![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালের কাচাঁ রোদ, ঘুরে ঘুরে শহরজুড়ে, তেজ বাড়িয়ে এসে মুখে পড়ে।
পায়ের ধুলো রাস্তায় উড়িয়ে কেউ ছোটে নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া ঠিকানার খোজেঁ।
বন্ধ চোখে আশ্রিত অন্ধকার রূপ বদলায় অস্থিরতায়,
পথের এখনও কিছুটা বাকী, ঘুনে ধরা রোদে মেলে কিছু শারীরিক স্বস্তি।
সিগন্যালে থামে দামী গাড়ি,
কালো কাচে ঘেরা মানুষটাকে না দেখিই পার হয় সব জেব্রা ক্রসিং।
গন্তব্যে পৌছে আশাহত মনে নতুন ঠিকানায় ফের নামে পথে,
ঘড়ির কাটায় সন্ধ্যা নামে।
সূর্যের অবসরে জ্বলে উঠে চাঁদ ও চাঁদের কংকাল, নিয়ন আলোয় লাগে তাতে জন্ডিসের দাগ।
ক্লান্ত শরীর চেপে বসে লোকাল বাসে, পরিচিত চাঁদ ছাড়া বাকী সব অচেনা লাগে।
রাতের বয়স বাড়ে, সস্তায় দেহ খুঁড়ে প্রেমের খোঁজ চলে।
পৃথিবীর পুরোনো পথে নতুন পায়ের চিহ্ন পরে,
শহরের ছাঁদ পেড়িয়ে কড়া রোদ আরো নতুন কিছু মুখে এসে পড়ে।
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার পোস্ট। ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: শহুরে রোদ এমনই হয় ।