![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের বারান্দা থেকে তোমাকে আমন্ত্রণ করি,
বুঝে নিও তুমি পাখির বাতাস- তোমাকে আবার বলি,
একটা ভেজা গোলাপ কিংবা কিছু সুন্দর চোখের কথা।
আমাকে না হয় ভুল বুঝে তুমি-
শুধু ক্যাকটাস আর বিষণ্ণ বকুল গাছের সুর দিয়েছো।
অামিও তোমাকে ঠিক-
এক ফালি সাদা রাত,
দিয়ে দেবো কিছু মেরিন গাছের কাগজ।
তুমিও কি দেবে রিমি?
একটা পাঞ্জাবী- বোতাম ছিঁড়ে ফেলে,
দুইটি দাঁতাল বুক- অাল্পনা মুছে ফেলে-?
ইদনীং কিছু রাত বেড়ালের মতো কাঁদে- জানো?
সন্ধ্যাগুলো ঘুমায় রিমি।
সঙ্গিতের তালে আর নাচেনা দেয়াল- তোমাকে অনেক চাই।
তুমি কি আরেকটাবার অাসতে পারো ’খাঁনমঞ্জিল’
তৃতীয় তলায়, সে বারান্দায়-
পর্দা ঢাকা আকাশ, কথা দিচ্ছি এবার-
অামাদের চিকন রক্ত ঢেলে ঢেলে সব-
মুছে দেবো ঠিক পবিত্র আগুনের পোড়া ছাই।
©somewhere in net ltd.