নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ

সবচেয়ে কষ্ট হয় যখন একা থাকি আর একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে।

ইমদাদুল হক সাব্বির

সত্য ও সুন্দর ভালো লাগে।

ইমদাদুল হক সাব্বির › বিস্তারিত পোস্টঃ

একজন দ্বীনী বোনের স্টেটাস আপডেটঃ

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯



সানি লিওন। একজন দেহ ব্যবসায়ী অভিনেত্রী। পত্রিকার ভাষায় পর্ণোস্টার। পোশাক হয়তো তার উদ্ভট, যা পরলে মানুষকে দেখা যায় উৎকট। বিকৃত রুচির যুবকদের কাছে তার বেশ কদর। বাংলাদেশে এবারের ঈদের বাজার নতুন সব ব্রান্ডের মাঝে একটি পোশাকের ব্রান্ডের নাম শুনে সবাই চমকে ওঠে,থমকে যায়।

এও সম্ভব! সেই কূরুচি সম্পন্ন পতিতার নামে ও তার পরা ডিজাইনের জামা মার্কেটে! এবং তার চেয়েও বেদনাদায়ক হলো সেটা জনপ্রিয় হয়েছে!



একজন প্রথম শ্রেণীর পতিতাকে মডেল মেনে তার ডিজাইনের পোশাক পরে মেয়েরা কি বোঝাতে চায়! তারাও কি তার মত বহুভোগ্যা মানসিক বিকৃত এক পতিতার রূপে গর্ববোধ করে! এরা কি এদেশের মেয়ে! সমাজের অংশ! এদের অভিভাবকই বা কত কুরুচি সম্পন্ন যে এসব পোশাকের পেছনে হাজার হাজার টাকা খরচ করে।



আচ্ছা! এরপর এই মেয়েদের যদি খারাপ দৃষ্টির পুরুষেরা উত্যাক্ত করে তার কোনো দায় ই কি মেয়ের নেই! আহ! এরা ঈদ পালন করে কিন্তু রোজা রাখেনা। পর্ণোস্টারদের খোঁজ রাখে কিন্তু আয়শা (রাঃ) কিংবা ফাতেমা (রাঃ) কে চেনে না! নিজের ঐতিহ্য ঢিলেঢালা পোশাক ও হিযাবকে ঘৃণা করে। খোঁজ নিলে দেখা যাবে এরা কালিমাও নির্ভুল পড়তে জানে না।



আমরা কথায় কথায় গর্ব করি মুসলিম দেশ, এই কি মুসলিম দেশের চিত্র! এদেশে হিযাবের ওপর আদালত পরোয়ানা জারি করে পতিতার পোশাকে নয়! আমাদের রুচিবোধে পঁচন ধরে গেছে, দ্রুত চিকিত্‍সা না হলে পতনের দেরি নেই, ঘন্টা শুনতে পাওয়া যায় . . . . . ।



হে দয়াময় ! ক্ষমা করো, রক্ষা করো ।



- Collected from আফিফা মারজানা

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০

তারেক বলেছেন: আর হুজুররা তেতুল বললেই অনেনননননননননননননননক দোষ। হায় কোথায় সেই সব লোক যারা শফী সাহেবের তেতুল বক্তব নিয়ে তাকে গালা-গালি করেছিল,তাকে বিচারের আওতায় আনার কথা বলেছিল,তাকে ধিক্কার জানিয়েছিল।

তারা আজ নিরব ,কারন তাদের মনের আশা পুরা হয়েছে।সেই সব প্রতিবাদি পুরুষরা চেয়েছিল মেয়েদেরকে সানি লিওনের মতো করে দেখতে,তাদের আশা পুরা হয়েছে।সেই সব প্রতিবাদী মেয়েরা চেয়েছিল সানি লিওন হতে ,তাদেরও আশা পুরা হয়েছে। X( X( X(

২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১

মোমেরমানুষ৭১ বলেছেন: তথাকথিত নারী স্বাধীনতার নামে ধপ্পাবাজী বিকৃতি রুচির নারীবাদীদের নিকটা সানি লিউন হল ফ্যাশনে, ডিজাইনে, খোলামেলায় তাদের মডেল। এটা বলতে গেলেই তেতুল তত্ব আবিষ্কৃত হয়।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

মোমেরমানুষ৭১ বলেছেন: তথাকথিত নারী স্বাধীনতার নামে ধপ্পাবাজী বিকৃতি রুচির নারীবাদীদের নিকটা সানি লিউন হল ফ্যাশনে, ডিজাইনে, খোলামেলায় তাদের মডেল। এটা বলতে গেলেই তেতুল তত্ব আবিষ্কৃত হয়।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

দৃঢ়তা০০৭ বলেছেন: shodho e ki tai,mayera nizer meye ke baba der presure diye high price e oi dress kine dichche r frnd circle e khoob pride niye dekhache.....tar meye ke teasse korle dosh.tar meye namaz na porle dosh nei,roja rakhte parena koshto hoy bole ...eshob er porno shomorthon diye zache r amader society theke Islam er fundamental rules voliye diche.....hijab hochche oi shob maa r meye der kache backdated ( nauzubillah) r so called hindu christian der model der dresss hoilo so so smart

৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

দৃঢ়তা০০৭ বলেছেন: shodho e ki tai,mayera nizer meye ke baba der presure diye high price e oi dress kine dichche r frnd circle e khoob pride niye dekhache.....tar meye ke teasse korle dosh.tar meye namaz na porle dosh nei,roja rakhte parena koshto hoy bole ...eshob er porno shomorthon diye zache r amader society theke Islam er fundamental rules voliye diche.....hijab hochche oi shob maa r meye der kache backdated ( nauzubillah) r so called hindu christian der model der dresss hoilo so so smart

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.