![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা বেশি দূর আগায় না
স্বচ্ছ কাচে সময়ের অবিরাম ছুটে চলা।
হিসেবের খাতা পাই না, শূন্যতেই ছাপা হয় মস্তিষ্কের গোপন কথা।
চাঁদটা এখন খুব কাছে, চাইলেই যাওয়া যায় ছুটির দিনে।
অবসর কাটে টাইম ট্রাভেল এ চড়ে।
বাচ্চাটা কাদেঁ পুরাতন মডেল আসিমোর কপি পেতে।
পৃথিবীটা ছোট হয়ে গেছে, বুলেট ট্রেনটা যাত্রী নিয়ে আলোর এক দশমাংশ বেগে ছোটে।
মৃত্যুর দেখাটা শেষ কবে হয়েছিলো তা ভুলে গেছে আনেকে।
জনসংখ্যার চাপ কমাতে তাই অন্য গ্রহে তৃতীয় পৃথিবী তৈরির কাজ চলে।
দ্বিতীয় পৃথিবীটা কবে জানি উন্মুক্ত হলো?
প্রশ্নটা শেষ হওয়া মাত্র যন্ত্র কন্ঠে একটা তারিখ ভেসে এলো।
সালটা ঠিক কতো ছিলো, ৩০১২ নাকি ৩০১৬??..
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭
সাব্বির সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: শূন্যতেই ছাপা হয় মস্তিষ্কের গোপন কথা।
বেশ বলেছেন।