![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিস্টার্ব করলে বিরক্ত হব আর বিরক্ত হলে যা তা কব।
গত ২ তারিখে নতুন জায়গায় কামলা দেওয়ার জন্য সংযুক্ত হলাম। প্রথম অবস্থায় ব্লগে বেশি একটা সময় দিতে পারছিনা। আশাকরি ভবিষ্যতে সময় দিতে পারব।
এবার আসি আসল কথায়.....। কিছুদিন আগে এই ভুয়া ব্লগার এই পোস্টটি করেছিল। যা একেবারেই মিথ্যা। কাজের চাপে হিসি দেওয়ার সময় পাচ্ছিনা, তার উপর আবার বিয়ে সেই সাথে ঘরজামাই......????
এই ভুয়া ব্লগারের বিচার করা হোক.........
আমি এখনও সিঙ্গেল আছি...............।
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৩৮
সবার প্রিয় বলেছেন: কাইন্দোনা ভাই........... চকলেট দিমুনে।
২| ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৩২
রাজসোহান বলেছেন: তুমি যে চিঙ্গেল তা তো ফটু দেখলেই বুঝা যায়
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪০
সবার প্রিয় বলেছেন: ফটুই দেকতে থাক।
তারপর তোমার নিউজ কও, কদ্দুর আগাইলা?
৩| ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৩৯
সামিউর বলেছেন: @রাজসোহান: হ। এক্কেরে এতিম এতিম লাগে।
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪১
সবার প্রিয় বলেছেন: ফাইজলামি?
৪| ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৪৪
টুকুমনা বলেছেন: এহনো চিঙ্গেল?? চু চু চু...
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪৪
সবার প্রিয় বলেছেন: কাইন্দোনা ভাই........... চকলেট দিমুনে।
৫| ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৫০
বলাক০৪ বলেছেন: বিয়ে করতে সময় লাগে নাকি?
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪৬
সবার প্রিয় বলেছেন: কিজানি...... বিয়েতো করে দেখিনি।
৬| ০৬ ই মে, ২০১০ দুপুর ১:৫৮
বাবুনি সুপ্তি বলেছেন: এহ! বললেই হবে? এখন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে?
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪৭
সবার প্রিয় বলেছেন: ছি ছি ছি......... বুবু কি কও এসব? আমি এমন ছেলেই না।
৭| ০৬ ই মে, ২০১০ দুপুর ২:০৫
রঙ পেন্সিল বলেছেন: ভালাই তো ধানাই পানাই চলছে! যা বলার কেশে বলেন......
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪৯
সবার প্রিয় বলেছেন: খুক খুক........... আমার বিয়ে কর্তে একটু সময় লাগবে। করলেই জানিয়ে দেব।
৮| ০৬ ই মে, ২০১০ দুপুর ২:৫৬
বড় বিলাই বলেছেন: বুঝছি, পাত্রী শেষ মুহূর্তে ঘরজামাই বানাইতে রাজী হয়নাই।
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৫১
সবার প্রিয় বলেছেন: আলহামদুলিল্লাহ। আপু, আমি মোটেও ঘর জামাই থাকতে চাইনা।
৯| ০৬ ই মে, ২০১০ বিকাল ৩:২৫
অর্ফিয়াস বলেছেন: আপনার তাড়াতাড়ি সিংগুলার থেকে প্লুরাল হয়ে যান- এই দোয়া করছি।
০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৫১
সবার প্রিয় বলেছেন: ভাই, দোয়াটা একটু বেশি করে করেন। আমিন
১০| ০৬ ই মে, ২০১০ বিকাল ৪:৫৯
দূর্ভাষী বলেছেন: এই পোস্টের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি, ব্লগার সবারপ্রিয় গত এক তারিখ থেকে ব্লগে অনিয়মিত, মেসেঞ্জারে নেই, মোবাইলে সন্ধ্যার পর কল করলে বেশীরভাগই নো এ্যান্সার অথবা ১০ সেকেন্ডের মধ্যে কথা শেষ, কোন আড্ডায় সে নেই।
----------------
আপনারাই বলেন, ইহার কারন কি হইবেক পারে।
আজ অফিসে একটু সুযোগ পেয়ে একখান পোস্ট দিয়ে আমারে ভূয়া বানাইতে চায়। আমার কথা বিশ্বাস না হলে অপরাজিতা আর গুরুজীরে জিজ্ঞাসা করে দেখতে পারেন।
০৭ ই মে, ২০১০ সকাল ৮:১৭
সবার প্রিয় বলেছেন: এই বাক্য গুলাও ভুয়া........... ব্যাটা ফাজিল
১১| ০৬ ই মে, ২০১০ বিকাল ৫:১৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কুনো দরকার আছে সিন্গেল থাকনের??? অক্ষনি ডাবল হয়া যান।
০৭ ই মে, ২০১০ সকাল ৯:১০
সবার প্রিয় বলেছেন: পাগলা কুত্তায় কামড়ায়ছে আমারে? এত সকালে খাল কেটে কুমির আনছিনা।
১২| ০৭ ই মে, ২০১০ সকাল ৯:১৫
প্রবাসী রনি বলেছেন: আহারে বেচারা আপনার জন্য আমার হৃদয়ের অন্তস্খল থেকে দোয়া করি আপনি এই সমস্যা থেকে তাড়াতাড়ী মুক্ত হয়ে আমদের কে দাওয়াত করেন। অনেকদিন দাওয়াত খাই না তো তাই..................
০৭ ই মে, ২০১০ সকাল ৯:৩৪
সবার প্রিয় বলেছেন: ঠিকাছে, আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য হলেও আমি বিয়েটা তাড়াতাড়িই করে ফেলব।
তবে ফেলে দেবনা কিন্তু............
১৩| ০৭ ই মে, ২০১০ দুপুর ১:৪৬
মেহবুবা বলেছেন: " ডিস্টার্ব করলে বিরক্ত হব আর বিরক্ত হলে যা তা কব।"
অতএব
তোমার সিঙ্গেল থাকা সবার জন্য মঙ্গলজনক ।
০৭ ই মে, ২০১০ বিকাল ৫:৫২
সবার প্রিয় বলেছেন: তুমিই আমার সত্যিকারের আপু। আমার ব্যাপারটা এক মাত্র তুমিই বুঝতে পারলে। কি খাবা বল? তুমি যা খেতে চাও তাই খওয়াব।
অনেক ধন্যবাদ আপু তোমাকে।
অ:ট, আমার ছোট্ট মামুজান টাকেমন আছে? আমর অনেক আদর আর ভালবাসা দিও ওকে।
সবাই ভাল থেক।
১৪| ০৮ ই মে, ২০১০ রাত ২:২৮
দূর্ভাষী বলেছেন: আমার কোন কথাই ভূয়া নয়, ব্যাটা তুই ভূয়া, ব্লগারদের দাওয়াত দেয়ার ভয়ে নিজের বিয়ের খবর টা চেপে তো গেলিই, সাথে আমাকে ভূয়া প্রমান করার অপচেষ্টা
০৮ ই মে, ২০১০ সকাল ৮:৪১
সবার প্রিয় বলেছেন: বিয়ে করলে সবাইকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। তুমি বাদ, কারন তুমি কনে পক্ষ।
১৫| ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:৩৩
কাব্য বলেছেন: বুখে আইসো বাভুল, আমিও জন্ম থেইক্ক্যা বউহারা
২০ শে মে, ২০১০ সকাল ৯:০২
সবার প্রিয় বলেছেন: আসেন বইয়ের দাবীতে হরতাল ডাকি।
১৬| ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯
সুরঞ্জনা বলেছেন:
২০ শে মে, ২০১০ সকাল ৯:০২
সবার প্রিয় বলেছেন: হাসেন ক্যান?
১৭| ১৮ ই জুন, ২০১০ ভোর ৬:২০
অপরাজিতা ০০৭ বলেছেন: বাজান জীবনের এমন একটা সত্য বিষয় নিয়ে কখন ও লুকোচুরি করতে নেই। আমি পুরা পোষ্ট কমেন্টসগ প্রিন্ট নিছি, আম্মাজানরে যদি না দেখাইছি তবে আমি তোমার মেয়েই না।
১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৫৮
সবার প্রিয় বলেছেন: আমি শিওর........ আমার মেয়ের নিকটা হ্যাক হয়েছে........
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১০ দুপুর ১:২৮
সামিউর বলেছেন: আপসুস। তুমি এখনো সিঙ্গেল......।