করে আপনারা 'লেভেল প্লে ফিল্ড' বানাবেন না কি করে বুঝি ? আপনি কি চান সিরিয়ায় আসাদ সরকারো তাই করুক ?

নির্বাচনে গেলে না বোঝা যাবে কারচুপি হয় কি হয় না। আগেই পেট্রল বোমা মারা শুরু করছেন কেন ?

আলীগের চেয়ে ভাল দল থাকত্ওে যদি কেউ সমর্থন না করে তবে তাকে দল কানা বলা যায়। বলবেন কি সেই দলটি কারা ? জামাত নাকি বিএনপি ? :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

সাইফুল আলম শাহিন বলেছেন: রাস্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনে বিএনপি রাজী থাকলে আলীগো রাজী থাকবে। আলীগ রাজী না থাকলে আমরা তাদরে ধীক্কার দিব। কই বিএনপি তো এই দাবী জানায় নাই কখনো, আপনি কই পাইলেন ?

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মতিউর রহমান মিঠু বলেছেন: ১৩৬% কে ২৫% দিয়ে ভাগ করেন তারপর যে আবালীও প্রশ্ন করছেন তা আবার করেন এবং উত্তর দেন জনাব সম্পদশালী দালাল.......

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সাইফুল আলম শাহিন বলেছেন: বোজলাম না...:)

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: বাহ রে ভাই তারানাকো সাহেব আসার পর যে মিটিং হয়েছিল সেখানেই তো বলেছিল বিএনপি যে হাসিনা ক্ষমতা ছেড়ে রাস্ট্রপতি বা স্পিকার এর হাতে দিলে বিএনপি নির্বাচনে আসবে। আপনে পড়েন নাই। আর গত পাচ বছরে কারা জবাই অভিযান চালাইছে? ১৯৯৬ এবং ২০০৬ এ কারা জবাই অভিযান করেছিল? আর যেখানে নির্বাচন কমিশন বালের পুতুল হয়ে নাচতেছে তাহলে সেখানে কিভাবে আশা করেন নির্বাচন সুষ্ঠ হত? আর যে ১৫৪ জন এমপি অলরেডী সাংসদ হয়ে গেছে, আপনি কি মনে করেন তারা সবাই যোগ্য? আর আপনার হাসিনাতো পুরাপুরি ভারতের দালালী করে সেই ব্যাপারে আপনার অভিমত কি? গত পাচ বছরে আপনার হাসিনা ভারতরে যা দিছে বিনা পয়সায় আমার তো মনে হয় মীর জাফরও এত কিছু ইংরেজদের দেই নাই। এই কারনে এখন শালা ভারতীয়রা আমাদের আভ্যন্তরীণ সব বিষয়ে নাক গালাই। তাদের কে এই সুযোগ করে দিয়ার জন্য আপনি হাসিনারে কি বলবেন? শহরের কথা বাদ দেন, গ্রামে কি পরিমাণ লুটপাট করেছে আপনার বাল সরকার তা কি আপনি জানেন? আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বালের অবস্হান এখন সব থেকে নিচে। শালাদের উপর ভরসা করেছিল বলেই আবার ক্ষমতায় নিয়ে আসছিল জনগণ। পাচ বছরে শালারা যা করেছে জনগণ এখন নিজের গালে জুতা মারছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সাইফুল আলম শাহিন বলেছেন: বিএনপি এমন প্রস্তাব তারানকোকে দিয়েছিল...তার লিংক দেন...

১৯৯৬-২০০৬ এ জবাই করছিল ...লিংক দেন...মিথ্যা বলা পাপ....আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন...?

ভারত বলেছে, বাংলাদেশের ব্যপাবে নাক গলানো যাবে না। ঠিক একই কথা তারা ইরানের ব্যপারে বলেছে। তারা আর রাশিয়ারা সারা পৃথিবীতে কাদের পক্ষে আর আপনার ১৮ দলের গডফাদার আমেরিকা কি করছে, সবাই জানে। জেগে জেগে ঘুসালে পরনতি ভোগ করত্ই হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

সাইফুল আলম শাহিন বলেছেন: গত ৫ বছরে হাসিনা ভারতরে কি দিছে ? তথ্যা আর প্রমান দেন...মিথ্যা প্রোপাগাণ্ডা করবেন না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.