নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sabuj SB

ফোনেটিক

Sabuj SB › বিস্তারিত পোস্টঃ

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২০

সেই ছেলেটি
পর্ব ৩

লেখা :: Sabuj SB (স্বপ্ন চোর )

মাহিন ভলোভাবেই পরীক্ষা শেষ করেছে | পরীক্ষা শেষ করে মাহিন আবারো ফেসবুক নিয়ে একটু উল্টে - পাল্টে দেখছে | পরীক্ষা চলাকালৗন সময়ে মাহিন ওই স্যার এর কাছে পড়তে যায় নি | আর অর্পির সাথে ও দেখা হয় নি কয়েকদিন | কিন্তু মাহিন অর্পি আর ওর সম্পর্কটাকে শুধু বন্ধুত্ব ভাবাতে তেমন কোন কষ্ট অনুভব করেনি |

আজ পরীক্ষা শেষ হবার ২ দিন পর মাহিন আবারো ওই স্যার এর কাছে পড়তে যায় | বেশ আড্ডা - মাস্তি নিয়েই পড়ে তারা স্যার এর বাসায় | কিন্তু পাভেল এর উশৃঙ্খলতা আজকাল মাহিন কেও অসহ্য করে তুলেছে | তাও মানিয়ে চলতে হয় মাহিন কে |
পরীক্ষা চলাকালীন বাইরে বের হত না মাহিন | তাই সিগারেট ও বন্ধ ছিল | কিন্তু আজ অনেকদিন পর বন্ধুদের সাথে স্কুল মাঠে যাওয়াতে, আবারো সিগারেট................ যদিও মাহিনের এসব ভাল লাগে না তাও বন্ধুদের জন্য |

চার - পাঁচ দিন পরের এক ঘটনা..
আবির ও পাভেল কেউ ই আজ পড়তে যায় নি | শুধু মাহিন একাই গেছে | যদিও পাভেলকে মাহিনের ভাল লাগে না | কিন্তু আবির মাহিনের বেস্ট ফ্রেন্ড | তাই ওরা না আসাতে মাহিন ও অল্প সময় পড়ে স্যার কে বলে বের হয়ে যায় |

মাহিন স্যার এর বাসা থেকে যাওয়ার সময় দেখে অর্পিও বাসা থেকে বের হয়েছে | কোথাও একটা পড়তে যাচ্ছে অর্পি | মাহিনের কোন কাজ না থাকায়, আর একটু আগে পড়ে বের হওয়ায়, হাতে সময় ছিল মাহিনের | তাই অর্পির সাথেই হাটতে হাটতে যাচ্ছিল মাহিন | অনেক কথার ফুলঝুরি চলতে লাগল দুজনের মাঝে |
[সব কথা বলা উচিত না, কিছু কথা গোপন থাকা ভাল ]

হঠাৎ কি মনে করে যেন মাহিন অর্পির মোবাইল নাম্বার টা চেয়ে বসে | [সব কথা লেখক নিজেও জানে না কখনও কখনও ] অর্পি নাম্বার দিতে কোন দ্বিধা বোধ করে নাই| কারণ মাহিন অর্পির অনেক ভাল বন্ধু | কিন্তু অর্পির তার নাম্বার মনে না থাকার জন্য অর্পি মাহিনকে বলে তোমার নাম্বারটা দিয়ে যাও আমি তোমায় কল দিবনে | মাহিন তার নাম্বার দিয়ে চলে যায় | ও বলা হয়নি তো মাহিন ও অর্পি ভাল বন্ধু ও ক্লাসমেট হলেও তারা তুই না বলে তুমি করেই বলে |

সন্ধ্যা বেলা মাহিনের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটা মিসড কল আসে | নাম্বারটা অপরিচিত হলেও মাহিনের বুঝতে বাকি রইল না যে এটা অর্পির নাম্বার |

মাহিন ঠিক রাত ১২ টার পর অর্পিকে কল দেয় | কারণ অর্পি বলেছিল এটা ওর বাসার নাম্বার | ওর কাছে সবসময় থাকে না | ব়াতে থাকে ওর কাছে |
অর্পি মাহিনকে বলে দিয়েছিল, মাহিন অর্পিকে কল দিলে যেন রাতে দেয় | ওদিকে মাহিনের রাতে কথা বলতে সমস্যা | তাও মাহিন ওর বাবা - মা ঘুমানোর পর অর্পিকে কল দেয় ....................................

চলবে ............

কথোপকথন টা আগামী পর্বে দেওয়া হবে |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.