![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো।ডিম লাইট জ্বলছিল।দুটো বিড়াল পুষি।ছেলেটির বয়স ৭ মাস আর মেয়েটির বয়স ৬ মাস।বড্ড আদর-যত্ন পায় ওরা আমার কাছ থেকে;ঠিক যেন মানুষের বাচ্চার মত!!
আমার শোয়ার খাট হতে প্রায় ৬ হাত দূরে একটি বড় টুকরিতে ওদের রাতের শোয়ার ব্যাবস্থা করে দিয়েছি আমি।শুধু শীতের জন্যই এই সাময়িক ব্যাবস্থা।বুঝতে পেরেছি,ওরা এই শীতে কষ্ট পেলে আমারও অনেক কষ্ট হবে।আরেকটি কথা,জন্মের পরে ওদের এই ক্ষুদ্র জীবনে এটাই কিন্তু প্রথম শীত।সুতরাং,স্বাভাবিকভাবেই ওরা অনভ্যস্ত এবং বিব্রত ও ভীত।
ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইলের ঘড়িতে দেখে নিলাম - বাজে ঠিক রাত ৪ঃ৫৯ মিনিট।তারপর ডান পাশে ফিরে দেখলাম বাচ্চা মেয়েটি ওর বিছানার উপড় বসে কোন এক অজানা আতঙ্কে বেশ জড়সড় হয়ে বসে আছে।ডিম লাইটের মৃদু আলোয় ভালো করে খেয়াল করে দেখলাম,মেয়েটির চোখে-মুখে ভোর করেছে সুতীব্র আতঙ্ক!!
আর বাচ্চা ছেলেটি মেয়েটির পাশে নেই!! কেবল শুনতে পাচ্ছি - ছেলেটি আমার ঘরের বাইরে কোন এক জায়গায় থেকে থেকে রক্ত হিম করা গর্জন করছে;যা ওর স্বভাবের সাথে এবং ওর বয়সের সাথে একেবারেই বেমানান।
ইতিপূর্বে আর কখনো আমি ওকে এই অবস্থায় দেখিনি বা দেখতে পাইনি বা শুনিনি।হঠাৎই ধোঁকা লাগলো,যেন কোন অশরীরী আত্মা আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমার বিড়ালগুলো তা দেখে ফেলেছে এবং আমাকে তাদের বোবা ভাষায় সতর্ক করে দিচ্ছে!!!
আবারও মোবাইলে চোখ রাখলাম,বাজে ভোর ৫ঃ০৩ মিনিট আর ঠিক তখনই ঘটলো সেই ভয়াবহ ঘটনাটা......
প্রথমেই সুতীব্র একটি ঝাঁকুনি খেলাম,মনে হল কে যেন তার শরীরের সমস্ত শক্তি এক করে আমাকে অনেক জোরে এক লাথি মারল।আর ঠিক তার পর পরই শুরু হল অসহনীয় ও চরম অস্বাভাবিক ঝাঁকুনি।কে যেন অদৃশ্য থেকে তাঁর সমস্ত ক্রোধ এই বাংলার জমিনে ঢেলে দিচ্ছে!!মনে হচ্ছে এই ধরাতল এখনই মাটির সাথে মিশে যাবে।ঐ চরম দুঃসময়েই কেন জানি বারবার মনে হতে লাগলো -ঢাকা শহর হতে যাচ্ছে আরেকটি আটলান্টিস অথবা পম্পেই !!!
৭ সেকেন্ড,টানা ৭ সেকেন্ড চলল এই অসহনীয়,অমানবিক আর সুতীব্র ভয়াবহ দুলুনি! আর তাঁর সাথে সাথে বেড়ে চলল আশেপাশের সমস্ত বিড়াল-কুকুর আর যত সামান্য কিছু মানুষের সুতীব্র রক্ত হিম করা অপার্থিব চিৎকার,যা ইতিপূর্বে আমি কখনো শুনিনি।কেননা আমার এই ৩৪ বৎসরের ক্ষুদ্র জীবনে এরকম নির্মম ভূমিকম্প এই-ই প্রথম।জীবনে অনেক ভুমিকম্প দেখেছি কিন্তু আজ ভোর ৫ঃ০৩ মিনিটের এই কুৎসিত দানবের মুখোমুখি ইতিপূর্বে আর কখনো হইনি!!
খাট থেকে একটুও নড়িনি,শুধুই প্রতিপালককে মন ভরে ডেকেছি।একসময় দেখলাম সব কিছু কেমন জানি শান্ত এবং একজন বাদে (১ জন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে) বাদ বাকি সবাই বহাল তবিয়তে খোদার খাস কৃপায় জীবিত!!
আর ঘুম হয়নি,হওয়ার কথাও নয়!! এখন লিখছি এক প্রত্যক্ষদর্শীর অনুভূতির কথা......
(দয়া করে এই পোস্টটি সবাই বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করবেন,কেননা আজকের এই ভুমিকম্পে অনেক খারাপ কিছুই হতে পারত;জাস্ট সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে দিয়েছেন।শেষ রাত হওয়াতে অনেক মানুষই এই ভয়াবহ ঘটনার সাক্ষী হতে পারেনি।মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!!)
আমার আগের পোস্টঃ
ভুলেও ফেলে দেবেন না সিলিকা ব্যাগ , কিন্তু কেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সাবু ছেেল বলেছেন: জী আপু মণি,অবশ্যই তা হত।ধন্যবাদ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
দিগন্ত জর্জ বলেছেন: ভয়ংকর অভিজ্ঞতা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সাবু ছেেল বলেছেন: নিঃসন্দেহে,ভাই।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
খোলা মনের কথা বলেছেন: খোদা সবার মঙ্গল করুক। সবার প্রতি শুভ কামনা রইল
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সাবু ছেেল বলেছেন: সৃষ্টিকর্তার খাস রহমত বাংলাদেশ ও এর জনগণের উপড় বর্ষিত হউক,আমীন।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
জুন বলেছেন: আজকের এই ভুমিকম্পে অনেক খারাপ কিছুই হতে পারত;জাস্ট সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে দিয়েছেন সেটাই আর জীব জন্তরা নাকি ভুমিকম্পের আগাম সতর্কতা পেয়ে থাকে । কিন্ত ঘরের ভেতরেও কি পায় ?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সাবু ছেেল বলেছেন: জী,ঘরের ভেতর থেকেও পায়।সৃষ্টিকর্তা তাদের তৈরিই করেছে মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদাভাবে।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
সাদী ফেরদৌস বলেছেন: আজকে অভিজ্ঞতা টা স্রেফ স্বপ্নেই কল্পনা করা যায় । জীবনে কখনো এত অসহায় বোধ করিনি ।
আল্লাহ সবাইকে হেফাজত করুন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সাবু ছেেল বলেছেন: মীন,আল্লাহুম্মা আমীন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ওরা যে আগে থেকেই টের পায় সেটা কোন ধারনা না, এটা প্রতিস্ঠিত সত্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
সাবু ছেেল বলেছেন: পনি আমার মনের কথাটি বলে ফেলেছেন,আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
সুমন কর বলেছেন: মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!! --- এটা কিন্তু সত্য !!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
সাবু ছেেল বলেছেন: জী ভাই,এ ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই।ধন্যবাদ আপনাকে।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
কিরমানী লিটন বলেছেন: আজকের ভুমিকম্প আমাদের আস্থার শিকড় একেবারেই আলগা করে ফেলেছে, সত্যিই মানুষ জেগে থাকলে হুড়োহুড়িতে অনেক প্রাণহানি হতো ...।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
সাবু ছেেল বলেছেন: আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত।অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলার জনগণ সুখে থাকুক,আমীন।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
আবু শাকিল বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
সাবু ছেেল বলেছেন: আর বাংলার জনগণ সুখে থাকুক,আমীন।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: এ এক অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করলেন ভাই ধন্যবাদ ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
সাবু ছেেল বলেছেন: আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ।ভয়াবহ অভিজ্ঞতা যত কম হয় ততই ভালো।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪
এমডি এআর মুবিন বলেছেন: এইবার আল্লাহপাক বাঁচিয়ে দিয়েছেন, আরেকটা কথা হলো- আমি সিলেটে থাকি!!!
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
সাবু ছেেল বলেছেন: অর্থাৎ,একেবারে ভূমিকম্প জোনে!! আল্লাহপাক আপনাকেও বাঁচাক।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: " আজকের এই ভুমিকম্পে অনেক খারাপ কিছুই হতে পারত;জাস্ট সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে দিয়েছেন।শেষ রাত হওয়াতে অনেক মানুষই এই ভয়াবহ ঘটনার সাক্ষী হতে পারেনি।মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!!
হুম।
আর প্রাণীদের নেচারের সাথে দারুন সংযোগ আছে। আমরা তাদের ভাষা বুঝীনা বলে অনেক কিছূ অগ্রীম বুঝতে পারিনা।...
দারুন অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ।
+++
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
সাবু ছেেল বলেছেন: আর প্রাণীদের নেচারের সাথে দারুন সংযোগ আছে। আমরা তাদের ভাষা বুঝীনা বলে অনেক কিছূ অগ্রীম বুঝতে পারিনা।...
কথাটির সাথে একমত।অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
বিষাক্ত স্বপ্ন বলেছেন: আমার ওজন প্রায় ৮০ কেজি। আমি যে এত দৌড়াতে পারি সেটা সেদিন প্রথম বুঝেছিলাম
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
সাবু ছেেল বলেছেন: বিপদে পরলে বুঝা যায় মানুষের আসল সামর্থ্য।বেঁচে আছেন বলে আল্লাহপাককে অধিক মাত্রায় স্মরণ করুন।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
সুপার নোভা বলেছেন: প্রবল ঝাকুনিতে এতই ভয় পেয়েছিলাম যে অতি পরিচিত দরজার ছিটকিনি খুজে পাচ্ছিলাম না।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
সাবু ছেেল বলেছেন: প্রবল বিপদে আপন মাথা প্রবল ঠাণ্ডা রাখিবেন এখন থেকে,জনাব।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
একলা ফড়িং বলেছেন: ঘুম ভেঙ্গে যাওয়ার পর ভুমিকম্প হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। এবং বোঝার পরও চুপ করে বসে ছিলাম আর সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলাম। এতো দীর্ঘ সময় ধরে ভুমিকম্প আগে কখনো অনুভব করিনি। অনেক কিছুই হতে পারত।
আমারও বিড়াল আছে একটা। লেপের মধ্যে ঘুমিয়েই ছিল। যদিও যতদূর জানি এসব ব্যাপার ওরা মানুষের আগে টের পেয়ে যায়।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
সাবু ছেেল বলেছেন: আমারও বিড়াল আছে একটা। লেপের মধ্যে ঘুমিয়েই ছিল। যদিও যতদূর জানি এসব ব্যাপার ওরা মানুষের আগে টের পেয়ে যায়।
হতেই পারে এরকম,কোন ব্যাপার না।মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
দ্বিতীয় আমি - আমার ভিতরের লুকায়িত মানুষ বলেছেন: বাচার আশা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে আল্লাহকে স্মরন করেছি শুধু। ভেবেছিলাম এটাই ঢাকার শেষ দিন!
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭
সাবু ছেেল বলেছেন: আমারও প্রায় একই দশা হয়েছিলো,যদিও ধৈর্য ও আল্লাহপাকের প্রতি বিশ্বাস রেখে খাটের উপড়ই শুয়ে ছিলাম,একটুকুও নড়িনি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
মঞ্জু রানী সরকার বলেছেন: ।মানুষ জেগে থাকলে হুড়োহুড়ি করতে যেয়ে লোক মারা যেত আরও অনেক বেশী!