নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনই হারব না।

এম, এস ১৩

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জেমস বন্ড ০০৭ (সাব্বির ০০৭) হওয়া। এজন্য প্রচুর পরিশ্রম করেছি, জেমস বন্ড রচনা সমগ্র কয়েকবার পড়েছি, ১০-১২ জেমস বন্ড মুভি দেখেছি, আরও কত কি করেছি। কিন্তু কখন যে সাব্বির ০০০ হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবে আশা ছাড়িনি, আজ না পারলাম, তবে কাল ঠিকই পারব। কাল না পারলে তার পরের দিন অবশ্যই।

এম, এস ১৩ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সর্বকালের সেরা ১০ ধনীগণ

২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:১৬

১)মানস‍া মুসা ::

১৩১২ সালে সিংহাসনে বসা মধ্য আফ্রিকার মালির ( বর্তমান বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি) মুসলিম সম্রাট মাসনা মুসাই হল পৃথিবীর সর্বকালের সবচাইতে সেরা ধনী। ধারনা করা হয় তিনি সেই সময় পৃথিবীর মোট সম্পত্তির অর্ধেক পরিমান সম্মত্তির মালিক ছিলেন। ১৩২৪ সালে ৬০,০০০ অনুসারী, ১২,০০০ দাশ এবং প্রচুর পরিমানে সোনা নিয়ে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি মিশরের ‍কায়রোতে যাত্রা বিরতি করেন। তখন সেখানে সোনার পরিমান এত বেশী হয়েছিল যে, লবণের দাম আর সোনার ‍দাম সমান হয়ে যায়। পুরো মিশরের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। তার এই ধনসম্পদের গল্প যুগের পর যুগ ধরে আরব দেশ গুলোতে প্রচলিত ছিল।



২) রথচাইল্ড বা রথশিল্ড পরিবার ::

সম্ভবত এরাই বর্তমান পৃথিবীতে সবচাইতে রহস্যময় এবং ধনী পরিবার। গত কয়েকশত বছর যাবত বহু কন্সপিরেসী থিউরী চালু আছে এদের নিয়ে। জার্মান ইহুদী জোসেফ রথশিল্ড ( বা রথচাইল্ড ) 1740 সালে একটি ব্যাংকি সাম্রাজ্য চালু করে। তার মৃত্যুর পর তার চার ছেলে তা পুরো ইউরোপে ছড়িয়ে দেন। যা আজ্ও অত্যন্ত সাফ্যলের সাথে পরিচালিত হচ্ছে। পুরো ইউরোপের ব্যাংকিং ও রিয়েল এস্টেস ব্যবস্থা মুলত এরাই নিওন্ত্রন করে। ধারনা করা হয় এদের মোট সম্মত্তির পরিমান ৩৫০ বিলিয়ন ডলার। তবে অনেকের ধারনা এদের বর্তমান সম্মত্তি ১ ট্রিলিয়ন ডলারের বেশী হবে।



৩) জন ডি, রকফেলার ::

প্রথম জীবনে খুবই দরিদ্রের মধ্যে বড় হওয়া জন ডি, রকফেলার মৃত্যুর পূর্বে আমেরিকার সর্বকালের সবচাইতে সেরা ধনী ছিলেন। তার প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানি আমেরিকার সবচাইতে বড় তেল কোম্পানি ছিল। তিনি একবার কর্নেলিয়াস ভানডার্বিল্টের সাথে ব্যবসায়িক চুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য ট্রেনে করে নিউইর্য়কে যাবার জন্য রওনা দেন। কিন্তু তিনি স্টেশনে পৌছার পূর্বেই ট্রেন চলে যায় এবং পথে সেই ট্রেন দূর্ঘটনায় সব যাত্রী মারা যায়। এই ঘটনার পর মনে করেন ঈশ্বর তাকে দ্বারা বিশেষ কিছু করার জন্যই বাচিয়ে রেখেছেন। যা তিনি পরে করেও দেখিয়েছেন। তিনি মৃত্যুর পূর্বে ৩১০ বিলিয়ন ডলার সম্পত্তি রেখে যান। তার বংশধরেরা এখন তার ব্যবসা ধরে রেখেছেন। তাদের বর্তমান ব্যবসা প্রতিষ্ঠান হল জন ডি, রকফেলার ফাউন্ডেশন, যা বর্তমানে সিনেটর জন ডি, রকফেলার (৪র্থ) দ্বারা পরিচালিত হচ্ছে। তার সম্পর্কে একটি গল্প আছে যা অনেকটা এই রকম যে, ছোট বেলায় তার খুব মুরগী পোষার শখ ছিল, তাই পরে তিনি ২০০০ একর জমির উপর একটি মুরগীর খামার করে তার শৈশবের কথা মনে করতেন।



৪) জে, পি, মরগান ::

ব্যাংকার বাবার বিশাল সম্পত্তির যোগ্য উত্তরাধীকারী জে, পি, মরগান, তার সময়ে আমেরিকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বিংশ শতাব্দীর আমেরিকা মহা মন্দায় তার অবদানকে আজও অনেক শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়। তিনি তখন আমেরিকার সরকার ১০০ মিলিয়ন ডলার সাহায্য করে সরকারকে দেউলিয়ার হাত থেকে বাচান। শুধু তাই নয়, সেই সময় বহু ছোট বড় কোম্পানিকে তিনি সাহায্য করেন। টমাস আলভা এডিসনের সাথে প্রতিষ্ঠিত জেনারেল ইলেকট্রিক কোম্পানি সেই সময় আমেরিকার সব চাইতে বড় বিদ্যুত কোম্পানি ছিল।



৫) এ্যন্ডু কার্ণেগী ::

জন ডি, রকফেলারের মত এ্যন্ডু কার্ণেগীও শৈশবে খুবই দারিদ্রের মধ্যে বড় হয়েছেন। তার সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে যে, ছোটবেলায় একবার তিনি একটি পার্কের ভেতর ঢুকতে চাইলে পার্কের দারোয়ান তাকে ভেতরে ঢ়ুকতে দেয়নি তার জামাকাপড় নোংরা বলে। তখন বালক কার্ণেগী ‍দারোয়ানকে বলে যে, সে এই পার্ক কিনেই পার্কের ভেতরে ঢুকবে। পরে ঠিকই তিনি ওই পার্ক কিনেই পার্কের ভেতরে ঢোকেন। তিনি তার সময়ে আমেরিকার সবচাইতে বড় স্টীল কোম্পানির মালিক ছিলেন। ১৯০২ সালে তিনি ৪০০ মিলিয়ন ডলারে তার স্টীল কোম্পানি জে, পি, মরগানের কাছে বিক্রি করে দেন যার বর্তমান বাজার মুল্য ৩১০ বিলিয়ন ডলার।



৬) জার নিকোলাস (২য়) ::

রাসিয়ার শেষ সম্রাট জার নিকোলাস (২য়) এর মোট সম্পত্তির পরিমান ছিল ৩০০ বিলিয়ন ডলার, অথচ তার সময়ে প্রজারা সীমাহীন দারিদ্রের মধ্যে জীবনযাপন করছিল, যার ফলে প্রজারা বিদ্রোহ করে এবং পৃথিবী প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন গঠন করে।



৭) ওসমান আলী খান ::

হায়দারাবাদের শেষ স্বাথীন নিযাম ওসমান আলী খান ছিলেন তার সময়ে পৃথিবীর অন্যতম সেরা ধনী। তার সম্পর্কে এরকম কথা প্রচলিত আছে যে, তিনি জীবনে কোনদিন কোন পোষাক দ্বিতীয়বার পরেননি। তার হারেমে ১০০ জন রক্ষিতা থাকত। তার মোট সম্পদের পরিমান ছিল ২৩৬ বিলিয়ন ডলার।



[ হায়দারাবাদের নিযামরা সবসময়ই ইংরেজদের সহযোগীতা করত, বিশেষত সিপাহী বিদ্রোহে তারা ইংরেজদের সব ধরনের সহযোগিতা করে ]



৮) উইলিয়াম দ্যা কনকোরার ::

উইলিয়াম দ্যা কনকোরার (১০২৪-১০৮৭) সর্বপ্রথম সমগ্র ইংল্যান্ড শাসন করেন। তার আরেকটি নাম ছিল উইলিয়াম দ্যা বাস্টার্ড। তার মোট সম্পদের পরিমান ছিল ২২৯ বিলিয়ন ডলার।



৯) মুহাম্মদ গাদ্দাফী ::

আফ্রিকার শেষ সিংহ পুরুষ মুহাম্মদ গাদ্দাফীর মোট সম্পদের পরিমান ছিল ২০০ বিলিয়ন ডলার। তার মৃত্যুর পরে বিভিন্ন দেশে গোপনে জমাকৃত অর্থের হিসাব মতে এই পরিমান আরো বেশী হওয়ার কথা। ধারনা করা হয় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন লিবীয়ার উপর অবোরোধ আরোপ করলেও তিনি তার অবৈধ বিনিয়োগ দিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছিলেন।



১০) হেনরী ফোর্ড ::

ফোর্ড মটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরী ফোর্ডের মোট সম্পত্তির পরিমান ছিল ১৭৮ বিলিয়ন ডলার। মুলত তার কারনে জনসাধারনের সাধ্যের মধ্যে মটর গাড়ী চলে আসে। তিনিই প্রথম V8 ইন্জিনের মটর গাড়ী তৈরী করেন যা মটর গাড়ী শিল্পে বিল্পব আনে।



আমার মনে হয় এই লিষ্টটি সম্পূর্ণ নয়। এটি মূলত করা হয়েছে নানা কিংবদন্তী আর ঐতিহাসিক ভাবে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত বিভিন্ন তথ্যের মাধ্যমে। যদি সঠিক ভাবে গবেষণা করা হয় তাহলে এই ধনীদের অধিকাংশই লিষ্টে জায়গা হবে না।



আমার মনে হয় এই লিষ্টে আরো অনেকের নাম আসা উচিত ছিল। যেমন::



১) ইংল্যান্ডের রাজপরিবার, যারা ১৫ শতক খেকে এশিয়া, আফ্রিকা, আমেরিকা থেকে যে সম্পদ লুট করেছে ‍তার কি হিসাব এখানে আনা হয়েছে।



২) স্পেনীয় বা পর্তুগীজ রাজপরিবার যারা শত শত বছর যাবত ল্যাটিন আমেরিকা যে শোষন করেছে তার কি কোন হিসাব আছে।



৩) সুলতান মাহমুদ ১৭ বার ভারত লুস্ঠনের কি কোন হিসাব ধরা হয়েছে।



এই রকম বললে শেষ হবে না ।



আর বর্তমান বিশ্বের সেরা ধনীরা কি আসলেই সেরা ধনী। আমার কিছু নিজস্ব মতামত আছে। যেমন::



১) প্রতিবছর বোয়িং, লকহিড মর্টিন সহ আরো নামী দামী অস্ত্র কোম্পানি গুলো যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে তাদের শেয়ার হোল্ডার কারা?



২) এক্সন মবিল, বিপি, শেভরন সহ বিভিন্ন তেল কোম্পানি গুলো আফ্রিকা, মধ্যপ্রাচ্যের তেল ব্যবসায় যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে তাদের মালিকেরা কোথায়?



৩) এইচ, এস, বি, সি , সিটি ব্যাংক যে প্রতি বছর বিলিয়ন ডলারের নিট মুনাফা করে সেগুলোর মালিক কারা।



৪) আর কোকেন, হেরোইন, গাজার যে বিশ্বব্যাপী ব্যবসা তার মালিকেরা কোথায় ?



এই সব যদি হিসাব করা হয় তাহলে হয়ত বিল গেটস, ওয়ারেন বাফেটরা লজ্জায় মুখ লুকাবে।

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:২৩

খেয়া ঘাট বলেছেন: মুসলামান রাজা বাদশাহরা ধনী হলেই রক্ষিতা আর দাস-দাসীতে প্রাসাদ ভরে যায়- এর কারণ কি?

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩২

এম, এস ১৩ বলেছেন: মানুষ খুবই অদ্ভুদ, সে সারাটা জীবন শুধু সুখই খুজে বেড়ায়। যখন পায় তখন সে ভাবে আমি এমন সুখ চাই নি, আমার আরো চাই। এই জন্যই হয়ত ১০০ টা রক্ষিতা, ১২,০০০ দাস, ৫০০০ স্ত্রী, সমকামীতা, মদ, জুয়া এসবের দরকার হয়।

আর মুসলিম রাজা বাদশাহরাই শুধু রক্ষিতা আ দাস-দাসী দিয়ে প্রাসাদ ভরে নি, যুগে যুগে সব দেশের রাজারাই এমনটা করেছে। আমার মনে হয় এই শ্রেণীর মানুষের মধ্যে কোন পার্থক্য নেই- সেটা কালো হোক, মুসলিম হোক বা সাদা হোক, সব রসুনের একই মাথা।

২| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:৪১

রিফাত হোসেন বলেছেন: খেয়া ঘাট বলেছেন: মুসলামান রাজা বাদশাহরা ধনী হলেই রক্ষিতা আর দাস-দাসীতে প্রাসাদ ভরে যায়- এর কারণ কি?
---

সবাই নয়, কতিপয় ব্যক্তিরা ।

আর ভিন্ন ধর্মীরাও কিন্তু কম যায় না । ;)

যার ঈমান নেই ঠিক সে মুসলিম হয় কিভাবে ? টাইটেল দিয়ে ;)

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৩

এম, এস ১৩ বলেছেন: আপনার সাথে একমত।

৩| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৯

আতা2010 বলেছেন: Click This Link
মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।

৪| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:৩১

মুঘল সম্রাট বলেছেন: রিফাত হোসেন বলেছেন: যার ঈমান ঠিক নেই সে মুসলিম হয় কিভাবে ? টাইটেল দিয়ে ?

তাকওয়া বিহীন মুসলমানকে আমরা কখনই মুসলমান বলতে পারি না।



আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

এম, এস ১৩ বলেছেন: উমাইয়া, আব্বাসীয়া, উসমানিয়া খলিফা থেকে শুরু করে আজকের আরব শেখদের জীবনযাপন দেখলে মনে হয় ইতিহাসে মুসলিমদের মত এত ভোগ বিলাসীতা কোন জাতিই করে নি।

৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছুদিন আগে এরকম একটা পোস্ট পড়ছিলাম, জানিনা আপনিই সেই পোস্টদাতা কিনা !

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪০

এম, এস ১৩ বলেছেন: আমার মনে হয় আমি সেই পোস্টদাতা নই।

৬| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

মোতাব্বির কাগু বলেছেন: আমাদের মন্ত্রীদের নাম কই ??

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৮

এম, এস ১৩ বলেছেন: ভারতে লালু প্রসাদ যাদবের নামে ৯০০০ কোটি টাকার পশু খাদ্য দূর্নীতির মামলা চলছে, ২জি কেলেঙ্কারীর কথা আমরা সবাই জানি, রাজীব গান্ধীর নামের সাথে আছে বের্ফোস কেলেঙ্কারী। মায়াবতীর জুতা আনার জন্য প্লেন লাগে, টাকার মালা গলায় দিয়ে জন্মদিন পালন। আরো অসংখ্য ঘটনা।

আর আমাদের দেশে মাত্র ৪০০০ কোটি টাকার দূর্নীতি হয়, পিলার ধরে দালান কোঠা ধ্বংস করা হয়।

৭| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:২০

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্। আমাদের নেত্রিগন দুনিয়াতে সবচাইতে ধনী হেড অব দি গভ (পাষ্ট এন্ড প্রেযেন্ট) এ বিষয়ে কোন সন্দেহ নেই!

৮| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++


প্রিয়তে।

:) :) :)

৯| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

অন্তহীন বালক বলেছেন: ধনী হইতে মুঞ্চায়! =p~ =p~

১০| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: আমার নাম কই ?

মান ইজ্জত আর রাখল না কেউ ?

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫২

এম, এস ১৩ বলেছেন: ভাই অনেক ভাল আছেন। এই সব ধনীরা জীবনে কত পাপ করেছে তার হিসাব একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না।

আপনাকে আমার এতটা খারাপ মনে হয় না।

১১| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

Kawsar banggalii007 বলেছেন: তাহলে বিল গেটস এখনো চুনোপুঁটি?

১২| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

তারছিরা হ্যাকার বলেছেন: আমার নাম দেকি লিস্ত এ নাই

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

এম, এস ১৩ বলেছেন: আপনাকে আমার এতটা খারাপ মনে হয় না।

১৩| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭

মন মরা বলেছেন: ai ta dakhle r ektu valo babe jana jabe

১৪| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৬

ড. জেকিল বলেছেন: ধুররররর ......... যে টাকা ব্যাবহার করতে পারলোনা সেটা জমায়ে লাভ কি হয় ???????? B:-) B:-)

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০২

এম, এস ১৩ বলেছেন: কয়েকদিন আগে হিস্টি চ্যানেলে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ( রিয়েল এস্টেট মুঘল ) একটা কথা বলেছিলেন তা অনেকটা এই রকম, “

টাকা আসলে কিছু সংখ্যা যা কিনা ব্যাংকে থাকে, আসলে আমরা চাই ক্ষমতা যা টাকা ছাড়া সম্ভব না।

১৫| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

মুদ্‌দাকির বলেছেন: মজা পাইলাম

কবে যে লিষ্টে আসবো ??

১৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

টুম্পা মনি বলেছেন: এটা তো ধনীদের লিস্ট। গরীব্দের লিস্ট করলে আমার নাম নিশ্চয় থাকবে। B:-/ B:-/
B:-/

পোষ্টে পিলাস।

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৯

এম, এস ১৩ বলেছেন: যুগে যুগে শাসক শ্রেণীর মধ্যে ধন সম্পদের পার্থক্য থাকলেও চরিত্রগত তেমন কোন পার্থক্য ছিল না। তাই তাদের মধ্যে কে সেরা ধনী তা বের করা হয়ত গিয়েছে, কিন্তু

যুগে যুগে শোষিত শ্রেণীর মধ্যে চরিত্রগত পার্থক্য থাকলেও ধন সম্পদে কোন পার্থক্য ছিল না থাকবেও না, তাই গরীবদের লিস্ট তৈরী করা অসম্ভব।

১৭| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫০

শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে :)

২৯ শে জুন, ২০১৩ রাত ২:১০

এম, এস ১৩ বলেছেন: ধন্যবাদ

১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কয়েক বছর আপনি আমার নাম এখানে সংযুক্ত করে দিতে পারবেন ইনশাল্লাহ! :) :P

১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
:( :( :(

২০| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

মাহির ফয়সাল শাহী বলেছেন: +++

২১| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৮

 বলেছেন: ধনী হইতে মুঞ্চায়! :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.