নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনই হারব না।

এম, এস ১৩

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জেমস বন্ড ০০৭ (সাব্বির ০০৭) হওয়া। এজন্য প্রচুর পরিশ্রম করেছি, জেমস বন্ড রচনা সমগ্র কয়েকবার পড়েছি, ১০-১২ জেমস বন্ড মুভি দেখেছি, আরও কত কি করেছি। কিন্তু কখন যে সাব্বির ০০০ হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবে আশা ছাড়িনি, আজ না পারলাম, তবে কাল ঠিকই পারব। কাল না পারলে তার পরের দিন অবশ্যই।

এম, এস ১৩ › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনা: একজন চাকুরীজীবির ডাইরি

০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২৭

আজ মাসের ১২ তারিখ

আজকে অফিসে আগে আসতে চেয়েছিলাম, আর আজকেই দেরী হয়ে গেল। অফিসে এসেই কাজ শুরু, ফাইলগুলো রেডী করতে করতে দেখি বিকাল ৩:৩০, খুবই ক্ষুধা লাগছে। তখন মনে হল, আজকে সকালে তো খাইনি। মনে হয়না আজকের কাজ শেষ করে বাড়ী ফিরতে পারব। আজকে যে কখন বের হতে পারব কে জানে। বাস পাবতো? না পেলেও সমস্যা নাই। বাইক নিয়া চলে যাব।

১৭ তারিখ

গত কয়েকদিনের টানা কাজের পর আজকে একটু কাজের চাপ কম মনে হচ্ছে। দুপুরে খাবার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকালে অফিস আড্ডার বেশ মজা হয়েছে। কিন্তু এখনই মানিব্যাগ যেন হালকা মনে হয়। এই মাসটা তো চলবে তো, নাকি আবার ধার করতে হবে।

২২ তারিখ

যা ভেবেছিলাম, তাই এই মাসেও ধার করতে হবে। কখন যে সব শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এই ভাবে আর চলা যায় না। মাসের প্রথমেই কিছু টাকা জমা রাখতে হবে। প্রতি মাসে অল্প অল্প টাকা জমানোর অভ্যাস করতে হবে। সামনের মাসে ফিক্সড ডিপোজিট করবই। আর টাকা সাবধানে খরচ করতে হবে (আমারে দিয়া হইব না)। কিন্তু সমস্যা হচ্ছে, কার কাছে যে টাকা ধার চাই, সবাই কিছু না কিছু টাকা পায়। আরো কয়েকদিন চলতে পারব। সময় আসলে দেখা যাবে। অযথা চিন্তা করার দরকার নাই।

২৭ তারিখ

আজকে খুবই কাজের চাপ। আমার যে কোন কলিগের চাইতে অনেক বেশী কাজ আর ভাল লাগে না। হয় আর বাচব না। প্রেশারটা মনে হয় আজকে বাড়ছে। ক্যান্সার হইছে নাকি। নি:শ্বাস নিতে পারছি না। মনে হয় হার্ট ফেইল করব। আমি ইন্টারনেটে দেখেছি ৩০ বছরের কম বয়সী ৫০% আমেরিকান চাকুরীজীবির হার্টের সমস্যা আছে।

০২ তারিখ

কাজের চাপ কোন ভাবেই কমছে না। আর চাকরি করব না। চাকরি কি মানুষ করে। চাকরি মানে হচ্ছে অন্যের গােলামী করা। এর চাইতে গ্রামে গিয়ে চাষাবাদ করলেও অনেক ভালভাবে বাচা যায়। এই মাসের বেতনটা আগে পাই, তারপরই শেষ, আর না। কবে যে বেতন পাব। মাত্র আজ ০২ তারিখ। এদিকে টাকাও শেষ। আজ টাকা ধার না করলে ঝামেলা হয়ে যাবে। আজকে বাস পাবতো? না পেলে কপালে দু:খ আছে।

০৭ তারিখ

আজকেও বেতন পাইনি। কেন পাইনি জানি না। খুবই মন খারাপ। এখন বাসা ভাড়ার টাকাটা দেওয়া হইনি। অনেক টাকা ধার আছে। আজকের তারিখ দেব বলেছিলাম। এত পরিশ্রম করার পরও যদি মাসে ঠিক সময়ে বেতন না পাই, খুব্ই হতাশ লাগে। যে পরিশ্রম করি, ছাত্র জীবনে যদি এর অর্ধেকও পরিশ্রম করতাম, আজকে হয়ত বিসিএস ক্যাডার হতে পারতাম। আমার কপাল টাই খারাপ। চাকরি আর করবই না। খালি বেতন পাই। রিজাইন লেটারটা এইচ-আর এ মুখে ছুড়ে মারব।
আচ্ছা আমার জীবনট এই রকম হল কেন? জীবনে কি খুব বড় পাপ করেছি? আমি নিশ্চিত কোন মেয়ের অভিশ্বাপ লাগছে আমার জীবনে। কিন্তু আমি তো তাকে ধোকা দেইনি, সেই তো এখন ধনী লোকের ম্ত্রী।

১১ তারিখ

অবশেষে আজকে বেতন পেলাম। সামনের মাসে টাকা খুব হিসাব করে খরচ করতে হবে।

কি যে ভাল লাগছে। মনে হচ্ছে পিঠে পাখা গজিয়েছে। রাতে আজ প্রতি মাসের মত বন্ধুদের সাথে বাইরে খেয়েছি। যারা টাকা পায় তাদের সবাইকে কিছুনা কিছু টাকা দিয়েছি। বাড়িতে টাকাও পাঠালাম। বাসাভাড়া, দোকানের বাকী শোধ করেও মনে হয় সামনের মাস বেশ ভালভাবেই চলবে। তাই আজকে কিছু জামা কাপড় কিনলাম। জীবনটা খুব একটা খারাপ চলছে না। এরচাইতে কত মানুষ আরও খারাপ আছে।

এখন ঘুমাতে যেতে হবে। রাত অনেক হয়েছে। কালকে অফিসে একটু আগে যেতে হবে। কালকে অনেক কাজের চাপ।

আজ মাসের ১২ তারিখ

আজকে অফিসে আগে আসতে চেয়েছিলাম, আর আজকেই দেরী হয়ে গেল।........

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: কখনও এমন হয়েছে কি, আপনার থেকেও কম বেতন পায়, কিন্তু বেশী খরচের লোক, তার উপর তার বিশাল সেভিংস?

আমার একজন কলিগ আছেন, যিনি আমার থেকে কম বেতন পান; দুই স্ত্রী ও ৭সন্তান নিয়ে বিশাল সাইজের গাড়ি চালিয়েও মাসে যে টাকা জমা করেন, তা ভাবার বাইরে!

২| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: এটা আসলে আপনার ডায়েরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.