নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

ভুলেও ফেলে দেবেন না সিলিকা ব্যাগ , কিন্তু কেন?

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫



সিলিকা (আগ্নেয় ধাতব পদার্থবিশেষ) সর্বসাধারণের কাছে খুব বেশি পরিচিত না। তবে সিলিকার তৈরি ব্যাগ সম্বন্ধে কম-বেশি সবাই জানে। যেকোনো পণ্য কেনার পর দেখবেন এর মধ্যে ছোট একটি ব্যাগ আছে। কেনার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগটি ফেলে দেই। অথচ ওই ছোট্ট সিলিকা ব্যাগটি আপনার পছন্দের পণ্যটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। কারণ এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে। আর এই ব্যাগের ওপর বড় করে লেখা থাকে ‘ডু নট ইট’ অর্থ্যাৎ ‘দয়া করে খাবেন না’।

এখন থেকে কোনো পণ্যের মধ্যে এই ব্যাগ পেলে ভুলেও ফেলে দেবেন না। কারণ সিলিকা ব্যাগ দৈনন্দিন জীবনে আরো অনেক কাজে ব্যবহৃত হয়, যার একটি তালিকা প্রকাশ করা হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-

পানিতে ফোন পরে গেলে সেটা আর ফিরে পাওয়ার কোনো আশাই থাকে না। কিন্তু সিলিকা ব্যাগ সে আশা জিইয়ে রাখে। একটি বাটির মধ্যে অনেকগুলো সিলিকা ব্যাগ রেখে এর মধ্যে পানিতে ভেজা ফোনটি রেখে দিন। দেখবেন, ফোনের সব পানি শুকিয়ে যাবে এবং ফোনটি নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে।

পাউডার ধরনের মেকআপের (কমপ্যাক্ট পাউডার, আইশ্যাডো, ফেস পাউডার) মধ্যে একটা-দুইটা সিলিকা ব্যাগ রেখে দিন। এতে এগুলো বহুদিন ভালো থাকবে।

অনেক সময় বৃষ্টিতে ভেজার পর ছাতা ব্যাগে রাখা সম্ভব হয় না। আবার বাইরে রাখলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। এ ক্ষেত্রে ছাতার প্যাকেটের মধ্যে কয়েকটি সিলিকা ব্যাগ রেখে ছাতাটা ঢুকিয়ে রাখুন। দেখবেন, খুব কম সময়ের মধ্যে ছাতাটা শুকিয়ে যাবে।

ভেজা জুতাকে দ্রুত শুকিয়ে ফেলে সিলিকা ব্যাগ। এমনকি জুতার স্যাঁতস্যাতে ভাবও দূর হয় সহজেই।

স্টিলের কাটলারি সেট খুব পরিষ্কার করে সিলিকা ব্যাগ। এই ব্যাগ দিয়ে পরিষ্কার করলে কাটলারি সেটে মরিচা ধরে না।
অনেকদিন ব্যবহারের পর তোয়ালে যখন তুলে রাখবেন তখন এর ভাজে ভাজে সিলিকা ব্যাগ দিয়ে রাখবেন। কয়েকদিন পর দেখবেন এটি নতুনের মতোই সতেজ রয়েছে।

জিমে গেলে ঘামের কারণে পোশাক ভিজে যায়। এগুলো যখন ব্যাগে করে আনা হয় তখন গন্ধ হয়ে যায়। জিমের এই ব্যাগে কয়েকটি সিলিকা ব্যাগ ছড়িয়ে রাখুন। ভেজা পোশাকে আর গন্ধ হবে না।

পুরোনো ছবিগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে ছবির ভাজে ভাজে সিলিকা ব্যাগ রেখে দিন। এভাবে দীর্ঘদিন ছবি ভালো থাকবে।

গয়না ভালো রাখতে চাইলে গয়নার বাক্সের মধ্যে কয়েকটি সিলিকা ব্যাগ ছড়িয়ে রাখুন

আমার পরবর্তী পোস্টঃ

মারাত্মক ভূমিকম্পঃ এক প্রত্যক্ষদর্শীর নিখুঁত বর্ণনা !!!

মন্তব্য ৪৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

খোলা মনের কথা বলেছেন: অনেক গুরুত্বপূর্ন একটি পোষ্ট। ধন্যবাদ ভাল কিছু জানানোর জন্য যেটা এর আগে আমি না জেনে কত ফেলে দিয়েছি। শুভ কামনা রইল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

সাবু ছেেল বলেছেন: আপনার জন্যও রইলো আমার শুভ কামনা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

ফেলুদার তোপসে বলেছেন: আমার যতটা মনে হয় সিলিকা কোনো ধাতব পদার্থ নয় ।
লেখাটা প্রিয়'তে রাখলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

সাবু ছেেল বলেছেন: প্রিয়তে রাখার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বৃষ্টিতে ভেজার পর একটা ছাতা শুকাতে কয় সের সিলিকা লাগতে পারে?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

সাবু ছেেল বলেছেন: মাত্র একটি ব্যাগ ভাই।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

সুমন কর বলেছেন: গুরুত্বপূর্ন শেয়ার !!

+।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ আপনাকে,ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ জিনিষ। ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

সাবু ছেেল বলেছেন: আপনাকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

আবু শাকিল বলেছেন: ভালই উপকারী দেখছি ।
ক্ষতিকর কিনা !! সে ব্যাপারে কিছু বলেন নাই ??

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

সাবু ছেেল বলেছেন: আপনি বা আপনার পরিচিত কেউ ভুলক্রমে খেয়ে ফেললে ক্ষতিকর,নতুবা নয়।দুষ্টুমি করলাম,মাইন্ড খাইয়েন না আবার।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কাজের পোস্ট।পড়ে এবং জেনে ভালো লাগল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।আপনাদেরকে জানাতে পেরে আমি আনন্দিত।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬

কল্লোল পথিক বলেছেন: গুরত্ব পূর্ণ তথ্য।শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ আপনিও গ্রহণ করুন।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: অজানা কিছু বিষয় জানা হল।

ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

সাবু ছেেল বলেছেন: আপনাদের পজিটিভ মন্তব্যগুলো পড়ে আমি অনেক আনন্দিত।

আমার তরফ থেকে আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কত কত ব্যাগ ফেলে দিসি!!! আফসুস

ধন্যবাদ এত গুনি সিলিকার খপর জানানোয়! থ্যাংকু :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

সাবু ছেেল বলেছেন: আপনাকেও থ্যাংকস জানাচ্ছি আমার এই পোস্টটিকে গুরুত্ব দেওয়ার জন্য।

আমি ১৯৯৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৩০ টির মত সিলিকা ব্যাগ এমনি এমনি ফেলে দিয়েছি।অথচ এখন দোকানে যেয়ে এই "অদরকারী" জিনিসটি খুঁজে ফিরি।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

আলোরিকা বলেছেন: গুরুত্বপূর্ণ শেয়ার । জেনে উপকৃত হলাম :)

ভাল থাকুন আর এভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ শেয়ার দিয়ে আমাদের সমৃদ্ধ করুন । শুভ নববর্ষ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

সাবু ছেেল বলেছেন: আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং একই সাথে শুভ ইংরেজি নববর্ষের শুভ শুভেচ্ছা।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

আহলান বলেছেন: এতো কাল তো ফেলে দিয়ে কি ভুলটাই না করেছি ....আমি ভাবতাম তেলাপোকা প্রতিরোধক !

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সাবু ছেেল বলেছেন: প্রথম দিকে আমার ধারণাও আপনার মতই ছিল।কিন্তু বুঝতে পারছি আসল ঘটনা।!!

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

আগে কয়েন, স্ট্যাম্প জমাতাম...এখন থেকে তবে সিলিকা ব্যাগই জমাবো :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সাবু ছেেল বলেছেন: হা হা হা,আমি কিন্তু এখন কয়েন,ষ্ট্যাম্প আর সিলিকা ব্যাগ - এই তিনটে জিনিসই এখন মনোযোগ সহকারে জমাচ্ছি।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি এত সিলিকা ব্যাগ কোথায় পেয়েছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সাবু ছেেল বলেছেন: আমার পিতা সহ আমার আপন ৪ মামা (মোট ৫ জন) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সুদীর্ঘ বৎসর জব করেছেন।প্রায় প্রতি মাসেই বাসায় প্রচুর পরিমাণে গিফট জমে যেত।বিশেষ করে খেলনা সহ নানান ইলেক্ট্রনিক জিনিস।

বাকি টুকু নিশ্চয়ই বুঝতে পারছেন,আপু।

রানী কুঠির বাকি ইতিহাস!!

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

তট রেখা বলেছেন: আর ফেলবনা ইন শা আল্লাহ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সাবু ছেেল বলেছেন: দরকার পরলে নিজেকে নিজে ফেলবেন কিন্তু সিলিকা ব্যাগ কিছুতেই না!!

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

রাবার বলেছেন: আগে কইবেন্না, কত ফালায় দিলাম :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সাবু ছেেল বলেছেন: আমিও আগে ঠিক আপনার মতই "চালাক" ছিলাম!!

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

মাঘের নীল আকাশ বলেছেন: মিটফোর্ডের সামনের কেমিকেলের দোকানগুলোতে কেজি দরে কিনতে পাওয়া যায় :)!
ক্যামেরার লেন্স ফাংগাসমুক্ত রাখতে এর কোন বিকল্প নেই! প্রাথমিক অবস্থায় গাঢ় নীল বর্ণের হলেও জলীয় বাষ্প শোষণ করতে করতে এটা হালকা গোলাপী হয়ে যায়। তবে তাপ দিয়ে পানিমুক্ত করে পুনরায় ব্যবহার করা যায় :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

সাবু ছেেল বলেছেন: এর আরও অনেক গুণাগুণ আমি ইচ্ছে করে উল্লেখ করলাম না,পোস্ট সংক্ষিপ্ত করবার জন্য।

ইস! এটা যদি ভূমিকম্প প্রতিরোধ করতে পারতো!!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কিরমানী লিটন বলেছেন: প্রয়োজনীয় শেয়ার...
অনেক শুভকামনা ...।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ,আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার পর্ন পোষ্ট কোথায়?

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

সাবু ছেেল বলেছেন: বিনা কারণে নতুন সেটা ডিলিট করে দিয়েছে।নতুনের গায়ে জ্বালা ধরেছে।নতুন চায়নি অন্য কেউ "গরম" হউক!! যদিও পোস্টটিতে সুড়সুড়ি মূলক কোন কিছুই ছিলোনা।পোস্টটিতে আমি ছেলে-মেয়েদের যৌন মিলনের কোন বিবরণ দেইনি।আকারে-ইঙ্গিতেও কোন কিছু বুঝাইনি।তারপর বাকিটা আমাদের নতুনই জানেন!!

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নতুন ডিলিট করবে কিভাবে? নতুন কি মডারেটর নাকি?

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

সাবু ছেেল বলেছেন: dear blogger, your post (২১+ পোস্টঃ ব্লু ফিল্ম বা নগ্ন ছবি নির্মাণের পেছনের পর্দার গোপন কথা।) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog. 3g. if a post contains information or material or instruction that maybe used to harm the stability of the society or blog community. ৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়। regards, somewherein blog team

সামনে মোটা লাল কালি দিয়ে লেখা ছিল "নতুন"। এখন দেখলাম উঠে গেছে !! ভূমিকম্পে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায় দেখছি !! স্ক্রিনশট রাখা উচিত ছিল।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, না। নতুন মানে নতুন নটিফিকেশান। ব্লগার নতুন না। আমাকে যখন ব্যান করেছিল, তখনও নতুন লেখা ছিল। ব্লগার নতুন তো মডারেটর না।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

সাবু ছেেল বলেছেন: ও আচ্ছা! এই কাহিনী তাহলে??!! বেচারা নতুনের উপড় শুধু শুধু ঝড় বাতাস বহিল !!

আপনি কেন ব্যান খেলেন? মেয়ে মানুষের উপড় কেন এত অত্যাচার??!!

ভালো কথা,আমি কিন্তু এর আগে দেড় বৎসর ব্যান ছিলাম আপনাদের দোয়ায় !!

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি সাক্ষী, আমাকে অনেক খারাপ একটা গালি দেয়া হয়েছিল। আপনি সেটার বিরুদ্ধে কথা বলেছিলেন, আপনার পোষ্ট ডিলিট করে দিয়েছিল মডারেটর। এরকম আরো অনেক গালি আর পোষ্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় আর ব্লগার চাঁদগাজীকে সাপোর্ট করে পোষ্ট দেয়ায় মডারেটর আমাকে ব্যান করেছিল।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

সাবু ছেেল বলেছেন: জী আপু,আমার সব কিছু মনে আছে।আপনাকে যে বা যারা গালি দিয়েছিলো,তারা ছিল অশ্লীলতার চরম পর্যায়ে।তারা আজ কোন ডাস্টবিনে পরে আছে যে জানে!!

আর মডারেটরদের ব্যাপারে আমার কিছু বলার নেই!! শুধু এটুকু বলতে চাই,তারা সম্ভবত শেখ হাসিনার ঠ্যালা খেয়ে আগের চাইতে অনেক বেশী সতর্ক! এ ব্যাপারে আমি নিঃসন্দেহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.