নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনই হারব না।

এম, এস ১৩

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জেমস বন্ড ০০৭ (সাব্বির ০০৭) হওয়া। এজন্য প্রচুর পরিশ্রম করেছি, জেমস বন্ড রচনা সমগ্র কয়েকবার পড়েছি, ১০-১২ জেমস বন্ড মুভি দেখেছি, আরও কত কি করেছি। কিন্তু কখন যে সাব্বির ০০০ হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবে আশা ছাড়িনি, আজ না পারলাম, তবে কাল ঠিকই পারব। কাল না পারলে তার পরের দিন অবশ্যই।

এম, এস ১৩ › বিস্তারিত পোস্টঃ

The Dictator

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

কয়েকমাস আগে এক ছোট ভাইয়ের কাছে থেকে The Great Dictator মুভি পাই এবং বলা বাহুল্য মুভিটি দেখে খুবই মজা পাই। কিন্তু ইদানিং এই মুভিটির কথা থুব মনে হচ্ছে আর কেমন যেন খুব অসস্থি লাগছে। মুভিতে আমার সব চাইতে প্রিয় অংশ হল যখন General Aladin তার জনগনের সামনে ভাষন দেবার সময় বলে যে, তিনি শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে পরমানু বোমা বানাচ্ছেন। তারপর হঠাৎ হাসতে শুরু করেন এবং জনগণ শুধু তাকিয়ে আছে ( আমার দেখা সেরা কমেডি সিন ) । আমি যতবার এই অংশটি দেখেছি, ততবারই হাসতে হাসতে পেট ব্যাথ্য হয়েছে। কিন্তু ইদানিং এই মুভিটি কথা খুব মনে হয় যখন আমাদের নেতা-নেত্রীগণ মিডিয়ার সামনে কখা বলে। কেন জানি মনে হয়, তারা আমাদের সামনে কথা বলছে ( তারা জনগণের ভালর জন্য সব করেছে, জনগণ তাদের সাথে আছে ইত্যাদি ), তারপর হঠাৎ হাসতে শুরু করছে, আর আমি শুধু তাকিয়ে আছে । মুভিতে সাংবাদিক General Aladin কে প্রশ্ন করেন, যে তার কাছে পরমানু বোমা আছে কিনা? জবাবে General Aladin বলেন যে তিনি প্রশ্নটি শুনতে পাননি, তখন আবারও প্রশ্ন করলে General Aladin একই উত্তর দেন। তখন সাংবাদিক পরের প্রশ্ন শুরু করেন। কেন জানি মনে হয় আমাদের কোন নেতা-নেত্রীই আমাদের কোন প্রশ্ন না শোনার ভান করছেন। মুভিতে General Aladin নিজের জন্য অলিম্পিক আয়োজন করেন। মনে হয় এখন তাই হচ্ছে। এখন আর টিভি দেখি না, পত্রিকাও পড়ি না। নিজেকে খুব অসহায় মনে হয়, লজ্জা লাগে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: আর দৌড় প্রতিযোগিতাটা ভালো লাগে নাই???ঐ টাতো আরো জোস।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

পথহারা নাবিক বলেছেন: ভাই নতুন কিছু নিয়া লেখেন!! এইটা পুরান বিষয়!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

এম, এস ১৩ বলেছেন: আপনার প্রোফাইল ছবির মতই মনে হয় আপনি এই ধরনের লেখার প্রতি বিরক্ত। আমি এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

পথহারা নাবিক বলেছেন: নাই ভাই আসলে মাই সেই কথা বলি না!! আপনি ভুল বুঝবেন না!! আমি বুঝাতে চেয়েছি এই বিষয়টা নিয়া এতো পোষ্ট এসেছে যে মুভিটারে একদম তিতা করে ফেলেছে!!

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১

রাজীব বলেছেন: আমি মুভিটি দেখিনি, সামুর একটি পোস্টে লিংক পেয়ে গতকাল কয়েকটি সিন দেখেছিলাম, দৌড়টি হাসিয়েছে।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

নাহিদ পারভেজ বলেছেন: পজিটিভ অর্থ আলাদিন, নেগেটিভ অর্থও আলাদিন। ইয়েস, নো দুইটার অর্থও আলাদিন বানাইছে।

সংবিধান সংশোধন করাটাও অনেকটা ঐরকমই হইছে। :D

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৪

আমার জীবন বলেছেন: - ডু ইউ ওয়ান্ট আ আলাদিন নিউজ অর আলাদিন নিউজ? 8-|

- আলাদিন নিউজ। :-&

- ওকে, ইউ আর এইচয়াইভি আলাদিন :|

- :|| 8-| #:-S B-)) B:-) :-& :|| :) :D :-& :|| /:)

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১

আছিফুর রহমান বলেছেন: এ্যাডমিরাল জেনারেল শেখ হাসিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.