![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিমাত্রিক জীবন গ্রাফে ত্রিমাত্রিক স্বপ্ন আঁকি।
ক্ষুদ্র বৃত্তের পরিধি বাড়াতে নিজেরেই গুটিয়ে ফেলি।
মিলনের বৈচিত্রতা না বুঝে মৌলিক তিনে বাঁচি।
মহাজাগতিক প্যাচে শ্রোডিঞ্জারের বিড়ালের কথা আনি।
সময় সমুদ্রে সময় ফুরালে,
নিশ্চিত অনিশ্চয়তায় যাত্রা ধরি।
আত্নার অরগাজম শেষে বিকৃত মস্তিষ্ক নিয়ে শূন্যতার বেডে পড়ে থাকি..
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: বৈজ্ঞানিক কবিতা।