![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগরিক জানালায় দীর্ঘশ্বাস,
ছুতে পারে না তারে সজীবতার শীতল বাতাস।
বাধা হয়ে দাঁড়ায় কিছু প্রাণহীন ইটের দালান।
মুক্ত পাখি যখন নিজেরে বন্দী করে খুপরি ঘরে,
স্বাধীন আকাশ তখন রঙ হারায় স্বাধীন দেশে।
মনের নিষ্প্রভতা ভুলে মনোযোগ চলে বহিরাবরণ সাজাতে।
দামী পারফিউম এর উৎকট গন্ধে শ্রমের ঘাম বেহিসাবেই ঝরে।
প্রাপ্য যা ছিলো তা সহানুভূতির নামেই মেলে।
চারিপাশের নাগরিক পাপ কাটিয়ে এই শহরে বৃষ্টি নামে, শুধু স্নিগ্ধতা বদলে বৃষ্টির জল বেয়ে কিছু অম্লীয় অভিশাপ ঝরে..
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
সাব্বির সরকার বলেছেন: আগে কিছু লিখা শুরু করি পরে না হয় আবেগ ছন্দ নিয়ে কবিতা লিখা হবে কোন একদিন
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে হয় আবেগ দিয়ে।