নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহন লাল

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়

সাইফুল আলম শাহিন

আমি হলাম গিয়ে আমি।

সাইফুল আলম শাহিন › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় সেনাবাহিনির হামলার অভিযোগ আর রাস্ট্রদূতের সাথে ম্যডামের চমেতকার বৈঠক !!

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪

সবার প্রিয় ছাগু সম্প্রদায়ের কাছে প্রশ্ন- ম্যডাম জনসভায় অভিযোগ করেছেন-“সাতক্ষীরায় অভিযানে আদৌ যৌথবাহিনী ছিল কি না, তা সঠিক করে কেউ বলতে পারে না, মানুষের মনে অনেক সন্দেহ।” স্পস্টই উনি ভারতের কথা বলেছেন। প্রশ্ন হল- ১) উনি সম্প্রতি ভারতের রাস্ট্রদূতের সাথে বসেছিলেন। |-) তখন কেন একটা কথাও বলেন নাই ? সূত্র- BNP wants good relations with India, Khaleda tells Pankaj - See more at: Click This Link ২) উনি বা উনার দল এখনো কেন কোন প্রতিবাদলিপি দেন নাই। |-)



প্রিয় স্ক্র ঢিলা ছাগু সম্প্রদায়, গালাগালি করে নিজেদের চরিত্র প্রকাশ করে দেয়ার চাইতে, সরাসরি ও যৌক্তিক উত্তর দিতে পারবেন ?



প্রসংগত: যৈাথবাহিনির অভিযান সাতক্ষিরায় শুরু হয়েছে ১৬ ডিসেম্বর থেকে, আর পন্কজের সাথে ম্যাডাম বসেছেন ১৬ জানুয়ারি, আর জনসভায় বলেছেন ২০ জানুয়ারি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

চলতি নিয়ম বলেছেন: একটাও কমেন্ট নাই?? =p~

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সাইফুল আলম শাহিন বলেছেন: ছাগুসব করেনা রব ...:)

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মিতক্ষরা বলেছেন: কমেন্ট করার সাহস কারো নাই। কে যৌথ বাহিনীর গুলিতে মরতে চায় বলুন?

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সাইফুল আলম শাহিন বলেছেন: এই যে করলেন !! তা আপনি যৌখবাহিনীর কথা বলছেন কেন, ভারতীয় বাহিনীর কথা বলবেন তো...আহ এতো ভুল বকলে কি করে হবে...পশ্চিমারাতো কাউকে কোলে করে ক্ষমতায় বসাতে পারবে না, নিজেদেরো তো কিছু ক্ষেমতা থাকতে হবে ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

মিতক্ষরা বলেছেন: "তা আপনি যৌখবাহিনীর কথা বলছেন কেন, ভারতীয় বাহিনীর কথা বলবেন তো...আহ এতো ভুল বকলে কি করে হবে..."


আরেহ। ভুল আমি কই করলাম। ভুল তো করলেন আপনি! ডিকশনারী থেকে "যৌথ" শব্দের মানেটা খুজুন।

"পশ্চিমারাতো কাউকে কোলে করে ক্ষমতায় বসাতে পারবে না, নিজেদেরো তো কিছু ক্ষেমতা থাকতে হবে ।"

১০০% খাটি কথা। সবাই স্বীকার করতে বাধ্য। বাংলাদেশের ইতিহাসই এর সাক্ষ্য দিয়েছে ৭৫ এ কিংবা ৯০ তে।


অলরেডি অনেক কথা বলে ফেললাম। আর নয়। যৌথ বাহিনীর লিস্টে যেতে চাই না।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

সাইফুল আলম শাহিন বলেছেন: এতো কথা বললেন, আমার আসল প্রশ্নেরতো উত্তর তো দিলেন না ...:)

যেৌথ বাহিনীর মানে ডিকশনারীতে কি আছে জানার কোন দরকার নাই, ভারতীয় বাহিনীকে কেউ আমাদের দেশে যেৌথ বাহিনী বলে, এটি প্রথম জানলাম।

৭৫ এ বংগবন্ধুকে সিআই্এ হত্যা করেছিল, জিয়াকে কোলে তুলে ক্ষমতায় বসিয়েছিল, ঠিক আছে, তবে জিয়ার যে যোগ্যতা ছিল, তার ১% ম্যডামের নাই। থাকলে মিডিয়ার সামনে 'বাড়ি কোথায় গোলাপী ? গোপালগন্জের নামই থাকবে না' এইসব কথা সামান্য মহিলা পুলিশ কন্সটেবলকে বলতেন না।

৭৫ আর ২০১৪ এক না।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনি যে আপনার কল্পিত বাহিনীকে কতোটা ভয পাচ্ছেন সেটা উম্মোচন করতেই কি আপনি সরকারকে ৭৫এর পুনারাবৃত্তির ভয় দেখানোর সামান্য (!) দু:সাহস দেখাচ্ছেন ...:) .

."আহ এতো ভুল বকলে কি করে হবে..."

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

HHH বলেছেন: পৃথিবীর শেষ দিন পর্যন্ত আপনাদের ক্ষমতায় থাকতে হবে। পারবেন তো?
তার একদিন আগেও যদি ক্ষমতা থেকে পরেন, তাহলে এতো মানুষ হত্যার হিসাব বাংলাদেশের মানষের কাছে কড়ায় গন্ডায় দিয়ে যেতে হবে ঐ ১ দিনের মধ্যেই। মনে রাখবেন। সাথে ভারতীয় বাহিনি ছিল কি ছিলনা সেটা ঐদিন মানুষ শুনবে না। তারা হিসাব নেবে কেন তাদের সন্তান, ভাই আর পরিবারকে হত্যা করা হয়েছিল।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনার ছবিটা চমতকার:)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

HHH বলেছেন: আমার কাধের হাতুরীটা আরো চমৎকার, চাইলে আপনাকে এটার ব্যবহার প্রাক্টীক্যাল দেখিয়ে দিতে পারি। B-))

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

সাইফুল আলম শাহিন বলেছেন: আপনারা সেটা ভালো পারেন , সারা দেশের মানুষ তা জানে, নতুন করে জানানোর দরকার নাই। আপনার পিতৃপুরুষ পাক বাহিনীর হাতে আরো কঠিন অস্ত্র ছিল, তার প্রভু আমেরিকার ছিল পারমানবিক নেৌবহর, আমরা ভয় পায় না, পাই নি, পাবো না...জয় বাংলা...

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

সাইফুল আলম শাহিন বলেছেন: 'আমি বাংগালী, আমি মুসলমান, ১ বার মরে ২ বার মরে না'- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.