![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত আজ যদি এমনকি ৩১০ রান করে তবে আমরা হারবো ৮০-৯০ রানে।
ভারত যদি আজ ৩৫০ রান করে তবে আমরা হারবো ১২০-১৩০ রানে।
যাই হউক,আমাদের টাইগারগিরির আজই দুঃখজনক সমাপ্তি হতে যাচ্ছে,এ ব্যাপারে যারা সন্দেহ পোষণ করেন তারা আমার মতই "খুব বেশি চালাক"!!
হঠাৎ "বড় দল" হবার ধানাই-পানাই বাদ দিয়ে আবার দেশে কিভাবে বিপিএল শুরু করা যায়;সেই চিন্তা করুন।প্রয়োজনীয় কাজ থাকলে দয়া করে টেলিভিশন বন্ধ করে দিয়ে ব্রেনটাকে ভালো কোন কাজে ব্যয় করুন।
সুস্থ থাকুন এবং বাস্তবসম্মত চিন্তা-ভাবনা করে দিন গুজার করুন।
আমীন,ছুম্মা আমীন,আল্লহুম্মা আমীন।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
সাবু ছেেল বলেছেন: এত্ত ব্যাটসম্যান এদের যে ঐ একটা-দুইটাতে কোন কাজ হবেনা!!
২| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩
কলাবাগান১ বলেছেন: মাশরাফির বল করা উচিত হয় নাই মাত্র ১১৪ কিমি কে ফার্স্ট বল বলে না
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮
সাবু ছেেল বলেছেন: হয়ত আজ ভারতই তাকে "ধরে দিবানে" করেছে!! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ !!
৩| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহে ভাদা ভ্রাত.. তোমার বিরা----ট কোহলি মাত্র ৩ রান করে গেল গেল চলেই গেল!!!!!
ওপারের হইলৈ দূরে গিয়া মর!!
এপারের হইলৈ থুহ..
হাররা আগেই হারার মানসিকতা কতটা নি্মনমানের ধারনা আছে!!
হারজিত যাই হোক- আমরা লড়াই করছি.. করব!!!!
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
সাবু ছেেল বলেছেন: সুললিত মন্তব্যের জন্য ধন্যবাদ,স্নেহের পাদা।
৪| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৫
নকি৬৯ বলেছেন: একটা ব্যাপার খেয়াল করলাম আপনি বাংলাদেশের খেলার শুরুতেই নেতিবাচক মন্তব্য করেন, এটা ঠিক না। হারার আগেই হেরে যাওয়া বোকাদের কাজ। আশা করি সুস্থ চিন্তা করবেন।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৬
সাবু ছেেল বলেছেন: হঠাৎ "বড় দল" হবার ধানাই-পানাই বাদ দিয়ে আবার দেশে কিভাবে বিপিএল শুরু করা যায়;সেই চিন্তা করুন।প্রয়োজনীয় কাজ থাকলে দয়া করে টেলিভিশন বন্ধ করে দিয়ে ব্রেনটাকে ভালো কোন কাজে ব্যয় করুন।
সুস্থ থাকুন এবং বাস্তবসম্মত চিন্তা-ভাবনা করে দিন গুজার করুন।
৫| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭
Aehtasha০০৭ বলেছেন: হারার আগেই হেরে যাওয়া বোকাদের কাজ। আশা করি সুস্থ চিন্তা করবেন।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৪
সাবু ছেেল বলেছেন: সুললিত মন্তব্যের জন্য ধন্যবাড।
৬| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সুললিত মন্তব্যের জন্য ধন্যবাদ,স্নেহের পাদা
বুদ্ধী যে হাটু নীচে আবারও প্রমাণ দিলেন। এখানে ১৬ কোটিতে একজও নাই বাংলাদেশ পাকিস্তা খেলায় পাকিদের সাপোর্ট করবে।
কিন্তু দূর্ভাগ্য বাংলা মায়ের কিছূ কুলঙ্গার আছে যারা হারার আগেই হারার কথা বলে..
আবার হঠাৎ বড় দল বলে নিজেকেই নিজে ছোট করে!!
যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গ দল-শুনি
সে সব কাহার জন্ম নির্ণয়না জানি!!!!!!!!!!!!!!!!!
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
সাবু ছেেল বলেছেন: সুললিত মন্তব্যের জন্য ধন্যবইয়াদ,খোকা বাবু।
৭| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাইপার টেনশনে ভারত!
এমন জানলে গত সপ্তাহ থেকে পেইন কিলার আর স্লিপিং পিল আরো বেশি করে ভারতের বাজারে ছাড়ত ওষুধ কোম্পানিগুলো। গত এক সপ্তাহে যে এই দু’ধরনের ওষুধের শুধু বিক্রিই বাড়েনি, মূল্যও বেড়েছে কয়েক গুন। টেনশনে ভুগছে ভারতীয়রা। নিদ্রাকুসুম তেলের কার্যকারিতা কমেতো যাবেই, ১৯ মার্চ যখন সামনে দাড়িয়ে আছে মাশরাফিবাহিনী।
এবারের বিশ্বকাপের শুরু থেকে বিভিন্ন প্রতিপক্ষকে তাচ্ছিল্য করে ‘মওকা’ নামে যে কুরুচিপূর্ণ বিজ্ঞাপনে ভারতীয় মিডিয়া মজা নিচ্ছিল, বাংলাদেশ সামনে আসায় কিছুটা থমকে যেতে হলো। কি আর করা! পরিচালকের স্মৃতিতে ভেসে আসে ২০০৭ আর ২০১১। তাই নিজের মনকে শান্ত্বনা দেওয়ার জন্যে ফিল্মের নায়ক রনবীর কাপুরকে ‘মওকা’ বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে এবার। এরপরও যদি গ্রুপ পর্বের মতো শান্তি আসে!
আসলে ভারতীয় সমর্থকদের আর কি দোষ! যখন ক্রিকেট দুনিয়া দেখছে মাহমুদুল্লাহদের জয়রথ। কাদোঁ কাদোঁ দৃষ্টিতে গত ৯ মার্চ মরগানের মুখে ইংল্যান্ডের হারের কারণ ব্যাখা যে কোন দলকেই ভয় পাইয়ে দিয়েছে। বাঘের হিংস্র থাবায় কতোটা জখম হয়, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে মাইকেল ভনের উত্তরসূরীরা। তাইতো সিডনীতে রসিকতার পাত্র হতো হলো ভনকে। গ্লেন ম্যাকগ্রাতো বলেই ফেললেন: ‘মাইকেল, তোমার তো মেলবোর্নে থাকা উচিত! তুমি এখানে কেন?’ কারন মেলবোর্নে বাংলাদেশের খেলা হচ্ছে।’
ভারতীয় ক্রিকেট বোদ্ধরা কিন্তু হালকা করে নিতে পারছে না বাংলাদেশকে।
পশ্চিমবাংলার পত্রিকা আনন্দবাজারে ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী জানালেন ভয়ের কারন। গৌতম ভট্টাচার্যকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওরা আমাদের দু’হাজার সাতে হারিয়েছে। এশিয়া কাপে সচীন সেঞ্চুরি করার পরেও হারিয়ে দিয়ে গিয়েছে।’
শাস্ত্রী আরো বলেছেন, ‘টিমটা আমাদের দু’টো বড় টুর্নামেন্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মতো টিমকে টানা সাত বার হারিয়েছে। এই টুর্নামেন্টে যারা এত ভাল খেলছে তাদের সম্মানের সঙ্গে দেখা ছাড়া কোনও উপায় খোলা নেই। আমি এর বেশি কিছু বলতে চাই না।’
৩২ বছর আগের বিশ্বকাপজয়ী দলের সদস্য দিলীপ বেঙ্গসরকরের মনের কোনায় খোচাঁ দিচ্ছে আট বছর আগের স্মৃতি। তিনি বলেছেন, ‘ঠিক আট বছর আগের ওই সন্ধের কথা বারবার মনে পড়ছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। আর তখন আমি দেশের প্রধান নির্বাচক। দারুণ আগ্রহ নিয়ে বাড়ির টিভিতে বাংলাদেশ ম্যাচটা দেখতে বসেছিলাম। টস জিতে যখন ভারত আগে ব্যাট করতে নামল, তখনও বুঝতে পারিনি কী বিপর্যয় অপেক্ষা করে আছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে আমার অনুভূতি কী ছিল, সেটা বোঝাতে একটা শব্দই যথেষ্ট শক।’
বাংলাদেশ দল সর্ম্পকে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ বলে ছেলেটা পরপর দুটো সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে আছে। তার উপর ওদের বোলিংটাও খারাপ না। বিশেষ করে ইনিংসের শুরুর দিকে ওরা দ্রুত উইকেট ফেলে দিতে পারে। তা ছাড়া টিমটার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। ইংল্যান্ডের মতো টিমকে হারানো, ঘরের মাঠে অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলা, তিনশোর কাছাকাছি রান তুলে দেওয়া দারুণ ছন্দে আছে মাশরফির টিম। স্মার্ট ক্রিকেট খেলতে পারে তরুণ টিমটা। খুব সতর্ক থাকতে হবে ভারতকে।’
ধোনির কথাও তুললেন তিনি, ‘ভুলে যাবেন না, ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচটা কিন্তু ধোনিও খেলেছিল। সেই স্মৃতি ভুলে যেতে পেরেছে বলে মনে হয় না। তাই আত্মতুষ্টি বা গা-ছাড়া ভাব নিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলতে ও কখনওই নামবে না।’
বোঝাই যাচ্ছে কি দুঃচিন্তায় প্রহর গুনছে ভারতীয়রা।
ইন্ডিয়া টাইমস পত্রিকার ক্রীড়া প্রতিবেদক জসুয়া অর্পিত নাথ খেলার পাতায় লিড করেছেন, ‘যে কারনে বাংলাদেশকে ভয় পাবে ভারত’। তিনি বলেছেন, জনগণ হয়তো বলবে, যখন কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, ভয় না পেলেও চলবে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতকে এরকম ম্যাচে হারানোর অভিজ্ঞতা রয়েছে।’ মাহমুদউল্লাহ, তামিম ইকবাল আর সাকিবকেই বিশেষভাবে সমীহ করতে হবে বলে মত দিয়েছেন তিনি।’
তাইতো এতো টেনশনে যে ভারতীয়রা আছেন, সেটাইতো স্বাভাবিক। মওকার বিজ্ঞাপনকে ঘুরিয়েও নেয়ার বিষয়টিও কাজ করছে মনে মনে।
ফিরে যাই সিডনীতে। ক্রিকেটের মহারথিদের আড্ডায়। সেখানে যার মুখের হাসি অনেক দামি, সেই ব্রায়ান চার্লস লারাকে মনে করিয়ে দেওয়া হলো: আপনার শহরেই তো আট বছর আগে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল। এবার সেই ভারতেরই মুখোমুখি হচ্ছে তারা শেন ওয়ার্নের শহরে। লারা না ওয়ার্ন? বাংলাদেশের জন্য কার শহরটা বেশি ‘লাকি’ তাও প্রমাণ হয়ে যাবে। এবার একটু যেন হাসালেন লারা। ‘গুড লাক ম্যান’
http://www.banglanews24.com/beta/fullnews/bn/378110.html
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪০
সাবু ছেেল বলেছেন: খুব ভালো কিছু জানালেন আমাদের।আপনাকে অশেষ ধন্যবাদ।দেখা যাক,আজ কার কপালে কি আছে!!
৮| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫
আহমেদ আলিফ বলেছেন: আজকে একটা অঘটন ঘটে যাক !
ভারতের মুখে জুতা পড়ুক
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪০
সাবু ছেেল বলেছেন: আজকে একটা অঘটন ঘটে যাক !
ভারতের মুখে জুতা পড়ুক।
৯| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
কলাবাগান১ বলেছেন: তিনটা গেল!!!
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪১
সাবু ছেেল বলেছেন: মাত্র,আর বাদ বাকিগুলো কই গেলো??
১০| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪
সাবু ছেেল বলেছেন: বড় পার্টনারশিপ গড়ে উঠছে।ম্যাশ বাবু মার খাচ্ছে।কোনমতে ২০০/৩ হলে আজ আর আমাদের রক্ষা নেই।তাই বলছি,আমরা যেন লাফালাফি কম করে আমাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকি।
১১| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
এরশাদ বাদশা বলেছেন: এটা একটা অ্যাটেনশন সিকার পোস্ট, ফালতু।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
সাবু ছেেল বলেছেন: Mashrafe Mortaza to Raina, FOUR, looks for the dab through backward point, and times this sweetly enough to beat the man on the ring, and short third man, to the boundary. Mashrafe is befuddled at how that one managed to get through the two fielders?
35.2
Mashrafe Mortaza to Raina, no run, shimmies over a touch to the off side before clipping away this fullish length through the midwicket region
35.1
Mashrafe Mortaza to Raina, FOUR, Raina makes the first move as he advances down to loft Mashrafe over the covers for a sublime boundar
Mashrafe Mortaza (rfm) 7.4 0 48 0 6.26 27
8 0
অবশ্যই এটি ফালতু পোষ্ট,ফালতু বোলারদের জন্য!!
১২| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১
মিতক্ষরা বলেছেন: আপনিই বা এত নৈরাশ্য দেখাচ্ছেন কেন? খেলায় যে কোন সময় অঘটন ঘটতে পারে। সেটা না হলে তো খেলা দেখার কোন মজাই থাকে না। শ্রীলংকা দক্ষিন আফ্রিকা খেলাটি দর্শকের কাছে যেরকম পানসে হয়েছিল, আজকের খেলা সেরকম পানসে যাতে না হয়।
আর হ্যা, বিপিএল বা সেরকম প্রথম শ্রেনীর ক্রিকেটের কোন বিকল্প নেই।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১
সাবু ছেেল বলেছেন: শ্রীলংকা দক্ষিন আফ্রিকা খেলাটি দর্শকের কাছে যেরকম পানসে হয়েছিল, আজকের খেলা সেরকম পানসে যাতে না হয়।
আর হ্যা, বিপিএল বা সেরকম প্রথম শ্রেনীর ক্রিকেটের কোন বিকল্প নেই।
১৩| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩
মাথা নষ্ট সিপাহি বলেছেন: আপনি কেঠা , আপনারে দিবানে
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১
সাবু ছেেল বলেছেন: শ্রীলংকা দক্ষিন আফ্রিকা খেলাটি দর্শকের কাছে যেরকম পানসে হয়েছিল, আজকের খেলা সেরকম পানসে যাতে না হয়।
১৪| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২
অন্যসময় ঢাবি বলেছেন: বুঝলাম না, গালি না কমেন্ট কোনটা আপনার বেশি পছন্দ, মিঃ ভাদা
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
সাবু ছেেল বলেছেন: অসভ্য হলে গালি দিন,জনাব পাদা।
১৫| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০০
রাকীব হাসান বলেছেন: অবশ্যই এটি ফালতু পোষ্ট
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৩
সাবু ছেেল বলেছেন: India 230/3 (42.2 ov) জী,অবশ্যই এটি একটি ফালতু-উলতু-কুলতু পোষ্ট।কাঁদবেন না যেন,খেলা শেষে!!
১৬| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩২
মিতক্ষরা বলেছেন: আম্পায়ারের পক্ষপাত না থাকলে খেলার ফল ভিন্নরকম হতে পারত।
১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫
সাবু ছেেল বলেছেন: তাস্কিন শেষ করে দিচ্ছে।
১৭| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২
দেশের পোলাপাইন বলেছেন: শেষ ভারত .... জিতল... ১০২
অার লাফালাফি করলাম না.....
১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২
সাবু ছেেল বলেছেন: আমার কথাই শেষ পর্যন্ত সত্যি হোল।লাফালাফি না করার জন্য ধন্যবাদ আপনাকে।
১৮| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
স্বাভাবিক নিয়মে, আমাদের পরাজিত হবার সম্ভাবনা বেশী ছিল।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:০২
সাবু ছেেল বলেছেন: .... এবং তাই-ই হয়েছে।স্বাভাবিক নিয়মেই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫২
কলাবাগান১ বলেছেন: ১জন তো গেল!!! ওয়েল ডান সাকিব/মুসফিক