নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

ক্ষুদ্র এই জীবন... কতই না বৈচিত্রময়...

সাব্বির সবার জন্য

পরে লিখব....

সাব্বির সবার জন্য › বিস্তারিত পোস্টঃ

আমরা সতর্ক হইনি..!!

২৯ শে মে, ২০২০ ভোর ৪:২১

শুরুতে আমরা সতর্ক হইনি। আমরা উদারভাবে আমাদের সকল দরজা খোলা রেখেছি।

যখন অন্য সবাই সতর্ক হয়েছে... তখন আমরা মনের আনন্দে ঘুরে বেড়িয়েছি... আনন্দ উৎসব করেছি।

বিভিন্ন যায়গা থেকে ঝুঁকি আমদানি করেছি। যারা ঝুঁকির মধ্যে ছিলো.. তারাও ঝুঁকি সহই চলে এসেছিলো... ঝুঁকি বিলানোর জন্য। অথচ, তারা যেখানে ছিলো... সেখানে থাকলেই বেশি নিরাপদ থাকতো।

যখন আস্তে আস্তে সবাই ঝুঁকিমুক্ত হচ্ছে... সেখানে প্রতিদিনই আমাদের ঝুঁকি বাড়ছে। আমরা যে উশৃঙ্খল... আমরা যে নিয়ম মানি না... এটা তো নতুন কিছু না। রোগ-শোক-মহামারী কোনকিছুই আমাদের আটকাতে পারে নি। লকডাউন-কার্ফু জারী করে লাভ কি?

আগমনী দু:সংবাদ হচ্ছে... এখন যারা অনেকাংশে ঝুঁকিমুক্ত, তারা এখন আমাদের বয়কট করা শুরু করেছে। আর নিরাপত্তা ঝুঁকিতে অনেকেই আমাদের খেদিয়ে বিদায় করার ব্যবস্থা নিয়েছে... নিচ্ছে...!!

আমরা গুরুত্ব দেই নি... আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা নিজেদেরকে অনেক শক্তিশালী ভেবেছিলাম। বিপদ যে আমাদের ধারণার থেকেও অনেক বেশি... সেটা আমরা অনুধাবন করি নি কিংবা বুঝলেও পাত্তা দিই নি। আর এটার আফটার এফেক্ট কিংবা পরিনাম যেটাই বলি না কেন... কতটা যে ভয়াবহ তা আমরা এখনও বুঝতে পারছি না।

যেই বিপর্যয় ইতিমধ্যে এসেছে এবং যা ভবিষ্যতে আসতে যাচ্ছে... তা ভাবতেই ভয় লাগছে। এই অবস্থা থেকে যে কবে পরিত্রান পাবো, কিছুই জানি না। ইতিমধ্যে নাকি টপ টেনে চলে এসেছি আমরা। পরিত্রানের উপায় কি???

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:১৯

নেওয়াজ আলি বলেছেন: সামনে ভয়াবহ হবে । কারণ জীবন জীবিকার তাগিদে মানুষকে ছুটতে হবে

২| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিভিন্ন যায়গা থেকে ঝুঁকি আমদানি করেছি। যারা ঝুঁকির মধ্যে ছিলো..
তারাও ঝুঁকি সহই চলে এসেছিলো... ঝুঁকি বিলানোর জন্য। অথচ,
তারা যেখানে ছিলো... সেখানে থাকলেই বেশি নিরাপদ থাকতো।

.............................................................................................
এমন সিদ্ধান্ত ২/১টি দেশ নিতে পেরেছ তাই তারা ভালো আছে

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আমরা গুরুত্ব দেই নি কথাটা ঠিক না। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ন তা সরকার আমাদের বুঝাতে পারে নি। মিডিয়া আমাদের বুঝাতে পারে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.