নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

ক্ষুদ্র এই জীবন... কতই না বৈচিত্রময়...

সাব্বির সবার জন্য

পরে লিখব....

সাব্বির সবার জন্য › বিস্তারিত পোস্টঃ

ঘরে থাকবো কয়দিন..??

২৯ শে মে, ২০২০ ভোর ৪:১৮

ঘরে বসে জমানো অর্থ আরাম আয়েশে খরচ করে... ঘরে থাকুন স্ট্যাটাস দিয়েন না।

অনেকের চলার মতোন কোন উপার্জন নাই, অনেকে অভাবের কারনে দিশেহারা। আপনাদের ঘরে বসে থাকুন পোস্ট দিয়ে তাদের কিছু যায় আসে না। আগের দিনগুলোতে কম টেস্ট হয়েছে, তাই কম আক্রান্ত ধরা পড়েছে। এখন টেস্টের পরিমান বেড়েছে, তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় হা পিত্যেশ করে লাভ নাই কোন।

যেটা এখন বেশি দরকার... সেটা হলো প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার টেস্ট করা ও করোনা সম্পর্কে আরও গনসচেতনতা তৈরি করা। দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে... দেশের লোকজন করোনার থেকে বেশি কষ্টে আছে, না খেতে পেয়ে।

করোনার কারনে প্রতিদিন যত লোক নিহত হয়... তার থেকে বেশি লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়। ১৮ কোটি মানুষের দেশ। অনেক অনেক মানুষের জীবন চলে দিন এসে দিন খাওয়ার মাধ্যমে। তাদেরকে সচেতন করতে হবে।

পৃথিবীর বহুদেশ লকডাউন তুলে দিয়েছে। আমাদের দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই সরকারকে উদ্যোগ নিতে হবে। সীমিত আকারে হোক, আর বৃহৎ আকারেই হোক... যেভাবে যেটাই খুলে দেয়া হোক না কেন... জনগনকে আরো সচেতন হতে হবে। আর এক্ষেত্রে প্রত্যক্ষ ভুমিকা রাখতে পারে সরকার ও সচেতন জনগন।

করোনার কারনে দেশ যে কয় বছর পিছিয়ে গেলো... সেটা হয়তো খুব শীঘ্রই কিছুটা হলেও বুঝা যাবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অর্থনীতির চাকা সচল করা ছাড়া আর কোন বিকল্প উপায় দেখছি না। এজন্য দরকার দূরদর্শী পরিকল্পনা, কার্যকরী ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:১০

ত্রিভুজ~ বলেছেন: ত্রান ব্যবস্থার দুর্নীতি দমন করে সুষ্ঠু পরিকল্পনায় বিতরণ করা হলে অন্তত মানুষের ক্ষুধার কষ্ট থাকতো না । সদিচ্ছা থাকলে সব সম্ভব কিন্তু সেই ইচ্ছা নাই বলেই কার্যকর পদক্ষেপ নাই। "গণ সচেতনতা" বলে কিছু গত তিন মাসে হয় নাই, আগামী তিনশো বছরেও হবে না।

২| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীর বহুদেশ লকডাউন তুলে দিয়েছে।
...................................................................
বাস্তবতা তাই, তবে তারা অনেক কিছু মেনে চলছে
যা আমরা পারিনি ।

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আরে রাখেন----
পণ্ডিত হন। পন্ডিত সাজবেন না।

৪| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আর কতদিন মানুষ বন্দি থাকবে। জীবন জীবিকার তাগিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.